নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একটা নির্দিষ্ট গন্ডীর মাঝেইথাকতে চাই।।

সচেতনহ্যাপী

সচেতনহ্যাপী › বিস্তারিত পোস্টঃ

[/আমার ব্লগ ভাবনা।।

২৭ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৩৮

প্রায় প্রতিদিনই ব্লগবাড়ীতে একবার ঢু মেরে যাই। কেউ মন্তব্য করলে তার উত্তর দিয়ে যাই অনুসারিত পোষ্টে। পড়ি আবার ভাল লাগলে মন্তব্যও করি।তারপর ঘুরতে আসি,নির্বাচিত লেখায়। এখানে মন্তব্য করার চেয়ে পড়াই হয় বেশী।নিজের বাড়ীটাতে উকিঁ দেই,নূতন কেউ এলে তারবাড়ীতেও ঘুরে আসতে হবে যে। সব শেষ করে দৃষ্টি দেই প্রথমপাতার দিকে।

কত সুন্দর,সুন্দর লেখা। কোনটা তথ্যমূলক,কোনটা রাজনৈতিক,কোনটা সমাজ বা জনস্বার্থের কল্যানে। কিছু লেখা তো সরকারের দৃষ্টি আকর্ষনীয়।সব কিছু থাকতে পারলে আন্তর্জাতিক রাজনীতি,ভ্রমন বাদ থাকে কেন? না এগুলিও আছে। আর একটা থাকে ব্লগের সিংহভাগ অংশ এবং প্রভাবও বিস্তার করে থাকে সিংহভাগই, তাহলো কবিতা এবং ছোটগল্প।যার পাঠক এবং বোদ্ধার সংখাও যেকোন নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করর মত।।এরা সাধারনত ব্লগের সিনিয়র লেখক/পাঠক। কেউ কেউ বোধহয় জন্মলগ্ন থেকেই আছেন।

আর আছি আমি এবং আমার মতই নূতনরা।(ব্লগের পাতায় যখন নামটা এবং লেখা ছাপা হয়,তখন ক্ষুদ্রার্থে হলেও নিজেকে ব্লগার ভাবতে পারি।ভালও লাগে।অন্ততঃ যারা ব্লগ জানেন না ভাল করে, তাদের ঝাড়ি দিতে পারি যে আমি ব্লগ পড়ি এবং লিখিও। :-P ) আমাদের সাধারনতঃ লক্ষ্য থাকে চলতি কোন ঘটনা,নিজের ভাবপ্রকাশ,কেউ কেউ কবিতা ও গল্পও লিখে থাকেন।সাথে উল্লেখিত সবকিছুই থাকে শুধু নেই অভিজ্ঞতা(দয়া করে নূতনরা ক্ষমা করবেন)। যদি সবকিছু কেই জনপ্রিয়তার নিক্তিতে তুলি তাহলেও দেখি তাদের একেকজনের পাঠক এবং মন্তব্যের সংখ্যা,আমার পুরো ব্লগের সমান।

আর এর যুক্তিসঙ্গতঃ কারনও আছে।আমি নিজেই তো বেশ কয়েকজনের লেখার ভক্ত। বিভিন্ন লেখায় জেনেছি হারিয়ে গেছেন বা নিয়মিত নন অনেকে।বছর দেড়েক আগেও যাদের ব্লগ মাতাতে দেখতাম,দাপাতে দেখতাম,আজ তাদের লেখাও চোখে পরে না।অথচ একসময় দেখেছি এক একটা লেখা নিয়ে পক্ষ-বিপক্ষের সেকি যুক্তি-তর্ক।ঠিক বিনা-যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদেনীর মত। গলাগলি কখনো গালাগালিতেও পরিনত হতো।কিন্তু পাঠকরা হতেন সবচেয়ে লাভবান।কারন নূতন কিছু জানার সাথে সাথে যুক্তি-তর্কের মিশেলে তা ১০০% না হলেও ৯৫%ভাগ সঠিকভাবে উপস্থাপিত হতো। নয়-ছয় দিয়ে বুঝ দেয়ার বা লেখার যৌক্তিকতা প্রমান করতে পারতেন না কেহই।আর এই পক্ষ-বিপক্ষের তর্কযুদ্ধটা এতটাই প্রানবন্ত হতো যে মনে হতো ট্রাম্প হয়ে গেছে।কিন্তু পরক্ষনেই দেখতাম ওভার ট্রাম্প।কাউকে কাউকে হেরে গিয়ে প্রকারান্তরে সেই হার স্বীকার করতেও দেখেছি।ব্লগের প্রান-ভোমরাই আটকে ছিল এখানটায়। :D :)

