নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এতদিন ব্লগে অনেক কথা বলেছি। আজ বলবো একান্ত মনের কথা, যা হৃদয়ের গহীনে পাথর চাপা দিয়ে রেখেছি। এমন কেউ নেই, যাকে মন খুলে সব বলে নিজেকে একটু হালকা করতে পারি। যেন না পারি কইতে, না পারি সইতে।। সত্যি কথা বলতে কি প্রবাস জীবনের নিঃসঙ্গতার সাথী কেউ নেই। সমমনার তো প্রশ্নই উঠে না। সবাই আছে অর্থের খোজে। কারো সময় নেই,আর সবাইকে এ ব্যাপারে বলাও যায় না।।
মনটা আজ বিকেল থেকেই বিষন্ন। বারবার "ওর" কথা মনে পড়ছে। চির হতভাগী মেয়েটা জীবন থেকে কিছুই পেলো না। শুধু বেঁচে থাকা ছাড়া। তারপরও আমার মত এক অপদার্থকে (যা শুনলে ও বরাবরই রেগে যেতো) ভালবেসে, ভালবাসা ছাড়া। কিন্তু এই একটা ছাড়া ওকে আমি আর কিছু দিতে পারি নি। এর মাঝে ছিলোই না কোন ভেজাল। সেও এটা জানতো বলে সব ছেড়ে আমাকেই দিয়েছিলো তার হৃদয় সাম্রাজ্য। হারিয়ে যাওয়ার শেষ মুহুর্ত পর্যন্ত। এমন কি দুর্ঘটনাবশতঃ আমার বিয়ের পরও আমার স্ত্রী-মেয়েকে দেখতো।(একই এলাকায় থাকতাম বলে সবাই সবাইকে চিনতো,যদিও আমার স্ত্রী একটু জুনিয়র)। স্ত্রীকে বলে ঘুড়ে বেড়িয়েছিও অনেকদিন। কিছুই লুকাই নি। লুকানোর কিছু ছিলোই না। স্ত্রী সবই জানতো। এমন কি প্রবাস থেকে ফেরার পর ওর সাথে দেখা করার দিনটিতেও আমাকে ড্রেস বেছে নিতে সাহায্য করেছে। সত্যি এমন স্ত্রী পাওয়া ভাগ্যের ব্যাপার। (প্রসঙ্গতঃ আমার মেয়ে ছোটবেলায় ওকে মা ডেকেও সম্বোধন করেছে) যাক আসল প্রসঙ্গে আসি। সেই প্রথম থেকেই ও কেনো যেন প্রায় প্রতিটি পত্রেই বলতো ও যেন আমার আগে পৃথিবী থেকে বিদায় নেয়। আমি রাগ করলে বলতো আমি আগে গেলে এমন কেউ থাকবে যে আমাকে স্মরন করে আমার কবরে একমুঠো মাটি দিয়ে, আমার জন্য দোয়া করবে। আজ ওর কথা সত্যি হতে দেখে দেশ থেকে প্রায় ৬০০০কিমি দুর থেকেও তা হৃদয়ে তোলপাড় তুলছে। হতভাগিনীর আশা পূরন হলেও আমি শান্তি পাচ্ছি কোথায়??
মানুষের হৃদয়টা একটা স্লেট বা ব্ল্যাকবোর্ড নয় যে কোন কিছু লিখে তা ডাষ্টার দিয়ে মুছে ফেলা যাবে?? পরিচিত সবাই এমনকি ওর ছোটবোনও আমাকে উপদেশ দেয়,যা গেছে তা নিয়ে ভেবে নিজেকে তথা বর্তমান স্ত্রীকে কষ্ট দেওয়ার কোন মানে হয় না। কিন্তু আমার মনটা মাঝে মাঝে বিক্ষিপ্ত হয়ে যায় তার কথা ভেবে। আজীবন দুঃখি মেয়েটা কি নিজের ভবিষ্যত দেখতে পেয়েছিলো?? তা না হলে আমার বিয়ের আগে থেকেই এমনকি শেষ পত্রেও এমন কথা কেন লিখতো?? আজ ওর কথা মনে করে কান্না সামলাতে পারছি না(যদিও আমি সুখী আমার পরিবার নিয়ে)।।
কে আমাকে কি ভাববেন জানি না।। জানতেও চাই না।। আমি শুধু আমার মনের গোপন কথাই লিখছি। আমি জানি অনেক পাঠক ওর ছোটবোনের মতই মন্তব্য করবেন।। কিন্তু আমার কষ্ট অনুধাবন করার এবং বোঝার আর আমাকে বুঝানোর কি থাকতে পারে??
