নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একটা নির্দিষ্ট গন্ডীর মাঝেইথাকতে চাই।।

সচেতনহ্যাপী

সচেতনহ্যাপী › বিস্তারিত পোস্টঃ

অনেক কিছুই বলতে যেয়েও পারি না।।

১৩ ই মে, ২০১৬ ভোর ৫:৩৯

আসলে কিছুই না।। স্বভাবতঃই বাস্তবতা তুলে আনা ??যায় না।। কারন আইন।। আমি আইনের বিরুদ্ধে নই।। কিন্তু আবার সব কিছু সহজে মেনে নেওয়ার বান্দাও নই।। আমার কছে তা হতে হবে যুক্তিসংগত।। কারন দেশটা আমারও।। এটা কারো স্বামী বা বাপের সম্পত্তি নয়।। এটা আমার আপনার সবার।। এর দেখ-ভালও করতে হবে আমাকে সাথে আপনাকেও।। আজ যারা সুখে আেন থাকুন, সেখানেই।। আমার কোন প্রশ্ন নেই।। কারন দেশের নাগরিক আপনারাও।। কিন্তু তবু প্রশ্ন থেকে যায়।। সঠিক উত্তর দিতে পারবেন আপনারাই!!
জানি দলান্ধ ছাড়া বাকি সবাই ভাববেন।। আমিও তাই ভাবছি।।
ক্ষমতাশীন দল কি দিচ্ছে বা এই সময়ে আমরা কি পাচ্ছি?? আসলে বিভেদ আর বিভাজন ছাড়া কিছুই নয়।। এতে আমাদের ভবিষ্যত?? আসলেও সেই প্রাচিন যুগে।। ভাবছি আর অবাক হচ্ছি, দেশে এতো বুদ্ধজীবি আর সুশিল সমাজ থাকতেও??
আমার ভাবনা সাধারনত ভাচিতেই চলে।। কারন উজানে বাইতে সহজ হয়।। আমি সেই দলে নই, আমার পাঠকরা তা অবশ্যই জানেন।।
শ্রদ্ধা কাকে করবো?? বিরোধী না সরকারী দলকে?? রাজনৈতিক বা বন্ধুত্বের দূষ্টিকোনে প্রধান দুই দলকে।। কিন্তু পারছি কি তা??
আমার দৃষ্টিও বয়সের কারনে দুরে যায় না।। তাহলে?? আমার সাথে দেশবাসী কি হাল ছেড়ে দেবে??
না হয় দিলামও।। মেনে নিলামও প্রচলিত আইন, তাপরও কি আমরা মুক্ত হবো, না শাঁখের করাতের মত যেতেও কাটবো, আসতেও কাটবো??
ভাবছি দেশটা আসলে কাদের ?? আমাদের না নেতাদের?? আমাদের হলেতো আমাদের ইচ্ছেমতই চলতো কিন্তু ব্যতিক্রম দেখতে পাচ্ছি।। অর্থাৎ নেতাদের (যারা কিন্তু আমাদের হাতে প্রস্তুত তাদের ইশারায়।। আমরা আসলে ভুত।। যে শুধু ভোটের সময়ে ভোট দিয়েই যায়।। পরে থাকে না আর কোন ভূমিকা!!

মন্তব্য ৪২ টি রেটিং +১/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ১৩ ই মে, ২০১৬ ভোর ৬:২০

চাঁদগাজী বলেছেন:


হতাশ হয়ে যাচ্ছেন?

