নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খোলাচিঠি
মাননীয় মডারেটর সমীপেষূ,
জনাব/জনাবাগন, আমি আপনাদের ব্লগ নামক একটি প্লাটফর্মের অধীনতঃ একজন নূতন ব্লগার(অন্ততঃ নিজে তাই মনে করি,যদিও ব্যাপক অর্থে হতে পারি নি)। অভাগার সবিনয় নিবেদন এই যে,বর্তমানে একটি সমস্যা আমাকে নিদারুন মনোঃকষ্টে রেখেছে।
সমস্যাটি আমি যতটুকু লিখি না পড়ি এবং মন্তব্য করি তার থেকে বেশী। একটু ভাল লাগলেই কলমের স্যরি কি-বোর্ডে গুতো দিয়ে বসি। তারপর হা করে বসে থাকি,আমার মন্তব্যের কি শ্রাদ্ধ হবে তার আশায়। আর এ ব্যাপারে আমার আশা-ভরসা বা বল যাই বলেন না কেন,নোটিফিকশন নামক আপনাদের ছোট কিন্তু কাজে বিরাট টিমটিমে নাম্বারগুলি।কার কার লেখায় মন্তব্যের কি জবাব তারা দিয়েছেন,বা নিজের লেখায়ই বা তারা মতামত দিয়েছেন কি না এর দ্বারাই আমি অবগত হইতাম। কিন্তু এর বিগত কয়েক মাসের কার্যাবলীতে মনে হচ্ছে আর বোধহয় আমাকে সেবা দিতে চাচ্ছে না। কারন নোটিফিকেশনে কিছুই না থাকা স্বত্বেও মন্তব্য করা লেখাগুলোতে আগ্রহবশতঃ(নিজের মন্তব্যের জবাব জানতে কার না আগ্রহ থাকে বিধায়) ঢু মেরে দেখি সবাই সুন্দর উত্তর দিয়ে বসে আছেন।অন্ধকারে থাকি শুধু এই হতভাগাই।
সুতরাং আমার কষ্টের কথা অনুধাবন করিয়া এর বিহিত করতে আকুল আবেদন জানাইতেছি। অনুগ্রহ করিয়া বাধীত করিবেন।
ইতি
একান্ত বাধ্যগত ব্লগার(একান্ত আমার মত)
সচেতনহ্যাপী,কুয়েত।।
২০ শে আগস্ট, ২০১৪ রাত ১২:২৪
সচেতনহ্যাপী বলেছেন: . আর প্লাসের জন্য ধন্যবাদ।
২| ১৯ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:০৩
বৃশ্চিক রাজ বলেছেন: +++++++
২০ শে আগস্ট, ২০১৪ রাত ১২:২৫
সচেতনহ্যাপী বলেছেন: সাথে ধন্যবাদও।।
৩| ২০ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:৪৭
বৃশ্চিক রাজ বলেছেন:
২২ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৫৫
সচেতনহ্যাপী বলেছেন:
৪| ২২ শে আগস্ট, ২০১৪ রাত ২:৩৪
প্রবাসী পাঠক বলেছেন: এই সমস্যা আমার ক্ষেত্রে ও হয়। অনেক সময় আমি যেখানে কমেন্ট করেছি, সেই ব্লগার রিপ্লাই দিলেও নোটিফিকেশন আসে না।
২২ শে আগস্ট, ২০১৪ রাত ২:৪৫
সচেতনহ্যাপী বলেছেন: মডারেটরদের দৃষ্টি আকর্ষন করার চেষ্টা করুন-আমারই মত বা ভিন্নভাবে।।
৫| ২২ শে আগস্ট, ২০১৪ রাত ২:৩৬
মামুন ইসলাম বলেছেন: ++++++++
২৫ শে আগস্ট, ২০১৪ রাত ১২:১৪
সচেতনহ্যাপী বলেছেন: এই চেহারা বুঝতে পারলে,"উনারা" সবার আগে সমস্যার সমাধানে এগিয়ে আসতেন।।
এতগুলি প্লাস!!
৬| ২২ শে আগস্ট, ২০১৪ রাত ৩:৩১
উপপাদ্য বলেছেন: নোটিফিকেশান আসলেই কাজ করেনা..
