নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখবো কি তাই নিয়েই ভাবছি।। মন্ত্রীদের কথা, অর্থমন্ত্রীর আশ্বাস, যে হ্যাকারদের বিচারের আওতায় আনা হবে।। না খুনি আসামী বিশেষ করে সরকার ঘোষিত পুরষ্কিত তথা শীর্ষ আসামীদের মুক্তি?? আমার মত খুচরো লোক ভাবেই পারে, চুক্তির কথা।। কিন্তু তাদের হাতে খুন হওয়া আত্মীয়রা?? শান্তনা কোথায় পাবে?? শুধু আজ নয়, স্বাধীনতার পরবর্তি সময় থেকেই এটা দেখে আসছি।। বিভিন্ন সময়ে বিভিন্নদের ফাসী হয় বাকীরা বহাল তবিয়তে মেডিকেলের তত্বাবধানে থাকে।। তাহলে কি সবই জায়েজ!! সময় বিশেষে।।
দেখছি আর ভাবছি, কোথায় যাবার কথা কিন্তু যাচ্ছি কোথায়?? জামার বুতাম পিঠের দিকে লাগালে যেমন হয়, তেমনই কি??
তাহলে দোষ তো কারোরই না।। সবাইতো তো বাতাসের সাথে পাল উড়িয়ে চলছে।। বিপদ শুধু তাদের, যারা বুদ্ধুর মত তাল মিলাতে পারছে না।।
যেদেশে বিরোধীদল প্রতিবাদও করতে জানে না, পঙ্গুর মত শুধু সাংবাদিক সম্মেলন ( যা বিড়ালের মিঊ মিউর বেশী নয়) সেখানে এর চেয়ে বেশী কিছু আশা করা বৃথা।। আর দেশতো ভালই চলছে, শুধু.....।। সুতরাং সব শান্ত।। জনগনও।।
২৪ শে জুন, ২০১৬ ভোর ৪:৪৯
সচেতনহ্যাপী বলেছেন: টাইপড্।। গন্ডির বাইরে যেতে পারি না যে, কারন রক্তে মিশে আছে।। ধন্যবাদ এত রাত জেগে মন্তব্যের জন্য।।
২| ২৪ শে জুন, ২০১৬ ভোর ৪:৫১
কালনী নদী বলেছেন: তাহলেত আমাকেও বলতে হবে ধন্যবাদ, এত রাত জেগে প্রতিউত্তর করার জন্য।
আর কি খবর ভাই? ভালো আছেন?
২৪ শে জুন, ২০১৬ ভোর ৫:১৪
সচেতনহ্যাপী বলেছেন: আমি নেটে থাকলে সাধারনতঃ চেষ্টা করি প্রতিউত্তর দেবার।। হ্যাঁ ভাই ভাল।। তবে সত্যি বলতে লেখার আগ্রহ হারিয়ে ফেলছি, বিভিন্ন কারনে।।
৩| ২৪ শে জুন, ২০১৬ ভোর ৫:০১
কালনী নদী বলেছেন: হুমম, সেটা কাটাতে কি করা যায় মহাশয়?
২৪ শে জুন, ২০১৬ ভোর ৫:০৬
সচেতনহ্যাপী বলেছেন: কোন উপায় আমার জানা নেই।। নিজ মতের স্বপক্ষেই থাকুন।।
৪| ২৪ শে জুন, ২০১৬ ভোর ৫:০৮
কালনী নদী বলেছেন: হয়তো কিছুদিন পর আবার দেখবেন লেখারা সব ফিরে আসছে।
২৪ শে জুন, ২০১৬ ভোর ৫:১৫
সচেতনহ্যাপী বলেছেন: আসতেই হবে।। ভিন্ন পথ নেই বলে।।
৫| ২৪ শে জুন, ২০১৬ ভোর ৫:১৪
দ্যা বান্দর বলেছেন: খুবই খারাপ সময়
২৪ শে জুন, ২০১৬ ভোর ৫:১৮
সচেতনহ্যাপী বলেছেন: কে ভাবে টা নিয়ে??? কারো কাছে ভাল, কারো কাছে খারাপ।। নির্ভর করে দৃষ্টভঙ্গির উপর।।
৬| ২৪ শে জুন, ২০১৬ ভোর ৫:৫৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: বিপদ শুধু তাদের, যারা বুদ্ধুর মত তাল মিলাতে পারছে না
ডানে গেলে জঙ্গি
বামে গেলে নাস্তিক;
দন্দ্ব বাজিয়ে তারা
হাসে সুখে খিক খিক।
২৫ শে জুন, ২০১৬ রাত ২:৫২
সচেতনহ্যাপী বলেছেন: সেটা আপনার চেয়ে ভাল আর কে বুঝবে, বলুন?? আপনর ডানে-বায়ে তাকিয়ে দেখলেই এর প্রমান পেয়ে যাবেন।।
৭| ২৪ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫০
সুমন কর বলেছেন: দেখছি আর ভাবছি !!
