নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বরাবরই একটি শ্লোগান খুব জনপ্রিয় আমাদের মাঝে ।। আমরা নিজেদের দেশপ্রেমকে সমুন্নত রাখতে অন্যকে বরাবরই আাকারে-প্রকারে জানাই এটা।। কিন্তু ভুল করেও বলি না আসুন বদলে যাই।। কেন যে বলি না বা বলতে পারি না,সেটা জানি না।। কিন্তু সহজ সরল ভাবে বুঝি এটা বললেই নিজের ভুল-ভ্রান্তি গুলি প্রকাশ হয়ে পড়বে।। সাথে পথে চলার সারমর্মটুকুও।।
একই ভাবে একথাটি ও বলতে পারছেন না আমাদের নেতৃত্বে থাকা নেতা-নেত্রীরাও।। পারছে না সমাজের মঙ্গলকামনায় শপথ নিয়ে চাকুরীরত,নেতৃত্বের লোকজন এমনকি সমাজবিদেরাও।। ব্যতিক্রম যে নেই তাও বলি না।। কিন্তু সবলের চাপে দূর্বল বরাবরই পদানত,ম্রিয়মান।। আর আছে গনতান্ত্রিক দেশের “মিডিয়া”!! (অবাক চিন্হ কেন ব্যবহার করলাম,বুঝে নিয়েছেন তো)।। এই বিভাগটি পৃথিবীর অন্যান্ন দেশে সফল ভাবে কাজ করলেও,কোন এক জীয়নকাঠির সংষ্পর্সে বাংলাদেশে হয়ে যায় “জী হুজুর”।। বাকি রইলাম আমরা,দেশের সাধরন নাগরিক।। আমরাই এদল,সেদল,তমুক দলকে ক্ষমতায় বসাই (সন্দেহ কি তায়) তারপর সেই আনন্দের আফিম খেয়ে সুখনিদ্রা যাই।। একেবারে পাচটি বছরের জন্য।। (কুম্ভকর্নের আধুনিক সংষ্করন)।। যা করবেন তেনারাই, আমরা নিমিত্ত মাত্র।।
ক্ষমতায় আসীনরা ভাবছেন জনগনতো ম্যান্ডেট দিয়েছেই ,সমর্থনও আছে।। থাকবে পাশেও।। সুতরাং ভয় কি।। দিপ্তপায়ে নিজের পরিকল্পনা সফল করার পথে মার্চপাষ্ট করে যেতেই হবে।। পথে বিরোধী সব বাধাকে তুচ্ছ করে।। আর বিরোধীরা ভাবে এভাবে আমাদের তুচ্ছ-তাচ্ছিলো করে যেতে দেব না।। কন্টকাকীর্ন করে তুলবো পথ।। তাই তো সাদাকেও সাদা বলতে ভয়।।
এবার জনগনের মন্ত্রীরা!! এরা যে কোন যোগ্যতায় এতোদুর এসেছে বা কারা এদের কিভাবে নির্বাচিত করেছে তাই ভেবে কুল-কিনারা পাচ্ছি না।। এরা শিক্ষায় শিক্ষিত ঠিকই,কিন্তু কাজে-কর্মে?? ইনারা আজো জানেন না পারিবারিক ভাষা এবং রাজনৈতিক ভাষার পার্থক্য ।।ফলাফল বহির্বিশ্বে এবং দেশে নিজেরই করা মন্তব্য নিয়ে কি বলবো (লজ্জাতো নেই ই) পর্যুদস্ত।। আজ এক কথা বলে কালই সেটা থেকে “সসন্মানে) পশ্চাপসারন।। প্রসংগত মনে পরে একটি চুটকির কথা।। রহিম ও করিম দুই বন্ধু ।। একদিন কে বেশী বাহুবান প্রমান করতে কুস্তির আয়োজন হলে রহিম হেরে গিয়ে দুরে যেয়ে বলে আজ আমি আজ পান্তাভাত খেয়েছি বলে পারলাম না,কাল গরম ভাত খেয়ে আসবো তখন দেখিস!!
