নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একটা নির্দিষ্ট গন্ডীর মাঝেইথাকতে চাই।।

সচেতনহ্যাপী

সচেতনহ্যাপী › বিস্তারিত পোস্টঃ

না,এবার আর তোমার সাথে দেখা হলো না।।

১৯ শে মার্চ, ২০১৬ ভোর ৬:০৫

প্রতিবারই তোমার শেষ পত্রের ইচ্ছে পূরন করতে যেতাম।। যাওয়া হলো না এবারই।। কেন জানি না।। অভিমান না সময়ের অভাব?? হলো না লালগোলাপের পাপড়িও ছড়ানো।। যা ছিলো আমার ভালবাসা আর হৃদয়ের রক্তক্ষরনের প্রতিকও।। কারন তুমিই বলেছিলে আমার…..দু’মুঠো মাটি দিয়ে দেখে এলে, তাই হবে আমার সব পাওয়া।। গত ১১টি বছর তোমার সেই ইচ্ছে পুরন করেছি।। শিয়রে বুনেছি তোমারই প্রিয় কামিনীকাঞ্চন।।
জান একমাত্র এবারই আমার একবারেই ইচ্ছে হয় নি, যাওয়ার।। আসা-যাওয়ার পথে তুমি হয়তো অপেক্ষায় ছিলে, শুধু ইচ্ছে ছিলো না আমার নিজেরই।। কেন জানি না।। তবে বাসায় অনেক কথা হয়েছে তোমাকে আর তোমার স্মৃতিকে নিয়ে।। ভেবেছি।। কিন্তু…………।।
স্বপ্নেও আসতে তোমার অনেক কৃপনতা।। যদিও বা আসো কালে-ভদ্রে।। সেদিন মার্কেটের এলিভেটরে দেখা।। তুমি হাসছো সেই আগের মতই।। কথাও বলছিলে কি যেন।। শেষ মাথায় উঠে আর তোমাকে পেলাম না।। মিলিয়ে গেলে অজানায়।।
লোকে বলে বিয়ের পর পূর্বতন প্রেমিকার কথা ভাবা বা মনে রাখা ভুল বা অন্যায়।। আমি জানি এবং মানিও।। কিন্তু স্মৃতিতো ব্লাকবোর্ড নয় যে লেখার পর আবার মুছে ফেলতে পারবো।। এখানে একবার যা লেখা হয় তার বেশীরভাগই থেকে যায় অমলিন।। জোর করে হয়তো পাথর চাপা দেওয়া যায় কিন্তু তার মাঝেও অংকুরোধ্গম হয় যে।। বাস্তবতাকে তো অস্বীকার করা যায় না।।
ভাবছি সেই শেষ দেখার কথা।। সারাটা দিন বেড়ানো।। তোমার পরিজনদের আন্তরিক আপ্যায়ন।। নিজের কৈফিয়ত।। তোমার মেনে নেওয়া।। জানতে আমি মিথ্যে বলি না বলে।।
উদ্দেশ্যহীন ঘোরাফেরা।। দিনশেষে রিক্সায় চলার পথে তোমার সুখ আর আনন্দানুভূতি।। কত কি যে বলেছিলে!! শেষে তোমার বাসার কাছে এসেও হাতধরে চলা হালা আলো আধারে।। কত কথার ফুলঝুড়ি।। বরাবরের মতই তুমি বলেছো আর আমি শুনেছি।। কত কি!!
