নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একটা নির্দিষ্ট গন্ডীর মাঝেইথাকতে চাই।।

সচেতনহ্যাপী

সচেতনহ্যাপী › বিস্তারিত পোস্টঃ

দেখে এলাম প্রিয় জন্মভূমি ঢাকা

১৫ ই মার্চ, ২০১৬ রাত ১:৪৪



আমার অভিজ্ঞতা কম বলে ক্যাপশন গুলি আপনারাই দিয়ে দিন, প্লিজ।।
আমার অভিজ্ঞতার পরিমাপ এটুকুই।। ব্লগের প্রথম বলে কথা।।

মন্তব্য ৫২ টি রেটিং +৯/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০১৬ সকাল ৯:০৮

সুমন কর বলেছেন: গ্যাপ এবং ক্যাপশন দিলে দেখতে আরো ভালো লাগত।

১৬ ই মার্চ, ২০১৬ রাত ১:১১

সচেতনহ্যাপী বলেছেন: সুমন'দা প্রথমেই আমি আমার ভুল স্বীকার করে নিচ্ছি।। কারন এর আগে আমি কখনো ছবিব্ল্রগ পোষ্ট করি নি,এটাই প্রথম হওয়াতে ভুলত্রুটিগুলি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আশা করছি।।

২| ১৫ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৪৪

কান্ডারি অথর্ব বলেছেন:




ভাল লাগা রইলো।

১৬ ই মার্চ, ২০১৬ রাত ১:১২

সচেতনহ্যাপী বলেছেন: প্রিয় কারো ভাল লাগাই তো অনেক।।

৩| ১৫ ই মার্চ, ২০১৬ সকাল ১০:০৫

আরজু পনি বলেছেন:
যারা প্রবাসে থাকেন দেশের জন্যে তাদের হৃদয়ের আকুতিটা বুঝি।

ছবিগুলোতে হৃদয়ের ছোঁয়া আছে।
প্রতিটা ছবির সাথে প্রথমত নাম্বারিং করতে পারেন...নটরডেমিয়ানদের (সম্ভবত ভুল বলিনি) কি আর আইডিয়ার অভাব হয় নাকি !

প্রতিটা ছবিতে আপনার যা ইচ্ছে বলে দিন...না ভেবেই...ওটাই আসল।

অনেক শুভেচ্ছা রইল আপনার জন্যে ।

১৬ ই মার্চ, ২০১৬ রাত ১:২২

সচেতনহ্যাপী বলেছেন: প্রথমেই স্বাগতম,অনেকদিন পরে এলেন বলে।।
না ভুল বলেন নি।। সেখান থেকে বেড়োনোর পর ঢাকা আর আমাকে ঠাই দেয় নি।। বিভিন্ন জেলায় ঘুড়তে ঘুড়তে এখানে আছি ২৩ বছরে।। এতদিন পর কি আর নটরডেমিয়ান ধারনা বা আইডিয়ার অভাব হয় থাকে নাকি ! !
আর প্রথম ছবিব্লগ বলে ভুলত্রুটি থাকাই তো স্বাভাবিক, তাই না?? এই যে পরামর্শ পেলাম এটাইতো আমার জন্য প্লাসপয়েন্ট।। আগামীতে শুধরে নেবো।।
আপনার জন্যও শুভেচ্ছা রইলো।।

৪| ১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:১৩

মনিরা সুলতানা বলেছেন: মন ভালো হয়ে গেল ছবি দেখে :)

১৬ ই মার্চ, ২০১৬ রাত ১:২৫

সচেতনহ্যাপী বলেছেন: আসলে আপনার অনুরোধেই আমার এই প্রথম প্রয়াস।। (চেষ্টা করে হালই ছেড়ে দিয়েছিলাম)।।

৫| ১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১:২১

রাশেদ রাহাত বলেছেন: "লাউয়ের আগা খাইলাম, গোড়া পাইলাম। লাউ দিয়া বানাইলাম ডিগডিগি"

সরিষা ক্ষেতে আপনার হাত তুলে দাঁড়িয়ে থাকাটা

১৬ ই মার্চ, ২০১৬ রাত ১:৪২

সচেতনহ্যাপী বলেছেন: আসলেই লাউয়ের কিছুই আমরা বাদ দেই না!!
আর ওটা আমার মেয়ে।।

৬| ১৫ ই মার্চ, ২০১৬ রাত ৯:৩১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: হ্যাপী ভাই দেশে এসেছিলেন কবে? কেমন কাটল সময়টুকু? বিস্তারিত লিখে পোস্ট দেন অতি শীঘ্রই, অপেক্ষায় রইব। নো ফাঁকিবাজি, ঠিক আছে?

