নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একটা নির্দিষ্ট গন্ডীর মাঝেইথাকতে চাই।।

সচেতনহ্যাপী

সচেতনহ্যাপী › বিস্তারিত পোস্টঃ

আজব দুনিয়ার আজব শখ !!

২৭ শে আগস্ট, ২০১৬ ভোর ৪:৩৭


আমরা সবাই সাধারনতঃ কবুতর দেখে থাকি।। ঘরের ব্যালকনী থেকে মাঠে- প্রান্তরে।। মাঝে মাঝে কিনেও খাই।। কিন্তু সেদিন একটা খবরে চোখ চড়কগাছ!! কবুতরটির দাম মাত্র ২৩,০০০ হাজার দিনার বা ৭৬,৩৩০ আমেরিকান ডলার!! যার স্থানীয় নাম গালাবী বা জালাবী।। এ্যাক্রোবেটিক পারফর্মে বিশেষভাবে পারদর্শী।।
পাখীটির নিলামের ঘটনাটা এখানকার সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।। দেখা যাচ্ছে কিভাবে প্রতিদ্বন্ধিতার ফলে ধীরে ধীরে দাম চড়তে চড়তে এখানে এসে ঠেকেছে।। সাথে বোধহয় চিরাচরিত আর্থিক অহংকারও জড়িত হয়েছে।।
যদিও এই গালাবী কবুতর প্রজাতিটি পৃথিবীর সবচেয়ে মূল্যবান হলেও ( এবং মধ্যপ্রাচ্যের পাখীপ্রেমীদের কছে এর প্রচুর জনপ্রিয়তা থাকা সত্বেও মেডিয়াগুলি সমালোচনায় মুখর হয়ে উঠেছে এর আকাশচুম্বী মূল্য নিয়ে।।
একজন সমালোচক লিখেছেন, যদিও এর ডানাগুলি স্বর্ন দিয়ে বানানো হতো, তবুও এটা একটা পাখীই।। ক্রেতার বুদ্ধিও পাখীর মতই সামান্য।। আরেকজন লিখেছেন, এই টাকাগুলি যদি গরীবদের দেওয়া হতো, তাহলে তারা তার সঠিক ব্যাবহার করে অন্ততঃ নিজেদের জীবন বদলাতে পারতো।। একজন সৌদী সমালোচক লিখেছেন, ক্রেতার ভিতরে একটা নাম কেনার মিথ্যে অহমিকা প্রকাশ পেয়েছে।। এই সার্কাস হয়েছিলো “ বিউটি ক্যামেল” সোজা বাংলায় সুন্দরী উট নিলামের বেলায়ও।। আজ সেটা কবুতরে এসে ঠেকেছে।। আরেক ইউজার লিখেছেন, এমন একটি মহামূল্যবান কবুতরের অবশ্যই কয়েকটি ভাষা জানা উচিৎ !! (সুত্র: মানামা থেকে রয়টার্সের ২৪শে আগষ্ট)।।
সব দেশেই এমনতর লোক পাবেন কম বেশী।। এমন কি আমার মত গরীব দেশেও।। যেখানে আপনজনরা কোনমতে দিন কাটায় সেখানে তাদেরই একটা অংশ ঈদ করতে বিদেশে দৌড়ায়।। যেন দেশে ঈদ করা যায় না ?? বাড়ির বগানে হরিন পালার মত ঔদ্ধত্ব দেখায়।। মনে পড়ে কি সেই বন কর্মকর্তার কথা?? যার ঘরের বেআইনী লুকানো টাকা গুনতে টকা গোনার মেশিন লেগেছিলো!! অথচ তার বিধবা বৃদ্ধ মা টি কুড়েঘরে থেকে কোন রকমে বেচে ছিল!! কি বলবেন এটাকে অর্থের গরীমা, মিথ্যে নাম কেনা অথবা এরমাঝেই লুকিয়ে থাকা অন্যকিছু??

মন্তব্য ২৩৩ টি রেটিং +১৯/-০

মন্তব্য (২৩৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০১৬ ভোর ৬:১৭

চাঁদগাজী বলেছেন:




যারা এ জাতীয় নিলাম করে, তারা জানে যে, ২/১ টা ইডিয়ট পাওয়া যাবে।

২৮ শে আগস্ট, ২০১৬ রাত ১২:২৪

সচেতনহ্যাপী বলেছেন: ঠিক, তবে মানি লন্ডারিংয়ের আরেকরূপ ভাবলেও ভুল হবে কি??।।

২| ২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ৭:২২

বিলুনী বলেছেন: এ্‌ই ইডিয়ট গুলাকে গার্মেন্টসএর স্টক লট হিসাবে বিক্রি করা উচিত। শুনেছি গার্মেন্টসএর স্টক লট নাকি জলের দরে বেচা হয় , বিদেশীরা ঐ গুলিকে নাকি লুসনি বানায়ে ব্যাবহার করে । দেশের এই জাতীয় পয়শাওয়ালা লোক গুলিকে স্টক লট হিসাবে বেচা দরকার ।

২৮ শে আগস্ট, ২০১৬ রাত ১২:২৬

সচেতনহ্যাপী বলেছেন: আসলেও অর্থের অহংকার এদের বেতাল করে দেয়।। প্রথম ভ্রমনে স্বাগতম।।

৩| ২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:৩৮

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: সব দেশেই কিছু আজব প্রানী আছে তাহলে।।।

২৮ শে আগস্ট, ২০১৬ রাত ১২:২৭

সচেতনহ্যাপী বলেছেন: না থাকাটাই তো অস্বাভাবিক, তাই না?? ভাল থকবেন।।

৪| ২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:৫২

সাদা মনের মানুষ বলেছেন: বিচিত্র দুনিয়ার বিচিত্র সব মানুষ, এতে অবাক হওয়ার কিছু নেই। আমরা যেমন ব্লগিং করি, কবিতা-গল্প কিংবা ছবি পোষ্টাই অন্যরা এটাকে পাগলামীই বলে থাকে :)

২৮ শে আগস্ট, ২০১৬ রাত ১২:২৯

সচেতনহ্যাপী বলেছেন: স্যালুট!! তবে আমাদেরটা সীমার মাঝে আর এটা..।অনেককিছুই।। খুব খুশী হলাম দেখে।।

৫| ২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৪৮

সুমন কর বলেছেন: সবই টাকার খেলা। যার অধিক আছে তার কাছে বাকি সবের মূল্য নেই !!

২৮ শে আগস্ট, ২০১৬ রাত ১২:৩২

সচেতনহ্যাপী বলেছেন: প্রথমে বলুন, কেমন আছেন।।
আসলেও তাই।। এখানে যার আছে তো আছেই বাকীদের বিভিন্ন ভাতা এবং সুযোগ সুবিধাসহ বেতনই সম্বল।।

৬| ২৮ শে আগস্ট, ২০১৬ রাত ১২:৪৮

সুমন কর বলেছেন: ভালো থাকার বৃথা চেষ্টা করে যাচ্ছি......হাহাহাহা.....একটু ব্যস্ততা আর উৎকণ্ঠার মধ্যে আছি।
আপনি কেমন আছেন?

২৮ শে আগস্ট, ২০১৬ রাত ১:০০

সচেতনহ্যাপী বলেছেন: আমরা সবাই কি তাই করে যচ্ছি না, সুমন'দা।। আমারও তো চাকুরীর মেয়াদ ফুরিয়ে এলো।। এখন চীফের মর্জির উপর নির্ভর করছে।।
এখন পর্যন্ত ভাল, আগামীতে থাকবো না।।
ফিরে আসাতে সত্যিই খুশী।। কামনা করি সব ব্যাস্ততা ও উৎকন্ঠা দুরে ঠেলে এগিয়ে চলতে পারেন।।

৭| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৫১

ভ্রমরের ডানা বলেছেন: এই যে এজন্য লোকে বলে শখের দাম লাখ টাকা!

০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৫৮

সচেতনহ্যাপী বলেছেন: শখের পিছনে কিন্তু অনেকে মানি লন্ডারিংও দেখছে।।
অনেকদিন পর বোধহয় পেলাম, তাই না??

৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:১৪

ভ্রমরের ডানা বলেছেন: আপনি ও অনেক দিন ছিলেন না! অদ্ভুত সখের কথা জানা গেল!