২৫ শে জুন, ২০১৬ রাত ২:৫৪
সচেতনহ্যাপী বলেছেন: সুমন'দা আমিও আপনারই মত।। চলুন বাতাসেই পাল উড়িয়ে দেই।।
৮| ২৫ শে জুন, ২০১৬ ভোর ৬:৪১
চাঁদগাজী বলেছেন:
বিরোধীদল বলতে যদি বিএনপি'কে বোঝান, বিএনপি রাজনীতি করার অবস্হানে নেই; ঐ দলে আমি রাজনীতিবিদ দেখছি না।
২৬ শে জুন, ২০১৬ রাত ১:২৫
সচেতনহ্যাপী বলেছেন: বর্তমান বাস্তবতায় আমিও আপনার অবস্থানে।। কিন্তু আর সবাই!!
৯| ২৯ শে জুন, ২০১৬ ভোর ৬:৩৮
চাঁদগাজী বলেছেন:
বিএনপি'র ভোট ব্যাংক আছে, দল নেই।
৩০ শে জুন, ২০১৬ রাত ২:৫৪
সচেতনহ্যাপী বলেছেন: প্রধান দলগুলোর বাস্তবতা এটাই।।
১০| ০১ লা জুলাই, ২০১৬ দুপুর ২:২৪
জুন বলেছেন: দেশতো ভালই চলছে, শুধু.....।। সুতরাং সব শান্ত।। জনগনও।।
++++++++++++
০৫ ই জুলাই, ২০১৬ ভোর ৪:১৬
সচেতনহ্যাপী বলেছেন: কোন অর্থে।। আসলেই আমরা শান্তিপ্রিয় জাতি।। সব কিছুতেই শান্তনা খুজে পাই।।
১১| ০৭ ই জুলাই, ২০১৬ রাত ২:২০
অপু দ্যা গ্রেট বলেছেন:
ঘুরে ফিরে সেই বটের তলায়....
০৭ ই জুলাই, ২০১৬ রাত ৩:৩৪
সচেতনহ্যাপী বলেছেন: আর ছায়া দেওয়ার কাউকে দেখাতে পারবেন কি??
১২| ০৭ ই জুলাই, ২০১৬ ভোর ৬:০৬
১৫ ই জুলাই, ২০১৬ ভোর ৫:১০
সচেতনহ্যাপী বলেছেন: স্যরি কালনীভাই দেরীতে প্রতিমন্তব্য দেয়ার জন্য।। একটু ব্যস্ত থাকায় এদিকে আসা হয় নি।। ঈদ মোবারক আপনাকেও।।
১৩| ১৪ ই জুলাই, ২০১৬ সকাল ১০:১৭
কল্লোল পথিক বলেছেন:
আর দেশতো ভালই চলছে, শুধু..... সুতরাং সব শান্ত।। জনগনও!!!!!
১৫ ই জুলাই, ২০১৬ ভোর ৫:১১
সচেতনহ্যাপী বলেছেন: বিমতে গেলেই দেখবেন, কতধানে কত চাল।।
১৪| ১৫ ই জুলাই, ২০১৬ সকাল ৭:২৬
চাঁদগাজী বলেছেন:
ব্লগ থেকে ছুটি নিয়েছেন?