ভালো থাকুন সবসময়, শুভকামনা রইল।

১৬ ই মার্চ, ২০১৬ রাত ১:৪০

সচেতনহ্যাপী বলেছেন: ডিসেম্বরে।। যোগাযোগের সুযোগ বা অজুহাত যাই বলুন না কেন মেনে নেবো।।
সময়তো কেটেছে পরিজনদের ঘেরাটোপে, ভিন্ন ভাষায় বলা যায় "পলো"র (বিক্রমপুরের ভাষায়) ভিতরে।। যে কারনে ল্যাপটপের সামনেও যেতে পারি নি।। এসেই দু/দু'টো পোষ্ট দিয়ে ফেলেছি।।
অনেকদিন পর প্রিয় আর ভাললাগা একজনের উপস্থিতি আনন্দ দিলো।। (আচ্ছা শতুদ্রর খবর কি??)
না ভাই ফাকি দেবো না, যা লিখবো অকপটেই লিখবো।।
অনেক ভাল লাগা আর শুভেচ্ছা রইলো।।

৭| ১৬ ই মার্চ, ২০১৬ সকাল ১০:১৮

সুমন কর বলেছেন: ওকে ওকে....কোন সমস্যা নেই।

১৭ ই মার্চ, ২০১৬ রাত ১:১৪

সচেতনহ্যাপী বলেছেন: ধন্যবাদ সুমন'দা।। বুঝেছেন বলে।।

৮| ১৬ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৫৫

হাসান মাহবুব বলেছেন: এ কোন ঢাকা? এত সবুজের সমারোহ! চোখ জুড়িয়ে গেলো দেখে। তবে এটা কিন্তু মিথ্যেমিথ্যি ঢাকা!

৯| ১৭ ই মার্চ, ২০১৬ রাত ১:২৬

সচেতনহ্যাপী বলেছেন: আমার গ্রাম।। তাইতো এতো সবুজ।। বহুবছর পর যাওয়া।।
আমার গ্রাম।। তাইতো এতো সবুজ।। বহুবছর পর যাওয়া।।

এটাই আসল ঢাকা।।

১০| ১৮ ই মার্চ, ২০১৬ রাত ১২:৪৩

শামছুল ইসলাম বলেছেন: আপনার হৃদয়ের উষ্ণতায়, পোস্টটা রঙিন হয়ে গেছে।
তাই যা দেখি, তাই ভাল লাগে।

ভাল থাকুন। সবসময়।

১৮ ই মার্চ, ২০১৬ রাত ১:১৮

সচেতনহ্যাপী বলেছেন: আমার কাছে যা ভাল লেগেছে তাই তুলে ধরার চেষ্টা করেছি।। অনেক বছর পর গ্রামের বাড়িতে যাওয়া বলে ভালতো আমারও লেগেছে।। অনেক ভুলত্রুটি ছিল, তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখেছেন বলে ধন্যবাদ।।
আপনিও ভাল থাকুন সবাইকে নিয়ে, এই কামনায়।।

১১| ১৮ ই মার্চ, ২০১৬ রাত ৮:৪৫

খায়রুল আহসান বলেছেন: ছবিব্লগ ভালো মন্দ যাই হোক, ছবিগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।
একটূ চেষ্টা করলে আপনি নিজেই আরেকটু ভালো করতে পারেন। এডিট অপশন ক্লিক করে যেখানে এই ছবিগুলোর লিঙ্ক পাবেন (ইংরেজীতে লেখা), সেখানে একেকটার মাঝে একটিবার করে স্পেসবার টিপুন, ব্যস, একেকটা ছবির মাঝে স্পেস ক্রিয়েট হয়ে যাবে। তারপরে, ঐ স্পেসে আরজুপনি যেভাবে বলেছে, সেভাবেই যা মনে আসে কিছু একটা লিখে দিয়ে আবার স্পেস দিন। তারপরে প্রিভিউ দেখুন এবং পোস্ট করুন। এতেই ব্লগের নান্দনিক মূল্য অনেক বেড়ে যাবে।

১৯ শে মার্চ, ২০১৬ রাত ১:২৭

সচেতনহ্যাপী বলেছেন: অনেক ধন্যবাদ পরামর্শের জন্য।। তবে আমি ব্যক্তিগত ভাবে থাক না প্রথম ছবিব্লগটি অকৃত্তিম ভাবেই (স্মৃতি হিসেবেই)।। পরবর্তিতে সব মেনে চলবো।।

