নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একটা নির্দিষ্ট গন্ডীর মাঝেইথাকতে চাই।।

সচেতনহ্যাপী

সচেতনহ্যাপী › বিস্তারিত পোস্টঃ

আন্তর্জাতিক আদালত এবং সরকার

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৩৪

সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া ঘটনাবলী ও সরকারী প্রতিক্রীয়ায় সাধারন নাগরিক হিসাবে আমি ক্ষুব্ধ,বিস্মিত! অস্ত্রধারীদের ছবি প্রায় সবকটি প্রধান প্রধান পত্রিকায় এলেও সরকার তথা প্রধানের প্রতিক্রীয়া একটু কেমন যেন লাগলো! সন্ত্রাস দিয়ে যদি সন্ত্রাসের প্রতিরোধ করা যায় তাহলে আর আমাদের কষ্টার্জিত উপার্জনের ট্যাক্সের টাকায় এতো শান্তি-শৃংখলা রক্ষাকারী বাহিনী পূষে লাভ কি? অতি সহজেই তো আমরা অস্ত্র দিয়ে প্রতিপক্ষের সাথে সমস্যা মিটিয়ে ফেলতে পারি।

এদিকে পত্রিকায় প্রকাশিত একটি খবর আমার দৃষ্টি আকর্ষন করলো।একটা ইসলামিক রাইটস গ্রুপ হেগে অবস্থিত আন্তর্জাতিক আদালতে বাংলাদেশে মানবাধিকার লংঘন,গুম,ক্রসফায়ারে রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যা ইত্যাদি ব্যাপারে অভিযোগ দায়ের করে তদন্তের আবেদন করেছে।

এ প্রসংগে বৃটিস আইনজীবি টবি ক্যাডম্যান(Toby Cadman)বলেছেন তিনি এ বিষয়ে International Coalition for Freedom of Rights গ্রুপের পক্ষে আদালতে নির্বাচন এবং এর পরবর্তি মানবতাবিরোধী কার্যক্রমের তদন্তে অনুরোধ দায়ের করেছেন। এটা এখন ICC Prosecutor Fatou Bensoudaর সিদ্ধান্তের অপেক্ষায় আছে।( APর খবরে প্রকাশ।)

একজন বাংলাদেশী হিসাবে আমার কি প্রতিক্রিয়া হতে পারে যদি আসলেই তদন্তের অনুমতি মিলে যায়। আমাদের কি শ্রীলংকার মত মানসিক ও রাজনৈতিক শক্তি আছে যে আমরা রাষ্ট্রপুঞ্জের মিলিত আক্রমন মোকাবেলা করতে পারবো? আর এতে বিশ্বের কাছে যে পরিমান হেয় হতে হবে, তারই বা কি হবে? আগেই আমরা আরো দায়িত্ববান হই না কেন অন্ধ দলপ্রীতি বাদ দিয়ে? অন্ততঃ সাদাকে সাদা আর কালোকে কালো বলার শক্তি যেন অর্জন করি। তাহলেই অন্ততঃ একটা সমস্যার মূলে কুঠারাঘাত তো করা হবে।





মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:০১

পাঠক১৯৭১ বলেছেন: হেগ মেগ ইসলামীদের জানে: ওরা জানে সিরিয়ায় কি হচ্ছে, আফগানিস্তানে কি হচ্ছে, মিশরে কি হচ্ছে, সোামলিয়া কি হচ্ছে, পাকিস্তানে কি হচ্ছে।

আমাদের জামাতীরা মানুষ মারে, আর হেগে গিয়ে হাইকোর্ট দেখায়?

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:৩৩

সচেতনহ্যাপী বলেছেন: আপনার কথা ঠিক আছে। এসব আমিও জানি। কিন্তু আপনার জানা উচিৎ একহাতে তালি বাজে না। আমি বরাবরই ভয়ে থাকি কেঊ না আবার বিশেষ দলের ট্যাগ মেরে দেয়। আমার প্রশ্ন টা একটু ভাল করে দেখবেন এবং প্লীজ বোঝার চেষ্টা করবেন।*আপনার জ্ঞান-বুদ্ধিকে* ছোট করে দেখছি না।। দয়া করে ভুল বুঝবেন না।

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:৩৮

পাঠক১৯৭১ বলেছেন: আমি চাই, আমাদের শিক্ষাংগন মাফিয়ামুক্ত হোক: ওখানে শেখ হাসিনা, খালেদা বেগম বা মওদুদীর মাফিয়ারা যেন যেতে না পারে; কিন্তু বাস্তবতায় তা ঘটেনি; এখন এরা মারামারি করুক, একজন অন্যজনকে মেরে ফেলুক।

হেগ এসব ব্যাপারে মাথা ঘামাবে না; মাথা ঘামাতে হবে আমাদের নিজেদের; ১৯৭১ সালের লোকদের সাহায্য নিয়ে আমাদের শিক্ষংগনকে মাফিয়ামুক্ত করতে হবে।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৪:৫৫

সচেতনহ্যাপী বলেছেন: আপনারা প্রথম প্যারার সাথে আমি পুরোপুরি একমত।। বিশ্ববিদ্যালয়গুলি থাকুক অস্ত্র এবং কলুষমুক্ত।। কিন্তু দ্বিতীয় প্যারায় ৭১এর লোকজন বলতে কাদের বোঝাচ্ছেন? মুক্তিযুদ্ধের চেতনাধারী? অসম্ভব একটা ব্যাপার। অন্ততঃ আমার হিসাবে। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.