নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একটা নির্দিষ্ট গন্ডীর মাঝেইথাকতে চাই।।

সচেতনহ্যাপী

সচেতনহ্যাপী › বিস্তারিত পোস্টঃ

আমার বিক্ষিপ্ত ভাবনা।।( একান্তই ব্যক্তিগত)।।

১৪ ই এপ্রিল, ২০১৬ ভোর ৪:০০

হৃদয়ে আজ অনেক কথাই বলার আছে।। পারছি না তোমার পরিচয় ফাস হয়ে যাবে বলে।। তোমার পরবর্তীতে পেয়েছি সন্তান বা স্ত্রীর।। এবার পেলাম না কারোরই।। একদম কারো না।।
স্মৃতি নিজ অজান্তেই ফিরে যাচ্ছে তোমার কাছে।। একটা কার্ডে ছোট্ট ক/টি কথা, আর ছেড়াপাতায় তাড়াহুড়া করে লেখা সেই ছোট্ট পত্রই আজ আমার কাছে অনেক।।
২৮ বছরেরপুরাতন গিন্নী আর বিবিএর শেষ সেমিষ্টারের কন্যার মনেই নেই, শুভেচ্ছা জানানোর।। অথচ ওরা বুঝতে পারে না, জীবনের অর্ধেকেরও বেশী একা কাটানো মানুষটির কাছে সামান্য কথাই মনিহারের মত।।
৬০য়ের উপরে পরিজনদের কাছ থেকে নববর্ষের শুভেচ্ছা না পাওয়াকে কি বলবো?? দূর্ভাগ্য না সৌভাগ্য??
আমি এটাকে পজিটিভ অর্থেই নিয়েছি।।
টান থাকলে দাও, না হলে ভুলে যাও।।
কিন্তু বছরান্তে দেশে গেলে, সবার দরদ আর ভালবাসা উথলে উঠে।। কেজি কেন মন দরেও তা ওজন করা যায় না।।
কারনে অকারনে শিখন্ডী হিসাবে আমার উপস্থিতিই সবার কাম্য।।
আমিও অভিনয় করে যাই।। তবে অনেক পিছিয়ে, স্থানীয়দের মাঝে।। কারন আমি বিশ্বাস করি একপথে আর ওরা তিলে তিলে।। অর্থ-বৃত্তের মাপকাঠিতে।। তবুও আমার গৌরব হাত পাততে হয় না কারো কাছে।। গিন্নী আর কন্যার গৌরব আর অহংকার এখানেই।। যা সব যন্ত্রনার মূল।।
লিখলে অনেক কিছুই লিখতে পারি, কিন্তু তা যে পারিবারক দূর্বলতাই প্রকাশ পাবে।। তাই.......।।

মন্তব্য ১০ টি রেটিং +৪/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০১৬ ভোর ৪:৩৬

গেম চেঞ্জার বলেছেন: :( :(

১৪ ই এপ্রিল, ২০১৬ ভোর ৪:৪১

সচেতনহ্যাপী বলেছেন: আসলেই।।

২| ১৪ ই এপ্রিল, ২০১৬ ভোর ৫:৩৮

চাঁদগাজী বলেছেন:




বেশী কাছের মানুষ অনেক সময় কিছু বলে না, মনের মাঝে আছে।

১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:২০

সচেতনহ্যাপী বলেছেন: আজকাল এটাও হচ্ছে অর্থ-বৃত্তের মাপকাঠিতে।।

৩| ১৪ ই এপ্রিল, ২০১৬ সকাল ৭:২৮

শামছুল ইসলাম বলেছেন: ২ নং মন্তব্যে চাঁদগাজী ভাইয়ের কথাটা পছন্দ হয়েছে !!!!

সবার প্রকাশ ভঙ্গি এক রকম না।
এই যেমন আমি, মনের মধ্যে ভাল লাগাটা থাকে - বেশীর ভাগ সময়ই বলা হয় না।

ভাল থাকুন। সবসময়।

১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:২৮

সচেতনহ্যাপী বলেছেন: জানি আমিও সেটা।। ২৪/২৫ বছরেও যেখানে একবার মুখফুটে বলা হয় নি " তোমাকে ভালবাসি" তবু বুঝতে অসুবিধে হয় নি, ভালবাসার পরিমান।।
একটু দ্বিমত প্রকাশ করছি।। গাজীভাইয়ের প্রতিউত্তরেই তা আছে।। ব্যাতিক্রম কন্যা ব্যাস্ত তার নিজস্ব দুনিয়া নিয়ে আর গিন্নী..অসুস্থতা র সাংসারিক ব্যাপার নিয়ে।। তাহলে কি আর বাকীদের ব্যাপারে অভিযোগ করা যায় বা উচিৎ?? কিন্তু এটা আমার পাওনা।।
শুভেচ্ছা আপনাকেও।। আর ভাল কথা, গল্পের ফলাফল কি??

৪| ১৪ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩৪

সুমন কর বলেছেন: জীবনের অর্ধেকেরও বেশী একা কাটানো মানুষটির কাছে সামান্য কথাই মনিহারের মত। -- শুভ বাংলা নববর্ষ।

১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৩০

সচেতনহ্যাপী বলেছেন: সুমন'দা মূল ভাবটিই এখানে।। অনেকদিন পর কথা।।

৫| ০৭ ই মে, ২০১৬ রাত ১১:১৯

খায়রুল আহসান বলেছেন: কিন্তু এটা আমার পাওনা -- অস্বীকার করার উপায় নেই, মোটেও।
আপনার মনের বিক্ষিপ্ত ভাবনাগুলোর কথা বুঝতে পারছি। সমবেদনা জানাচ্ছি।
যেখানেই থাকুন, ভালো থাকুন। একা একা থাকলেও ভালো থাকুন।

০৮ ই মে, ২০১৬ রাত ১২:৪৬

সচেতনহ্যাপী বলেছেন: সমবেদনার জন্য ধন্যবাদ।। সেই থেকেই চেষ্টা করে আজো টিকে আছি।। তবু মাঝে মাঝেই.......।। ধন্যবাদ ।। আপনিও ভাল এবং সুস্থ থাকুন, এই কামনায়।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.