নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ ফোনে মেয়ের সাথে কথোপকথোন হচ্ছিলো। আমি জেনেও জানতে চাইলাম ১লা বৈশাখীতে কি তোর ক্লাস আছে?? মেয়ে জবাব দিলো শুধু ক্লাসই না পরীক্ষাও না কি আছে।। আমাকে জবাব শুনে হাসতে দেখে জানতে চাইলো,আব্বু তুমি হাসছো কেন?? জবাবে জানালাম, একদিন আমার মাকে আমি মিথ্যে বলে ঠকাতাম র আজ আমার মেয়েও আমাকে সেই ভােই ঠকাচ্ছে দেখে।। ধরা পড়ে ওর চেহারা যা হলো না। মায়া লাগলো দেখে। একটা মাত্র মেয়ে এই বয়সে কত কথা থাকে। থাকে বেড়ানোর শখ। কিন্তু কে নিয়ে যাবে?? ওর মা টাও ঘরকুনো। তাছাড়া বয়সেরও প্রভাব পড়েছে। তাই মেয়েটার ক্লাসমেটরাই ভরসা। এটা আমি ভাল করেই বুঝি। তাই বললাম যা, পরীক্ষা যেন ভাল হয়। মেয়ে হাসতে হাসতে বললো আব্বু তুমি জানো যে আমি মিথ্যে কথা বলছি,তারপরও ভান করছো যেন কিছুই বুঝতে পারো নি।। হাসতে হাসতে বলি আব্বু আমিও তোর বয়সে তোর দাদু-দিদির কাছে এমন হাজরটা মিথ্যে বলেছি,সেকথা মনে পড়ে গেলো। তারর বাপ-বেটীর মলিত হাসির বাধ ভাঙ্গা জোয়ার।। মেয়ের মা দৌড়ে এলো,জানতে চাইলো কি এমন মজর ঘটনা নিয়ে এমন করে হাসছি।। সাথে সাথে আমরা বোবা ও কালা হয়ে গেলাম।। সে বারবার জানতে চাওয়াতে বললাম তুমি কি কখনো কোন কারনে তোমার মার সাথে মিথ্যে বলেছো?? হাসতে হাসতে উত্তর দিলো কত্তবার।। বললাম আমিও র আজ তোমার মেয়েও।। এবার তিনজনই হসিতে ফেটে পড়লাম।।
আমরা তিনজন কিন্তু স্বামী-স্ত্রী-কন্যা নই।। আমরা তিন বন্ধু।। যারা পরস্পরের সাথে কিছুই লুকোই না। থাকেও না লুকানোর কিছু।। মাঝে মধ্যে আমার প্রেমিকার কথাও উঠে আসে যাকে আমার মেয়ে মা বলে ডাকতো।। স্ত্রীর প্রেমিককে নিয়েও আমি র মেয়ে মাঝে মাঝেই ওকে পচাঁই।। তখন বউটা রনে ভঙ্গ দিয়ে পালায়,একটা বাহানা দিয়ে।।
আমার শত দুঃখ আর কষ্টের স্থানে এই মুহুর্তগুলিই ভুলিয়ে দেয় সবকিছু।।
১১ ই এপ্রিল, ২০১৪ রাত ৩:৩২
সচেতনহ্যাপী বলেছেন: এটাই বাস্তবতা।। ভবিষ্যতে বুঝবেন।। ধন্যবাদ মন্তব্যের জন্য।
২| ১১ ই এপ্রিল, ২০১৪ রাত ৩:৩১
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: সচেতনহ্যাপী ভাই কিছু কিছু মিথ্যা খুব মধুর হয়। বাবা মাকে কতো মিথ্যা বলে বাহিরে বন্ধুর বাসায় রাত্রে তাস খেলেছি।
৩| ১১ ই এপ্রিল, ২০১৪ রাত ৩:৩৫
সচেতনহ্যাপী বলেছেন: রথী ভাই আজ পর্যন্ত এমন কাউকে পাই নি যে বাবা-মার সাথে মিথ্যে বলেনি।। আমি-আপনিও ।।
৪| ১১ ই এপ্রিল, ২০১৪ রাত ৩:৫৩
প্যারাডাইস বলেছেন:
খুব সুন্দর করে লিখেছেন। লিখায় আপনার মেয়ের প্রতি
স্নেহ উজাড় করে দিয়েছেন। বাবা মার সাথে মিথ্যা কথা
বলে নাই এমন ছেলে বা মেয়ে আমার মনে হয় না একজন
পাওয়া যাবে। ছোট বেলার কথা মনে করিয়ে দিলেন।
নস্টালজিক করে দিলেন।
আপনার পরিবারের প্রতি শুভ কামনা।
১১ ই এপ্রিল, ২০১৪ রাত ৩:৫৭
