নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একটা নির্দিষ্ট গন্ডীর মাঝেইথাকতে চাই।।

সচেতনহ্যাপী

সচেতনহ্যাপী › বিস্তারিত পোস্টঃ

সমস্যা

১৩ ই জুন, ২০১৫ রাত ২:৪২

আমি আমার মন্তব্যে জেন রসিকে ৬বার চেষ্টা করার পরও উত্তর দিতে পারি নাই।। বারবার ভিন্ন ম্যাসেজ এসেছে।। নোটিসবোর্ড কাজই করছে না।। উত্তর কখনো ওকে,কখনো না।। মাঝেতো লগ আউট হওয়ার সমস্যা আছেই।। ব্লগ মডারেটরদের কাছে আবেদন, দয়া করে এইসব সমস্যর আশু সমাধান করুন।।
এবং কেন এটা হচ্ছে তাও জানতে চাই।। কারন প্রশ্ন বা উত্তর তাৎক্ষনিক।। মুছে গেলে তা পুনরুদ্ধার হয় না।
আরেকটি ব্যাপার, অনেক সময় মন্তব্য প্রকাশ করার পর মনে হয়, এভাবে না অন্যভাবে প্রকাশ করলেও ভাল হতো।। কিন্তু তাতে এডিট করার অপশনটা দিতে পারলে ভাল হতো।।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুন, ২০১৫ ভোর ৫:৫৪

চাঁদগাজী বলেছেন:

কিছু সমস্যা হচ্ছে, এগুলো সফটওয়ারের দিক থেকে হচ্ছে, ফিক্স হবে সময় মতো।

২| ১৩ ই জুন, ২০১৫ সকাল ১০:১৪

শামছুল ইসলাম বলেছেন: ছবি আপলোড হচ্ছে না, কোন লিংকও লেখায় যোগ করতে পারছি না।

১৩ ই জুন, ২০১৫ বিকাল ৩:৪২

সচেতনহ্যাপী বলেছেন: তাই আশা করছি।।

১৩ ই জুন, ২০১৫ বিকাল ৩:৪৩

সচেতনহ্যাপী বলেছেন: সমস্যা হচ্ছে এখনো,ঠিক হয়ে যাবে আশা করছি।।

৩| ১৩ ই জুন, ২০১৫ দুপুর ১২:৫৮

সুমন কর বলেছেন: আমি আপাতত শুধু মন্তব্য আর প্রতি উত্তর দিয়ে যাচ্ছি। সমস্যা হচ্ছে না।

মনে হয়, কাজ চলছে। ঠিক হয়ে যাবে।

১টি সমস্যা পাচ্ছি, নোটিফিকেশন দেখাচ্ছে না।

১৩ ই জুন, ২০১৫ বিকাল ৩:৪৪

সচেতনহ্যাপী বলেছেন: ঠিক তাই।। মন্তব্যের উত্তরেও একই অবস্থা।।

৪| ১৩ ই জুন, ২০১৫ বিকাল ৫:৪১

কাবিল বলেছেন: আমারতো নোটিফিকেশন দেখাচ্ছেই না আবার ইমোও নেই।

১৫ ই জুন, ২০১৫ রাত ১:৩৬

সচেতনহ্যাপী বলেছেন: নোটিফিকশন নাই-ই।। মনে করে করে সেইসব লেখায় যেয়ে উত্তর দেখতে হচ্ছে।।

৫| ১৩ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৭:১২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আমি ছবি আপলোড, পোস্ট, কমেন্ট, রিপ্লাই সবই করতে পারছি। কিন্তু ইমোগুলো খুব মিস করছি। নোটিশবোর্ড কিন্তু জানিয়েছে ইমো আপাতত ইউজ করা যাচ্ছে না। মাঝে মাঝে ঝামেলা হতে পারে। তাই হ্যাপী ভাইকে একটা পরামর্শ দেই, কমেন্ট টাইপ করে কপি করে নিয়ে মন্তব্য প্রকাশ করুন বাটনে প্রেস করুন। এতে কোন ঝামেলা হলে আবার জাস্ট পেস্ট করে পুনরায় চেষ্টা করতে পারবেন। আমি কিন্তু এই জিনিষটা করে যাচ্ছি। কারন কমেন্ট একবার করার পর এরর দেখালে আবার টাইপ করতে মন চায় না।

হ্যাপী ভাই, হ্যাপী ব্লগিং।

(এই কমেন্টটা তিনবারে করতে পারলাম। প্রথম বার একটা হাসির ইমো ছিল ঃ ), সেটা ডিলিট করলাম। এরপর এরর আসার কারণ ইনভাইটেড কমা ছিল, মন্তব্য প্রকাশ করুন বাক্যাংশের জন্য। তাও মুছে দেয়ার পর কমেন্ট দিতে পারলাম। তাই এগুলো পরিহার করে মন্তব্য বা পোস্ট করলে ঝামেলা হবে না আশা করি।)

১৫ ই জুন, ২০১৫ রাত ১:৪০

সচেতনহ্যাপী বলেছেন: আমি জেন রসীর বেলায় প্রায় ৮বার চেষ্টা করার পর আপনার বুদ্ধি এ্যাপ্লাই করে সফল হয়েছি।। এবং আজো তাই করে যাচ্ছি।। তবে এটা যে সাময়িক তাও বুঝতে পারছি।। ধন্যবাদ।।

৬| ১৫ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৬:২৪

মোঃমোজাম হক বলেছেন: :(

১৬ ই জুন, ২০১৫ রাত ১২:২৪

সচেতনহ্যাপী বলেছেন: শেষ হবে ঠিকই কিন্তু কবে??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.