নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একটা নির্দিষ্ট গন্ডীর মাঝেইথাকতে চাই।।

সচেতনহ্যাপী

সচেতনহ্যাপী › বিস্তারিত পোস্টঃ

বাকস্বাধীনতা,রাজনীতি ও আমরা

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৫:৪৫

বাকস্বাধীনতা,রাজনীতি ও আমরা।।

লিংকটি দিয়েই শুরু করলাম।। এখন আর এগুলি বিশ্বাস করতে মন চায় না।। যখন দেখি বেগুন চোরা ধরা পড়ে কিন্তু তার বেগুন পচেঁই শেষ।। পরিনতি বিনাবিচারে বছরের পর বছর জেলে।। আর নদী,খাল,বিল দখলকারীরা বহাল তবিয়তে!!

ভোল বদল করা রাজনৈতিক নেতা আর সন্ত্রাসীরা বাদে।। তারা মুক্ত হয় কিন্তু বেগুনচোরা পারে না!!

কবি সুকান্ত আর আলেকজান্ডার ঠিকই বলেছিলেন।। বড়ই বিচিত্র আমাদের এই দেশ।।

যেখানে প্রায় দুই বছরেও শুরাহা না হয় সাংবাদিক দম্পতির হত্যাকান্ড,হয় না নিখোজ লোকদের খবর!!

এতসব অবাকের মাঝেও আমরা বেচেঁ আছি,এটাই হাজার শুকরিয়া পরম করুনাময়ের কাছে।।

এতোসবের মাঝেও আমরা বাক-স্বাধীনতার শৃংঘে অবস্থান করছি।।

Click This Link

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৬:২৪

খেলাঘর বলেছেন:



দুস্টদের পতন শুরু হয়েছে, ভয়ের কিছু নেই।

আমাদের কস্টের দিন ফুরাবে; সম্পদ আর বাকী নেই, সব দখল করে ফেলেছে; সম্পদ না থাকলে, ভাবতে হবে; দুস্টরা ভাবতে পারে না; তাদের সময় শেষ।

আমরা আবারও গড়ে তুলবো, বিদেশ থেকে ১ কোটীকে দেশে ফিরায়ে আনবো আপন ঘরে; মানুষ সুযোগ পাবে, মানুষ মানুষকে সাহায্য করবে ১৯৭১ সালের মতো আবারো।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৬:৪৮

সচেতনহ্যাপী বলেছেন: প্রথমবারের মত পেলাম আমার বড়িতে।। শুভকামনা রইলো।।নেংটার আবার চোরের ভয় কি,??
না ভাই একটু দ্বিমত এখানে, আমরা আর আর পারবো না '৭১এরনমত হতে।। এমন সময় শত-শহস্র বছর পরে আসে।।
অনেকদিন পর দেখা পেলাম,ভাল আছেন তো???

২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:২৫

বিদ্রোহী বাঙালি বলেছেন: প্রথম লিংকটা কেন জানি আমার এখানে ওপেন হচ্ছে না। কিন্তু দ্বিতীয়টা হচ্ছে। সৌদি ব্লগার বাদাউয়ির সাথে যা হয়েছে, সেই তুলনায় আসলেই আমরা বাক স্বাধীনতার শৃঙ্গে অবস্থান করছি।
আমাদের দেশে মূলত সবই আছে, আবার কিছুই নাই। স্বজনপ্রীতি, দুর্নীতি, আর রাজনৈতিক নোংরামির কারণে সাধারণ মানুষ ভুগছে কিন্তু রাঘব বোয়ালরা ছাড়া পেয়ে যাচ্ছে।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৫২

সচেতনহ্যাপী বলেছেন: সবই তো বলে দিলেন, আমাকে সুযোগ দিলেন কই!!
আসলেও প্রথম লিংকটা কাজ করছিল দেখে দ্বিতীয়বার এডিট করে দ্বিতীয় লিংকটি দিয়েছি।।
আপনার সচেতনাটা সত্যই আমাকে মুগ্ধ করে।। মন্তব্য করে যুক্তিসংগত,দায় এড়াবার জন্য নয়।। ধন্যবাদ।।

৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:৫০

খেলাঘর বলেছেন:



