![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ অফিস থেকে একটু তাড়াতাড়িই বাসায় ফিরলাম। একটা বার্গার বানিয়ে খেতে খেতে বসলাম নেটে। Skypeতে বসে বারবার কল দেওয়ার পরও রেসপন্স না পেয়ে গিন্নীর মোবাইলে ফোন দিলাম। কারন জানতে চাইলে গিন্নী মেয়ের হাতে ফোন ধরিয়ে দিল। মেয়ে জানালো ঝড়ে না কি রাউটারের লাইন বিচ্ছিন্ন। আজ তিনদিন ধরেই এই অবস্থা। বললাম এই তিনদিনেও ঠিক না হলে অপারেটর বদলে ফেল। উত্তরে জানালো খোজ নিচ্ছে। প্রায় মিনিট দশেক কথা বলে লাইন কেটে দিলাম। এখন এমন অবস্থা হয়েছে যে লাইভ না দেখে কথা বললে কারোরই মন ভরে না।
লাইন কেটে দেবার পর সময় আর কাটছে না। ব্লগে বসে আছি ঘন্টার উপর কিন্তু মনটা পড়ে আছে সেই বাসায়। এটাই আমাদের প্রবাসীদের ট্রাজেডি। সবাই দেখে আমরা আর দশজনের চেয়ে অনেক বেশী অর্থ উপর্জন করছি। কিনছি বিলাস সামগ্রী কিন্তু কেন?? কারন একটা অভাব পূরনের জন্য। স্বামীর ভালবাসা আর পিতার স্নেহের বিনিময়ে। মেয়েটাকে সেই তিনবছরের রেখে এসেছিলাম আর গিন্নীর কথা নাই বললাম। সেই মেয়ের আজ বিয়ের সম্পর্ক আসছে। গিন্নী মধ্যবয়স্ক। আমার অবস্থাতো আরো কাহিল। ওপেন হার্ট সার্জারী করে এক্সটেনসন লাইফ মেইন-টেইন করছি। সব কিছুতে বাছা-বাছি,মাসে শতেক খানেক ঔষধ গেলা। তারপরও মাঝে মাঝেই শরীর খারাপ। বাসায় বলি না ভয় পাবে,দুঃশ্চিন্তা করবে বলে। হ্যা প্রশ্ন উঠতে পারে তাহলে দেশে ফিরে যাচ্ছি না কেন?? কারন একটাই যা উপার্জন,তাই খরচ। পূজির মধ্যে সাড়ে তিনকাঠা জায়গা যা কি না গ্রীন ভ্যালীর সাথেই। কিন্তু আর কিছু করা সম্ভব হয় নি। কেন যে হয় নি তার ব্যাখ্যা দিতে হলে নিজেকেই দায়ী করতে হবে।( তাই বলে দয়া করে কেউ ভেবে বসবেন না যেন,আমি চরিত্রহীন। যা মধ্যপ্রাচ্যের দীর্ঘদিন বসবাসরতদের মাঝে দেখা যায়। এদের বংশপরিচয়েই তার প্রমান। কেউ আঘাত পেলে আমি দুঃখিত।)।
অনেকে স্বপ্ন দেখেন প্রবাসের। সাথে প্রচুর অর্থের। হ্যা, তা পাওয়া যায় কিন্তু বিনিময়ে অনেক কিছু খোয়ানোর জন্যও প্রস্তুত থাকতে হবে।। ভাই-বোনের মমতা, স্ত্রীর ভালবাসা, সন্তানের স্নেহ, কি না??
কিন্তু তারপরও আমার সন্তান থাকুক দুধে-ভাতে। আমার মত জিরো থেকে যেন ওকে শুরু করতে না হয়-এটাই আমাদের স্বামী-স্ত্রীর একমাত্র কামনা।।
২৮ শে মে, ২০১৪ রাত ১২:২০
সচেতনহ্যাপী বলেছেন: মনটা ভাল না তাই এই হাবিজাবি লিখিখেছি।।
ধন্যবাদ সমবেদনার জন্য। সবাই কিন্তু আমাদের অর্থের পরিমাপেই দেখে।। ত্যাগটা দেখে না।।
২| ২৮ শে মে, ২০১৪ সকাল ১০:১৪
আজীব ০০৭ বলেছেন: সমবেদনা ও দোয়া রইলো।
শুভকামনা..........