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:১৮

সচেতনহ্যাপী বলেছেন: ভাই চাকুরীতে একটু টানাপোড়েন চলছে, তাই আসা খুব কমই হয়।। ফিরে আসার জন্য অনেক ধন্যবাদ।।

৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৪৭

রূপক বিধৌত সাধু বলেছেন: শখের তুলা আশি টাকা!

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:২৪

সচেতনহ্যাপী বলেছেন: Thik. Tobe gorima tao thake

১০| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৪৬

আহমেদ জী এস বলেছেন: সচেতনহ্যাপী ,



চাঁদগাজী বলেছেন : যারা এ জাতীয় নিলাম করে, তারা জানে যে, ২/১ টা ইডিয়ট পাওয়া যাবে।
বিলুনী বলেছেন : এ্‌ই ইডিয়ট গুলাকে গার্মেন্টসএর স্টক লট হিসাবে বিক্রি করা উচিত।

আবার
ভ্রমরের ডানা বলেছেন : .............. লোকে বলে শখের দাম লাখ টাকা!

আসলে সবাই ঠিক ।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৫৩

সচেতনহ্যাপী বলেছেন: ধন্যবাদ আহমেদ ভাই।। মানি লন্ডারিংয়ের ব্যাপারে এখনো শুনি নাই।। সেটাও তো হতে পারে সবকিছুর আড়ালে??

১১| ০৪ ঠা অক্টোবর, ২০১৬ রাত ১২:১৬

চাঁদগাজী বলেছেন:



গত ১ মাসের বেশী হয়ে গেলো, কিছু লিখলেন না!

০৯ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:০৫

সচেতনহ্যাপী বলেছেন: Gazi bhai ami ektu problem e achi.. Thanks to remember.

১২| ০৯ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৫

চাঁদগাজী বলেছেন:



অনেকদিন লিখছেন না, ভালো তো?

০৯ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:১০

সচেতনহ্যাপী বলেছেন: Thanks again. I will be here. But I don't know when.

১৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১:৪৮

ডঃ এম এ আলী বলেছেন: চাঁদ গাজীর ব্লগে কমেন্টের সুত্র ধরে এসেছি হেথায় । ভাল লাগল লিখাটি পাঠে
সমাজ হতে পারে সচেতন এ ধরনের লোকের ব্যবহারে ।
ধন্যবাদ এধরনের সমাজ সচেতনমুলক তথ্য শেয়ারের জন্য।
শুভেচ্ছা রইল ।

১৪ ই ডিসেম্বর, ২০১৬ রাত ২:০৮

সচেতনহ্যাপী বলেছেন: ধন্যবাদতো আপনাকেই।। গাজীভাই আমারও প্রিয় একজন।। যদিও অনেক লেখায় দ্বিমত পোষন করি।। স্বভাবতই।। আমি লিখেছি নিজের খুশী ও ভাললাগাকে কেন্দ্র করে।।যাই নি কারো পাকা ধানে মই দিতে।। কিন্তু তারপরও অনেকে হয়তো বুঝতে না পেরে তাতেও "অন্যদের" কাছে যখন ..।তখন নিরাপদ দুরত্বই বাঞ্চনীয়।।
ভাল থাকুন সর্বদা।।

১৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৬ রাত ২:১৭

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ সুন্দর প্রতিমন্তব্যের জন্য ।

১৪ ই ডিসেম্বর, ২০১৬ রাত ২:২০

সচেতনহ্যাপী বলেছেন: শুভেচ্ছা রইলো।।

১৫| ২০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ২:২০

চাঁদগাজী বলেছেন:



পরবাসে বাংগালীদের জীবন নিয়ে আপনার ভাবনা চিন্তা কি, এগুলোর উপর লিখুন।

২০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ২:২৭

সচেতনহ্যাপী বলেছেন: না ভাই, এখন আর কিছুই লেখার কথা ভাবছি না।। ধন্যবাদ।। ভাল থাকুন এই প্রত্যাশায়।।

১৬| ২০ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:০০

খায়রুল আহসান বলেছেন: যার ঘরের বেআইনী লুকানো টাকা গুনতে টকা গোনার মেশিন লেগেছিলো!! অথচ তার বিধবা বৃদ্ধ মা টি কুড়েঘরে থেকে কোন রকমে বেচে ছিল!! - এসব কুলাঙ্গারের কথা মনে না রাখাই ভাল।
সম্পদের সুষম বন্টন ব্যবস্থা না থাকলে এ রকম আজব শখের প্রসার ঘটতেই থাকবে।
এবারে বলুনঃ
আমারও তো চাকুরীর মেয়াদ ফুরিয়ে এলো।। এখন চীফের মর্জির উপর নির্ভর করছে ...
ভাই চাকুরীতে একটু টানাপোড়েন চলছে - এখনও চাকুরীতে আছেন, নাকি অন্য কিছু করছেন? এখনো বাহরাইনে (বা মধ্যপ্রাচ্যের অন্য কোথাও?) আছেন?
ami ektu problem e achi - সমস্যা মিটেছে?


২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১:০১

সচেতনহ্যাপী বলেছেন: অনেক ধন্যবাদ সব কিছু মনে করার জন্য।। নিয়মানুসারে মেয়াদ ৬০বছর।। তারপরও চীফ মানে মন্ত্রী মহোয় চাইলে সবই হয়।। তাই চাকুরীই করছি।। আমি কুয়েতে আছি।।
আজো সেই কি সেই পরিস্থিতির উন্নতি হয়েছে না আছে কোন আলোর দিশা?? বরং সেই বন কর্মকর্তাদের সংখ্যা বেড়েই চলেছে।। সেখানে সুষম বন্টন!!

১৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৬ ভোর ৬:২৬

রূপক বিধৌত সাধু বলেছেন: মেলাদিন নেই আপনি! সমস্যা মিটেছে?

২৫ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৩৯

সচেতনহ্যাপী বলেছেন: ধন্যবাদ।। হ্যাঁ ভাই মিটেছে।। তবে যা আছে, বলার নয়, দুঃখিত।। গাজীভাইয়ের লেখায় জেনেছি, আপনিও অনুপস্থিত।। গিয়েছিলাম আপনার ব্লগবাড়িতে।। কবির বাড়ি সাজানো থাকবে কবিতা দিয়েই, স্বভাবতঃই।। দারোয়ানরা (আমার কবিতা না বোঝার অনুভুতি) প্রবেশাধীকার দেয় নি বলে, পালিয়েই এসেছি :P ।।
কেমন আছেন।। ভাল তো??

১৮| ২৫ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:২৬

রূপক বিধৌত সাধু বলেছেন: আমি আছি মোটামুটি ।
আমার লেখা তো খুবই সাধারণ; না বোঝার তো কিছু নেই, অতি সহজ-সরল কথামালা । আহত হলাম ।

২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৫৫

সচেতনহ্যাপী বলেছেন: ভাই আমিই বুঝি না।। বলেছি না, দারোয়ানরা (আমার কবিতা না বোঝার অনুভুতি)

১৯| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১:০৭

মনিরা সুলতানা বলেছেন: নিজেই গায়েব ছিলাম , বহুদিন পর আপনার লেখা পড়লাম ।
সত্যি ই বিচিত্র মানুষের শখ !!

শুভ কামনা :)

২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১:৩২

সচেতনহ্যাপী বলেছেন: আমিও।। এরপর আর লেখা নেই।। আসা-যাওয়াও অনিয়মিত।।
আসলে সখ না, মানি লন্ডারিংয়ের একটা দিক তুলে ধরা ছিল এর উদ্দেশ্য।।
ধন্যবাদ বোনটি।।

২০| ৩০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৩:১৩

চাঁদগাজী বলেছেন:



আপনার সমস্যার সমাধান হয়েছে শুনে খুশী হলাম।

৩১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৩৯

সচেতনহ্যাপী বলেছেন: জীবনের আয়ূ আরেকটু বাড়লো।। ধন্যবাদ গাজী ভই।। ভাল থাকুন, এই কামনায়।।

২১| ০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ১২:০৩

আমি তুমি আমরা বলেছেন: ২৩০০০ দিনার???

