নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশ থেকে অনেকেই ফোন করছেন এব্যাপারে। জানতে চাইছেন আসল ঘটনা।। আমি ব্লগার ভাই/বোনদের অনুরোধ করছি যারা আমার "আদম ব্যাবসায়ীদের খপ্পরে না পড়েন-তাই"পড়েছেন তারা যেন অনুগ্রহ করে অন্ততঃ একজনকে হলেও জানান। তাহলেই সর্বশান্ত হবার পথ থেকে অনেকগুলো পরিবার বেঁচে যাবে।। ধন্যবাদ সবাইকে।।
এই লিংকটাতে গেলে বিস্তারিত পাবেন। ধন্যবাদ।। Click This Link
১৯ শে মে, ২০১৪ রাত ১০:৫০
সচেতনহ্যাপী বলেছেন: কষ্ট করে যখন এতদুর এসেছেন,তাহলে আরেক কষ্ট করে আমার লেখা
"আদম ব্যবসায়ীদের খপ্পরে যেন না পড়েন---তাই।" পড়ে দেখতে অনুরোধ করছি। সব জানতে পারবেন। ধন্যবাদ।।
২| ১৯ শে মে, ২০১৪ রাত ২:২১
নতুন বলেছেন: আসলে কুয়েতে কি রকমের ভিসার ব্যবস্তা হয়েছে তার সম্পকে খুলে বলুন...
১৯ শে মে, ২০১৪ রাত ১০:৫৮
সচেতনহ্যাপী বলেছেন: বর্তমানে শুধু মালী,সবজী ফলানোর মাঠে (যাকে আমরা মানে আরবীতে মাজরা বলে) সোজা ভাষায় কৃষকের কাজ করতে হবে। আর ঝাকর মানে পশু-পাখি পালার কাজের ভিসা বের হবে। কারন এসব কাজ ভারতীয়,নেপালী বা ইন্দোনেশিয়ানদের দ্বারা হচ্ছে না। আর এসব ফার্ম লোকালয় থেকে ১০০/১৫০ কিঃমিঃ দুরে। এবং সেখানেই থাকা খাওয়া।আপাততঃ এই।। ধন্যবাদ তবে আরেকজনকে জানাতে কিন্তু ভুলবেন না,প্লিজ।।
৩| ২০ শে মে, ২০১৪ রাত ১০:৪৯
উড়োজাহাজ বলেছেন: ঐ পোস্টের লিংকটা জুড়ে দিন। তাহলে সবার জন্য সহজ হবে।
২০ শে মে, ২০১৪ রাত ১১:০৫
সচেতনহ্যাপী বলেছেন: স্বীকার করতে লজ্জা নেই, লিংকএর সংযুক্তি আমার জানা না থাকায় শুধু হেডলাইনটা উল্লেখ করছি--"আদম ব্যবসায়ীদের খপ্পরে যেন না পড়েন---তাই।"
সম্ভব হলে সাহায্য করবেন বলে আশা করছি।
বিঃদ্রঃ একটু কাজের জন্য বাহিরে যাচ্ছি,এসে আবার বসবো।
৪| ২০ শে মে, ২০১৪ রাত ১১:৫৬
উড়োজাহাজ বলেছেন: আপনি যে পোস্টের লিংক যুক্ত করতে চান সেটি ওপেন করুন। তারপর এড্রেস বারে যে ইউআরএল- বা ঠিকানা দেখতে পাবেন তা কপি করুন। যেমন- এবার লেখার যে অংশে লিংকটা বসাতে চান সেখানে পেস্ট করুন। যেমন-http://www.somewhereinblog.net/blog/sochetonhappy/29951093
আর যদি কোন লেখার অভ্যন্তরে যুক্ত করতে চান তবে যেখানে লেখাগুলো লিখছেন তার উপরের বারে কতগুলো আইকন দেখতে পাবেন। এর মধ্যে শিকলের একখানা ছবি দেখতে পাবেন। ওটাতে ক্লিক করলেই আলাদা একটা পপ আপ মেনু উন্মুক্ত হবে। সেখানে নিচের অংশে লিংকটি পেস্ট করুন। আর লিংকের পরিবর্তে কোন লেখাটা ভাসবে তা উপরের বক্সে লিখুন। এবার ওকে চাপুন। ব্যাস, কাজ শেষ।
২১ শে মে, ২০১৪ রাত ১২:৫৯
সচেতনহ্যাপী বলেছেন: অনেক ধন্যবাদ।
৫| ২১ শে মে, ২০১৪ রাত ১:২২
উড়োজাহাজ বলেছেন: পারবেন তো? পারলে জানিয়েন।
২১ শে মে, ২০১৪ রাত ১:৩৯
সচেতনহ্যাপী বলেছেন: হ্যা ভাই পেরেছি।। আর কাল বলবেন স্ক্রীনসটের কথা। কারন এখন ঘুমাতে যাবো,সকালে উঠে অফিসে যেতে হবে। আবারও ধন্যবাদ ।।
৬| ২২ শে মে, ২০১৪ রাত ১২:১৪
উড়োজাহাজ বলেছেন: হয়েছে। তবে আপনি চাইলে আপনার শিরোনমটির অভন্তরেও লিংকটি সংযুক্ত করতে পারেন। সেজন্য যে লেখার নিচে লিংক যুক্ত করবেন তা সেটুকু সিলেক্ট করে লিংক (শেকলে) ক্লিক করবেন এবং সিলেক্ট হওয়া অংশটুকু নিজে নিজে্ই উপড়ে উঠে যাবে এবং লিংকের ঘরে লিংক পেস্ট করে ওকে চাপবেন।
২২ শে মে, ২০১৪ রাত ১২:১৮
সচেতনহ্যাপী বলেছেন: প্রয়োজনবোধে করবো। কৃতজ্ঞ রইলাম।।
৭| ২৮ শে মে, ২০১৪ সকাল ১০:১৫
আজীব ০০৭ বলেছেন: ধন্যবাদ...।
৮| ২৮ শে মে, ২০১৪ রাত ১১:৪৭
সচেতনহ্যাপী বলেছেন: আপনাকেও ধন্যবাদ।। ভাল থাকবেন সতত এই কামনায়।।
©somewhere in net ltd.
১| ১৯ শে মে, ২০১৪ রাত ২:০৬
ইনফা_অল বলেছেন: আসল ঘটনাইতো বললেন না...।ঃ(