আজ আমি নফল নামাজ পড়ে ওর কথামত দোয়া করি। প্রার্থনা করি আল্লাহ যেন তাকে দুনিয়ার জ্বালা-যন্ত্রনা থেকে মুক্তি দিয়ে বেহেস্তের সৌরভ প্রদান করেন। যা ছিল ওর কামনা।। ভাবছি এটা কি আমার অন্যায়?? যেখানে স্ত্রী-মেয়ে নিয়ে আমি খুশী এবং সুখীও।।
আমার এপ্রশ্ন রইলো পাঠকদের প্রতি।*যদি কারো নজরে আসে* আমি নিজেকে এব্যাপারে চরম অপরাধী মনে করছি। আত্মীয়-পরিজনদের কথায়।"
২| ০৮ ই মার্চ, ২০১৪ রাত ৩:৩০
নূর আদনান বলেছেন: ইসলাম বিয়ের আগে প্রেমকে কতখানি সমর্থন করে সঠিক জানিনা, তবে আপনার এবিষয় মাথায় রাখতে হবে। পরিচিত হিসেবে তার জন্য দোয়া করতেই পারেন। ধর্মের দিক থেকে আমি আর কিছু বলতে পাচ্ছি না।
কিন্তু আমার শুধু একটা কথায় মনে আসতেছে যে, আপনি তাকে বিয়ে করলেন না কেন? জানি না হয়তো খুব বড় ধরনের কোন বাধা ছিল।
তবে খুব বাস্তব একটা কথা বলেছেন, মনের সব কাথা বলা যাবে এমন কেউ এই দুনিয়াতে নেই।
যাহোক, নিজে ভাল থাকার চেষ্টা করুন। কারন নিজে ভাল না থাকলে তা আশে-পাশের মানুষদের ওপরেও প্রভাব পরে। সাবাইকে নিয়ে ভাল থাকুন।
০৮ ই মার্চ, ২০১৪ রাত ৩:৪৩
সচেতনহ্যাপী বলেছেন: দুই পরিবার থেকেই বাধা ছিলো।।বিশেষ করে ওর। কারন আমার তখন সামাজিক প্রতিষ্ঠা ছিলো না।আজ প্রতিষ্ঠিত হওয়ার পর তাই বেশী মনে পড়ছে।।আরও একটা কারন যা কাউকে বলার নয়।।
আপনার বাকী উপদেশ আমি বরাবরই মেনে চলি।ধন্যবাদ আপনাকে আমার জীবন আপনাকে ষ্পর্শ করেছে বলে।।
৩| ০৮ ই মার্চ, ২০১৪ ভোর ৪:১৩
বাংলার ঈগল বলেছেন: ভালোবাসার আগে প্রত্যেকের চিন্তা ভাবনা করা উচিত যে ভালোবাসার মানুষকে জীবন সঙ্গী করতে পারবেন কি না? সামাজিক প্রতিষ্ঠা ছিলো না বলে বিয়ে করতে পারেন নি এটা অত্যন্ত দুর্বল যুক্তি।
বিয়ের পর : স্ত্রীকে বলে ঘুড়ে বেড়িয়েছিও অনেকদিন।
এক দিকে স্ত্রীকে ঠকিয়েছেন, আর অন্যায় অপরাধ করেছেন পূর্ব প্রেমিকার সাথে সময় কাটিয়ে!
এটা লম্পট মার্কা চরিত্রের মত আরকি!
বেহেস্তের সৌরভ কি অত সোজা!!! বিয়ের আগে প্রেম, অন্যের সাথে বিয়ে হওয়ার পরও পরকিয়া (যদিও আপনার ভাষায় মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হবে)
{বিদ্র: সমালোচনা করতে ইচ্ছা হচ্ছিল না, কারন ভালোবাসা বলে কথা, কিন্তু আপনি একটা কাপুরুষ! যাকে বিয়ে করেন নাই/পারেন নাই তার জন্য এখন মৃত্যুর পর হাহাকার করে কি লাভ! যেহেতু নামাজ পড়েন তাই বলছি দোয়া সবার জন্য করা যাবে, তার জন্য ও করুন কিন্তু আপনার অতীত পাপ কর্মের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন এবং স্ত্রী সন্তান নিয়ে ভালো থাকার চেষ্টা করুন}
০৮ ই মার্চ, ২০১৪ ভোর ৪:২৯
সচেতনহ্যাপী বলেছেন: আপনার প্রথম প্যারার উত্তরে জানাচ্ছি ভালবাসা এমন একটা ব্যাপার যা পরিবেশ-পরিস্থিতির উপর নর্ভর করে না।
দ্বিতীয়টা বুঝতে ভুল করেছেন। ভালো করে পরে দেখুন আমরা সবাই একই এলাকার এবং সবাই সবার পরিচিত।। ভালো করে পড়ে দেখুন বিয়ের পরও ও আমার আমার পরিবারের সাথে ওর সম্পর্ক।
