নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একটা নির্দিষ্ট গন্ডীর মাঝেইথাকতে চাই।।

সচেতনহ্যাপী

সচেতনহ্যাপী › বিস্তারিত পোস্টঃ

কাকে প্রাধান্য দেবো......।

২৮ শে জুন, ২০১৩ রাত ২:৩৮

শিশু জন্ম সময়ের ট্রাজেডিতে ডাক্তাররা সাধারনতঃ দুইটা বাক্য খুব বেশীবার বলে থাকেন।। ১)we had to sacrifice the fetus so the mother could live. or ২) we had to sacrifice the mother so the child could live. কিন্তু আমাদের দেশের রাজনৈতিক বিবেচনায় এটা বলা বাহুল্য হবে না যে,we had to sacrifice the mother, fetus and the father as well so the politician could live.

অথচ বিশ্বের তাবৎ দেশের দিকে তাকালে দেখা যাবে যে , তাদের কাছে দেশ,জনগন এবং ভবিষ্যত সন্তানরাই প্রাধান্য পেয়ে থাকে।। বর্তমান প্রজন্ম অনাগত সন্তানদের জন্য একটা সুখী সমৃদ্ধশালী দিক নির্দেষনামূলক ভবিষ্যত এবং সুন্দর একটা সমাজ রেখে যেতে আপ্রান চেষ্টা করে।। যায়ও করে এটাই।। তাদের রাজনীতি আবর্তিত হয় এটা নিয়েই।। আর আমরা ও আমাদের মত তৃতীয়বিশ্বের কয়েকটি দেশে হয়,রাজনৈতিক নেতা-নেত্রীদের সুযোগ-সুবিধা ও স্বার্থসংশ্লিষ্ট ব্যাপার নিয়ে।। জনসাধারন বা অনাগত ভবিষ্যতরা এখানে শুধুমাত্র পন্য।।

এর জন্য প্রথম এবং শেষ দায়ী আমরাই,আর কেউ নয়।। হ্যা আরেকটা আছে তা হলো আমাদের আবেগ।। একবারে অন্ধ এটা।।/:)

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুন, ২০১৩ রাত ১২:১৯

এহসান সাবির বলেছেন: সাইন ইন সমস্যা গেছে? সেফ কি হয়েছেন?

২| ২৯ শে জুন, ২০১৩ রাত ২:৫৬

সচেতনহ্যাপী বলেছেন: সেই থেকে বেচে গেছি ভাই।। না সেফ এখনো হই নি, হয়তো হওয়ার যোগ্য না বলে।। Thanks সহানুভুতির জন্যে।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.