ভালো থাকুন।
আমি ভালো আছি।
এই কারণ, ওই কারণ দেখায়ে লিখতে দেয় না।
সম্প্রতি লিখতে দিচ্ছে; আলাপ হবে।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৫৫

সচেতনহ্যাপী বলেছেন: ব্যক্তিগত ভাবে আমিতো ভালই কিন্তু ভয় যে থেকেই যায়।। অভিজিৎ তার প্রমান নয় কি??
ভল থাকুন এই কামনায়।।

৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৩২

প্রামানিক বলেছেন: এতসব অবাকের মাঝেও আমরা বেচেঁ আছি,এটাই হাজার শুকরিয়া পরম করুনাময়ের কাছে।।
এতোসবের মাঝেও আমরা বাক-স্বাধীনতার শৃংঘে অবস্থান করছি।।

দারুণ কথা। ধন্যবাদ

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৫৭

সচেতনহ্যাপী বলেছেন: তাইতো,তবে ভাবনা যে সন্তানসহ আত্বীয়-পরিজনদের নিয়ে।। শুধুই অবাক হবার!!

৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৪৫

আংশিক ভগ্নাংশ জামান বলেছেন: কিছুই যখন হারানোর নেই তখন আর চিন্তার আছে কি!!!
বেঁচে আছি এটাই খবর।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৫৮

সচেতনহ্যাপী বলেছেন: আসলেও নেংটার আবার চুরির ভয়!!

৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:০৯

জেন রসি বলেছেন: গোষ্ঠীবদ্ধ ক্ষমতার মোহে আমরা ভুলে যাচ্ছি আমাদের আর্থ সামাজিক অবস্থান।

যুক্তি এবং ভয়ের রাজত্ব একসাথে চলতে পারেনা।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৫৯

সচেতনহ্যাপী বলেছেন: আসলেও তাই।। সব আমরা দিন দিন ভুলেই যাচ্ছি,মাশুল দিয়ে হলেও।।

৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৫

আবু শাকিল বলেছেন: ভাইয়া প্রথম দেয়া লিঙ্কটা ওপেন হচ্ছে না।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:০০

সচেতনহ্যাপী বলেছেন: ভাইটি পরের লিংকে ক্লিক করে দেখতে পারেন।।

৮| ০১ লা মার্চ, ২০১৫ সকাল ৯:৩৮

জাফরুল মবীন বলেছেন: এতসব অবাকের মাঝেও আমরা বেচেঁ আছি,এটাই হাজার শুকরিয়া পরম করুনাময়ের কাছে। -এটাই হলো আমাদের বিস্ময়কর অনুভূতির বাস্তব রূপ!

‘বাকস্বাধীনতা ’ এখন স্বাধীনতাহীন;‘রাজনীতি’ এখন নীতিহীন আর ‘আমরা’ হলাম স্বর্বংসহা অনুভূতিশুণ্যপ্রায় দাবার বড়ে!

ভাবনায় দোলা দেওয়ার মত বিষয় শেয়ার করেছেন।

ধন্যবাদ আপনাকে।

০৪ ঠা মার্চ, ২০১৫ রাত ১২:৪৫

সচেতনহ্যাপী বলেছেন: মনের মতই কথাগুলি,-‘বাকস্বাধীনতা ’ এখন স্বাধীনতাহীন;‘রাজনীতি’ এখন নীতিহীন আর ‘আমরা’ হলাম স্বর্বংসহা অনুভূতিশুণ্যপ্রায় দাবার বড়ে!
আসলেই সবমিলিয়ে আমরা নীতিভ্রষ্ট।। ধন্যবাদ ভাইটি।।

৯| ০৩ রা মার্চ, ২০১৫ ভোর ৪:১৭

চাঁদগাজী বলেছেন:



আপনাকে দেখছিনা, সব ভালো তো?

০৪ ঠা মার্চ, ২০১৫ রাত ১২:৫০

সচেতনহ্যাপী বলেছেন: হ্যাঁ ভাই ভাল আছি।। পুরানো বস রিটায়ার্ড,নূতন আসছেন।। তাই একটু ব্যস্ত। দেখা হবে বৃহস্পতি ও শুক্রবার রাতে।।
আপনি ভাল তো?? ভাল এবং সুস্থ থাকুন এই কামনায়।। ধন্যবাদ।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.