নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাত শেষ হলেই শুরু হবে বিজয়ের আনন্দ। ঠিক এইদিনটিতেই আমরা মুক্ত হয়েছিলাম ভিন্ন এক জাতির কবল থেকে।। মুক্ত হয়েছিলাম বিরাট এক বৈষম্য থেকে।। আজ আমাদের কাছে শুধু সেই মুক্তির আনন্দ। আর কিছু আর আছে?? ২২পরিবারের স্থানে জ হাজার পরিবার। বিশেষ করে নেতৃস্থানীয়দের মাঝে। মাঝখান থেকে আমরা মধ্যবিত্ত বিলুপ্তির পথে।
দেশ উন্নততো হচ্ছে বটেই,কিন্তু এই শ্রেনীর কথা কে ভাবছে??
আজ আমরা আটকা পড়ে আছি দু'টি দলের মাঝেই।। যারা আমাদের কথা না ভেবে, ভাবে নিজেদের কথা। বাহিরে মানে মিটিং-মিছিলে যতই আন্দোলন হোক,গোপনে তারা সবাই এক।।
তবুও আমরা রক্তের বাধনের মত এটে আছি এই দু'টি বা তিনটি দলের সাথেই।। পারি না,সকালকে সকাল বলতে।। বড় ক্ষোভ মনে। প্রতিবাদ করতে যাও, কিল-গুতা খাবে,বাড়াবাড়ি করলে গুলি। কোনদিক দিয়ে কে করবে বোঝারও ওপায় থাকবে না।। সরকারকে সমর্থন করলে বিরোধী আর বিরোধীদের সমর্থন করলে সরকারী দলের শত্রু।। যাবো কোথায়?? তাহলে আমাদের অবস্থা ছাগলের ৩নম্বর বাচ্চার মত।। শুধু লাফিয়ে এদিক-সেদিক করবো। কিন্তু দুধ পাবো না।। কারন সেই অধিকার আমাদের নেই।।
আজ বিজয় দিবসের এই মহান প্রক্কালে দু'টি পধানদলের কাছেই আমার প্রশ্ন দেশকি শুধু আপনাদের জন্যই স্বাধীন হয়েছে?? কিন্তু রক্তের অবদান আমাদেরই বেশী।।
কাউকে আঘাত দিতে নয়,নিজের মনের কথাটাকেই প্রকাশ করলাম। আর একটি কথা, দয়া করে কেউ ব্যাক্তিগত ভাবে নেবেন না।। শুধু নিরপেক্ষ দৃষ্টিতে ভেবে দেখবেন।।
৩০লক্ষ শহীদের প্রতি সন্মান ও শ্রদ্ধা রইলো।। যাদের রক্তের বিনিময়ে আমরা নূতন দেশ ও পতাকা পেয়েছি। পেয়েছি বিশ্বে বিশেষ আসন।।
১৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৪৩
সচেতনহ্যাপী বলেছেন: সেই ঢলের আন্ন্দ আজ হিন্দী আর বিজাতিয় গানের হল্লার মাঝে হারিয়ে গেছে।।
ধন্যবাদ আপনাকে,বাড়ীতে আসার জন্য।।
২| ১৬ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৫৪
কলমের কালি শেষ বলেছেন: বিজয়ের উষ্ণ শুভেচ্ছা.......
১৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৪৪
সচেতনহ্যাপী বলেছেন: আপনাকেও অনেক।।
৩| ২১ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:০৫
আজীব ০০৭ বলেছেন: দেরিতে বিজয়ের উষ্ণ শুভেচ্ছা.......
২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:১৮
সচেতনহ্যাপী বলেছেন: আপনাকেও শুভেচ্ছা।।
৪| ০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ৩:২০
সেলিম আনোয়ার বলেছেন: নববর্ষের শুভেচ্ছা । আর দেরীতে বিজয়দিবসের শুভেচ্ছা ।
০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ৩:৩৭
সচেতনহ্যাপী বলেছেন: ভাই মাত্র দেশ থেকে ফিরেছি।। পূরানো রূটিনে এখনো অভ্যস্থ হতে পারছি না।। দু'টো শুভেচ্ছাই আমার জন্য অনেক পাওয়া।।
বছরের প্রথম দিনটিতে কামনা করছি আপনিও ভাল এবং সুস্থ থাকবেন।।
৫| ০৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৫৪
মাহমুদ০০৭ বলেছেন: বিলম্বিত নববর্ষের শুভেচ্ছা ভাই /
কেমন আছেন আপনি ?সত্য কথন । কি আর বলার আছে ।
ভাল থাকবেন ভাই ।
০৯ ই জানুয়ারি, ২০১৫ রাত ২:২৬
সচেতনহ্যাপী বলেছেন: প্রথম ভ্রমনের স্বাগতম।। ভাল থাকুন সততঃ নূতন বছরে এই কামনা।।
তবুও কিন্তু কিছু সত্য এই ব্লগেই প্রকাশিত, অন্ততঃ মিডিয়ার তুলনায়। তাই না??
আপনিও ভাল আর সুস্থ থেকে,আমাদের মাঝে থাকুন এই কামনায়।।
৬| ০৯ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:০৩
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: বিজয় দিবস তো শুধু কাগজে কলমেই , আমার দেশের মানুষ এখনও কি মুক্ত হয়েছে? আগে ছিল বিদেশী শত্রু আর এখন নিজের দেশী।
নতুন বছরের বিলম্বিত শুভেচ্ছা রইলো।
১০ ই জানুয়ারি, ২০১৫ রাত ৩:২২
সচেতনহ্যাপী বলেছেন: এটাই বলতে চেয়েছি। মন্তব্যটার মূল্য অনেক। ভাল থাকবেন। আর আপনাকেও শুভেচ্ছা।।
©somewhere in net ltd.
১| ১৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ২:৫৮
খেলাঘর বলেছেন:
বিজয়ের আনন্দে আনন্দিত ইমোশানেল মানুষের ঢল দেখেছিলাম ১৯৭১ সালে ১৬ই ডিসেম্বর দিনের ১ টার দিকে চট্টগ্রামের বাড়বকুন্ডে: মানুষ উৎফুল্ল হয়ে চীৎকার করছিলেন, অকারণে দৌড়ছিলেন চারিদিকে।