আজ এটা খুজে পাই না। বোধহয় সিনিয়রদের গোলটেবিলের বৈঠকে সির্ধান্ত হয়েছে যে,তর্কযুদ্ধের ক্যাচাল না করে, আমরা সবাই ভাই ভাই নীতি মেনে চলবো। =p~ (সিনিয়ররা দয়া করে ক্ষমা করবেন ভুল হলে।)বর্তমানে সব আছে নেই শুধু আগের সেই মন্ত্র!!

তাই বলে ব্লগ পানসে হয়ে গেছে,এটা বলা ভুল হবে।শুধু উক্তেজনা ছাড়া সবই বহাল তবিয়তে বিদ্যমান। সেই লেখাগুলি পড়ি আর ভাবি এত ভাল,এত গভীরতা,এত জ্ঞ্যান ইনাদের আসে কেমন করে :( ??আসলে ইনারা সময় নিয়ে আসেন। নিজের মন না ভরা পর্যন্ত ব্লগে থাকেন,লিখেন। ভাবেন দেশ ও সমাজকে নিয়ে।এমনকি পাড়ার ছোট্ট সমস্যাটুকুও দৃষ্টি এড়াতে পারে না।বেড়াতে গেলে তার অভিজ্ঞতা পাঠকদের জানাতে ভুলেন না। কবিতা আর গল্পে প্রেমের আধিক্য থাকলেও দেশ বা সমাজ নিয়ে যে একেবারেই লেখা হয় না ভাবা ভুল।অজানাকে সামনে তুলে আনেন অনেকেই,যা এই বয়সেও জানে হচ্ছে আমাকে,সীমিবদ্ধতার কারনে।বর্তমান আলোচিত বিষয়গুলিও তুলে ধরছেন অনেকে। এবং এসবের জন্য যে পরিমান মেধা এবং সময় তারা ব্যয় করছেন তার জন্য আমি কৃতজ্ঞ। না হয় রইলো যুক্তি-তর্কের অবতারনা।।

আর আমি শুয়ে শুয়ে ভাবি কেন আমার লেখা পাঠক দৃষ্টি-আকর্ষনীয় হয় না,কেন বেী পাঠক পাই না??

হ্যাঁ হবে সেদিনই যেদিন আমি ব্লগের বাহিরে ব্লগ নিয়েই মগ্ন থাকবো।।

বিঃদ্রঃ আমার এ লেখা একান্তই আমার ভাবনাপ্রসুত।। অজান্তে কাউকে দুখঃ-কষ্ট দেয়ার বা কারো গুন-গান গাওয়ার উদ্দেশ্যে নয়।। ধন্যবাদ।।

মন্তব্য ২৪ টি রেটিং +২/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০১৪ রাত ১:১৭

প্রবাসী পাঠক বলেছেন: ব্লগ নিয়ে আপনার একান্ত ভাবনা ভালো লাগল। দলীয় রাজনীতি নিয়ে ক্যাচাল ব্যাতিত আমি আর কিছুই অনুপস্থিত দেখি না ব্লগে। যদিও এটা আমার একান্ত ভাবনা।

২৭ শে আগস্ট, ২০১৪ রাত ১:২০

সচেতনহ্যাপী বলেছেন: তাই।।তবে তা করেও কিন্তু কাউকে রেহাই পেতে দেখি নি। বোধহয় আপনরও দৃষ্টি এড়ায় নি।।
সমর্থন এক র অন্ধ-ভক্তি এক।। ধন্যবাদ।।

