নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ এক ভান্নধর্মী কাহিনী লিখবো বলে ভেবেছি।।ভালবাসা নিয়ে আমরা অনেকেই অনেক কথা বলেছি।।কিন্তু আজ বাস্তবতার কথা হোল আমেরিকার ওহাহাও রাজ্যের এক যুগলের কাহিনী।।মনটা ছুয়ে গেল লে তা পত্রিকা থেকে শেয়ার করলাম।।
যারা যুগলে হাতধরে বিবাহত্তোর ৭০বছর পার করার পর মাত্র ১৫ঘন্টার ব্যবধানে মৃত্যুবরন!!
Ohaio রাজ্যের ন্যাশফোর্টের Hellen Felumnee যখন মারা যায় ৯২নম্বর বয়সে,পরদিনই শোক সইতে না পেরে তার স্বামী Kennet Felumlee পরদিন সকালেই তার সঙ্গী হয়,অর্থাৎ মারা যায়।।
তাদের আট সন্তানের বক্তব্য,৭০বছর পূর্বে তাদের প্রথম সাক্ষাতের পর থেকে(বিয়ের পর থেকে) তারা কখনো ভিন্ন হয় নি।।
কন্যা Linda Codyর ভাষায় তারা শেষ পর্যন্ত কখনোই একাকী নাস্তাটুকুও করতো না।।আমরা এটা দেখে জানতাম এবং বুঝতাম,যখন এদের একজনকে হারাবো,খুজে পাবো না অন্যজনকেও।।তার ভাষায়,মাতার মৃত্যুর পর বাবা শুধু বলতে পারলেন তোমাদের মা মৃত।।এবং মনে হচ্ছিলো সেও আর থাকতে চাইছে না প্রিয়সন্তানদের মাঝেও।।
এই যুগল একে অপরের প্রেমে পরে ফেব্রুয়ারি ১৯৪৪সালে।।কেনেথ তখন ইন্সপেক্টর অব রেলরোড কারের চাকরীতে ছিলো আর হেলেন ছিল শুধুই পরিবারর রান্না এবং পরিছন্নতার কাজে।।সাথে কাজ করতো অন্য পরবারেরও।।
১৯৮৩সালে কেনেথের রিটায়ার্ড এবং সন্তানদের ভিন্ন হওয়া শুরু হলে তা স্বামী-স্ত্রী নিঃসঙ্গতা কাটাতে বাসে করে অন্ততঃ ৫০টি রাজ্যে ভ্রমন শেষে একই পরিনতি লাভ করে।।
আমার সশ্রদ্ধ স্যালুট রইলো,তাদের প্রতি।।আমরা ভালবাসার কথা বলে ইনিয়ে-বিনিয়ে কাঁদি কিন্তু পরক্ষনেই তা ভুলে যাই, যা থাকে তা শুধু স্মৃতির আকড়ে।।
আজ আমাদের ভালবাসা প্রেমিকাকে সাথে নিয়ে চলার সময়েও অনিন্দ সুন্দরী বা সুন্দর ফিগার মাপা।। যদিও সে ব্যাপে জ্ঞ্যান খুবই সীমিত।। আসলে তা জৈবিক ক্ষুধা মেটানোর মতই।।
ভুল বা বাড়াবাড়ি হলে পাঠকদের কাছে ক্ষমাপ্রার্থী।।
আমিও ভালবেসেছি এবং আজো আমার সন্তানের বয়স ২৪পার হবর রও তর স্মৃতি অমলিন।।কিন্তু এমনটি হয় নি।। ও সবসময় বলতো খোদা যেন তোমার আগে আমাকে নেয়।। তা না হলে আমার কবরে কেউ ফেলবে না দীর্ঘশ্বাস,দেবে না দু’মুঠো মাটি।। যা ছিলো ওর শেষ প্রত্যাশা।।আজ এই লেখাটি লিখতে যেয়ে ভাবছি কি রে ও ওর ভবিষ্যৎ বুঝতে পেরেছিলো?? যেখানে ওর সমস্ত ধ্যান-ধারনাই ছিলো ওর পরিবার নিয়ে।।তাহলে কি ও শেষে বুঝতে পেরেছিলো জীবনখাতার কিছু অংশ থেকে যাবে ফাঁকা।।
এদিকে আমিতো সুখী,স্ত্রী-সন্তান নিয়ে। ভাগ্য ভাল যে ওরা সব মেনে নিয়েছে।। না হলে শাঁখের করাতের নীচে পড়তাম আমি।।
আজ মরতেও চাই না আবার তিলে তিলে নিঃশেষ করে দিচ্ছি নিজকে।। অন্যায় জেনেও।।
২৪ শে জানুয়ারি, ২০১৫ রাত ২:০৬
সচেতনহ্যাপী বলেছেন: দুঃখিত ভাই আপনি বুঝতে ভুল করেছেন।। প্রথমার সাথে আমার বিয়েই হয় নি,দুই পরিবারের সামাজিক সংঘাতের কারনে।। সন্তানটি আমার একমাত্র স্ত্রীরই।। যে বর্তমানে আছেও।। থাকবেও।। ভালবাসা এরও অপরিসীম।। দোয়া করবেন।।
আমি কিন্তু আমার জীবনের প্রথম ভালবাসার কথা ব্যক্ত করতে চেয়েছি।। যা আমার স্মূতিতে আজো অমলিন।।
যদিও আমি বর্তমানে খুশী এবং সুখীও।।
আপনার বাকী সব কথায় সহমত।। দ্বিমতের অবকাশও নেই।। ধন্যবাদ।।
২| ২৩ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৩৮
আহমেদ জী এস বলেছেন: সচেতনহ্যাপী ,
হ্যাঁ ..... সখি , ভালোবাসা কারে কয় !!!!