এটার বিহীত করা দরকার।
ভালো ইস্যু নিয়ে পোস্ট দিয়েছেন।
ধন্যবাদ
২৩ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৫৫
সচেতনহ্যাপী বলেছেন: করে না বলেই তো এই ভূমিকা। আপনারা সাথে থাকলে অসম্ভব কিছুই নেই। ধন্যবাদ।।
৭| ২২ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৩৬
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ++++
২৩ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৫৭
সচেতনহ্যাপী বলেছেন: আসলেও আমার জন্য সমস্যা। এটা ছোট্ট সমস্যাই বলে মনে হচ্ছে। আমি কিন্তু আকাশের চাঁদ চাই নি।।
এতো প্লাসের যোগ্য!!!!
৮| ২৪ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৫৩
আবু শাকিল বলেছেন: মাননীয় মডুর কাছে আপনার সমস্যা সমাধানের আকুল আবেদন জানাইলাম।
২৪ শে আগস্ট, ২০১৪ রাত ১:১১
সচেতনহ্যাপী বলেছেন: আমিও হাসছি।। প্রতিবাদ জানানোর একটি পধ্যায়।। ধন্যবাদ।।
৯| ২৪ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৫৬
বলাকাবিহঙ্গ বলেছেন: বলাকাবিহঙ্গ= শেষবেলা//
১. ১৬ ই আগস্ট, ২০১৪ রাত ৩:৩৪ ০
সচেতনহ্যাপী বলেছেন: প্রথম স্থান দখল করলাম। আপনারা তো আমাকে ভুলেই গেছেন,সেটাই মনে করিয়ে দেয়ার জন্য।।
প্রথম ছবিগুলি কি মডারেটরদের??
ভাল থাকবেন।। গৎবাধা উত্তর চাই না।।
১৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:২৩ ০
লেখক বলেছেন: নিজে চাইলেও- যাদেরকে আমি ভুলে যেতে পারি না- তাদের মধ্যে আপনিও একজন!
সচেতনহ্যাপী
রাজিব
নতুন
কান্ডারি অথর্ব
জুলিয়ান সিদ্দিকী
বঙ্গভূমির রঙ্গমেলায়
অন্যমনস্ক শরৎ
অতৃপ্ত অনুভূতি !
বাংলাদেশী দালাল
মুদ্দাকির
আহমেদ জী এস
আরবাচীন পথিক
আরজু মুন জারিন
গ্রীনলাভার
ইমতিয়াজ ১৩
........।
ক্রম প্রকাশ....।
প্রথম ছবিগুলি কি মডারেটরদের??
না!!! আমরা ব্লগারদের, আমরা ওনাদেরকে শুধুমাত্র দেখছি!!!
২. ২৪ শে আগস্ট, ২০১৪ রাত ১:৩২ ০
সচেতনহ্যাপী বলেছেন: আপনি এতো ভাল লেখার পরও পাঠকের সংখ্যা এতো কম কেন?? দুঃখ লাগে।। ভাল এবং সুস্থ থাকুন এই কামনায়।।
২৪ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৩৮ ০
লেখক বলেছেন: আমি নিজে- লেখার অযোগ্য বলেই পাঠক কম।
আপনি আমাকে বলাকাবিহঙ্গে সবসময় পাবেন.....।
১০| ২৪ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৫৯
বলাকাবিহঙ্গ বলেছেন: Click This Link
২৫ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৩৩
সচেতনহ্যাপী বলেছেন: অনেকদিন পর এলেন। লেখাও কম। খুব ব্যস্ত বুঝি?? ভাল থাকবেন। লিংকে ক্লিক করে ঘুরেও এলাম আপনার বাড়ী।।
১১| ২৫ শে আগস্ট, ২০১৪ রাত ১:১৫
বলাকাবিহঙ্গ বলেছেন: লেখক বলেছেন: অনেকদিন পর এলেন। লেখাও কম। খুব ব্যস্ত বুঝি?? ভাল থাকবেন। লিংকে ক্লিক করে ঘুরেও এলাম আপনার বাড়ী।।
একটু অন্য education এ আটকা থাকি। শেষ বেলা-বলাকাবিহঙ্গ একই,বলাকাবিহঙ্গে আপনি খোলা-মেলা আলাপ করতে পারেন!!!
২৫ শে আগস্ট, ২০১৪ রাত ১:২৩
সচেতনহ্যাপী বলেছেন: এটা আমি আগেই ধরনা করেছিলাম। কারন লেখা এবং উত্তর দেবার ধরন একই।।
অবশ্যই করবো,তবে যদি বোধগম্য হয়। না বুঝে মন্তব্য করায় কোন আনন্দ নেই।ঠিক না?? ধন্যবাদ।।
©somewhere in net ltd.
১| ১৯ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:২৬
আজীব ০০৭ বলেছেন: একান্ত বাধ্যগত ব্লগার(একান্ত আমার মত)
+++