আর আপনার "লম্পট চরিত্রও" মেনে নিলাম মাথা পেতে। কারন মন্তব্য করার আর জানার জন্যই এর অবতারনা।।
আমি আমার সবকিছুই নিয়ে খুশী এবং সুখী। এমনকি আমার মেয়ে এবং স্ত্রীও।। ধন্যবাদ আপনাকে, দৃষ্টিভঙ্গীর অন্যদিকের জন্য।।
৪| ০৮ ই মার্চ, ২০১৪ সকাল ৯:৫৮
কামের কথা কন!! বলেছেন: মুখে বলতে ছেন ভাল আছেন সুখী আছেন কিন্তু মনে মনে যন্ত্রণায় কাৎরাচ্ছেন কিন্তু কিছু করার নাই। মানুষের জিবন এমনি এখন হয়ত কষ্ট পাচ্ছেন জাস্ট কিছু দিন পর দেখবেন মাসে ২/৩ দিন মনে পরছে আবার কিছুদিন পর দেখবেন বছরে ২/৩ মাস তার কথা মনে আসবে আবার কিছু দিন পর দেখবেন হয়ত মাঝে মাঝে মনে পরছে এর পর আরও কিছু দিন পর দেখবেন হয়ত আর মনে নাই এটাই বাস্তব আর এটাই স্বাভাবিক মানুষের মেমরি এমনি। আর বেশি বিশ্লেষণে গেলাম না। ভাল থাকবেন।
০৮ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৪১
সচেতনহ্যাপী বলেছেন: এই বাস্তবতা তো আমার বেলায় ঘটছে না। ১০টা বছরতো হয়ে গেল,আর কতদিন? শৈশব থেকে একই সাথে খেলাধুলা আর মাঝে মাঝে ঝগড়া,মনমালিন্যের পর আমার মিল। ভাই হৃদয়টা ব্লাকবোর্ড বা স্লেট নয় যে,ইচ্ছে করলেই মুছে ফেলা যায়।
আর এই হৃদয় প্রকোষ্ঠে প্রতিটি প্রিয়জনের জন্য একটা স্থান আছে,যেখানে তারা অধিষ্ঠিত। অন্ততঃ আমার হিসাবে। ব্যাখ্যায় ভুল হলে ক্ষমা করবেন।
৫| ০৮ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৫৪
মোঃ মোশাররফ হোসাইন বলেছেন: দুই ভুবনের দুই বাসিন্দা ....আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। একান্ত নিজের করে রেখে দিবেন ভাই।
০৮ ই মার্চ, ২০১৪ রাত ১০:০২
সচেতনহ্যাপী বলেছেন: আছে এবং থাকবেও তাই,ভাই।।আমি আমার হৃদয়ের চাহিদাকেই বেশী গুরুত্ব দিয়ে থাকি বরাবর।
রেখেছি গহীন কোঠায়,সযত্নে । ফুলেল সাজে। ধন্যবাদ।
৬| ২০ শে মার্চ, ২০১৪ রাত ১২:৫২
এহসান সাবির বলেছেন: হুম!!
২০ শে মার্চ, ২০১৪ রাত ১২:৫৫
সচেতনহ্যাপী বলেছেন: ঠিক বুঝলাম না,বাঘের হালুম না সহানুভূতি?
৭| ২০ শে মার্চ, ২০১৪ রাত ১:০০
এহসান সাবির বলেছেন: হালুম না ভাই...
২০ শে মার্চ, ২০১৪ রাত ১:২৩
সচেতনহ্যাপী বলেছেন: ধন্যবাদ।।
৮| ২০ শে মার্চ, ২০১৪ রাত ১:১২
মনে নাই বলেছেন: @বাংলার ঈগল: এতটা এগ্রেসিভ হয়ে গেলেন কেন? বেহেশত আপনার/আমার কাছে কঠিন বা সবচেয়ে বড় ব্যাপার হতে পারে, কিন্তু আল্লাহ চাইলে এইটা কোন বিষয় হলো!!
@লেখক: এমন কঠিন পরিস্থিতির মুখোমুখি হই নাই, এতদিন সামাল দিলেন কিভাবে? ভালোবাসাটা আসলেই অদ্ভূত।
২০ শে মার্চ, ২০১৪ রাত ১:২১
সচেতনহ্যাপী বলেছেন: সহানুভূতির জন্য ধন্যবাদ-মনে নাই। শুধু দেই নি,এখনও এই গোপন ব্যাথাটা আমাকে অহরহ দ্বগ্ধে মারছে।
আর বাংলার ঈগল তার দৃষ্টিতে যেভাবে নিয়েছেন, তাতে আমি আর কি বলতে পারি? এটাতো সবার জন্যই উন্মুক্ত করে দিয়েছি, তাই না? ভালবাসা আসলেই সব কিছুর উর্ধে। যুক্তি-তর্কেরও।
©somewhere in net ltd.
১| ০৮ ই মার্চ, ২০১৪ রাত ৩:০৪
সচেতনহ্যাপী বলেছেন: আজ তার শিয়রে কামিনী-কাঞ্চন লাগিয়ে, গোলাপ আর রজনীগন্ধা বিছিয়েও শান্তি পাচ্ছি না।। কেন??