দেশের বর্তমান পরিস্থতিতে মন্ত্রী এবং বিভিন্ন বিভাগের বিভিন্ন মন্তব্যে বিরোধী এবং সমর্থক গোষ্ঠীতে ভাবনা একটু ভিন্নই।। বিরোধীদের পোয়াবারো তো সমর্থকদের খুজতে হচ্ছে উকিলদের মত ফাক-ফোকর!! কারন সেই সাদাকে, সাদা বলা যাবে না।। কেন খুজে বের করো।।
দেশ এগিয়ে যাচ্ছে সবদিক দিয়েই।। বিদ্যুৎেকেন্দ্রে,বিশ্বমর্যাদার ব্রিজে,বর্তমানের বিদেশী হত্যার রহস্য উদ্ঘাটনে এবং সাম্প্রতিক ঘটে যাওয়া প্রায় প্রথমবারের মত আসুরার মিছিলে গ্রেনেড বা বোমা হামলা।। আরও কত কি?? আসলে আমার প্রশ্ন করার ও অধিকার নেই।। গনতন্ত্র নিয়ে আমিও বড় কথা বললেও আমি জানি তৃতীয় বিশ্বে এর আসল রূপ!!
এতো গেল বকোয়াস।। এবার আমাদের কথায় আসি।। আমরা প্রতিনিয়তই দলের জন্য জান কোরবান।। কিন্তু একবারও ভেবে দেখি না যে দলের জন্য আমি আমার প্রিয়তমা,সন্তান,ভাই-বোনের মমত্বকে দুরে ঠেলে দলের জন্য এতো ত্যাগ করছি কেন?? আমার নিজের জন্য কিছু চাই না কিন্তু দেশ এগিয়ে যাক শনৈ শন্যে।। তাও তো হচ্ছে না।।
বাকি রইলো হারাধনের সর্বশেষ একটি মনি,মিডিয়া।। বহুল আলোচিত এবং আলোকিত এই বিভাগটির ব্যাপারে কিছু না বলাই ভাল।। এরা জ্ঞ্যানে-“অজ্ঞ্যানে” আমাদের প্রতিনয়ত সরবরাহ করে যাচ্ছে খবর,পরিস্থিতি সাথে জ্ঞ্যানও।। কি আর বলবো।। আসলে বিশ্ব-মিডিয়ার মূল অর্থের সাথে ইনারা মাছ,তরকারী,আর বাজারদরকেই মূল বলে ধরে নিয়েছেন।। আসলে যার সীমা যেখানে।। যেখানে খোদ আমেরিকাতেই আজ ৯/১১র পোষ্ট-মর্টেম করতে যেয়ে প্রবল ক্ষমতাশীনদের বিরুদ্ধে ভিডিও,,কলাম লেখা হচ্ছে,সেখানে আমাদের মিডিয়াগুলি জীহুজুরের গন্ডীই পেরোতে পারে নি।।
আমার কথা।। সমর্থন করবো ভাল কথা।।কিন্তু এমন ভাবে নয় যে,তা বুমেরাং হয়ে আবার আমাকেই না আঘাত করে।। আমরা সচেতন কি এব্যাপারে?? সত্যি বলতে কি না।। তাই তো দেখি পলায়নী মনোভাব।। আমরা ভেবে দেখি না আমাদের জোরেই আজ এতো কিছু।।
লাভ হোক বা না হোক আমরা জয়গান গেয়ে যাচ্ছি বলেই দলের বাড়-বাড়ন্ত।। তাহলে কি একটুও ভেবে দেখবো না??