সচেতনহ্যাপী বলেছেন: বাবা মার সাথে মিথ্যা কথা
বলে নাই এমন ছেলে বা মেয়ে আমার মনে হয় না একজন
পাওয়া যাবে। ছোট বেলার কথা মনে করিয়ে দিলেন।
নস্টালজিক করে দিলেন। এটাই বাস্তবতা।। আমিও বলেছি আজ আমার মেয়েও বলছে।।
৫| ১১ ই এপ্রিল, ২০১৪ ভোর ৪:২২
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: আপনার পরিবার সুন্দর ও অটুট থাকুক
১২ ই এপ্রিল, ২০১৪ রাত ২:০০
সচেতনহ্যাপী বলেছেন: দোয়া করবেন যেন আরো ভাল থাকে।। ধন্যবাদ।
৬| ১১ ই এপ্রিল, ২০১৪ ভোর ৪:৫৯
বিদ্রোহী বাঙালি বলেছেন: সংসারের যখন পরস্পরের প্রতি বিশ্বাস আর ভালোবাসা থাকে, তখন সম্পর্কগুলো হয় অনেক মধুর এবং মুহূর্তগুলো হয় অনেক সুখের। আপনার সংসারে তারই নমুনা দেখলাম। ভালো লাগলো। দোয়া করি সারাজীবন যেন এমনিই থাকে।
১২ ই এপ্রিল, ২০১৪ রাত ২:০৪
সচেতনহ্যাপী বলেছেন: আসলেই তা আছে। আমার সংসারে মা,আব্বু,মেয়ে বলে কোন বিভেদ নেই।। আমরা যেন পরস্পরের বন্ধু। ধন্যবাদ আপনাকে সুন্দর দিকগুলির প্রতি দৃষ্টিভঙ্গী দেখে।।
৭| ১১ ই এপ্রিল, ২০১৪ সকাল ৭:০২
নীল জোসনা বলেছেন: আপনাদের বন্ধুত্ত অটুট থাকুক সবসময় । ভালো থাকবেন ।
১২ ই এপ্রিল, ২০১৪ রাত ২:০৫
সচেতনহ্যাপী বলেছেন: আমিও এটাই চাই। ধন্যবাদ।।
৮| ১১ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:২০
ভিটামিন সি বলেছেন: বড় আপার বাসায় রাত্রে থাকবো বলে বাড়ি থেকে বাইরে গিয়ে ৪৮ কিমি দুরে প্রেমিকার বাসার জানলার বাইরে দাঁড়িয়ে (প্রেমিকা ভিতরে) দুজনে গল্প করে সারা রাত কাটিয়ে সকালে বোনের বাসায় এসে ঘুম। হায়রে ভালোবাসা, হায়রে অভিজ্ঞতা।
১২ ই এপ্রিল, ২০১৪ রাত ২:০৯
সচেতনহ্যাপী বলেছেন: এটা প্রেম। এর জন্য এটাতো সামান্য,সারাবিশ্ব খুজে নীলপদ্ম এনে দিতেও আমি দ্বিধা বোধ করতাম না,এমন কি খুনও।।বুঝেছেন??
৯| ১১ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:৩৫
অপরিপক্ক বলেছেন: জানিনা, আপনার মেয়ে কিভাবে আপনার আগের প্রেমিকাকে মা বলে ডাকে! আমার বাবা মা'র একসাথে বিয়ে হওয়ার কথা ছিল না, প্রত্যেকেরই অন্য আরেকজনকে নিয়ে স্বপ্ন ছিল, এটাতো আমি ভাবতেই পারিনা। আর মা, মামা বলে ডাকাতো দূরের কথা। আমি ভাবতে ভালোবাসি, আমার বাবা-মা'র প্রথম এবং একমাত্র ভালোবাসা দুজন দুজনকেই। আর তাই, আমিও নিজের জীবনটা এভাবে গড়তে চেয়েছি, যেনো আমার ছেলে-মেয়ে এবং আমার স্ত্রী যেনো আমার পূর্বের জীবনের অবৈধ কোনো সম্পর্কের কারণে কষ্ট না পায়।
১২ ই এপ্রিল, ২০১৪ রাত ২:১৯
সচেতনহ্যাপী বলেছেন: আমরা একই এলাকার,তাই সবাই সবাইকে চিনতাম,পারিবারিক ভাবেই।। আমার স্ত্রী ওকে,ওর ভালবাসাকে শ্রদ্ধা করতো এমনকি এখনো করে। তার কথা ওর ত্যাগের জন্যই তোমাকে পেয়েছি। তাই মেয়েকেও সেই শিক্ষা দিয়েছে।। আশা করি বুঝাতে পেরেছি।
আর আমরা কিন্তু পিতা,মাতা ও কন্যাই নই সা ঘনিষ্ঠ বান্ধবও।। ক্লিয়ার??