০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ১২:৪৩

সচেতনহ্যাপী বলেছেন: তাই!! কিন্তু মুখরা লোক বলে, মানি লন্ডারিংয়ের নূতনরূপ।। শুভ নববর্ষ।। ভাল আর আনন্দে থাকুন, এই কামনায়।।

২২| ০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ৩:২৭

ডঃ এম এ আলী বলেছেন:



ইংরেজী নব বর্ষে রইল লিলি ফুলের শুভেচ্ছা।
নতুন বছরে জীবন সুন্দর ও সাফল্যময়
হোক এ কামনাই করি ।

০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ৩:৩১

সচেতনহ্যাপী বলেছেন: আলী ভাই আজকের দিনে সব ভেদাভেদ ভুলে শুধু এই আনন্দটুকু নিয়েই থাকতে চাই।। আপনার লিলির শুভেচ্ছা অন্তরেই রইলো।। ধন্যবাদ।।

২৩| ০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ৩:৩৮

ডঃ এম এ আলী বলেছেন: আপনার প্রতিও রইল শুভেচ্ছা ।

০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ৩:৪৫

সচেতনহ্যাপী বলেছেন: ধন্যবাদ।।

২৪| ০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ৩:৫৪

ডঃ এম এ আলী বলেছেন: ভাল লাগল তরিত উত্তর দানে ।
ধন্যবাদ ।

০১ লা জানুয়ারি, ২০১৭ ভোর ৪:০৭

সচেতনহ্যাপী বলেছেন: আবারও ধন্যবাদ এবং শুভরাত্রি।।
বিঃদ্রঃ আপনার লেখায় ফাকিবাজি মন্তব্য করেছি বলে দুঃখিত।। তবে আজ এসেছি শুধুই নববর্ষের শুভেচ্ছা নিয়ে।।

০১ লা জানুয়ারি, ২০১৭ ভোর ৪:৩১

সচেতনহ্যাপী বলেছেন: আমি অনলাইনে থাকলে এ চেষ্টাই করি।।ধন্যবাদ।।

২৫| ০১ লা জানুয়ারি, ২০১৭ সকাল ৭:৪৫

সামিউল ইসলাম বাবু বলেছেন: ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানবেন

০২ রা জানুয়ারি, ২০১৭ রাত ১:১৮

সচেতনহ্যাপী বলেছেন: আপনাকেও ভাইি।। ভাল এবং আনন্দে থেকে আমাদের দিয়ে যাবেন, নিত্য-নূতন লেখা এই কামনায়।।

২৬| ০৩ রা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩২

চাঁদগাজী বলেছেন:




আমি ভালো আছি, চিন্তা করবেন না; অবস্হার সাথে তাল মিলিয়ে ভালো থাকার চেস্টা করুন।

১৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:৩৪

সচেতনহ্যাপী বলেছেন: বেশ কয়েক দিন যে ছিলেন না।। শারীরিক ব্যাপার নিয়ে ভাবনা ছিল।। ধন্যবাদ।।

২৭| ২০ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৫০

জুন বলেছেন: কবুতরটির দাম মাত্র ২৩,০০০ হাজার দিনার বা ৭৬,৩৩০ আমেরিকান ডলার! B:-)
ব্যাপারটি জেনে আমারও চক্ষু চড়ক গাছ হলো সচেতনহ্যাপী । আজব শখ নয়, বলুন কদর্য্য অপচয় ।
+

২১ শে জানুয়ারি, ২০১৭ রাত ১:২১

সচেতনহ্যাপী বলেছেন: অপচয় তো একটি দিক কদর্যতম দিকটি হলো মানি লন্ডারিং এর ব্যাপারটি!! ভেবে দেখেছেন??

২৮| ২১ শে জানুয়ারি, ২০১৭ রাত ১:২৫

বিলিয়ার রহমান বলেছেন: কেন যে কবুতর না হয়ে মানুষ হলাম!:)

আফসোস!:):)

২১ শে জানুয়ারি, ২০১৭ রাত ১:২৭

সচেতনহ্যাপী বলেছেন: কামনা মানুষই হয়ে ভাল আছেন, কদর্য এক পথের অংশ না হয়।।

২৯| ২২ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪১

শামীম সরদার নিশু বলেছেন: ভালো লাগল

২৩ শে জানুয়ারি, ২০১৭ রাত ১:১৬

সচেতনহ্যাপী বলেছেন: অনেক ধন্যবাদ।।

৩০| ২৭ শে জানুয়ারি, ২০১৭ রাত ৩:০৫

মহা সমন্বয় বলেছেন: এ জন্যই তো বলি এই দুনিয়াডা হচ্ছে মস্ত বড়। :|

২৮ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:০২

সচেতনহ্যাপী বলেছেন: কথায়,চলনে এবং পেশায়ও।। ধন্যবাদ।।

৩১| ২৮ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৯

অরুনি মায়া অনু বলেছেন: কি এমন আছে একটি পাখির মাঝে। এত বোকা কেন মানুষ!

২৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:১২

সচেতনহ্যাপী বলেছেন: আসলেই নিত্য-নূতন অপরাধের কাছে আমরা বোকাই।। টাকা পাচারের নূতন ফন্দি কি না ভেবে দেখবেন।।

৩২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৪৩

গেম চেঞ্জার বলেছেন: লিখবার তাড়না না আসলে তো সেটা করা যাবে না। তা ভালই জানি! সে যাক, কবুতর নিলামের ব্যাপারটা যদি কালো টাকা সাদা করার বুদ্ধিতে হয়ে থাকে তাইলে আর কিছুই বলার নাই!!


সুখে থাকুন! ভাল থাকুন! এই কামনায়! :)

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৪৯

সচেতনহ্যাপী বলেছেন: অনেকদিন পর!! খুশী আমি।। ধরেছেন ঠিকই।। তাড়নার অুপ্রেরনা পাচি না, অন্তর থেকেই।। তাই অনিয়মিত হেও আসি।। দেখি এবং পড়ি।। ভাল লাগে এটাই।।
সাদা রার সাথে সাথেতো এদের "বিখ্যাত" অহংবোধটাও জড়িত।। দেখাতে হবে না!!
ভাল থাকুন সবসময়।।

৩৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৫৮

পলাশমিঞা বলেছেন: আমার গ্রামের পাশের গ্রামে একবার (১৯৮০ দিকে হবে) মসজিদে লাউ দেয়া হয়েছিল বিক্রি করার জন্য। এক কোটা দাম হেঁকে পরে মারামারি শুরু হয়েছিল। লাউ কেউ কিনেনি। চিন্তা করুন কথা কই থেকে কই যায়!?

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:০৮

সচেতনহ্যাপী বলেছেন: গ্রামেরটার পিছনে মহৎ উদ্দেশ্য ছিল যা পরে মিথ্যে দম্ভে ভন্ডুল হয়ে যায়।। এখানে কিন্তু পুোই আধার আর কালো।।
মেহমানকে ঘরে রেখে আপনি নিজেই মেহমানের ঘরে ঘুরে বেড়াচ্ছেন!! বেশ মজা তো।।

৩৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:১১

পলাশমিঞা বলেছেন: জীবন এমনই। ব্লগ নিয়ে একটা উপন্যাস শুরু করেছিলা। (শুধু আমার নিজের মন্তব্য দিয়) ৩০০ পৃষ্টার বেশি হয়েছে। কী করব কিচ্ছু জানি না। হাতে বই তিনট অসমাপ্ত। তিনটাকে কম হলেও ১৩৫ পৃষ্টা করে করতে হবে। বয়স হয়েছে আগের মত আর চিন্তা করতে পারি না।
আপনাদের সাথে মনেমন গল্প করে মন চনচনে হচ্ছ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:১৮

সচেতনহ্যাপী বলেছেন: পুরো চনমন হয়ে প্রকাশই করে ফেলুন।। দেশে যেয়ে সংগ্রহ করে নেব।।
মন ঠিকতো বয়স কোন ফ্যাকটরই না।।

৩৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:২০

পলাশমিঞা বলেছেন: গত বছর তেরো খান প্রকাশ করেছি। আমি এখন নিজে বই প্রকাশ করি। সমস্যা হয়েছে এখন আর লিখতে পারি না। এক উপন্যাস ১৩৭৩ পৃষ্টা, ওটা ২৫ বছরে শেষ করেছি। সবমিলে অসুস্থ হয়েছি। ৬ মাস হয় কাজ ছেড়েছি।

লেখা লেখি! হায়, আমাকে গাছতলে বসিয়েছে!! :((

৩৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:২৭

সচেতনহ্যাপী বলেছেন: কারন আমরা পড়া ভুলে গেছি।। সত্যি বলতে পড়ার জায়গা দখল করেছে খাওয়া।।

৩৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:২৯

পলাশমিঞা বলেছেন: নাওয়া খাওয়া ভালো।
আসলে তিন নম্বরি সাইটে সব খেয়ে ফেলেছে :(

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:১১

সচেতনহ্যাপী বলেছেন: এসেছি, সামুর মহুয়ার নেশায়।।

৩৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:২০

টুশকি বলেছেন: অফটপিক: আপনার নিকটা মজার। আপনি কি সচেতনভাবে হ্যাপি?