আসলে সময় এবং বয়সের কারুকাজ।। যার ফাদে আমি আর আপনিও।।
আমি বলতে পারি না কেন মিডিয়া,মন্ত্রী,এবং শৃংখলা রক্ষা বাহিনীর সামজ্ঞস্য নেই??
তাইতো আমিও বিস্তারিত লিখতে ভয় পাচ্ছি আপনিও আপনার কথা।। কিন্তু ভিন্ন অর্থে??
আসলে আমরা কোথায়?? কতিপয় লোভীর পদতলে না স্বাধীন,মুক্ত মনের??
আমি কিন্তু পারি নি এই বৃত্ত থেকে বের হতে।। আপনি?? গুরুত্বপূর্ন বলেই কি??
কিন্তু ভুলেও বলি না এসো সমবেত ভাবে আমরা বদলে যাই।। কেন,বুঝতে পারছেন কি??
আসলে বদলে দাও,বদলে যাওর সাথে একটিই পার্থক্য,আমি আছি তোমাদের সাথে তাই বদলে যাই।।
লিখতে পারতাম অনেককিছুই, কিন্তু সময় আর ভাবনার অভাবও যে আছে ।।
৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৫৩
সচেতনহ্যাপী বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য।। আসলে সমসাময়িক ঘটনাবলী খুবই বিক্ষিপ্ত করে দেয়।। ফলশ্রুতিতে তাৎক্ষনিক ভাবনার ফলই আমার লেখাগুলি।। আগামীতে মনে রাখবো।।
২| ৩০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:১৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হুম ! চিন্তার খোরাক !!!
৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৫৪
সচেতনহ্যাপী বলেছেন: ভাবে কিন্তু সবাই।। আমিও আপনিও।।
৩| ৩০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫৪
অন্ধবিন্দু বলেছেন:
সচেতনহ্যাপী,
আপনার লেখায় কি আর কইতাম কন ? হেতেরা ব্লগ পড়ে না। আর সচেতন অংশটি ফেসবুকে ভিড় জমিয়েছে।
৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৫৬
সচেতনহ্যাপী বলেছেন: আসলেও তেনাগো পড়া উচিৎ।। আমি কিন্তু ব্যক্তিগত ভাবে ফেবুর চেয়ে ব্লগকেই ভালবাসি।।
৪| ৩০ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২১
সুমন কর বলেছেন: আসলে আমরা কোথায়?? কতিপয় লোভীর পদতলে, না স্বাধীন মুক্ত মনের??
লেখায় যুক্তি আছে, প্রশ্ন আছে, আশা আছে...... কিন্তু আমরা আর কি করতে পারি !!
টাইপে সচেতন হতে হবে।
৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৫৮
সচেতনহ্যাপী বলেছেন: আসলেই বোধহয় পারি না।। হবো সুমনদা।। ধন্যবাদ।।
৫| ৩১ শে অক্টোবর, ২০১৫ সকাল ৮:৫৫
প্রামানিক বলেছেন: লেখাটার সাথে বাস্তবতার যথেষ্ঠ মিল আছে যুক্তিও আছে। চমৎকার লেখা। ধন্যবাদ
০১ লা নভেম্বর, ২০১৫ রাত ১২:০১
সচেতনহ্যাপী বলেছেন: ধন্যবাদ প্রামানিক।।
৬| ৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:০২
কিরমানী লিটন বলেছেন: সুমন কর বলেছেন: আসলে আমরা কোথায়?? কতিপয় লোভীর পদতলে, না স্বাধীন মুক্ত মনের??
লেখায় যুক্তি আছে, প্রশ্ন আছে, আশা আছে...... কিন্তু আমরা আর কি করতে পারি !!
টাইপে সচেতন হতে হবে।
অনেক শুভকামনা ...