কেউউউ.....ই এর উত্তর জানেনা । শুধূ এটুকু টের পায় -
"....প্রেম একবার এসেছিলো জীবনে / আমার ও দুয়ার মরুপ্রান্তে / সে যে হায় ফিরে যায় / পারিনি কখনও তা জানতে ...." ( গানটি মনে হয় এরকমই )
আপনার বেলাতেও হয়তো তাই । প্রথম প্রেম , সে কি ভোলা যায় ?
ভালো থাকুন । সুখি একটি মন নিয়ে থাকুন ।
২৪ শে জানুয়ারি, ২০১৫ রাত ২:১১
সচেতনহ্যাপী বলেছেন: ভাল এবং সুখী মন নিয়েই আছি।।
স্ত্রীকে ভালবাসী।। কিন্তু প্রথম প্রেম এবং তার স্মৃতি আজো কষ্ট দেয় প্রতিক্ষনে।।
হয়তো মানুষের মনে দু'টো সত্বা বা তারও অধিক বিচরন করে বলে।।
অনেকদিনন পর আপনাকে পেলাম বলে ধন্যবাদ।।
৩| ২৫ শে জানুয়ারি, ২০১৫ ভোর ৪:১২
জাফরুল মবীন বলেছেন: আপনি পারিবারিক জীবনে হ্যাপী আছেন উপরোক্ত কথকতা থেকেই এটাই সবচেয়ে বড় আস্বস্তকর প্রাপ্তি
২৬ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:১০
সচেতনহ্যাপী বলেছেন: ঠিক তাই।। আমার অতীতের কোন জবাব না পেয়ে,বর্তমানেই আমি সুখী এবং খুশিও।।
ধন্যবাদ আমার পারিবারিক তথা আমার কথা ভাবার জন্য।।
ভাল থাকুন প্রতিক্ষন এই কামনায়।।
৪| ২৫ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৪২
তুষার কাব্য বলেছেন: খুব ভালো লাগলো শুনে যে আপনিও একটা সুখী সাজানো সংসারের গর্বিত অভিযাত্রী।
ভালো থাকুন সবসময়...
২৬ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:১৪
সচেতনহ্যাপী বলেছেন: শুভকামনার জন্য ভাষা হারিয়ে ফেলেছি।। প্রথম পদধুলিতে ধন্য।।
আপনিও ভালো থাকুন সবসময়... এই কামনায়।।
৫| ৩০ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:১৭
খেলাঘর বলেছেন:
জীবন এ রকম হয়তো
৩০ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:৪৩
সচেতনহ্যাপী বলেছেন: হ্যাঁ এরকমই।। এতে হাসি-কান্না দুই-ই আছে।।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:১০
সচেতনহ্যাপী বলেছেন: হ্যাঁ ভাই, তাই।।ক্ষেত্রবিশেষে আরো কঠিন।।
৬| ৩০ শে জানুয়ারি, ২০১৫ রাত ২:৩১
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ভালোবাসা মনে হয় অনেকটা ভাগ্যের ব্যাপার। লেখাটার মত ভালোবাসার তকদীর সবার হয় না। নগদে যা জোটে তাই নিয়ে একটা জীবন পার করে দিতে হয়।
৩০ শে জানুয়ারি, ২০১৫ ভোর ৪:১৮
সচেতনহ্যাপী বলেছেন: আসলেও তাই।। কিন্তু অনেকেরই অবোধ্য থেকে যায় ভালবাসা এবং বিবাহত্তোর জীবনের!!