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:২৯

সচেতনহ্যাপী বলেছেন: সত্যি বলতে কি, না।। তবে মেনটানেন্সের কাজ চলছে।। =p~
স্যরি ভাই,বাড়ি বেড়িয়ে এসেছি খালি হাতে।। আসলে সাহস পাই নি :-P ।।
ভাল থাকবেন।।

৩৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৩২

টুশকি বলেছেন: হাহাহাহাহাহাহাহা মজা পাইলাম :P

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৪০

সচেতনহ্যাপী বলেছেন: আমিও মজা দিতে পেরেই মজা পা্চ্ছি।।
যান্ত্রিক জীবনে একটু অক্সিজেনের মত।।
আপনার লেখা বোঝর চেষ্টা করছি।।

৪০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:২৪

পলাশমিঞা বলেছেন: টুশকির ছায়াছবি দেখতে চাই।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:২৯

সচেতনহ্যাপী বলেছেন: অপেক্ষায় টুশকির।। এখানে আমার পদচারনা নিষিদ্ধ বলে।।
অ।টঃ আপনাদের সাথে গল্প করে অনেকদিন র নিজেকে খুজে পাচ্ছি।।

৪১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৩২

পলাশমিঞা বলেছেন: জি আমিও আবার স্বাভাবিক হচ্ছি।

ব্লগে এখন ভালো লাগে।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৩৭

সচেতনহ্যাপী বলেছেন: বেশ ভাল।।

৪২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৩৮

পলাশমিঞা বলেছেন: তো আপনি কী করেন?
আমি এখন বেকার।
গান গাইতে চাই কিন্তু সা রে গা মা পারি না :((

কয়েকটা গেয়েছি চাইলে শুনাতে পারব।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৪৮

সচেতনহ্যাপী বলেছেন: মাফ করবেন দয়া করে ।। আমি সাধারন চাকুরী করি, বার্তাবাহকের।।
একসময় আমার অধীনেই কেউ থাকতো, আজ আমিই পের অধীনে!! পাশা পুরোই উল্টে গেছে।।

৪৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৪৯

পলাশমিঞা বলেছেন: আমিতো বেকার। আল্লাহর দয়া সাগর নয় হয়। নগরও সাগর।

আমাদেরকে আবার লাট বানাতে আল্লাহর সময় লাগবে না।
দোয়া করি সব সুপ্রতিষ্টত হোক।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৫৩

সচেতনহ্যাপী বলেছেন: আমার কামনাও তাই।।

৪৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৫৯

পলাশমিঞা বলেছেন: নয় হয়। নগরও সাগর। নগর হয়। নগর হও সাগর।

সব ঠিকঠাক হয়ে যাবে ইন শা আল্লাহ। আল্লাহ যে সব পারেন তা আমাদেরকে বুঝিয়েছেন। আমরাও বুঝেছি। তাই না?

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:০৮

সচেতনহ্যাপী বলেছেন: আমি আগে না করলেও এখন করি।।

৪৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:৫৩

পলাশমিঞা বলেছেন: আমি এখন সত্যি খুশি। চিন্তার মাত্রা লেভেলে আছে। দোয়া করবেন।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:০২

সচেতনহ্যাপী বলেছেন: আর আমারটা জ্বরের মত উঠা-নামা করছে।।

৪৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৭:৪৬

চিন্তক মাস্টারদা বলেছেন: কিইবা আর বলার আছে, সবাই ত বলেই দিয়েছে।


তারপরও বলি,
যদি এই রকম বলদের সাথে দেখা হয় তবে একটু মানুষ করতে চেষ্টা কইরেন।
গ্রাম বাংলার মানুষের কিন্তু বলদকে মানুষ করার কৌশল জানা আছে! ;)

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:০৪

সচেতনহ্যাপী বলেছেন: ঠিক ।। তবে ওরা কিন্তু জাতে মাতাল, তালে ঠিক।।

৪৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:১৭

পলাশমিঞা বলেছেন: সব ঠিক হয়ে যাবে ইন শা আল্লাহ

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:২৮

সচেতনহ্যাপী বলেছেন: দোয়া করি আপনার জন্য।। আমার আমিকে, পিছনে ফেলে এসেছি।।

৪৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:৩৩

ডঃ এম এ আলী বলেছেন:

অনেকদিন যাবত নতুন পোষ্ট দেখছিনাযে !!!
আজব তথ্যের সাথে আর একটা যোগ করে গেলাম!!!


Flying high above Europe’s economic crisis, a local lightning-fast pigeon called Bolt became the world’s most expensive racing bird when his Belgian breeder sold it for 310,000 euros ($410,000) to a Chinese businessman.
One-year-old Bolt, named after the Jamaican Olympic superstar sprinter Usain Bolt, and with an outstanding pedigree of proven champions to match, was the latest Belgian-bred pigeon to claim record prices. Yet it surprised anyone involved in the sport, auction house Pipa said. The previous record for a sale of a single bird stood at 250,000 euros ($322,000) from January 2012.

অনেক অনেক শুভেচ্ছা রইল

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:৫৪

সচেতনহ্যাপী বলেছেন: ভাই আমি লেখাতে আনন্দ খুজে পাচ্ছি না।। অভয়ারন্যের "তথাকথিত মুক্ত" বাসীদের মত।।
আর উসেইন বোল্টতো আমার কল্পনাকেও হার মানিয়েছে।। আর নামের যে কোন কিছুই যে..। স্বাভাবিক না??
ধন্যবাদ অভিজ্ঞতার মুকুটে আরেকটি পালক যোগ করার জন্য।।

৪৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:১৭

মুশি-১৯৯৪ বলেছেন:


ভাল লাগল স্যার। আমার মনে হয় স্ট্যান্ডার্ড রক্ষার জন্য অনেক কিছু করা হচ্ছে, যেমন ষোড়স শতাব্দিতে যা স্ট্যান্ডার্ড ছিল অষ্টাদশ শতাব্দিতে তা আর স্ট্যান্ডার্ড নয়।
শুধু গ্লোবাল ভিলেজে বাস করা বিষন্ন বলদ বাঙালীদের জীবনমানের কোন স্ট্যান্ডার্ড নেই।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৩৭

সচেতনহ্যাপী বলেছেন: সহমত।।
তবে স্ট্যান্ডার্ডটাও যে পরিবেশ, পরিস্থিতিতে বিভিন্নরূপ ধারন করে!!
আমরাও যে সেই বলদ থেকে ষাড় হয়েছি যে অনেক আগেই!!
ধন্যবাদ।। আর শুভেচ্ছা প্রথম ভ্রমনে।।

৫০| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩

শামীম সরদার নিশু বলেছেন: অনেকদিন হয়ে গেলো
নতুন পোস্ট কই?