১২| ১৯ শে মার্চ, ২০১৬ ভোর ৪:০২

রুদ্র জাহেদ বলেছেন: ঢাকাতে এমন দৃশ্য!দুর্লভ!প্রকৃতির সুন্দর সব ছবি।ভালো লাগল
+

১৯ শে মার্চ, ২০১৬ ভোর ৬:১২

সচেতনহ্যাপী বলেছেন: ধন্যবাদ।। অনেকদিন পর গ্রামে যাওয়া,াতাই যা পেয়েছি ,তারই ছবি দিয়েছি।। হামার উত্তরে আসল ঢাকা।।

১৩| ২১ শে মার্চ, ২০১৬ দুপুর ১:১১

আবু শাকিল বলেছেন: খাটিঁ গ্রাম বাংলা।
মুগ্ধ

২৩ শে মার্চ, ২০১৬ রাত ১:২৬

সচেতনহ্যাপী বলেছেন: শাকিল ভাই আমার গ্রাম।। প্রায় ২০/২২ বছর পর যাওয়া।। তবে পুরো পরিবার বছরে একবার হলেও একসাথে যায়।। হয় না সময় শুধু আমার।।
লজ্জার কথা ছবিগুলি তুলেছি ঠিকই কিন্তু বেশীর ভাগ গাছই আমার অচেনা।।

১৪| ০৫ ই মে, ২০১৭ রাত ২:০৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি ঢাকাইয়্যা নাকি :P

০৫ ই মে, ২০১৭ রাত ২:১৭

সচেতনহ্যাপী বলেছেন: আগে ছিলাম।। এখন বিক্রমপুইরা।। জন্ম ইসলামপুরে।। নানাবাড়ি বংশীবাজার জুম্মন ব্যাপারী রোডে।। এখন.....

১৫| ০৫ ই মে, ২০১৭ রাত ২:১৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ও মা, আমি কইলাম কী আর ভাইজানে কয় কী?

তো ভাইজান, ভাবির নানাবাড়ি কোথায় :P

০৫ ই মে, ২০১৭ রাত ২:৩০

সচেতনহ্যাপী বলেছেন: খাটি (ও ডি সি)।।
সব রেখে নানাবাড়ি B:-/

১৬| ০৫ ই মে, ২০১৭ রাত ২:৩১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এক পোস্টে মন্তব্য পড়ে আমার গায়ে কাঁটা দিয়েছে এবং আগের কথা মনে পড়েছে।

আমিও হয়তো পলাশমিঞার সাথে দেখা করব।

০৫ ই মে, ২০১৭ রাত ২:৩৬

সচেতনহ্যাপী বলেছেন: হলেতো ভালই হবে, একজন বাড়বে সাদা-কালোর দলে।। বেশীর ভাগই তো রঙ্গীন চশমা পড়ে আছে।।

১৭| ০৫ ই মে, ২০১৭ রাত ২:৩৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি হয়তো উল্টা বুঝেছেন, পলাশমিঞাতো প্রায় ব্যান। আমি হয়তো তওবা করব।

০৫ ই মে, ২০১৭ রাত ২:৩৮

সচেতনহ্যাপী বলেছেন: ব্যান হলেও মানসিকতা...

১৮| ০৫ ই মে, ২০১৭ রাত ২:৩৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মনের টান, এই যা।

ব্লগিং করলে মন ব্যস্ত থাকে। কী আর করব বলুন, বেকার ব্যস্ত। থাকার জন্য ব্লগে আসি।

০৫ ই মে, ২০১৭ রাত ২:৫৩

সচেতনহ্যাপী বলেছেন: আমিও তাই।। নিঃসঙ্গতা কাটাতে আসি।। তবে যা শুরু হয়েছে তা আর ভল লাগছে না।।

১৯| ০৫ ই মে, ২০১৭ রাত ২:৫৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করি, টানের টান ছিঁড়ব কেমনে?

০৫ ই মে, ২০১৭ রাত ৩:০৩

সচেতনহ্যাপী বলেছেন: ছেড়া যায় অনায়াসেই।। নিজেকে ভুলতে পারলে।। শুধু ঢেকি যদি তার কর্ম ভুলে যায়।।

২০| ০৫ ই মে, ২০১৭ রাত ৩:০৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: তবে আমার যথেষ্ট উপকার হয়েছে, এই ব্লগে পলাশমিঞা হয়েছিলাম আবার আমি হয়েছি। এখন হারিয়ে যাওয়ার সময় ঘানাচ্ছে হয়তো।

দোয়া করবেন।

আবার আমার নেশা হয়েছে। আমার যখনই নেশা হয় তখন ব্লগে ঝামেলা লাগে। :|

০৫ ই মে, ২০১৭ রাত ৩:০৮

সচেতনহ্যাপী বলেছেন: নেশা আপনার না, ব্লগের হয়েছে।। আর এটাই স্বাভাবিক।। সেই দশটা পাতিল পাশাপাশির মত।।