১৪ ই মে, ২০১৬ রাত ২:৩৫

সচেতনহ্যাপী বলেছেন: আসলেই তাই ভাই।। দিন দিন যা হচ্ছে।।

২| ১৩ ই মে, ২০১৬ সকাল ৭:১৩

গেম চেঞ্জার বলেছেন: আপনি কোন পথে যাবেন?? এদেশে কোন মতের অধিকারীগণ নিজেদের অটল রাখতে পেরেছেন?? বামের মাথাগুলো কি নির্লজ্জভাবে হিপোক্রেসি করছে তা তো দেখতেই পাচ্ছেন? ইসলামের আদর্শের ধ্বজ্জাধারীদের কথা তো বলাই বাহুল্য। জাতীয়তাবাদের দোহাই যারা তুলে দেশে নবজাগরণ সৃষ্টি করেছিলেন তাদের অবস্থা তো বলতে গেলে সবচেয়ে খারাপ। মনে হচ্ছে কোন গৃহবধুকে ধর্ষণ করে ফেলে রাখা হয়েছে এমন আর কি।
মুক্তিযুদ্ধের স্বপক্ষের দাবিদার দলটির আমলনামা তো আমাদের চোখের সামনেই। তদুপরি একটা আস্থার জায়গা আছে, সেটা হলো স্বয়ং বংগবন্ধুর কন্যার নেতৃত্বে পরিচালিত হচ্ছে। কিন্তু কোলাবরেটরদের কারণে খাই খাই অবস্থা!! যেখানেই বাধা সেখানেই অত্যাচার, গুলি, খুন, গুম!!!
সবমিলিয়ে সময়টা ভাল যাচ্ছে না। তবে সময়ের প্রয়োজনেই ক্ষমতার হাত বদলে যায়। সামনে আশা করছি সৎ, নীতিবান, মুক্তমনা কোনও সময়ে আমরা প্রবেশ করতে পারব।

১৪ ই মে, ২০১৬ রাত ২:৪০

সচেতনহ্যাপী বলেছেন: বিশ্লেশনে একমত।। লেখার মূল উদ্দশ্যও তাই।। কিন্তু পথতো সোজা চলছে না।।আর আমরাও পারছি না এই গোলকধাধা থেকে বেড়োতে।। কবে পারবো তাও বুঝছি না।। আলামতই নেই।।

৩| ১৩ ই মে, ২০১৬ সকাল ১১:১৬

রূপক বিধৌত সাধু বলেছেন: সবাই হাল ছেড়ে দিয়েছে । দেশটা এখন লুটেরা, দুর্বৃত্তদেরই । সুশীল সমাজ আর কী বলবে? তাদের কথার তো কোন মূল্যায়ন নেই ।

১৪ ই মে, ২০১৬ রাত ২:৪৩

সচেতনহ্যাপী বলেছেন: তাই তো দেখছি।। সুশীলদের চেয়ে ব্লগাররাই প্রতিবাদী।। গল্পে কবিতায়।।

৪| ১৩ ই মে, ২০১৬ দুপুর ১২:৩১

চিক্কুর বলেছেন: না বললে শয়তানরা আরো লাই পেয়ে যাচ্ছে।

১৪ ই মে, ২০১৬ রাত ২:৪৫

সচেতনহ্যাপী বলেছেন: প্রতিবাদের ফলাফল তো দেখছেনই।।

৫| ২৯ শে মে, ২০১৬ রাত ৮:৫০

কালনী নদী বলেছেন: হতাশ না হয়ে বলে ফেলেন, একটু একটু করে বাকিটা সময় ঠিক করে দেবে।
আশা করি আপনি ভালো আছেন।

৩০ শে মে, ২০১৬ রাত ১২:৪৭

সচেতনহ্যাপী বলেছেন: হ্যাঁ ভাই ভালই আছি।। আপনি কেমন?? অনেকদিন পর এসে সব পুষিয়ে দিলেন।।
কেউ যদি এই হতাশ আর আশাবাদ নিয়ে জরীপ চালাতো।। ফলাফলটা কি ম্যাট্রিক পরীক্ষার ফলপ্রত্যাশার মত রোমাঞ্চকর হতো না??

৬| ৩০ শে মে, ২০১৬ রাত ৯:৫৭

কালনী নদী বলেছেন: মেট্রিকে আমি বি পেয়েছি, ইন্টারমিডিয়েটে অবনতি- সেটাতে - সি!