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৪৬

সচেতনহ্যাপী বলেছেন: পড়তেই তো বেশ ভাল লাগছে।। কোন কষ্ট নেই।। পেটের উপর ল্যাপটপ বসিয়ে শুয়ে শুয়েই ঘুরে বেড়ানো যাচ্ছে।। এত আরাম ছেড়ে যেতে মন চাচ্ছে ভাই।।
শুভেচছা নেবেন।।

৫১| ০৩ রা মার্চ, ২০১৭ রাত ৩:৩৫

ডঃ এম এ আলী বলেছেন: নতুন পোষ্ট দেখছিনা যে । শুয়ে শুয়ে গুটা তিনেক বালিশে হেলান দিয়ে পেটের উপর লেপটপ নিয়ে লিখতে লিখতে নারীভুরী ( lower intestine ) পেচাইয়া যাওয়ায় গত বছর ১৫ দিন হসপিটালে থেকে পেট কেটে অপারেশন করাতে হয়েছিল ,কোন মতে জীবনে বেঁচে যাই , অতএব বুঝেন এখন এটা পেটের উপর রাখবেন কিনা ।

শুভেচ্ছা রইল

০৩ রা মার্চ, ২০১৭ রাত ৩:৪৫

সচেতনহ্যাপী বলেছেন: হাঃ হাঃ পেট না ভাই বুকটাই খুলতে হয়েছিল যে ভাই!! ডাক্তাররা ( আপনি নন) সেটা খুলে কলিজাটাই রারপিক দিয়ে ধবধবে সাদা করে দিয়েছেন!!
ইচ্ছে করলেও পারছি না।। তবে আশার কথা "কয়লার ময়লা ধুইলেও যায় না"।। কিছু সময় লাগবে।।
অনেক ধন্যবাদ ভাই।।

৫২| ১১ ই মার্চ, ২০১৭ রাত ১:১৭

মুশি-১৯৯৪ বলেছেন:
পেটের উপর ল্যাপটপ বসিয়ে নিশ্চই শুয়ে আছেন বড়ভাই, তাহলে শুয়ে শুয়ে একটু হাসুন..।

পরীক্ষা দিয়ে বেরিয়েছে দুই বন্ধু
ঃ কী রে পরীক্ষা কেমন দিলি
ঃ কিচ্ছু পারিনি, একদম সাদা খাতা জমা দিয়ে এসেছি
ঃ হায়! হায়! করেছিস কি ,আমিও একদম সাদা খাতা জমা দিয়ে এসেছি, স্যার তো মনে করবেন আমি তোর খাতা দেখে নকল করেছি ।

১১ ই মার্চ, ২০১৭ রাত ১:৩২

সচেতনহ্যাপী বলেছেন: এখন ঠিক পেটে না হলেও থাইয়ের উপর আছে।। কারন আধশোয়া।।
হাঃ হাঃ।। সার্বজনীন নকল!!

৫৩| ১১ ই মার্চ, ২০১৭ সকাল ১০:২৬

মানবী বলেছেন: সত্যি আজব শখ!
সোনা দিয়ে মুড়ানো কয়েক লক্ষ ডলারের ডেজার্ট দেখে খুব অবাক হয়েছিলাম! এটা তেমন মহৌষধ কিছু নয়, দীর্ঘায়ু করলেও কথা ছিলো। কিছু সোনার পাত খেয়ে কি হবে!


সেই বন কর্মকর্তা ও তার স্ত্রীর বর্তমান অবস্থা জানতে ইচ্ছে করে! তাদের বাসার বালিশ আর তোষক গুলো বিভিন্ন জনকে উপহার দিয়ে মুক্ত হাওয়ায় ঘুরছে না এখনও হাজতে জানার কৌতুহল হয়!

পোস্টের জন্য ধন্যবাদ সচেতনহ্যাপী।
কুয়েতের জীবনযাত্রা সম্পর্কে পরবর্তীতে জানার আগ্রহ রইলো।

১২ ই মার্চ, ২০১৭ রাত ১২:৪১

সচেতনহ্যাপী বলেছেন: প্রথমেই ধন্যবাদ।। সেই ডেজার্ট আর কর্মকর্তার ব্যাপার আর আমার বর্নিত ব্যাপার কিন্তু এক না ভাইটি।। এখানে লুকায়িত আছে মানি লন্ডারিংয়ের ব্যাপার।।
চেষ্টা করবো আপনার কথা রাখতে।।
ভাল এবং সুস্থ থেকে আরো উপহার নিয়ে আসবেন, এই কামনায়।।

৫৪| ১২ ই মার্চ, ২০১৭ রাত ১:৫৩

মানবী বলেছেন: আমার বুদ্ধিসুদ্ধি তেমন ভালো না হলেও বুঝতে পেরেছি এক নয়।
সমস্যা হলো যথার্থ ভাষায় প্রকাশে আমার ব্যর্থতা :(

আর খুব প্রীয় মানুষদের কথা যেমন মনে পড়ে তেমনি কিছু ঘৃন্যজনদেরও ভুলে থাকা যায়না তাই মাঝে মাঝে এদের কথা মনে পড়ে। বন কর্মকর্তার কথা যেহেতু এসেছে তাই কৌতুহল প্রকাশ মাত্র, হয়তো কেউ আপডেট জানে সে আশায়!

অনেক অনেক ভালো থাকুন সচেতনহ্যাপী।

১২ ই মার্চ, ২০১৭ রাত ২:০৪

সচেতনহ্যাপী বলেছেন: না বোনটি, আমি তেমনটাই ভাবি নি।।
আসলে যা সাধরনতঃ আমাদের কাছে পরিত্যাজ্য।। তাই ঘৃনার কিছু এলেই,তার কথা মনে পরে আগে।। আমিও তো এর ব্যতিক্রম না।।
সুতরাং নিজেকে হেয় করবেন না।। এতে আমিই বিব্রত বোধ করছি।।
আমি কিন্তু গোপনে অনেকেই ভক্ত!!
প্রকাশ্যে/অপ্রকাশ্যে।।

৫৫| ১২ ই মার্চ, ২০১৭ রাত ১:৫৭

অতঃপর হৃদয় বলেছেন: শখ নাই; সব ফুরায় গেছে।

১২ ই মার্চ, ২০১৭ রাত ২:০৭

সচেতনহ্যাপী বলেছেন: আপনি কিন্তু আমার ভাললাগাদের একজন।। শুধু কবিতা বুঝি না বলে হয়তো নিয়মিত যোগাযোগ হয় না।।
অনেক ধন্যবাদ।।

৫৬| ১২ ই মার্চ, ২০১৭ রাত ২:১১

মানবী বলেছেন: আপনি তেমন ভেবেছেন আমি তা বলিনি ভাইয়া, এটা আমার স্বীকারোক্তি!
হাসি মুখেই এই স্বীকারোক্তিতে আমার কোন আপত্তি নেই, কারন আমি বাস্তবতাটা অস্বীকার করে চলিনা :-)

আপনি যদি ভক্ত হয়ে থাকেন তা আপনার নিজ গুনেই হয়েছেন। তারপরও জেনে সন্মানিত হলাম।
এই এতো বছর ব্লগ লিখে এখনো লেখালেখি তেমন রপ্ত করতে পারিনি।

আবারও শুভকামনা রইলো।

১২ ই মার্চ, ২০১৭ রাত ২:২২

সচেতনহ্যাপী বলেছেন: ভুল হলো না কি??
আপনি যদি বলেন, এই এতো বছর ব্লগ লিখে এখনো লেখালেখি তেমন রপ্ত করতে পারিনি।
তাই কি আমি মেনে নেব?? না।। কারন তাহলে যে, নিজের পছন্দকেই অপমান করা হয়।।
আরেকটি কথা, এই পছন্দ/অপছন্দ কিন্তু মন্ত্বব্যেই প্রকাশিত।।
ভাল থাকবেন বোনটি।।

৫৭| ২৩ শে মার্চ, ২০১৭ রাত ১:২৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ভাল পোষ্ট

২৩ শে মার্চ, ২০১৭ রাত ১:৪০

সচেতনহ্যাপী বলেছেন: ধন্যবাদ।। ভাল লেগেছে বলেই শেয়ার করেছি।। সাথে নিজের কথাও।। প্রথম ভ্রমনে স্বাগতম।।

৫৮| ২৩ শে মার্চ, ২০১৭ রাত ১:৪৮

শেয়াল বলেছেন: কতিপুয় মানুষ টাকা নিয়েই কবরে যাইবে মুনে হয় 8-|

২৩ শে মার্চ, ২০১৭ রাত ২:১৩

সচেতনহ্যাপী বলেছেন: সেটাই তো ভাই।। কত রকমে যে টাকার পরিমান বাড়াতে চায়, তিনারা।।
প্রথম ভ্রমনে শুভেচ্ছা রইলো।।