১০| ১১ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:৫৩
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমি আমার বাবা মার সাথে কখনও মিথ্যা বলি না।
১২ ই এপ্রিল, ২০১৪ রাত ২:২৩
সচেতনহ্যাপী বলেছেন: পারিবারিক বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠলে কিন্তু এর প্রয়োজনও পড়ে না-তাই না??
আপনার মত ব্লগের হেভীওয়েটকে কিন্তু আমি আশা করি নি।। অ-নে-ক,অনেক ধন্যবাদ।।
১১| ১১ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:২৫
বেলা শেষে বলেছেন: এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমি আমার বাবা মার সাথে কখনও মিথ্যা বলি না।
আমিও আমার বাবা মার সাথে কখনও মিথ্যা কথা বলি না।
And never i had Need it....
১২| ১২ ই এপ্রিল, ২০১৪ রাত ২:২৬
সচেতনহ্যাপী বলেছেন: যদি পিতা-মাতার সাথে সম্পর্ক সহজ থাকে,তখন এর দরকারও পড়ে না।। আমার মেয়েও তাই কিছুই লুকায় না।। সাথে আমিও।।
১৩| ১৩ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৪৩
নিশাত তাসনিম বলেছেন: বিদ্রোহী বাঙালী বলেছেন: সংসারের যখন পরস্পরের প্রতি বিশ্বাস আর ভালোবাসা থাকে, তখন সম্পর্কগুলো হয় অনেক মধুর এবং মুহূর্তগুলো হয় অনেক সুখের। আপনার সংসারে তারই নমুনা দেখলাম। ভালো লাগলো। দোয়া করি সারাজীবন যেন এমনিই থাকে।
তার সাথে একমত । সুন্দর করে লিখেছেন ।
১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:১২
সচেতনহ্যাপী বলেছেন: আর এ দু'টোই আছে প্রচুর পরিমানে। তাই অন্য অভাব পাত্তাই পায় না। আমরা তিনজন যখন হাসি-ঠাট্টায় মেতে উঠি তখন অনাত্মীয় তো দুরের কথা, আমার বা স্ত্রীর ভাই-বোনরাও অবাক হয়ে চেয়ে থাকে।
প্রশংসার জন্য আমি আপ্লুত। ধন্যবাদ।।
১৪| ১৩ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৫৯
বভেট বলেছেন: বাবা-মাকে মিথ্যা বলা নিয়ে অনেক অম্ল-মধুর স্মৃতি আছে। সমস্যা হল, মিথ্যা বলা মাত্র তাঁরা ধরে ফেলতেন! এখোনো আম্মুর সামনে মিথ্যা বললে ধরা খেয়ে যাই।
১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:১৪
সচেতনহ্যাপী বলেছেন: উনার বয়সী হলে আপনিও বুঝবেন অভিজ্ঞতা কি এবং কি শিক্ষা দেয়। ধন্যবাদ।।
১৫| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১:২৯
এহসান সাবির বলেছেন: ভালো থাকুন সব সময়।
১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:০৭
সচেতনহ্যাপী বলেছেন: দোয়া করবেন,তাই যেন থাকতে পারি।।
১৬| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১:৩০
কান্ডারি অথর্ব বলেছেন:
শুভ কামনা সব সময়ের জন্য।
১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:০৯
সচেতনহ্যাপী বলেছেন: আপনাদের শুভ-কামনাই আলো হয়ে আমাকে পথ দেখাবে। ধন্যবাদ।।
১৭| ১৪ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৫৩
অপরিপক্ক বলেছেন: তা নাহয় বুঝলাম। কিন্তু বিয়ের আগের অবৈধ সম্পর্ককে সম্মান দেওয়া/শিখানোর কী আছে!
আর যদি দিতেই হয় তাহলে, আপনার মেয়েকে এটা কেনো শেখাননা যে, আপনার স্ত্রীর পুরানো প্রেমিককেও সে যেনো বাবা বলে ডাকে?