২| ২৭ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:০৩

যাযাবর বেদুঈন বলেছেন: ব্লগ নিয়ে আপনার ভাবনাগুলো ভাল লেগেছে। আমার কাছে মনে হয় ব্লগে সব কিছুই পাওয়া যায়। চলতি ঘটনা থেকে শুরু করে গল্প কবিতা ভ্রমণ সবই থাকে এখানে। মাঝে মাঝে খুব বতিক্রম অনেক কিছুই পাওয়া যায় যা নিজে ভাবতেও পারিনা। সেই সাথে থাকে আলোচনা ও সমালোচনা। মানুষের ভাবনাগুলো সম্পর্কে জানা যায়। এটা আর কোথায় পাবেন বলেন ? তাই আমি সময় সুযোগ পেলে ব্লগে সময় কাটাই।

২৮ শে আগস্ট, ২০১৪ রাত ১২:২৪

সচেতনহ্যাপী বলেছেন: ধন্যবাদ, মতামতের মিলের জন্য।। একজনতো পেলাম যার সাথে মতের মিল আছে।।

৩| ২৭ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৪২

স্বপ্নবাজ অভি বলেছেন: ব্লগ ভাবনায় ভালোলাগা :)

২৮ শে আগস্ট, ২০১৪ রাত ১২:২৯

সচেতনহ্যাপী বলেছেন: আপনার ভাল লাগাটাই আমার বড় পাওনা।আমি যা ভেবেছি তাই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।।
আপনার লেখাও মাঝে মাঝে পড়ি,কিন্তু কবিতার ব্যাপারটায় আমর দূর্বলতা আছে বলে মন্তব্য না করেই ফিরে আসি। আশা করি বুঝতে পেরে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।। ধন্যবাদ।

৪| ২৭ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:০৬

কান্ডারি অথর্ব বলেছেন:



ভাল লাগা রইল। +++

২৮ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৩১

সচেতনহ্যাপী বলেছেন: কান্ডারী,শুধু প্লাস নয় সাথে সমালোচনাও আশা করি।। ধন্যবাদ।।

৫| ২৭ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৫৬

স্নিগ্ধ শোভন বলেছেন:

ব্লগ নিয়ে আপনার ভাবনাপ্রসুত লেখা পড়ে গেলাম।

২৮ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৩২

সচেতনহ্যাপী বলেছেন: অপ্রত্যাশিত ভাবেই আপনাদের পেয়ে আমি খুশি। ভাল থাকবেন সততঃ।।

৬| ২৮ শে আগস্ট, ২০১৪ রাত ২:৪৫

জাফরুল মবীন বলেছেন: আপনার ব্লগ ভাবনাগুলো আপনার সচেতনতার পরিচায়ক।আর আপনাকে সহব্লগার হিসাবে পেয়ে আমি হ্যাপী। :)

২৮ শে আগস্ট, ২০১৪ রাত ১১:২৩

সচেতনহ্যাপী বলেছেন: আপনাকে সহব্লগার হিসাবে পেয়ে আমি হ্যাপী-অনেক পাওয়া!!
আমিও তো আপনাদের নিয়েই আছি।
ভাল থাকবেন।।

৭| ২৮ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:০৩

আজীব ০০৭ বলেছেন: ব্লগ নিয়ে আপনার একান্ত ভাবনা ভালো লাগল।

ভালো থাকুন....শুভকামনা রইল................।

২৮ শে আগস্ট, ২০১৪ রাত ১১:২৬

সচেতনহ্যাপী বলেছেন: ভাল লাগাতেই আমার আনন্দ। তবে কিন্তু ভাই,আমার লেখাতেই এটা পরিষ্কার যে,অন্যদের মানের তুলনায় এটা কিছুই না।
প্রশংসার বিনিময়ে ধন্যবাদ।।

৮| ২৮ শে আগস্ট, ২০১৪ রাত ১১:২৮

হরিণা-১৯৭১ বলেছেন: গড়ে, বাংগালীরা লিখতে জানতো না, সেই হোক পিএইডি বা ৫ম শ্রেণী পাশ; আজ ব্লগের কারণে তারা লিখতে শিখছে।