৫৯| ২৪ শে মার্চ, ২০১৭ রাত ১২:৫০

মুশি-১৯৯৪ বলেছেন:

নার্সিসাস মিথ
সম্প্রতি একটি নার্সিস্ট পাখি পাওয়া গেছে ।
আমি নার্সিস্ট মানুষের কথা জানতাম যারা আয়নায় আপন মুখ দেখেন আর নিজেরা নিজেদের সঙ্গে প্রেম করে ।

২৪ শে মার্চ, ২০১৭ রাত ১:০৩

সচেতনহ্যাপী বলেছেন: হাঃ হাঃ হঃ।। আমিও তো তাই।। আমাকে যারা ব্যাক্তিগত ভাবে চেনে, তারা কিন্তু "লাভবর্ডের" সাথেই তুলনা করে।।
অনেক ভাল থাকুন।।

৬০| ২৭ শে মার্চ, ২০১৭ সকাল ৮:০৫

সাদা মনের মানুষ বলেছেন: এক কথায় বললে বলতে হয় ওরা মানসিক রুগী :)

২৮ শে মার্চ, ২০১৭ রাত ১২:৪৩

সচেতনহ্যাপী বলেছেন: তাতো বটেই।। সাথে একটু যোগ করতে পারেন,"আর্থিক দৈন্যতার"ও রোগী।। যতই থাকুক না কেন।।

৬১| ৩০ শে মার্চ, ২০১৭ রাত ১:৫৯

মুশি-১৯৯৪ বলেছেন:
ভাল আছেন নিশ্চই বড়ভাই । ভাল থাকুন এবং আমাদের মাঝে থাকুন আরও বহুদিন এই কামনাই করি ।
কেউ চলিয়া গেলে কি কেউ কারও পশ্চাতে পড়িয়া বিলাপ করিতে থাকিবে। কথাটা মনে হল সহব্লগার একজনের মুত্যু সংবাদে ।

৩০ শে মার্চ, ২০১৭ রাত ২:১৪

সচেতনহ্যাপী বলেছেন: খুশি শুভকামনায়।। আর চিরবিদায় নিলে, যেখানে, আপনজনরাই!! সেখানে কিন্তু আপনি তবু মনে করেছেন।। ধন্যবাদ তাই।।

৬২| ৩০ শে মার্চ, ২০১৭ রাত ২:৪১

চানাচুর বলেছেন: আমার একটা টিঁয়া পাখি লাগবে কিন্তু খাঁচায় থাকবে না। আমাকে ছেড়ে চলে যাবে না, উড়াল দিবে না। কচমচ করে কাঁচা মরিচ খাবে, মাঝেমাঝে লাল টকটকে মরিচ। আমার নাম ধরে নেকো গলায় বলবে "চাঁনাঁচুরঁ" :``>>

৩১ শে মার্চ, ২০১৭ রাত ১২:৫৮

সচেতনহ্যাপী বলেছেন: পকেটে অঢেল থাকলে, একটার পর একটা কিনে ট্রাই করতে পারেন।। পেলেও পাইতে পারেন "সেই" অমূল্য রতন!!!!
(নেঁকো গঁলায় কিঁন্তু তেঁনারাই কঁথা বঁলেন) পাখী না =p~

৬৩| ৩১ শে মার্চ, ২০১৭ রাত ৩:২২

মুশি-১৯৯৪ বলেছেন:
মন্তব্যর প্রতিউত্তরে আপনি তো আবেগ প্রবন করে দিলেন বড়ভাই। যা বলার বলে দিন । হয়তো বলি-বলি করে আবার যদি বলা না হয় । আমরা সবাই দোষে গুণে জড়িত। তবে দোষ বোধকরি এত বেশি নেই যে ভাবনা হতে পারে; গুণও এত বেশি নেই যা নিয়ে অহংকার করা চলে। ভালবাসার আনন্দের কণা আমরা কি একটুখানি পেতে পারি না ।

৩১ শে মার্চ, ২০১৭ রাত ৩:৩৩

সচেতনহ্যাপী বলেছেন: ধন্যবাদ ভাইটি।। আমার ভিতরেও কিন্তু একজন আবেগির বসবাস!! যা বলার লুকাই না।। এখন কেউ বুঝলো কি না , তার দায়িত্ব তো আমার না।। (সম্ভবও না)।। সেক্ষেত্রে বলে যেতে পারি শুধু নিজের "মনের কথা"।।
বারবর ফরে আসার জন্য অ-নে-ক ধন্যবাদ।।

৬৪| ০১ লা এপ্রিল, ২০১৭ বিকাল ৩:২৮

মুশি-১৯৯৪ বলেছেন:
ভাল আছেন নিশ্চই বড়ভাই ।
কিছুটা মনের কথা আমিও আপনাকে বলে যাই। আমি সেই জিনিস চেয়েছি যার উপরে কারো স্বত্ব নেই –সমস্ত জীবন হাতজোড় করে অপেক্ষাই করলাম ।
মিথ্যাকে চাই নি ব’লেই এতদিন এমন ক’রে বসে আছি— সত্য হয়তো একদিন দয়া করবেন ।

০২ রা এপ্রিল, ২০১৭ রাত ১:১২

সচেতনহ্যাপী বলেছেন: আন্তরিকতায় মুগ্ধ।। হ্যাঁ ভাই, প্রতিদিন যখন আসা-যাওয়া করছি তখন ভালই তো আছি।। দোয়া করবেন।।
কারো জিনিষ চাওয়া কিন্তু "ভিন্নতাই" প্রকাশ করে।। আর চাওয়া জিনিসকে পেতে হলে অত নমনীয় হলে ফুরুৎ করবে।। অধিকার কেউ দেয় না, প্রতিষ্ঠা করতে হয়।।
ভাল থাকবেন।।

৬৫| ০৩ রা এপ্রিল, ২০১৭ রাত ২:৫৮

মানবী বলেছেন: পরবর্তী পোস্ট দেবার জন্য ভাইয়া ২৭শে আগস্টের অপেক্ষায় আছেন কিনা বুঝতে পারছিনা /:)



:-)

০৩ রা এপ্রিল, ২০১৭ রাত ৩:০৪

সচেতনহ্যাপী বলেছেন: না, বোনটি, এমন কোন নির্দিষট দিন আমার ভাবনায় নেই।। আসলে কেন যেন ইচ্ছেই করছে না।। আপনাদের লেখা পড়ে এবং মন্তব্য করেই দিনতো কেটে যাচ্ছে!!
অনেক সুখী মন্তব্য পেয়ে।।
ভাল থাকুন সর্বদা।।

৬৬| ০৭ ই এপ্রিল, ২০১৭ রাত ৩:৫৯

মামুন ইসলাম বলেছেন: সত্যিই আজব শখের কথা জানলাম ।

০৭ ই এপ্রিল, ২০১৭ ভোর ৪:০৬

সচেতনহ্যাপী বলেছেন: শুধু টাইটেলই দেখলেন!! বাকীটা??
ধন্যবাদ অনেক, ভাল থাকবেন।।

৬৭| ০৯ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:০৭

ডঃ এম এ আলী বলেছেন: সচেতনহ্যাপী ভাই, সুখ শান্তির জন্য নীজের মধ্যে সচেতনতা সৃস্টি করতে চাই , উপায় কি কিছু আছে ?