০১ লা নভেম্বর, ২০১৫ রাত ১২:১০
সচেতনহ্যাপী বলেছেন: আসলেই বোধহয় পারি না।। ধন্যবাদ প্রথম ভ্রমনের জন্য।।
৭| ০১ লা নভেম্বর, ২০১৫ রাত ১:০৭
চাঁদগাজী বলেছেন:
কারণ ছাড়া কোন কিছু নিজের আগের অবস্হান বদলায় না।
০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১২:১৪
সচেতনহ্যাপী বলেছেন: ঠিক কিন্তু সমষ্টি বা দেশের ব্যাপারেও!! তাহলে আর বিশ্বাসের মর্যাদা আর সন্মান রইলো কোথায়।।
৮| ০১ লা নভেম্বর, ২০১৫ রাত ১:২০
গেম চেঞ্জার বলেছেন: আমি বলতে পারি না কেন মিডিয়া,মন্ত্রী,এবং শৃংখলা রক্ষা বাহিনীর সামজ্ঞস্য নেই??
তাইতো আমিও বিস্তারিত লিখতে ভয় পাচ্ছি আপনিও আপনার কথা।। কিন্তু ভিন্ন অর্থে??
আসলে আমরা কোথায়?? কতিপয় লোভীর পদতলে না স্বাধীন,মুক্ত মনের??
আমরা একটা নিষ্টুর, দুর্বিনিত জান্তার পাদপিষ্ট!
০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১২:১৬
সচেতনহ্যাপী বলেছেন: প্রথম পদার্পনে স্বাগতম।। বরাবরই এই অবিচার আমাদের সাথে করা হচ্ছে।। পার্থক্য কম আর বেশী।।
৯| ০১ লা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১০
জেন রসি বলেছেন: আসলে কে কি করল তার চাইতেও গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে আমরা নিজেরা কি করছি। আত্মসমালোচনা থেকেই পরিবর্শুতনের সূচনা হতে পারে।
শুভকামনা রইলো।
০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১২:১৮
সচেতনহ্যাপী বলেছেন: আমার শিরোামটাই আপনার কথার উপর ভিত্তি করে লেখা।। পুরো লেখাটিকেই আত্বসমালোচনা হিসাবে ধরে নিতে পারেন।।
১০| ০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১২:১২
মোঃ খুরশীদ আলম বলেছেন: কি হবে লেখালেখী কলমবাজির এই মহড়া
সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা
যদি ঐ ঘুষের বলে, কলমটা উল্টো চলে
এভাবে যায়না রোখা দুর্নীতিকে ।
কি হবে বেঁচে থেকে , অযথা বিদ্যা শিখে
যদি না গড়তে পারি , শোষন বিহীন সমাজটাকে।
০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১২:২২
সচেতনহ্যাপী বলেছেন: কি হবে বেঁচে থেকে , অযথা বিদ্যা শিখে
যদি না গড়তে পারি , শোষন বিহীন সমাজটাকে। এটার সাথেই আমাদেরই ব্যর্থতার আত্মসমালোচনা।। ধন্যবাদ।।
১১| ০৩ রা নভেম্বর, ২০১৫ সকাল ৮:১২
জুন বলেছেন: ক্ষমতায় আসীনরা ভাবছেন জনগনতো ম্যান্ডেট দিয়েছেই ,সমর্থনও আছে।। থাকবে পাশেও।। সুতরাং ভয় কি।
এ ধরনের চিন্তা ভাবনা আমাদের সব রাজনৈতিক দলেরই সচেতনহ্যাপী। ক্ষমতায় যে যখন থাকে মনে করে আজীবন তারা ঐ মসনদের অধিকারী।
ভালোলাগলো অনেক।
+