শেষক্ষনে হাতে হাত রেখে বলেছিলাম, এবার যাই ভাল থেকো অন্ততঃ আমার জন্য হলেও।। তুমি হাসিমুখে মেনে নিয়েছিলে।। বলেছিলে আমার কথা ভাবতে হবে না,নিজে ভাল থেকো।। আমি থাকবো তোমারই।।
কিন্তু পারলে না সেকথা রাখতে।। আরো অনেক কথার মতই।। কিন্তু এতো ত্যাগ কি দিলো তোমাকে?? যাদের জন্য শতবার কথা দিয়েও আসো নি ছেড়ে, শেষ সময়ে কোথায় ছিলো তারা?? একমাত্র ছোটবোনটি ছাড়া।। আজ একথা সেও মানবে না।। কারন যার যাওয়ার,সেতো চলেই গেছে, চলতে হবে যারা আছে তাদের নিয়ে।। মনে পড়ে গুলাম আলির চমকতে চাঁদ কো টুটা হওয়া তারা বানা ডালা।।
বাগানের সেরা ফুলটাকে চয়ন করেছিলাম অনেক যত্নে আর ভালবাসায়।।কিন্তু বিধাতা আর ভাগ্য হেসেছে অলক্ষে।। সৌরভ বিলিয়ে একদিন সে ঝরে পড়লো সবার অজান্তে।।
শেষ পর্যন্ত দূর্বা আর লতায় ঘেরাই হবে আমাদের শেষ আশ্রয়।। আজ তোমার কাল হয়তো আমারও।।
দেখেছি জীবনযুদ্ধে হেরে যাওয়া একজনকে।। দেখেছি কি প্রচন্ড বিদ্রুপ আর অবহেলায় সমাজকে টপেটাঘাত করে,নিরবে নিজের পথে চলে যাওয়াকে।। কিন্তু পেরেছে কি জিততে?? আসলে হরে যেয়েও দেখিয়ে দিয়ে গেলো কিভাবে জিততে হয়।।
আগে কিছু করতে পারি নি,শুধু।। তবু মনে হয় কিছুই কি করার ছিলো না??
তবুও আমি সন্মান দিয়েছি ওকে।। শতবার কথা দেওয়া সত্বেও ওর অবাধ্য হই নি।। অথচ ইচ্ছে করলে সেসময়ে কারো সাধ্য ছিলো না আমাকে রূখতে।।
আজ ভাবছি এই রঙ্গমঞ্চে কয়দিন আর আমরা অভিনয় করে যেতে পারবো?? সন্তান?? সেও পর হয়ে যাবে।। কারন তার নিজের সংসার আগে।। যেমনটা আমাদের বেলায়ও হচ্ছে।। এটাকে মেনে নেওয়াই বাস্তবতা।।
এমনসব কথা লিখে আমি কিন্তু এই ব্লগেই অনেক গালি, ট্যাগ খেয়েছি।। আজ আবার পরাজয় স্বীকার করে ফিরে গেলাম সেই স্মৃতির মাঝেই।।
পাঠকরা ক্ষমা করবেন এই আশায়।। তবে আমার হিসাবে এটাই বাস্তবতা আর এই লেখার মাঝেই ওকে স্মরন করা।। আর দেখা না করার কৈফিয়ত।।

