![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মিঃ মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) এবং কান্ডারী অথর্বের কোন খোজ-খবর পাচ্ছি না,গত কয়েকমাস ধরেই। সাথে আছেন দেওয়ান কামরুল হাসান রথী,রাজীব, এবং প্রিয় আকরামের।। কেউ যদি ইনাদের খোজ দিতে পারেন তবে আন্তরিকভাবেই কৃতজ্ঞতা জানাবো।।
বিশেষ করে মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস),কান্ডারী অথর্ব এবং দেওয়ান কামরুল হাসান রথীর।।
কারন ইনারাই আমার ব্লগ জীবনের পথিকৃত।। সাথে আছেন বেলাশেষে,আজকের চাঁদগাজী আর উড়োজাহাজ।। এবং আরো অনেকে।।
যদিও বাকী সবাই আছেন,তবু খুজে পাচ্ছি না প্রথম দু'জনকে,যারা আমাকে উৎসাহ দিয়ে কৃতজ্ঞতাপাশে আবদ্ধ করেছেন।।
কামনা করি সুস্থ এবং ভাল থাকুন তারা।।আর ধন্যবাদ এবং কৃতজ্ঞতাও থাকবে।।
বিঃদ্রঃ আমি কিন্তু এ্যানকাউন্টারের জন্য তাদের খুজছি না।।
২০ শে মার্চ, ২০১৫ ভোর ৪:৫৮
সচেতনহ্যাপী বলেছেন: বলেছেন: তা জানা সত্বেও আপনার কিছু লেখা অনেকটা বাস্তবসম্মত বলে আমি মানি।। ধন্যবাদ।।
২| ২০ শে মার্চ, ২০১৫ ভোর ৪:৪৮
কলাবাগান১ বলেছেন: আমি খুজছি রাজনৈতিক ব্যক্তিত্ব মিঃ পার্থ কে?
২০ শে মার্চ, ২০১৫ ভোর ৪:৫৬
সচেতনহ্যাপী বলেছেন: উনার সাথে ব্লগে আমার পরিচয় নেই।। তবে আপনার সাথে আছে।। কিন্তু মত বিরোধের কারনে ঘনিষ্ঠতা নেই,যদিও আপনার লেখা ভাল লাগে।। ধন্যবদ।।
৩| ২০ শে মার্চ, ২০১৫ ভোর ৫:০২
বিদ্রোহী বাঙালি বলেছেন: আপনার ব্লগিং জীবনের পথিকৃৎ উল্লিখিত ব্লগাররা ছাড়াও বেশ কিছু গুণী ব্লগারকে ইদানীং দেখা যায় না। আশা করবো সবাই আবার ফিরে এসে ব্লগকে মাতিয়ে তুলবে।
আমিও তাদের এ্যানকাউন্টারের অভয় দিচ্ছি।
২০ শে মার্চ, ২০১৫ ভোর ৫:১৫
সচেতনহ্যাপী বলেছেন: ধন্যবাদ এই রাত জেগে আমার মত সামান্য ব্লগারের উত্তর দেবার জন্য।।
াআপনাকে কাছে পাই বলেই আমি ধন্য।।
তবে আমার সন্দেহ আপনিতো তাদের কেউ নন??
কারন বর্তমানে আপনার মন্তব্যও আমাকে উৎসাহিত করে!!
৪| ২০ শে মার্চ, ২০১৫ সকাল ৯:০৮
জাফরুল মবীন বলেছেন: যাঁদের সাহচার্য্যে আমার ব্লগীয়জীবন ধন্য হয়েছে তাদের অনেককেই আজ দেখিনা--কান্ডারি অথর্ব,মুদ্দাকির,আবু হেনা মোঃ আশরাফুল ইসলাম,লিরিকস, সায়েদা সোহেলী,শুটকি মাছ,মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস)......আরও কত কত জন!
সবাই ফিরে আসুক,প্রাণবন্ত হয়ে উঠুক ব্লগ- এ কামনা রইলো।
২১ শে মার্চ, ২০১৫ রাত ১২:৪৬
সচেতনহ্যাপী বলেছেন: সবাই ফিরে আসুক,প্রাণবন্ত হয়ে উঠুক ব্লগ- এ কামনা রইলো। এটা আমারও কামনা।। ধন্যবাদ ভাইটি।।
৫| ২০ শে মার্চ, ২০১৫ সকাল ৯:১৪
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
অপূর্ন রায়হান ও মামুন রশীদ ভাইকে তো খুজেঁ পাওয়া যাচ্ছে না।
২১ শে মার্চ, ২০১৫ রাত ১২:৫২
সচেতনহ্যাপী বলেছেন: আমি উল্লেখিত দু'জনের মাঝে অপূর্ন রায়হানের সাথে তেমন পরচিত নই(অবশ্যই ব্লগে)আর মামুন ভাই বোধহয় আছেন।।
৬| ২০ শে মার্চ, ২০১৫ রাত ৮:০১
মনিরা সুলতানা বলেছেন: কান্ডারী কে ফেসবুকে দেখেছি..
২১ শে মার্চ, ২০১৫ রাত ১২:৫৫
সচেতনহ্যাপী বলেছেন: ধন্যবাদ বোনটি।। আমি ফেসবুকে সাধারনতঃ কম যাই।। যাও যাই তাকে পারিবারিক মিলনমেলাও বলা চলে।। কারন পরিবারের বাহিরের কেউ এ্যাড নেই তাতে।।
৭| ২২ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:৫২
আবু শাকিল বলেছেন: কান্ডারী ভাই ফেসবুকে এক্টিভ ।
ব্লগে মাঝে মাঝে আসেন।
২৪ শে মার্চ, ২০১৫ রাত ১২:৫৮
সচেতনহ্যাপী বলেছেন: আমি ফেসবুকে যাই না বললেই চলে।। (বিশেষ কারন আমার ফেবু আইডিতে শুধু আমার পরিবারের সদস্যরা আছে।।)যাও এক-আধটু সময় পাই,তাও এখানে কাটাই।।
©somewhere in net ltd.
১|
২০ শে মার্চ, ২০১৫ ভোর ৪:২৫
চাঁদগাজী বলেছেন:
"দেওয়ান কামরুল হাসান রথী"কে সম্প্রতিও লগিন অবস্হায় দেখছি; "মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস),কান্ডারী অথর্ব "দের সম্প্রতি দেখিনি ব্লগে।
কোন কারণে, এসব পথিকৃতরা ব্লগে আগের মতো নেই, উনাদের কম আনাগোনার ব্যাপারে আমরা হয়তো অনেক কিছু অনুমান করতে পারবো; কিন্তু উনারা না বলা অবধি আসল কারণ বুঝা মুশকিল হবে।
আপনি আমার নিককে উনাদের কাছাকাছি দিয়েছেন, আমি উনাদের কাছাকাছি কেহ নই; আমি অনেক পরের জেনারেশনের ব্লগার, ব্লগের সোনালী দিনের কেহ নই।