০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:২৬
সচেতনহ্যাপী বলেছেন: একদিন কিন্তু এই চুড়া থেকেও ধপাস!! তখন কিছুই আর করার থাকে না।। প্লাস পাবার কিছুই লিখি নি,শুধু যন্তনার একটু প্রকাশ।। ধন্যবাদ বোনটি।।
১২| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ ভোর ৪:৫১
প্রবাসী ভাবুক বলেছেন: আসলে নিজে বদলে যাওয়া এবং বদলে দেওয়া একক ভাবে সম্ভব নয়৷সমষ্টিগত ব্যাপার৷ সেখানে প্রয়োজন নেতৃত্বের৷ আর নেতৃত্ব পাওয়ার সাথে সাথে নেতাই বদলে যায় স্বার্থের প্রভাবে৷ফলাফল বদলে না কিছুই৷
০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:২৯
সচেতনহ্যাপী বলেছেন: কিন্তু শুরুতো করতে হবে?? আর সেটা নিজেকে দিয়েই করলে কি ভাল হয় না।। ব্যবসায়ী নেতাদের বাদ দিয়ে তৃনমূলদের দিয়ে শুরু করলে এই বদলানোর হারটা অনেক কমে আসবে।।
১৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৫
মোঃমোজাম হক বলেছেন: আমাদের মনের কথা কিন্তু সাহস নেই আমাদের।
ধন্যবাদ
০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৩১
সচেতনহ্যাপী বলেছেন: মোজাম ভাই,সাহস আমারও নেই।। এগুলিো দূর্বল মূহুর্তের প্রলাপমাত্র।।
১৪| ০৫ ই নভেম্বর, ২০১৫ ভোর ৬:১৮
উর্বি বলেছেন: কঠিন সুন্দর
০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৩২
সচেতনহ্যাপী বলেছেন: ধন্যবাদ বোনটি।। মাঝে মাঝে নিজকে হারিয়ে ফেলার মুহুর্তের ভাবনা।।
১৫| ১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৫১
চাঁদগাজী বলেছেন:
পোস্ট দদলাচ্ছে না কেন? আপনি কি দেশে গেছেন?
১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:২৫
সচেতনহ্যাপী বলেছেন: না ভাই,অসুস্থ।। জ্বর এবং কাশি।।
ধন্যবাদ ভাল থাকবেন।।
১৬| ১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:০১
আমি ময়ূরাক্ষী বলেছেন: সবাইকেই বদলাতে হবে।
১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:২৮
সচেতনহ্যাপী বলেছেন: আসলেই তাই।। এবং এটা শুরু হতে হবে তৃনমূল থেকেই।। অসুস্থ বলে দেরী হয়ে গেল,উত্তর দিতে।। ভাল থাকবেন।।
১৭| ২১ শে নভেম্বর, ২০১৫ রাত ১:২০
মাধব বলেছেন: নিজে বদলাই সবার প্রথমে।
২১ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৫০
সচেতনহ্যাপী বলেছেন: লেখার মূল মর্মটাই এখানে।। ধন্যবাদ।।
১৮| ২২ শে নভেম্বর, ২০১৫ রাত ১:০৬
চাঁদগাজী বলেছেন:
আপনি কি বদলে গেলেন, কিছু তো লিখছেন না!
২২ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৯
সচেতনহ্যাপী বলেছেন: হাঃ হাঃ গাজীভাই ভুলে গেছেন ঢেকি স্বর্গেও ধান ভানে??