১৬ ই জুলাই, ২০১৬ ভোর ৫:৪৯
সচেতনহ্যাপী বলেছেন: কি করবো ভাই, আপনার নিজের অবস্থা দেখে বুঝছেন না পরিবেশ কত পাল্টে গেছে।। সমালোচনা হবেই।। কিন্তু তা হোক যুক্তি আর প্রমানের উপর।। আপনার এবং জেনরসির আলোচনাই তো আমার কথার প্রমান।। গালাগালি আর মর্জিমত ট্যাগ।। আপনার ধৈর্য্য আছে, বয়সটা আমারও ভাটির টানে।। তবুও আপনার চেয়ে ধৈর্য কমই আছে।। আসি চুপচাপ দেখে মনমত হলে মন্তব্য করি তা না পত্রপাঠ বিদায়।।
দেশে কয়দিন থাকবেন।। শুভেচ্ছা রইলো।।
১৫| ১৭ ই জুলাই, ২০১৬ সকাল ৭:৫৩
চাঁদগাজী বলেছেন:
আমি দেশ থেকে চলে এসেছি। ব্লগ আরো কয়েক বছর এভাবে চলতে থাকবে মনে হয়; এর মধ্যে দিয়েই আমাদেরকে চলতে হবে।
১৯ শে জুলাই, ২০১৬ রাত ১২:৫০
সচেতনহ্যাপী বলেছেন: যাই হোক ভাল থাকুন।। তবে আমি কেন যেন মন বসাতে পারছি না।। বরাবরই ঢিলের জবাব পাটকেল দিয়ে দিয়েছি বলে হয়তো।।
১৬| ১৯ শে জুলাই, ২০১৬ রাত ১:১৮
আবুল হায়াত রকি বলেছেন: কি খবর আপনার? অনেকদিন নতুন লেখা নেই। আবার চুপটি মেরে ঘুড়ে গেলেন আমার ব্লগ বাড়ি থকে।
আচ্ছা অন্যায় যে করে আর অন্যায় যে সহে দুজনই সমান অপরাধি, তাহলে যে প্রশয় দেন উনি মারাত্মক অপরাধি।
আপনার সচেতন মস্তিষ্ক কি বলে? ভাই।
২০ শে জুলাই, ২০১৬ রাত ১২:৪৭
সচেতনহ্যাপী বলেছেন: আসলে বর্তমান পরিস্থিতিতে, ইচ্ছেই করে না লিখতে।। আর প্রশ্নটিতে সহমত।। কিন্তু বাতাসের প্রতিকুলে চলা কিন্তু খুব কষ্টের কাজ।।
ধন্যবাদ।।
১৭| ১৯ শে জুলাই, ২০১৬ রাত ৯:২১
প্রামানিক বলেছেন: চিন্তার বিষয়
২০ শে জুলাই, ২০১৬ রাত ১২:৫৩
সচেতনহ্যাপী বলেছেন: এখন কেমন আছেন।। ভাববেন না একদমই।। আমিও কিন্তু ওপেন হার্ট সার্জারীর মানুষ।। আমাকে বিছানা থেকে তোলার লোকও ছিল না।।
মনোবল আছে বলেই তো ফিরে এসেই আবার ছড়া দিয়ে মাতিয়ে দিচ্ছেন।। ধন্যবাদ এবং ভাল ও সুস্থ থাকুন।।
১৮| ২০ শে জুলাই, ২০১৬ রাত ১২:০১
আমি তুমি আমরা বলেছেন:
২০ শে জুলাই, ২০১৬ রাত ১২:৫৪
সচেতনহ্যাপী বলেছেন: কেন ভাই, কোথাও ভুল করেছি কি??
১৯| ২১ শে জুলাই, ২০১৬ রাত ২:২৭
মহা সমন্বয় বলেছেন: সুতরাং সব শান্ত।। জনগনও শান্ত।।
২২ শে জুলাই, ২০১৬ রাত ২:৩৬
সচেতনহ্যাপী বলেছেন: বাস্তবে কি দেখছেন??
২০| ২২ শে জুলাই, ২০১৬ ভোর ৫:১৯
চাঁদগাজী বলেছেন:
আপনি নিজের চোখে আরবদের দেখছেন, তাদের সাথে কাজ করছেন; তাদের নিয়ে লিখুন।
২৬ শে জুলাই, ২০১৬ রাত ১২:৫৭
সচেতনহ্যাপী বলেছেন: সম্ভাবনা কম।। সাধারন গল্পই শুধু করা যেতে পারে।। এখন থেকে তাই করবো।।
২১| ২৯ শে জুলাই, ২০১৬ ভোর ৪:৫৭
আবুল হায়াত রকি বলেছেন: ভাইজান কি খবর? ফেসবুকেও আমি ব্যান হয়েছিলাম। বর্তমানে অবশ্য মার্ক জুকারবার্গের সংসর্গে আছি। দেখি ফেসবুকে আমাকে ব্যান করে কেমনে।
০৫ ই আগস্ট, ২০১৬ ভোর ৫:৫৬
সচেতনহ্যাপী বলেছেন: ভাল।। আপনিও ভাল তো।। আশ্রয় নিতে চাইলে বটগাছের চেয়ে ভাল আশ্রয় আর পাবেন না।।
না ভাই আমি ব্যান ট্যান হই নি, আজ পর্যন্ত।। শুধু কাজের কারনে নিয়মিত আসা হচ্ছে না।।
ধন্যবাদ আবার ঘুরে যাওয়ার জন্য।।
©somewhere in net ltd.
১| ২৪ শে জুন, ২০১৬ ভোর ৪:৪৩
কালনী নদী বলেছেন: গন্ডী ভেঙ্গে নতুন গন্ডি নাকি একই গন্ডিতে ঘুড়াঘুড়ি?