৩১ শে মে, ২০১৬ রাত ১২:২৪

সচেতনহ্যাপী বলেছেন: বুঝুন তাহলে, আমরা অবনতির দিকেই যাচ্ছি।। তাই না??
ধন্যবাদ আবার ফিরে এসে মন্তব্য করার জন্য।।

৭| ১৭ ই জুন, ২০১৬ সকাল ৯:০১

সোজোন বাদিয়া বলেছেন: "ভাবছি দেশটা আসলে কাদের ?? আমাদের না নেতাদের?? " - মালিক আমরা, কিন্তু দখলে নেতারা। জটিল হয়ে গেল নাকি উত্তরাট? :)

১৮ ই জুন, ২০১৬ রাত ৩:৫৩

সচেতনহ্যাপী বলেছেন: কোন জটিল ব্যাপারই না।। কুকুর খুশী হাড্ডিতে।। আর আমরা উচ্ছিষ্ট হালুয়া-রুটিতে।। প্রমান পাচ্ছেন না??

৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৫২

পলাশমিঞা বলেছেন: বুদ্ধজীবি আর সুশিল এরাই আসল সমস্যা।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:০৫

সচেতনহ্যাপী বলেছেন: আর আপনিও খুজে পেতে এটাই বেছে নিলেন!!
পেয়েছেন আপনার পোষ্টের উত্তর??

৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:০৯

পলাশমিঞা বলেছেন: হাহাহাহাহা, এই জন্য প্রতিদিন নতুন কিছু পোস্ট করতে হয়।
আমার পোস্টে প্রশ্ন করেছেন নাকি?

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:২৫

সচেতনহ্যাপী বলেছেন: নাহ!! একদম না।।

১০| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:০৮

মুশি-১৯৯৪ বলেছেন:

আমাদের রাজনৈতিক নেতারা সবাই সাদাদিলের মানুষ, তাহাদের ভাষ্যমতে তাহাদের লক্ষ্য বৃহত্তর মানুষের জন্য অসীম স্বাধীনতা আর অপরিমীম ন্যয় প্রতিষ্ঠা করা।
সেই বৃহত্তর লক্ষ্য অর্জন করিতে আনুষাঙ্গিক ক্ষয়ক্ষতি হিসেবে আমাদের মত কিছু নিরপরাধ লোকের প্রান যাইতেই পারে, এইটুকু সহ্য করিতেই হইবে.....

২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:১৭

সচেতনহ্যাপী বলেছেন: ঠিক, একদম ঠিক।। দেশশ্রেম থেকে সবই আজ সার্টিফিকেটের প্রয়োজন।।
ভাল আছেন তো ভাইটি??

১১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:৩৭

মুশি-১৯৯৪ বলেছেন:

কিভাবে ভাল থাকব বড়ভাই, বাঙালী জাতির কপালে মনে হয় আরও বড় দু:খ অপেক্ষা করিতেছে, শহীদ মিনারে ফুল দিতে গিয়া মানুষ মারামারি করিতেছে, তাই এই অশুদ্ধ জাতিকে শুদ্ধ করিবার ইজারা লইয়াছে যুক্তরাষ্ট্র ।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৩৬

সচেতনহ্যাপী বলেছেন: আরেকটু আগ বাড়িয়ে কি বলা যায় না, আমরাই নিজেদের বর্গা দেওয়ার জন্য ব্যগ্র।।

১২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪৩

মুশি-১৯৯৪ বলেছেন:
ঠিকই বলেছেন বড়ভাই, সাম্রাজ্যবাদী শক্তি জানে যে আমাদের মত কিছু গুরুত্বহীন লোক এসব বিষয় নিয়ে চিৎকার করে এক সময় ক্লান্ত হয়ে যাবে ।

কয়েকদিন ধরে মনটা খুব খারাপ, কারন আমার সততার উপদেশে করো ক্ষতি হতে পারে ভেবেই খারাপ লাগছে । আমার পাড়ায় কিছু ছোট ছেলে-মেয়ে আমাকে বড়ভাই হিসেবে শ্রদ্ধা করে, এবারের এইচ এস সি পরীক্ষার প্রশ্ন ফাঁস হবার পরও তারা সে প্রশ্ন দেখেনি, সৎ থেকেছে, কিন্তু তারা হয়তো পরীক্ষায় কিছু নাম্বার কম পাবে।