আসলে দেশে যাবো আর যত সমস্যা এসে চেপেছে ঘাড়ে।। রেসিডেন্স পারমিট রিনিউ,ছুটির এ্যাপ্রুভাল,এরই মাঝে গত ১৫দিন ধরে অসুস্থতা।। মরার উপর খাড়ার ঘায়ের মত পাশের রুমের ভাড়াটিয়াও চলে গেছে (ফ্লাটটি আমারই নামে), সুতরাং ভড়াটিয়ার চিন্তায়.......।।
বড় ভাল লাগলো ভার্চুয়ালের এই আন্তরিকতাটুকু।। মন ছুয়ে যাওয়া।। অনেক ধন্যবাদ গাজীভাই।।
১৯| ২২ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৯
আহমেদ জী এস বলেছেন: সচেতনহ্যাপী ,
বদলে যাওয়া অতো সহজ নয় । সিস্টেমটাই এমন যে, ইচ্ছে থাকলেও বদলাতে পারবেন না ।
২২ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৫১
সচেতনহ্যাপী বলেছেন: আসলেও তাই।। নিজে প্রানপন বদলাতে চাইলেও সিস্টেম (আমাদেরই গড়া-ফ্রাংন্কেষ্টইন) আবার ফিরিয়ে আনে পুরানো বৃত্তে।। তবুও নিজেকে দিয়ে শুরু তো অন্ততঃ হোক।। ধন্যবাদ।।
২০| ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১:১২
চাঁদগাজী বলেছেন:
সাম্প্রতিক বিশ্ব হয়তো কিছু সময়ের জন্য হতাশার মাঝে আছে; তারপর দ্রুত বদলাবে
২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১:১৬
সচেতনহ্যাপী বলেছেন: বিশ্ব নয় ভাই আছি আপনি আর আমি।। দাবাখেলা তো চলছেই।।
২১| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ৩:১৯
বাংলার ফেসবুক বলেছেন: আমরা নিজেদের দেশপ্রেমকে সমুন্নত রাখতে অন্যকে বরাবরই আাকারে-প্রকারে জানাই এটা।। কিন্তু ভুল করেও বলি না আসুন বদলে যাই।।
২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৪২
সচেতনহ্যাপী বলেছেন: ভেবে দেখুন সত্যি কি না?? আজ থেকেই যদি আমরা যার যার দলভিত্তিক অন্ধ আনুগত্য প্রত্যাহার করতে শুরু করি,তাহলে কোথায় দল কোথায় বা ক্ষমতা!!
২২| ০২ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২২
আবু শাকিল বলেছেন: ক্ষমতার চেয়ার স্বাদ এমনি যে ।যাকেই দেয়া হয় সে ভূলে যায় ।
আমি কি ছিলাম ?? চেয়ার টা আমাকে কেন দেয়া হয়েছে ।
বর্তমান এক অভিনেত্রী সম্পর্কে বললাম ,বোঝে নিয়েন ।আসলে আমাদের কিছু বলার নেই ।আল্লাহ র কাছে শুধু প্রার্থনা করি ।
সম্মানজনক বাঁচতে দাও -
আমি ভাল আছি ভাইয়া। নিশ্চয় আপনিও ভাল আছেন ।
ধন্যবাদ ।
০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১০
সচেতনহ্যাপী বলেছেন: আমি কি ছিলাম ?? চেয়ার টা আমাকে কেন দেয়া হয়েছে?
হ্যাঁ ভাই আমিও ভাল।।
২৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:৩৫
কল্লোলিত সমুদ্র বলেছেন: নির্ভয় হোক বর্নমালা
অক্ষয় হোক চেতনা
মুক্তি পাক কলম
মুক্তি পাক পেন্সিল
মুক্তি পাক সাদা খাতা
মুক্তি পাক ক্যামেরার চোখ
মুক্তি পাক কি বোর্ড
মুক্তি পাক বাকযন্ত্র
০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৭
সচেতনহ্যাপী বলেছেন: প্রথম ভ্রমনে স্বাগতম।।
ইচ্ছেগুলোই সেরকম।। তারপরও কিন্তু থেকে যায়।। অন্তরায় হয়ে দাড়ায়...........।।
২৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৮
চাঁদগাজী বলেছেন:
আপনি কিছু লিখছেন না?