১০ ই এপ্রিল, ২০১৭ রাত ১:৪৮

সচেতনহ্যাপী বলেছেন: ভাবনাতে দুখীভাব না থাকাই সমীচিন।।
আমি ভাই খুবই সাধারন একজন, তাকেই এত কঠিন প্রশ্ন!!
ভাল থাকবেন।।

৬৮| ১০ ই এপ্রিল, ২০১৭ রাত ২:২৭

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ সুন্দর প্রতি উত্তরের জন্য । জ্ঞানী মানুষের সংস্পর্শে অনেক কিছু জানা যায় । জানতে পারলাম ভাবনাতে দুখীভাব না থাকাই সমীচিন , কত সুন্দর কথা । মনে পড়ে যায় প্রবচনটি একদম মিলে যায় দার্শনিক বেন্থামের কথার সাথে । বিলাতের দার্শরিক জেরেমি বেন্থাম ছিলেন সুখবাদী দার্শনিক। তিনি বলতেন , মানুষ চায় ব্যথার অনুভূতিকে (Pain) কমাতে এবং সুখের অনুভূতিকে (Pleaser) বাড়াতে। যা কিছু সুখের অনুভূতিকে বাড়ায়, তাকে গ্রহণ করতে হবে মঙ্গল (Good) হিসেবে। তিনি সুখের এই অনুভুতির সাথে দু’টি খুব গুরুত্বপূর্ণ শর্ত যোগ করেন। তিনি বলেন, এই সুখের অনুভূতি কেবল ক্ষণিকের জন্য হলে চলবে না। হতে হবে একটি মানুষের সারা জীবনের জন্য। অন্য দিকে এই সুখের অনুভূতি কেবল গুটিকয়েক মানুষের জন্য হলে চলবে না। হতে হবে সর্বাধিকজনের জন্য। অর্থাৎ সুখ হতে হবে সামাজিক, ব্যষ্টিক নয়।
আবার বিপরীতটাও দেখী , এই উপমহাদেশে চারবাক ছিলেন সুখবাদী। আর তার দর্শন যথেষ্ট খ্যাত হয়ে আছে।
তিনি বলেছেন :
যাবৎ জীবেৎ সুখং জীবেৎ
ঋণং কৃত্বা ঘৃতং পিবেৎ
অর্থাৎ, যত দিন বাঁচবে, সুখেই বাঁচবে। এ জন্য যদি ঋণ করেও ঘি খেতে হয়, তবে খাবে। কেননা, মরে গেলে ঋণ শোধ করতে হবে না। এই ভোগবাদ হলো দায়িত্বজ্ঞানহীন ভোগবাদ। এর মধ্যে কোনো সামাজিক উপাদান নেই। নেই সর্বাধিকজনের জন্য সর্বাধিক কল্যাণের কথা। বেন্থাম ছিলেন গণতন্ত্রী; কিন্তু চারবাক তা ছিলেন না। বাংলাদেশে এখন বেন্থামের চেয়ে চারবাকের প্রভাবই পরিলক্ষিত হচ্ছে বেশি- চার্বাকের দেশ ভারত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার ঋণ আনা হচ্ছে । আশংকা করি এই ঋণ শুধু ঘি খাওয়ার কাজেই না আবার ব্যবহার হয় সমাজের গুটি কয়েক মিলে !!!!

কঠিন প্রশ্রের সহজ উত্তর দানের জন্য আবারো ধন্যবাদ ।
শুভেচ্ছা রইল

১১ ই এপ্রিল, ২০১৭ রাত ১:১২

সচেতনহ্যাপী বলেছেন: অনেক ধন্যবাদ আলী ভাই।। সামান্য মন্তব্যকে এত গুরুত্বের সাথে দেখার জন্য।। আমার তো পুরাই মাথা নষ্ট :-P
সরকার কি আমর মত যে, ঋন করে, ঘি খাবে না??!! সুতরাং আশা করতে না চাইলেও করতে হচ্ছে যে, উজার করে দে মা,....।।।
তবে এই আপাতঃ বন্ধুত্বের ঋনটাই যে ভবিষ্যতে শিকল হবে না, ভাবতে পারেন কি?? বর্তমান বিশ্ব ব্যাবস্থায় কিন্তু ভাল কিছু ভাবাই ভুল।।
শুভেচ্ছান্তে

৬৯| ১১ ই এপ্রিল, ২০১৭ ভোর ৫:৫৯

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ সুন্দর প্রতি উত্তরের জন্য ।

৭০| ১১ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:৩৪

নতুন নকিব বলেছেন:



ধন্যবাদ সুন্দর একটি বিষয় জানানোয়।

"সরকার কি আমর মত যে, ঋন করে, ঘি খাবে না??!!"

-আপনার কথাটা দেখে হাসলাম।

ভাল থাকুন।

১১ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:৪৮

সচেতনহ্যাপী বলেছেন: স্বাগতম।। নিদারুন সত্যিটাই আমি তুলে ধরতে চেয়েছি, অল্পে।।
ধন্যবাদ।।

৭১| ১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:৫৮

প্রামানিক বলেছেন: কবুতরটির দাম মাত্র ২৩,০০০ হাজার দিনার বা ৭৬,৩৩০ আমেরিকান ডলার!
ব্যাপারটি জেনে আমারও চক্ষু চড়ক গাছ । ধন্যবাদ পোষ্টের জন্যে।

১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:৫৬

সচেতনহ্যাপী বলেছেন: অনেকদিন পর যে!! সব ভাল তো??
নববর্ষের শুভেচ্ছা রইলো।।

৭২| ১৪ ই এপ্রিল, ২০১৭ রাত ১:৫৬

ডঃ এম এ আলী বলেছেন:

১৪ ই এপ্রিল, ২০১৭ রাত ২:০৬

সচেতনহ্যাপী বলেছেন: আলী ভাই, আমি সত্যই আপনার ভক্ত হয়ে যাচ্ছি।।
এমন বিশেষ ভাবে কেউ অধমকে মনে করতে পারে, ভাবনারও অতীত।।
এত ভাল যার মন, তার জন্য প্রয়োজন পরড়ে না কোন শুভেচ্ছার।। তবুও অনেক ভাল, সুখে, এবং আনন্দে থাকুন, এই কামনায়।।

৭৩| ১৫ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:০০

বে-খেয়াল বলেছেন: বাস্তব প্রলাপ এক কথায় অসাধারন

১৬ ই এপ্রিল, ২০১৭ রাত ১:১৬

সচেতনহ্যাপী বলেছেন: তাই কি?? বুঝতে চেষ্টা করছি।।

৭৪| ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১:৫৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: পাতে ভাত পাওয়ার জন্য দিনরাত কাজ করতে হয়।

ধনীরা রংঢং করে।

২১ শে এপ্রিল, ২০১৭ রাত ২:১০

সচেতনহ্যাপী বলেছেন: বিরূপ মন্তব্য করাতে ভাই-বোনের মহাজোট হয়েছে।। ১০ নং মহাবিপদ অতিক্রম করছি ।।

৭৫| ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ২:১১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: হাহাহাহাহা, খালি গলায় দা লাগায়!

হরতাল করতে হবে।

২১ শে এপ্রিল, ২০১৭ রাত ২:১৫

সচেতনহ্যাপী বলেছেন: কচুর মত গলা বলে বোধহয় =p~

৭৬| ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ২:১২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সাবধানে থাকবেন। বিপদে কাউকে পাশে পাবেন না। বিপদ এড়িয়ে চলার নাম বুদ্ধি।

২১ শে এপ্রিল, ২০১৭ রাত ২:১৭

সচেতনহ্যাপী বলেছেন: সাবধানতা আর সৌভাগ্যের অপর নাম বেঁচে থাকা।।

৭৭| ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ২:১৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: গলা ঠিকাছে, বিদেশ আছি তো তাই তাদের দাতে এত ধার দেশে হলে আমিও দা হাতে নিতাম।

২১ শে এপ্রিল, ২০১৭ রাত ২:২৮

সচেতনহ্যাপী বলেছেন: "ধারে ধার কাটা" ।।
কেমন আছেন।। হঠাৎ করেই পলাশের এ্যাকাউন্টটা সিন্দুে ভরলেন যে.......।!!!!!

