নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একটা নির্দিষ্ট গন্ডীর মাঝেইথাকতে চাই।।

সচেতনহ্যাপী

সচেতনহ্যাপী › বিস্তারিত পোস্টঃ

কার উপর বর্তাবে নারায়নগজ্ঞের সেভেন মার্ডার?????

০২ রা মে, ২০১৪ রাত ২:৩৪

এক এক করে নারায়নগজ্ঞের অপহৃত ৭জনের লাশই উদ্ধার হলো। যা কোন সভ্যদেশে ভাবাই যায় না। ভাবছি কি এমন প্রতিবন্ধতার সৃষ্টি করেছিল এই ৭জন,যার জন্য প্রয়োজন হলো সবাইকে শেষ করে দেওয়ার?? একবারও কি ভাবার প্রয়োজন ছিল না।

আমি বিশ্বাস করি না যে,সবাই পথের কাঁটা হয়ে ছিল। শুধূ সাথে থাকার কারনেই এই করুন পরিনতি বহন করতে হলো সবাইকে। নির্দোষ হওয়া সত্বেও। খুনীদের কাছে এটা পরিত্যাজ্য। ওদের কাছে মুখ্য হলো সাক্ষী না রাখা। তাই প্রান দিতে হলো খেটে খাওয়া চালককেও। মুখ্য টার্গেট হয়তো ২ বা ৩জন বাকিরা বলির শিকার।হয়তো এরাই ছিল পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তি। খুনীদের কাছ থেকে আমি সহানুভূতি আশা করছি না।আশা করছি সরকারের কাছ থেকে। কোথায় আমাদের নিরাপত্বা?? শুধুমাত্র বিরোধিতার জন্যই অপহরনের পর খুনের শিকার হতে হয়,তাহলে কি লাভ আমাদের বাজেটের বিরাট অংশ "তথাকথিত" নিরাপত্বা বাহিনীর পিছনে ব্যায় করার??

আজ হয়তো এই কথা,সেই কথা,অমুকের দোষ,তমুকের দোষ বলে সবাই এড়িয়ে যেতে চাইবে নিজ নিজ দায়িত্ব। এমনকি সরকারও।। কিন্তু সাধারন ৭জন নাগরিকের অপহৃত হবার পরে খুন হওয়াটার দায়িত্ব কিন্তু সরকার সহ নিরাপত্বা বাহিনীর প্রতিটি বিভাগই এড়িয়ে যেতে পারে না।

সভ্যদেশে এটা চিন্তারও অতীত। অর্থাৎ আমরা অসভ্য তাই এমন ঘটনা ঘটতে পারে!! নিজের কপাল চাপড়ানো ছাড়া পথ দেখছি না।।:P:P

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০১৪ রাত ২:৪৩

মতিউর রহমান মিঠু বলেছেন: যেহেতু জনগনের ভোটে নির্বাচিত হাছিনা সরকার নয় তাই এর দায়ও ওনার নয় এটা নিশ্চিত।

০২ রা মে, ২০১৪ রাত ২:৫৮

সচেতনহ্যাপী বলেছেন: সাথে আমাদের নিরাপত্বার দায়িত্বে যারা আছেন, তাদেরও নয়।।

২| ০২ রা মে, ২০১৪ ভোর ৬:৪৪

ভিটামিন সি বলেছেন: এটার দোষ যারা মরেছেন তাদেরই। তারা কেন নাঃগঞ্জে জন্মাইলো? জন্মাইলোই যদি তাইলে কেন লাগতে গেল শুয়োরের সাথে? আমরা আম জনতার মতো চুপচাপ থাকা তাদের জীবন রক্ষার জন্য ছিল অপরিহার্য। সেই ১৯৯৬-২০০১ সালের গুম, খুনের পরিস্থিতি চলে এসেছে দেশে।

০৩ রা মে, ২০১৪ রাত ১২:৪৫

সচেতনহ্যাপী বলেছেন: আসলেই তাই। ভাবছি তাদের পরিবার-পরিজনদের কথা।। শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার বলী, ভাবাই যায় না!!
আর আমরা আম-জনতা কিই বা করতে পারি?? দয়িত্ব কাদের হাতে??

৩| ০২ রা মে, ২০১৪ সকাল ৭:৩৮

এইচ. আর. হাবিব বলেছেন: আমরা Mango people তাই আমাদের দাড়িয়ে দাড়িয়ে আঙ্গুল চোষা ছাড়া কোন কাজ নেই।

০৩ রা মে, ২০১৪ রাত ১২:৪৬

সচেতনহ্যাপী বলেছেন: আঙ্গুলও পাবো না, আমের বড়াটিই চুষতে হচ্ছে।

৪| ০২ রা মে, ২০১৪ দুপুর ১২:৪৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অল্প কথায় ভালোই লিখেছেন!

০৩ রা মে, ২০১৪ রাত ১২:৪৯

সচেতনহ্যাপী বলেছেন: ধন্যবাদ।। এর বেশী কিছু করা তো আর সম্ভব নয়-তাই না।।

৫| ০২ রা মে, ২০১৪ রাত ৮:১২

নিশাত তাসনিম বলেছেন:
আল্লাহ বলেন " যদি কেউ একজন নিরপরাধকে হত্যা করে তবে সে যেন গোটা মানব জাতিকে হত্যা করলো। " অর্থাৎ যে ৭ জন মানুষকে মারছে সে সাতবার গোটা মানবজাতিকে হত্যা করেছে।

হত্যাকারীকে আল্লাহ অবশ্যই পাকড়াও করবে। কে আছে এমন হত্যাকারীকে আল্লাহর গজব থেকে রক্ষা করবে?

যাত্রীবাহী ফেরি ডুবির ঘটনায় সরকারের ব্যবস্থাপনা নিয়ে তুমুল সমালোচনার প্রেক্ষিতে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী চাং হং-ওন।

আর গুমের ভয়ে যখন গোটা জাতী আতংকিত এবং নারায়ণগঞ্জে ৭ জনের লাশ খুঁজে পাওয়া যায় তখন আমাদের প্রধানমন্ত্রী বলেন খালেদাজিয়া নালিশ করে বালিশ পেয়েছেন।

০৩ রা মে, ২০১৪ রাত ১২:৫৭

সচেতনহ্যাপী বলেছেন: আমাদের মত দূর্ভাগা জাতির জন্য আর কি আশা করা যায়?? ৭জন খুন হয়েছে তো কি হয়েছে??
মহসিন হলের ৭ মার্ডারের তবু বিচার হয়েছিলো,আর আজ তাও আশা করতে পারছি না। এটাই আমাদের রাজনীতির প্রকৃতরূপ। অনেক দেখেছি আর পারি না। ঘৃনা ছাড়া।।
আর কোথায় কোরিয়া, আর কোথায় আমরা।। গামছাও একটা কাপড় বটে!!

৬| ০৬ ই মে, ২০১৪ রাত ১:২০

উপপাদ্য বলেছেন: এই সময়টাই আমরা পার করেছিলাম ৭২-৭৫ এ।

০৬ ই মে, ২০১৪ রাত ১:২৬

সচেতনহ্যাপী বলেছেন: না ভাই এসপি মাহবুব আর সার্জেন্ট কিবরিয়ার স্পেসাল ব্রাঞ্চের কথা এখনও মনে আছে, ভুলি নাই।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.