১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৭
সচেতনহ্যাপী বলেছেন: ধন্যবাদ গাজীভাই,বোধহয় দেশে যেয়েই লিখবো।। মনে মনে প্রতিরাতেই লিখি কিন্তু ফুটানো হয় না।।
২৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪০
টোকাই রাজা বলেছেন: আমি টোকাই মানুষ খুব উচ্চ মার্গীয় পোস্ট কম বুঝি
তবে এতটুকু বুঝেছি, আগে নিজেকে বদলাতে হবে তারপর নিজের ঘরকে বদলাতে হবে, তারপর সমাজ, এভাবে এক এক সবাই যদি যার যার স্থান থেকে বদলে যাই। একটা সময় পুরো দেশটাই বদলে যাবে।
০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৫
সচেতনহ্যাপী বলেছেন: লেখার মূল অংশটাই তুলে এনেছেন।। (একটু তামাশা করেই বলছি, টোকাইরাই কিন্তু যেকোন মিছিল,আন্দোলনের প্রান।।) সুতরাং আপনিও আসুন ব্লগের প্রানভোমরা হয়ে,এই কামনায়।।
২৬| ০১ লা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১৬
মাহবুবুল আজাদ বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা।
০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৬
সচেতনহ্যাপী বলেছেন: আপনাকেও নূতন বছরের শুভেচ্ছা।। ভাল থাকুন সর্বদা।।
২৭| ১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৬
অন্ধবিন্দু বলেছেন:
সচেতনহ্যাপী!
কি ব্যাপার চুপচাপ হ’য়ে গেলেন। নতুন কোনো লেখাও দেখছি না। কী-বোর্ড ছাড়লেন নাকি ?
১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৬
সচেতনহ্যাপী বলেছেন: না ভাই, ১১মাস পরপর দেশে আসি ৫৫দিনের জন্য।। বিরাট পরিবারের মন রাখতে যেয়ে মাত্র অর্ধেক বেড়ানো মানে হৈচৈ, বাকিটা পড়ে আছে।। বাকীটা পাড়ছি না গিন্নী এবং কন্যার জ্বালায়।। পড়তেও পারছি না মনমতো।। তবে মন্তব্যে একটু আছি।।
অনেক ধন্যবাদ স্মরন করার জন্য।।
২৮| ২৩ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৮
গেম চেঞ্জার বলেছেন: নতুন লেখা লিখবার জন্য তোরজোড় করছি না। ব্লগবাড়িতে ঢুঁ দিয়ে গেলাম।
২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩২
সচেতনহ্যাপী বলেছেন: ধন্যবাদ।। আমিও তাই করছি।। তবে বেড়াতে এবং সাক্ষাতেই (আত্মীয়-স্বজনদের) দিন কেটে যাচ্ছে।। দোয়া করবেন এই আনন্দ নিয়েই যেন কর্মক্ষেত্রে ফিরে যেতে পারি।।
২৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৪
মাহবুবুল আজাদ বলেছেন: ফাল্গুনের শুভেচ্ছা
আর ভালবাসা দিবসের আগাম শুভ কামনা, আপন জনের ভালবাসায় ঘিরে থাক জীবনের প্রতিটি মুহূর্ত।
০৫ ই মার্চ, ২০১৬ রাত ২:৩৫
সচেতনহ্যাপী বলেছেন: প্রথমেই সময়মত উত্তর না দেয়ার জন্য ক্ষমাপ্রার্থী।। বোঝেনই তো দেশে গেলে সময়ের সল্পতা র সুযোগের অভাব।।
খুব ভাল লাগলো আপনার শুভকামনা।। ধন্যবাদ অনেক।।
৩০| ০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৩১
বিজন রয় বলেছেন: নতুন লেখা দিন।
০৯ ই মার্চ, ২০১৬ রাত ১২:৪২
সচেতনহ্যাপী বলেছেন: স্বাগতম আমার বাড়িতে।। মাত্র কর্মস্থলে ফিরলাম।। একটু সুস্থির হতেও তো সময় লাগবে, তাই না?? ধন্যবাদ।।
©somewhere in net ltd.
১| ৩০ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:৪১
আরণ্যক রাখাল বলেছেন: অনেক টাইপো আছে, হ্যাপি ভাই| ঠিক করে নিন