মন্তব্য ২৮ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে মার্চ, ২০১৬ ভোর ৬:২০

দায়ী বলেছেন: চলে যাওয়া কি একমাত্র সমাধান

২৩ শে মার্চ, ২০১৬ রাত ১২:১৬

সচেতনহ্যাপী বলেছেন: অন্ততঃ দুখ আর বেদনার তো অবসান হয়েছে।।

২| ১৯ শে মার্চ, ২০১৬ ভোর ৬:৩৮

অন্তঃপুরবাসিনী বলেছেন: দিলেন ত সকাল সকাল মনটা খারাপ করে!!:(

অসম্ভব টাচিং লেখা।
কয়েকটা বানানে ভুল আছে।

২৩ শে মার্চ, ২০১৬ রাত ১২:১৯

সচেতনহ্যাপী বলেছেন: দুঃখিত মন খারাপ করে দেওয়ার জন্য।।
চেষ্টা করেছি নিজের বেদনাকে হালকা করার।।
সাধ্যমত বানান ঠিক করে দিয়েছি।।

৩| ১৯ শে মার্চ, ২০১৬ সকাল ৮:২৯

সাগর মাঝি বলেছেন: লেখক ভাই আপনার লেখাটা আমার চোখ থেকে কয়েক ফোঁটা পানি জরিয়েছে।
আমি এর বদলা চাই।

সুন্দর পোষ্ট। আশাকরি আরো লিখবেন।

২৩ শে মার্চ, ২০১৬ রাত ১২:২০

সচেতনহ্যাপী বলেছেন: আর আমার!! আপনিও লিখে আমাকে.....।।।

৪| ১৯ শে মার্চ, ২০১৬ সকাল ৮:৪৭

সাদিয়া আফরোজ বলেছেন: টাচি

২৩ শে মার্চ, ২০১৬ রাত ১২:২১

সচেতনহ্যাপী বলেছেন: ধন্যবাদ।।

৫| ১৯ শে মার্চ, ২০১৬ সকাল ৮:৫৬

প্রামানিক বলেছেন: সকাল বেলায় খুব ভাল একটা লেখা পড়লাম। লেখার জন্য অসংখ্য ধন্যবাদ।

২৩ শে মার্চ, ২০১৬ রাত ১২:২৩

সচেতনহ্যাপী বলেছেন: যা তাৎক্ষনিক ভাবে মনে এসেছে,তাই লিখেছি প্রিয় ছড়াকার।। ধন্যবাদ আপনাকেও।।

৬| ১৯ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৫০

বিজন রয় বলেছেন: সুন্দর।
পরেরবার হবে।

২৩ শে মার্চ, ২০১৬ রাত ১২:২৪

সচেতনহ্যাপী বলেছেন: ধন্যবাদ।। কিন্তু পরেরবার কি হবে, ঠিক বুঝলাম না।।

৭| ১৯ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৪৮

শামছুল ইসলাম বলেছেন: স্মৃতি, অম্লান স্মৃতিঃ

//লোকে বলে বিয়ের পর পূর্বতন প্রেমিকর কথা ভাবা বা মনে রাখা ভুল বা অন্যায়।। আমি জানি এবং মানিও।। কিন্তু স্মৃতিতো ব্লাকবোর্ড নয় যে লেখার পর আবার মুছে ফেলতে পারবো।। এখানে একবার যা লেখা হয় তার বেশীরভাগই থেকে যায় অমলিন।। জোর করে হয়তো পাথর চাপা দেওয়া যায় কিন্তু তার মাঝেও অংকুরোধ্গম হয় যে।। বাস্তবতাকে তো অস্বীকার করা যায় না।।//

তার থেকে কেউ বেরিয়ে আসতে পারে না, লেখকও পারেননি।

সেই সব অম্ল-মধুর স্মৃতির দোলাচালে আমিও হারিয়েছি বেদনার নীলে, লেখকের মতই।

সচেতনহ্যাপী ভাই, আপনার অন্যতম সেরা লেখা আমার দৃষ্টিতে।

ভাল থাকুন। সবসময়।

২৩ শে মার্চ, ২০১৬ রাত ১২:২৯

সচেতনহ্যাপী বলেছেন: স্মৃতি, অম্লান স্মৃতিঃ আসলেই কি আমরা পারি এথেকে বেড়িয়ে আসতে?? শত সুখের মাঝেও গোপনে এর আনা-গোনা।। ব্যাতিক্রম ছাড়া।।
আপনিও ভাল থাকুন সবসময়।। সাথেতো লিখবেনই,এই আশায়।।

৮| ১৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯

সুমন কর বলেছেন: লেখা হৃদয় ছুঁয়ে গেল। +।

দেেছিকি প্রচন্ড বিদ্রুপ আর অবহেলায় সমাজকে টপেটাঘাত করে.... টাইপোটা ঠিক করে দিয়েন। আরো কিছু টাইপো আছে।