কিন্তু আমি ভাবছি ,পরীক্ষায় ভাল ফলাফল করা তো খুবই জরুরী, হয়তো আমার সততার উপদেশের কারনে, তারা নিজ হাতে তাদের ভবিষ্যৎ কিছুটা অনিশ্চিত করে ফেলেছে, তাই ঠিক করেছি আজ থেকে আর কোনদিন কাউকে সততার উপদেশ দেবনা ।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:০৯

সচেতনহ্যাপী বলেছেন: সৎ বুদ্ধির উদয় হয়েছে।। যে যেভাবে পারে, ঘাড়ে-মাথায় পা দিয়ে উঠে যাক।। ভাল তো থাকতে পারবে অন্ততঃ।। তাই থাকুক।। কেন আমি/আপনি, কাবাবে " হাড্ডি" হতে যাবো??
আর "হলেই কিন্তু কেউ কাবাবটাকে" ফেলে দেবে না।। বাস্তবতা এটাই।।

১৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:২৯

মুশি-১৯৯৪ বলেছেন:
ঠিকই বলেছেন বড়ভাই, তবে ঐ যে, সত্যের প্রতি দায়টা হঠাৎই যেন আমার পথ আগলে দাড়ায় ।
হায়!!!!, বুদ্ধিহীন মানব হৃদয়, ভ্রান্তি কিছুতেই ঘোচে না, যুক্তিশাস্ত্রের বিধান বহু বিলম্বে মাথায় প্রবেশ করে।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৩৫

সচেতনহ্যাপী বলেছেন: স্যরি, আপনার বুঝতে ভুল হয়েছে।। আমি সেটা আপনার পাড়ার ছেলেদের উদ্দেশ্যে বলেছি।।
আর মানব জীবন ভ্রান্তিহীনতাই নিয়ে গড়া।। তা না হলে এত কিছু অন্যায় দেখেও কি আমরা..।

১৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:০১

মুশি-১৯৯৪ বলেছেন:

না বড়ভাই বুঝতে ভুল করিনি, আপনি বলেছেন , যে যেভাবে পারে, ঘাড়ে-মাথায় পা দিয়ে উঠে যাক। এতে আমার কোন বিরোধ নেই, বলেছি পাড়ার ছেলে-মেয়েদের মাঝে মাঝে উপদেশ না দিয়ে থাকতে পারি না, সব সময় ভাবি উপদেশ দেব না, কারন ওরা আবার আমার উপদেশ শুনে।

এই যেমন আমি দেখছি একুশে ফেব্রুয়ারী হয়ে গেছে একটি উৎসব, কিন্তু এটি হবার কথা ছিল প্রতিবাদ ও শোকের দিন, এসব কথা প্রকাশ্যে বলতে ইচ্ছে করে ।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:০৮

সচেতনহ্যাপী বলেছেন: আবারও স্যরি ভাই।। বোাঝাতে পারি নি বলে।। শুধু তর্কের খাতিরে তর্ক আমার পছন্দ না।। আপনি েটা মীন করেছেন, তাহলে আমি বলতাম না, কেন আমি/আপনি, কাবাবে " হাড্ডি" হতে যাবো?? বুঝেছেন এটা!!

১৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:০৬

ঈষি বলেছেন: অনেক কছুই বলতে যেয়েও পারি না।।

কিছুই হবে। পোস্টে দুঃখবোধের/হতাশার প্রাবল্য দেখলাম।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:১৩

সচেতনহ্যাপী বলেছেন: অনেক দেখেছি সেই '৭১ থেকে।। একসময়, নিজেও পরিস্থিতির বলী।। সেখানে দুঃখবোধ না থাকার কারন কি আছে?? কি ছিল স্বাধীনতার মূলমন্ত্র??
ধন্যবাদ এবং স্বাগতম আমার বাড়িতে।।

১৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:২৪

ঈষি বলেছেন: শিরোনামের কছুই = কিছুই হবে।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:২৬

সচেতনহ্যাপী বলেছেন: তা অবশ্য ঠিক।। বাস্তবতায়....

১৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:৩৩

মুশি-১৯৯৪ বলেছেন:

আপনি কি মুক্তিযোদ্ধা বড়ভাই, ব্লগে চাদগাজী ভাইকে জানি মুক্তিযোদ্ধা হিসেবে, আমার বাবাকে প্রশ্ন করেছিলাম দেশে এত মুক্তিযোদ্ধা থাকার পরে সামরিক বাহিনী কি করে ১৯৭৫-১৯৯০ সাল পর্যন্ত এ দেশে ক্ষমতায় ছিল।
বাবা বলেছিলেন পাহার থেকে বরফ গলা নদীর স্রোত যখন নামে,তখন বেগ থাকে খুব প্রবল, কিন্তু সমতলে নেমে সে বেগ হারায়, হয়ে যায় শান্ত, মুক্তিযোদ্ধাদের অবস্থা সমতলের নদীর মত , এমনই শান্ত যে বিরাট বিপর্যয় ঘটে গেলেও কিছু যায় আসবে না ।
সত্যিই কি তাই.....

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:৪২

সচেতনহ্যাপী বলেছেন: উনি বাস্তব এবং চিরন্তন সত্যিকথা বলেছেন।।
না ভাই, আমি মুক্তিযোদ্ধা বলে গর্ব করতে পারি না।।
আর এত এত মুক্তিযোদ্ধাকে আমি চিনি, যারা দুর্নীতির শীর্ষে।। দয়া করে নাম জানতে চাইবেন না।।

১৮| ২৪ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৪০

খায়রুল আহসান বলেছেন: আমাদের হলেতো আমাদের ইচ্ছেমতই চলতো - আমাদের ইচ্ছেমত চলবে কী করে? আমরা তো প্রতি ৫ বছর পর পর স্বেচ্ছায় স্বৈর শাসক নির্বাচন করে আসি আমাদের উপর আইনানুগভাবে স্বেচ্ছাচার চালানোর জন্য।

২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:০৪

সচেতনহ্যাপী বলেছেন: নববর্ষের শুভেচ্ছা রইলো।।
ভিন্নতর কিছুই দেখতে পাচ্ছি না।। লংকায় যে যায়, সেই রাবন..।। আর আমরা ছিটে-ফোটা যা পাই, তাই নিয়েই খুশী।।

১৯| ২৪ শে জুলাই, ২০১৮ রাত ২:৩৮

কাওসার চৌধুরী বলেছেন: লেখায় ভাল লাগা।

২৪ শে জুলাই, ২০১৮ রাত ২:৪২

সচেতনহ্যাপী বলেছেন: অনেক ধন্যবাদ কাওসর ভাই।।

২০| ২৪ শে জুলাই, ২০১৮ রাত ২:৫১

কাওসার চৌধুরী বলেছেন: আপনার সাথে পরিচিত হতে পেরে ভাল লাগলো; নিয়মিত ব্লগে আসলে, পোস্ট করলে আপনার লেখাগুলো পড়তে পারবো। শুভ কামনা আপনার জন্য সব সময় ।

২৭ শে জুলাই, ২০১৮ রাত ৩:৩৩

সচেতনহ্যাপী বলেছেন: শুভ কামনা রইলো।। প্রকৃতির নিয়ম তো জানেনই, নূতনদের জন্য জায়গা ছেড়ে দিতে হয়।।
অনেক ধন্যবাদ এবং শুভেচছা নেবেন।। তবে অনুরধ রাখা বোধহয় সম্ভব হবে না।। দুঃখিত।।

২১| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ৩:৪১

কাওসার চৌধুরী বলেছেন: তবে অনুরধ রাখা বোধহয় সম্ভব হবে না।। দুঃখিত।। মেনে নিতে পারলাম না, লেখুন মাঝে মাঝে, প্লীজ।।

২৭ শে জুলাই, ২০১৮ রাত ৩:৪৬

সচেতনহ্যাপী বলেছেন: ধন্যবাদ ভাইটি।। আমি আসলে লেখক/বোদ্ধা না।। এখানে আসি মন ভাল করার জন্য।।
অনুরোধ রাখতে চেষ্টা করবো।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.