ধন্যবাদ আমার বাড়িতে আসার জন্য।।
৭| ৩১ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:১২
আবু শাকিল বলেছেন: জীবনে সুখ নিয়ে বেঁচে থাকাটা অনেক ভাগ্যের ব্যাপার।
ভাল থাকবেন সবসময় প্রিয় ব্লগার সচেতনহ্যাপী
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:১৬
সচেতনহ্যাপী বলেছেন: অনেকদিন পর আপনাকে পেলাম,ধন্যবাদ।। হ্যাঁ আমি বর্তমানে সুখীই তবু অস্বীকার করতে দ্বিধা নেই যে,আমার অতীত এখনো কাদাঁয়।। যা আমার পরিবারের সবাই জানে।।
আপনার কথায় এবং বাস্তবতায় আমি সত্যিই সুখী।।
৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫৭
খেলাঘর বলেছেন:
আরবদের রাজনীতি নিয়ে লিখুন।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:২৫
সচেতনহ্যাপী বলেছেন: আমার লেখাগুলির বেশীরভাগই এদের নিয়ে।। আরো স্পষ্ট করে লিখতে গেলে বহিষ্কৃত হতে হবে।।
৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫৭
খেলাঘর বলেছেন:
বুঝলাম
১০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৪:৫৭
চাঁদগাজী বলেছেন:
বোমা থামানোই প্রথম কাজ; এতে শক্তির দরকার।
১১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৪১
শায়মা বলেছেন: সে কি কেবলি চোখের জল
সে কি কেবলি দুখের আশ
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:১৪
সচেতনহ্যাপী বলেছেন: প্রথমেই ধন্যবাদ।।সময় এটা বলে না,কিন্ত স্মৃতিরা গোপনে কয়ে যায়,সে কি কেবলি চোখের জল
সে কি কেবলি দুখের আশ...
হয়তো আমার ভেতর চেতন আর অবচেতন দু'টি মনেই বাস।।
১২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৬
মনিরা সুলতানা বলেছেন: একটা মুভি আছে নোট বুক, অনেক টাই এরকম
আপনার লেখা ভাল লেগেছে...
আমাদের সময়ে ও আমরা একটু অন্য রকম ছিলাম, এখন ও হয়ত আছে কেউ কেউ এমন, কিন্তু সময় টাই এত অস্থির জে খুজে পাওয়া মুশিকিল।
ভাল থাকবেন
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:০১
সচেতনহ্যাপী বলেছেন: হতে পারে,তবে আমার যান্ত্রিক জীবনে দেখার সময় কই?? হয়তো তাই।। কেউ কেউ আছে।।
অস্থির সময়ে সঠিক দিক আসলেও খুজে পাওয়া মুশকিল।। ধন্যবাদ এবং শুভেচ্ছা।।
©somewhere in net ltd.
১| ২৩ শে জানুয়ারি, ২০১৫ ভোর ৪:৫৮
বিদ্রোহী বাঙালি বলেছেন: কেনেথ আর হেলেন ভালোবাসার রাজ্যে নিশ্চয়ই অমরত্ব পাবেন। তাদের প্রতি এবং তাদের ভালোবাসার প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা।
আধুনিক সমাজেও ভালোবাসা আছে, তবে কেনেথ আর হেলেনের মতো ভালোবাসার সংখ্যা মনে হয় দিন দিন কমে যাচ্ছে। এখন গার্ল ফ্রেন্ড আর বয় ফ্রেন্ড ভিত্তিক ভালোবাসা গড়ে উঠছে। লিভ টুগেদারের নামে বিবাহবহির্ভূত দৈহিক মিলনে জড়িয়ে পড়ছে। তাদের এই ঠুনকো ভালোবাসা দু'দিন পর দেখা সামান্য কারণেই ভেঙে খান খান হয়ে যায়। কিন্তু দুঃখের ব্যাপার হল এর পরও তাদের মধ্যে কোন বিকার নাই, কোন অনুশোচনা নাই। আবার নূতন করে সম্পর্ক গড়ে জীবন কাটিয়ে দিচ্ছে। যার ফলে সমাজে ব্যভিচার দিন দিন বেড়েই চলেছে। তবে সবাই যে একই কাজ করে, তা কিন্তু নয়। অবশ্যই এর ব্যতিক্রমও আছে।
আপনার জীবনের ঘটনাও বেশ জটিল মনে হল। দ্বিতীয় বউকে কতটা ঠকাচ্ছেন সে হিসাবটা এখন আর করার সময় নাই। তবুও ভালো যে আপনার প্রথম স্ত্রীর গর্ভজাত সন্তান সব কিছু সহজ ভাবে মেনে নিয়েছে। প্রথম প্রেমকে সহজে কেউ ভুলতে পারে না। আপনিও হয়তো বাকী জীবনেও পারবেন না। শুভ কামনা রইলো সচেতনহ্যাপী।