২৩ শে মার্চ, ২০১৬ রাত ১২:৩৪

সচেতনহ্যাপী বলেছেন: সুমন'দা আপনার ভাল লাগা মনেই অনেক।। তার উপর প্লাস!!
সাধ্যমত ঠিক করে দিয়েছি।। তাৎক্ষনিক ভাবনায় লেখা।। আসলে আমার রিভাইস দেওয়ার অভ্যাস নেই বলে, মাঝে মাঝে এই ভুলগুলি হয়ে যায়।।

৯| ২০ শে মার্চ, ২০১৬ রাত ১০:১৩

আহমেদ জী এস বলেছেন: সচেতনহ্যাপী ,




আমার না যদি থাকে সুর
তুমি তা দেবে
আমার গন্ধহারা ফুল
তোমার কাছেই সুরভী নেবে
এরই নাম প্রেম.................................................

২৩ শে মার্চ, ২০১৬ রাত ১২:৩৯

সচেতনহ্যাপী বলেছেন: আমাকে কবিতায় মন্তব্য!! তবুও খুশি কেউ তো কিছু দিল।। নিলাম সবটুকুই।।

১০| ২১ শে মার্চ, ২০১৬ দুপুর ১:০১

আবু শাকিল বলেছেন: আহা!!
তাহা কে মনে পড়ে অবেলায়।যে আমার হল না।না হয়ে ও আমার :)
খুব আবেগময় লেখা।
ভাল লাগল।

২৩ শে মার্চ, ২০১৬ রাত ১২:৪২

সচেতনহ্যাপী বলেছেন: থাকবেও আমার।। দুই পরিবারের কাছেই।। যাদের দ্বন্ধে এমনটা হয়েছিলো।। এখন ভুল বুঝেছে কিন্তু অনেক দেরীতে।।

১১| ২২ শে মার্চ, ২০১৬ সকাল ৮:১০

জুন বলেছেন: মন ছুয়ে যাওয়া আপনার লেখায় অনেক ভালোলাগা।
+

২৩ শে মার্চ, ২০১৬ রাত ১২:৪৫

সচেতনহ্যাপী বলেছেন: আমাদের ইবনে বতুতার সব লেখাই তো মনছুয়ে যাওয়া।। সেখানে আমারটাতো অনেক তুচ্ছ বোনটি।। কেন লজ্জা দিচ্ছেন।।

১২| ২৭ শে মার্চ, ২০১৬ সকাল ৯:০৩

গেম চেঞ্জার বলেছেন: কি চমৎকার!! অথচ লিখেন না! :|

২৮ শে মার্চ, ২০১৬ রাত ১:০৯

সচেতনহ্যাপী বলেছেন: কেন শুধু শুধু লজ্জা দিচ্ছেন।। কোথায় আপনাদের মত পরিপূর্ন লেখা আর কোথায় আমার বিচ্ছিন্ন চিন্তাধারার প্রকাশ!!
একদিন কিন্তু এভাবেরই লেখায় ভ্রুকুটি এমনকি গালি ও ট্যাগও খেয়েছি।।

১৩| ৩১ শে মার্চ, ২০১৬ সকাল ৮:৩১

চাঁদগাজী বলেছেন:


জীবনকে মেনে নিতে হয়, এটাই প্রকৃতির ধর্ম

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১:৩৬

সচেতনহ্যাপী বলেছেন: অনেকদিন পর যে !! সুস্থ তো না কি ব্যাস্ত??
হার-জিৎ দুটোই জীবনের সাথে জড়িত।। মেনেও নিয়েছি অনেক আগেই।।

১৪| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১২:২২

কান্ডারি অথর্ব বলেছেন:




মন ছুঁয়ে গেছে।

০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১:৩৪

সচেতনহ্যাপী বলেছেন: ধন্যবাদ।। অনেকদিন পর দেখা দিলেন।। ভাল আছেন তো??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.