২১| ০৫ ই মে, ২০১৭ রাত ৩:১০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি মুরব্বী, আপনাকে সম্মান করি। আমার জন্য দোয়া করবেন।
কখন যে শুরু হবে কেউ জানে না। সব পোস্টে মন্তব্য করা থেকে বিরত থাকবেন।

০৫ ই মে, ২০১৭ রাত ৩:২৩

সচেতনহ্যাপী বলেছেন: শুধু শুধু লজ্জা দিচ্ছেন।। বড় আর শিক্ষিত হলেই কেউ জ্ঞ্যানী হয় না।।
পরামর্শ মেনে চলবো।।

২২| ০৫ ই মে, ২০১৭ রাত ৩:২৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমিও সতর্ক হব। বকাবকি আমি ডরাই। :((

০৫ ই মে, ২০১৭ রাত ৩:২৬

সচেতনহ্যাপী বলেছেন: গুলি,ছুড়ি,চাপাতির চেয়েও ভয়ংকর বকাবকি।।

২৩| ০৫ ই মে, ২০১৭ রাত ৩:২৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি, অন্তর নিথর হয়।

০৫ ই মে, ২০১৭ রাত ৩:৩২

সচেতনহ্যাপী বলেছেন: আজকের একটি পোষ্টেও এমনই।। অনেকে আলোচিত হবার জন্যও এমন পোষ্ট করে।। ফলাফল শুধুই একটি মানুষকে আকাশে তোলা।।

২৪| ০৫ ই মে, ২০১৭ রাত ৩:৩৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এই ব্লগে একটি বিষয় খেয়াল করেছি, ইসলাম ধর্মের যে কোনো বিষয় নিয়ে ইতর ভাষায় মন্তব্য এবং লেখা লেখি করলে কোনো সমস্যা হয় না, জনপ্রিয় হয়। কিন্তু প্রতিবাদ করলে ব্যান। নষ্টামির কোনো সীমা নেই তবে সুষ্টতার সীমা আছে। কোনো নিয়ম নেই, তাদের মন যা বলে তা-ই নিয়ম।

হয়তো এই মন্তব্যের জন্য আমাকে ব্যান করা হতে পারে।

০৫ ই মে, ২০১৭ রাত ৩:৪১

সচেতনহ্যাপী বলেছেন: অসম্ভব!! আপনার মন্তব্যে লাইক করে আমিও এলাম এক কাতারে।।

২৫| ০৫ ই মে, ২০১৭ রাত ৩:৪৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: দেখা যাক কী হয়। এদের উপর এক আনার বিশ্বাস নেই।

আমার পোস্ট সরিয়েছিল এড এর দোহাই দিয়। গতকাল এড এটা ছিল, তখন কিছু হয়নি।

যাক, তোর আর খবর কী?

০৫ ই মে, ২০১৭ রাত ৩:৪৯

সচেতনহ্যাপী বলেছেন: দেখা যাক।।
শুভরাত্রি ভাইটি।। ভাল বং সুস্থ থাকুন এই কামনায়।।

২৬| ০৫ ই মে, ২০১৭ সকাল ৮:৫০

মানবী বলেছেন: বাহ্ বাংলাদেশ!!!
স্নিগ্ধ, সুন্দর আর নিটোল সৌন্দর্য্যে ভরপুর!!

ছবিগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।
আপনার মেয়ের ছবিটা খুব সুন্দর হয়েছে, বাবার চোখে আদরের মেয়েকে দেখা হলো :-)

অনেক অনেক ভালো থাকুন।

০৬ ই মে, ২০১৭ রাত ১:৫৮

সচেতনহ্যাপী বলেছেন: আপনার বুদ্ধিমত্তার তারিফ করতেই হয়।।
প্রবাসীর কাছে কিন্ত ঢাক্কা, হট্টোগোল, হর্নের শব্দই যেন ক নূন দক মেলে ধরে, দেশের অবস্থা।।
ছবির মেয়েটির জন্য দোয়া করবেন।। ওর জন্যই আমি বেচে আছি।।

২৭| ০৭ ই মে, ২০১৭ সকাল ৭:৫২

মানবী বলেছেন: অবশ্যই দোয়া করি ভাইয়া।
আপনার কন্যার মঙ্গলের জন্য আন্তরিক প্রার্থনা রইলো।

আপনিও ভালো থাকুন।

০৮ ই মে, ২০১৭ রাত ১২:১৪

সচেতনহ্যাপী বলেছেন: সদা ভাল থাকুন, বোনটি।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.