২৮ শে মে, ২০১৪ রাত ১১:৫৭
সচেতনহ্যাপী বলেছেন: ধন্যবাদ সমবেদনা এবং দোয়ার জন্য।। আমাদের নিয়তি কিন্তু বাধা পড়ে গেছে, আশা করি বুঝেছেন সেটা।।
৩| ২৮ শে মে, ২০১৪ সকাল ১০:১৫
কান্ডারি অথর্ব বলেছেন:
শুভ কামনা রইল ভাই
২৯ শে মে, ২০১৪ রাত ১২:০৪
সচেতনহ্যাপী বলেছেন: বিচিত্র ব্যাপার কি জানেন?? আমার আপন ভাইও এদিকটা ভাবে না।। বড্ড কষ্ট লাগে তখন। কারন আমার ত্যাগ সে মানে না।।এখন সে কোটিপতি, সমাজে প্রতিষ্ঠিত। তার ভাষায় আমি টাকা খরচ করেছি শুধু বন্ধুদের পিছে।। কিন্তু তারপষও প্রশ্ন থেকে যায়।।
৪| ৩০ শে মে, ২০১৪ রাত ১২:৫৩
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই পৃথিবীতে যতই আমরা আপনকে দূরে ঠেলে দেই না কেন; একদিন অনুতপ্ত ঠিকই হই। আপন মানুষ আপনই হয়, হয়ত সাময়িক ভুল বোঝাবুঝি হতে পারে কিন্তু একদিন তার সমাপ্তি হবেই।
এই বিশ্বাস নিয়ে বাঁচুন দেখবেন সব হতাশা দূর হয়ে যাবে ভাই।
৩০ শে মে, ২০১৪ রাত ১:৫৭
সচেতনহ্যাপী বলেছেন: না ভাই আমার জীবনে তা হবার নয়। গত ৪০বছরেও যার বাউন্ডুলে উপাধী কাটলো না তার আর শেষ বয়সে কি আশা??
এখন আমার একটাই ভাবনা স্ত্রী-কন্যা যেন থাকে দুধে-ভাতে। ইনশাল্লাহ তাদের কোন অভাব বা চাওয়া-পাওয়া আমি অপূর্ন রাখবো না। পারলে নীলপদ্মও।।
বিঃদ্রঃ একমাত্র সমাজ পরিবর্তনের ভাবনাই আমাকে এই অবস্থায় ফেলেছে। সাথে অগুন্তি মেধাবী ছেলেকে। না হলে দেশের সেরা স্কুল এবং কলেজ থেকে পাশ করেও আজ আমার এই অবস্থা!!
৫| ৩০ শে মে, ২০১৪ রাত ১:১৯
পংবাড়ী বলেছেন:
" এটাই আমাদের প্রবাসীদের ট্রাজেডি। সবাই দেখে আমরা আর দশজনের চেয়ে অনেক বেশী অর্থ উপর্জন করছি। কিনছি বিলাস সামগ্রী কিন্তু কেন?? কারন একটা অভাব পূরনের জন্য। স্বামীর ভালবাসা আর পিতার স্নেহের বিনিময়ে। মেয়েটাকে সেই তিনবছরের রেখে এসেছিলাম আর গিন্নীর কথা নাই বললাম। "
-আমি বলে আসছিলাম যে, সরকার ও কিছু দুস্ট মানুষ বাংগালীদের ভুল বুঝায়ে বিদেশে ক্রীতদাসের মত বিক্রয় করে টাকা আয় করছে; এতদিনে মাথায় ঢুকলো?
৩০ শে মে, ২০১৪ রাত ২:০৪
সচেতনহ্যাপী বলেছেন: এটাতো ভাগ্যের লিখন ভাই। কাউকে দোষ দিয়ে লাভ কি??বললে বিশ্বাস করবেন কি না জানি না, আজ যে পয়সা আমি কামাই, সেই '৭০/৮০র দশকে তা কামিয়েছি। কিন্তু স্বভাবদোষে রাখতে পারি নি।। আজও পারি কিন্তু ইচ্ছে করে না সেই পথে যেতে।। ধন্যবাদ মন্তব্যের জন্য।
৬| ০১ লা জুন, ২০১৪ রাত ১:৫৯
উড়োজাহাজ বলেছেন: হুম, সব দেখি একই পথের পথিক!
০২ রা জুন, ২০১৪ রাত ১:২৩
সচেতনহ্যাপী বলেছেন: আর পথ আসলেও নেই।
©somewhere in net ltd.
১|
২৮ শে মে, ২০১৪ রাত ১২:০৪
অন্ধবিন্দু বলেছেন:
হুম। সমবেদনা ও দোয়া রইলো। সকল প্রতিকূলতা কাটিয়ে ভালো থাকা হোক।