নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপনাদের কেউ কি সত্যিই এটা দেখা বা পর্যবেক্ষনের জন্য কেউ আছে?? যদি থেকেই থাকে তবেও কিন্তু তাদের যোগ্যতা নিয়ে আমার মনে প্রশ্ন জাগছে।। কারন যারা ২৭টি পোষ্ট আর ৪মাসের উপরে পর্যবেক্ষন করার পর এই আই ডি টি আসল না নকল তা ধরতে পারে না,বা বা আই ডি তে কোন ভুল থাকলে তা শুধরাতে বলতে জানে না তাদের যোগ্যতা সন্দেহজনক কি না তা বিচার করার ভার আপনাদের উপরই ছেড়ে দিলাম।। আর এ টা অহেতুক কি না তার ও বিচার আপনারাই করবেন।।
কারন এই ব্লগের তো আপনারাই মা-বাপ।। স্যরি এরকম কঠিন কথা বলার জন্য।। তবে আপনাদেরও ভাবা উচিৎ যে কিনা ৪মাসেরও অধিক সময়ে আই ডি খুলে এতো লিখেছে,তাকে চিনতে,বুঝতে যদি এত দেরী??!! তাহলে তাড়াতাড়ি পাওয়ার সহজ পথটা আপনাদেরই বাৎলে দেওয়া উচিৎ।। ধন্যবাদ আপনাদের।।
©somewhere in net ltd.