১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:২৬
সচেতনহ্যাপী বলেছেন: অবৈধ সম্পর্ক বলছেন কেন?? আর আমার স্ত্রী কিছুটা জুনিয়র হলেও সব বোঝার বয়স তার ছিলো। তাই সে এই সম্পর্ককে শ্রদ্ধা করতো এবং আজো করে। আর সেটা এতই পরিশুদ্ধ যে, আপনার কল্পনার সীমার বাহিরে।
আমার উচিৎ নয় তবুও বলছি, ওর সন্তানধারনের ক্ষমতা ছিলো না বলে ওই জোর করে বিয়েটা করিয়েছে। বাসায়ও আশা-যাওয়া ছিলো। তাই আমার স্ত্রীও ওকে মা ডাকতে বাধা দেয় নি।যাতে করে জনমদুখী একটা মেয়ে এইটুকুই পেয়ে সুখী আর খুশি হয়।আশা করি আপনার ভুল ভাঙ্গবে এবার।
লেখাটাতে "এই ব্যাপারটা" আমি কাউকে বলতে চাই নি,আপনি বাধ্য করলেন। আর ভুল বোঝাটাই স্বাভাবিক।
১৮| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:২০
অপরিপক্ক বলেছেন: আমি দুঃখিত ভাই। আসলে হয়েছে কী, আমি যখন আপনার লেখাটা আমার স্ত্রীর সাথে শেয়ার করলাম তখন ও আপনার "মাঝে মধ্যে আমার প্রেমিকার কথাও উঠে আসে যাকে আমার মেয়ে মা বলে ডাকতো।। স্ত্রীর প্রেমিককে নিয়েও আমি র মেয়ে মাঝে মাঝেই ওকে পচাঁই।" কথাটা পড়ে বলল, কেমন নারী বিদ্বেষী উনি! উনার প্রেমিকাকে সম্মান দেওয়াচ্ছেন, অথচ স্ত্রীর প্রেমিককে নিয়ে স্ত্রীকে পচাচ্ছেন
১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৪৯
সচেতনহ্যাপী বলেছেন: বলেছিতো সব ভুল বোঝা-বুঝি।আরেকটা কথা, ও কিন্তু মিলিয়ে গেছে আকাশের তারাদের মাঝে।।
১৯| ১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:১৪
অপরিপক্ক বলেছেন: অ... মারা গেছেন!
কিন্তু আপনি বলেছেন "অবৈধ সম্পর্ক বলছেন কেন?? "
এটাকি আপনার বিয়ের আগের সম্পর্ক ছিল না?
বিয়ের আগের সম্পর্ক যদি বৈধ সম্পর্ক হয়, তাহলে বিয়ের পরের সম্পর্ককে কি বলে!
১৬ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:১৫
সচেতনহ্যাপী বলেছেন: "সম্পর্ক" বুঝাতে, আমি শুধু প্রেমকেই বুঝিয়েছি। "অন্যকিছু" বুঝে থাকলে ভুল করছেন।। ধন্যবাদ।
২০| ১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:১৪
আরজু পনি বলেছেন:
পারিবারিক বন্ধন সুদৃঢ় থাকুক ।
শুভকামনা রইল ।।
২০ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:১১
সচেতনহ্যাপী বলেছেন: আপনারও তাই থাকুক,এই কামনায়।। ভাল থাকুন সারাদিন,সারাবেলা।।
২১| ২৭ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৫৮
অপরিপক্ক বলেছেন: ও... শুধুই প্রেম?
ফোনে কথা বলা, দেখা করা, হাত ধরা.. এগুলো কিছুই ছিলনা?
তাহলে এটাকে মোটামোটি পিওর বলা যেতে পারে।
যদি এগুলো থাকার পরও আপনি একে পিওর সম্পর্ক বলেন, তাহলে আপনিই বলেন, আপনি যদি জানতেন পারেন, মোড়ের দোকানের যে ছেলেটা মোবাইলে ফ্লেক্সিলোডের ব্যবসা করে তার সাথে আপনার মেয়ের গভীর-পবিত্র প্রেমের সম্পর্ক তৈরী হয়েছে, তখন আপনি কী তাকে সম্মানের সাথে মেনে নিবেন?
২২| ২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৩৯
সচেতনহ্যাপী বলেছেন: মেয়ে যেখানে খুশী,আমার খুশী আর আনন্দ সেখানেই।।
আপনার ব্যাপারটা ঠিক বোধগম্য হচ্ছে না,ব্যাপারটা কি ভাই?? আপনার চুলকানিতে মজাই পাচ্ছি কারন আমার আবার খুজলী আছে তো তাই। ধন্যবাদ।।
©somewhere in net ltd.
১| ১১ ই এপ্রিল, ২০১৪ রাত ৩:২৮
ভাঙ্গা মাস্তুল!! বলেছেন: এখনো বাচ্চা কাচ্চা হয়নি তাই আসলে মন্তব্য করতে চাইনি তবে মার সাথে এখনো অনেক মিথ্যে বলি তিনি বুঝেও না বুঝার ভান করেন!