বাংগালীদের ভাবনা ছিল খুবই পেছনের, এখন তারা মত-বিনিময়ের ফলে ভাবার সুযোগ পাচ্ছে, তাও ব্লগের কারণে।

২৮ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৪০

সচেতনহ্যাপী বলেছেন: ঠিক তবে চর্চার ক্ষেত্রও প্রয়োজন। থিয়োরীতে শিক্ষা হয় কিন্তু বাস্তব জ্ঞ্যান হয় না।
অনেকটা জমির মত। অনেক জমি থাকলেও যদি তা অনাবাদি থাকলে যেমন হয়।। ধন্যবাদ।

৯| ২৮ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৩০

হরিণা-১৯৭১ বলেছেন: আমাকে 'ওয়াচে' 'মোয়াচে' ফেলে লিখতে দিচ্ছে না সামু; আমি নিজের এলাকায় লিখছি, পড়ছি না তেমন, কমেন্ট করাও বন্ধ রেখেছি।

২৮ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৪৩

সচেতনহ্যাপী বলেছেন: কৈফিয়ত তো দেয়ার কথা। না কি মন্তব্য গুলি রড-সিমেন্টের মতই রষ-কষহীন হয় বলে??
ঠিক আছে না হয় আপনার বাড়ীতে যেয়েই পড়ে আসবো।

১০| ২৮ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৩২

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার কিছু কথা বললেন ।

২৮ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৪৬

সচেতনহ্যাপী বলেছেন: খুশী হলাম প্রশংসা পেয়ে।
সুযোগ পেয়ে আবার দাবী ২টা কবিতার পর ১টা ছোটগল্প। কবিতার মতই যেটাতে মনের আলপনার চিন্হ থাকে।। অনেক ধন্যবাদ।

১১| ৩০ শে আগস্ট, ২০১৪ রাত ১:২২

আবু শাকিল বলেছেন: সামু কে আপনি যেভাবে ভেবেছেন সেই ভাবনা আমারো। আমার কথা গুলোই লিখেছেন ।

৩০ শে আগস্ট, ২০১৪ রাত ৩:১৪

সচেতনহ্যাপী বলেছেন: আমার লেখার নিয়মিত পাঠককে তার মন্তব্যের জন্য ধন্যবাদ।।

১২| ৩০ শে আগস্ট, ২০১৪ রাত ৩:৩৪

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: আমি কিঞ্চিৎ দুঃখ পেলুম।

বিতর্কের চেহারা আগের রূপ পাবে না। বিতর্কে শরীক হতে ঘটে কিছু থাকতে হয়, ফাঁকা মস্তিষ্কে বিতর্ক চলে না। আর বিষয়গুলো কিন্তু বেশির ভাগই পুরোনো হয়ে গেছে। সেই তো আস্তিক নাস্তিক ধর্ম অধর্ম নয়তো দ্রৌপদীর পঞ্চ পাণ্ডব কিন্তু সংসদে এই বিষয়ে বিল তুলবার কোনো ভরসা নাই। তসলিমা ঘণ্টও পুরোনো। তাই চাই নতুন বিষয়। কিন্তু কোথায় সেই বিষয়?

আজকাল কথা বলতেও অনেক ভয়, চারদিক থেকে যেভাবে গলা টিপে ধরবার ব্যবস্থা হচ্ছে, শেষ-পর্যন্ত ব্লগ বলতে সাহিত্যের আসরই ভরসা হয়ে দাঁড়াবে। :)

৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৩২

সচেতনহ্যাপী বলেছেন: আসলেও ধীরে ধীরে সেই পরিনতির কি যাচ্ছি না।
যে সব সাহসী লেখা আর প্রানবন্ত যুক্তি-তর্ক পড়ে কিছু শিখতাম,তার পথও রুদ্ধ। কারনটা তো পরিষ্কার করেই বলেছেন।বাস্তবতার খাতিরে এটাই সত্যি।
ঘরের খেয়ে বনের মোষ তাড়াতে যাবে কে?তাও বাঘে খাবার ভয় থাকলে।
সুচিন্তিত মতামতের জন্য ধন্যবাদ।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.