৭৮| ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ২:৩০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জেনারেল করে রেখেছে। মন্তব্যও করতে পারি না। তাই এটা একটিভ করেছি আজ। আসলে ভালোই হয়েছে।

২১ শে এপ্রিল, ২০১৭ রাত ২:৩৮

সচেতনহ্যাপী বলেছেন: শুধু একটু দোষেই!!
শেষ পোষ্টতো দেখেছি।।
ব্যাক্তিগত মতভেদতো থাকতেই পারে।। সে জন্য..।

৭৯| ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ২:৪২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমিও বাস্তবিক হয়েছি।

জলে ডুবে মরলে লাশ ভাটিতে যায়।

২১ শে এপ্রিল, ২০১৭ রাত ২:৪৮

সচেতনহ্যাপী বলেছেন: কি জানি ভাইটি।। তবে ভালবাসা, আবেগকে পূজি করে, আজকাল আর চলা যায় না।।
শুভরাত্রি।। ভাল থাকবেন আগামীাকাল পর্যন্ত।।

৮০| ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ২:৫২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি, অবশেষে আমিও বুঝতে শুরু করেছি।

শুভরাত্রি।

৮১| ২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৩০

খন্দকার সানাউল ইসলাম তিতাস বলেছেন: আরও একটি বিচিত্র শখের কথা শুনলাম

২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:১০

সচেতনহ্যাপী বলেছেন: সখের আড়ালে অপরাধটাও ভাবতে হবে।। অথবা দুটোই।। একটা ভাবলে পুরো হবে না।।
ধন্যবাদ প্রথম ভ্রমনে।।

৮২| ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ৩:০১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: যাক, এখন প্রশ্ন হলো, আপনি কী করেন? এই বয়সে বুড়া হলেন কেমনে?
আমি লেখালেখি করে সর্বনাশ করেছিলাম। এখন আবার ঠিকঠাক হচ্ছি।

আপনি অনেক দেখেছেন, আমাকে কিছু উপদেশ করলে উপকৃত হবে।

২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ৩:০৯

সচেতনহ্যাপী বলেছেন: না ভাই, আমার বলার কিছুই নেই।। এটা ভবিতব্য।।।

৮৩| ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ৩:১৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: তাইল বেশি করে দোয়া করবেন।

২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ৩:১৯

সচেতনহ্যাপী বলেছেন: অবশ্যই।। ভাল থাকুন, এটাই কামনা।।

৮৪| ০১ লা মে, ২০১৭ রাত ২:০৯

আমি তুমি আমরা বলেছেন: সচেতনহ্যাপী

ব্লগার পরিসংখ্যান
পোস্ট করেছি: ১৩৭টি
মন্তব্য করেছি: ৪৯০২টি
মন্তব্য পেয়েছি: ২২৭৭টি
ব্লগ লিখেছি:৪ বছর ১ মাস
অনুসরণ করছি: ৬৫ জন
অনুসরণ করছে: ১১৭ জন

চতুর্থ বর্ষপূর্তির অভিনন্দন :)

০২ রা মে, ২০১৭ রাত ১২:৩৯

সচেতনহ্যাপী বলেছেন: অনেক,অনেক খুশী যে, বেড়াতে এসেছেন।। শুভেচ্ছার বিনিময়ে ধন্যবাদ পাওনা হলেন।।

৮৫| ০২ রা মে, ২০১৭ রাত ১২:৪২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: নতুন কিছু পড়তে দেবন না?

০২ রা মে, ২০১৭ রাত ১২:৫৪

সচেতনহ্যাপী বলেছেন: প্রতিদিনই তো লিখি আর কাটি (মনে মনে)।। বিক্ষুব্ধ মনের কথা লিখে গালি আর ট্যাগ খাওয়া আর দাওয়াত না করে ঘুরে বেড়ানোর মজাই আরেকটা।।
প্রোপিক চেঞ্জ করেছেন ।। ভালই লাগছে।।

৮৬| ০২ রা মে, ২০১৭ রাত ১২:৫৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সাগরিকার নাগর নগরকবি বলেছে আমি নাকি ঝামেলা করার জন্য ছাওয়াল কালের ছবি দিয়েছি! X((

বান্দর একটা! আমাকে খালি খোঁচায় X(


এই জন্য বুড়া বয়সের ছবি লাগিয়েছি :P

০২ রা মে, ২০১৭ রাত ১:০৯

সচেতনহ্যাপী বলেছেন: অন্ধকে পথ দেখানো সওয়াবের কাজ।। =p~

৮৭| ০২ রা মে, ২০১৭ রাত ১:১২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: হাহাহাহা

০২ রা মে, ২০১৭ রাত ১:১৬

সচেতনহ্যাপী বলেছেন: মনখোলা হাসিতে যোগ দিতেই হয়।। হাসছি আমিও।।

৮৮| ০২ রা মে, ২০১৭ রাত ১:১৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ব্লগে আসলে সত্যি মন খুলে হাসতে হয়।
আমিতো অনেক সময় হাসতে হাসতে বিরক্ত হই :((

০২ রা মে, ২০১৭ রাত ১:২০

সচেতনহ্যাপী বলেছেন: একটু থামেন, হয় বলতে কি প্রানখোলা না B-))

৮৯| ০২ রা মে, ২০১৭ রাত ১:২২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি, হাসতে থাকলে তা প্রাণখোলা হয়।

০২ রা মে, ২০১৭ রাত ১:২৮

সচেতনহ্যাপী বলেছেন: পদ্ধতিটা পুরানো হলেও অনেকে জানে না।। আমিও চর্চা থকা সত্বেও ভুলে গিছিলাম।।

৯০| ০২ রা মে, ২০১৭ রাত ১:৫৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সুখ শান্তি আল্লাহর নেয়ামত।

০৩ রা মে, ২০১৭ রাত ১২:০৭

সচেতনহ্যাপী বলেছেন: সাথে নিজেরও "একান্ত ইচ্ছে"।।

৯১| ০৩ রা মে, ২০১৭ রাত ১২:০৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সুখের ভাগ সবায় পায়।

০৩ রা মে, ২০১৭ রাত ১২:১৪

সচেতনহ্যাপী বলেছেন: স্বভাবতই।। কারন সুখ চিৎকার করে জানানো আর দুখ একান্তে।। পাশেরজনও যেন টের না পায়।।

৯২| ০৩ রা মে, ২০১৭ রাত ১২:১৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কষ্ট হলে চিৎকার করে বলি আমার কষ্ট হচ্ছে। :(

০৩ রা মে, ২০১৭ রাত ১২:২৭

সচেতনহ্যাপী বলেছেন: সহমত না হলেও অন্যের ইচ্ছেকে অপমান করতে নেই।। তাই মেনে নিলাম।।
আমি সবকিছুই পারি না মানতে, তাই আমর প্রকাশের ধরনটা একটু ভিন্ন।।

৯৩| ০৩ রা মে, ২০১৭ রাত ১২:৩৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সবুর করলে মেওয়া ফলে। আমিও সবুর করি।

আমার একটা পোস্ট সরিয়ে ফেলেছে :(

০৩ রা মে, ২০১৭ রাত ১২:৪৬

সচেতনহ্যাপী বলেছেন: মাত্রই বলতে চেয়েছিলাম।। ভেবেছিলাম আপনিই.....

৯৪| ০৩ রা মে, ২০১৭ রাত ১২:৪৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সতর্ক করা হয়েছে, বাড়াবাড়ি করলে ব্যান করবে। :(

০৩ রা মে, ২০১৭ রাত ১২:৫৪

সচেতনহ্যাপী বলেছেন: মনে হয় ১০ নং মহাবিপদ সংকেত!! সুতরাং, যাহা বলিবেন, রেখে-েঢেকে বলিবেন।।

৯৫| ০৩ রা মে, ২০১৭ রাত ১২:৫৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি হয়তো ভালোমানুষ হতেই পারব না :((

০৩ রা মে, ২০১৭ রাত ১২:৫৮

সচেতনহ্যাপী বলেছেন: আমার মত লোক যখন পেরেছে তখন "পারবো না" কথাটিই অজানা হয়ে রইলো ( বড় কথা হলে দুঃখিত)।।

৯৬| ০৩ রা মে, ২০১৭ রাত ১:১৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: হাহাহাহাহা। আমি ভালোমানুষ হলে ওরা আমার পোস্ট সরাতো না। :P

০৩ রা মে, ২০১৭ রাত ১:১৮

সচেতনহ্যাপী বলেছেন: আমি ব্যার্থ!!!

৯৭| ০৩ রা মে, ২০১৭ রাত ১:১৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মডারেটর সাহেবদের সামনে শক্তিসামর্থ্য ব্যর্থ হয়। :((

০৩ রা মে, ২০১৭ রাত ১:২৬

সচেতনহ্যাপী বলেছেন: যেমনটা হয় সরকারের সামনেও!! অবাক করলেন!! দিন/রাতের পার্থক্য বুঝেন না B:-/

৯৮| ০৩ রা মে, ২০১৭ রাত ১:২৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: চালিশায় ধরছে তো :-B

০৩ রা মে, ২০১৭ রাত ১:৩৮

সচেতনহ্যাপী বলেছেন: আমার প্রায় ষাটোর্ধ!! মনে ভীমরতি!!

৯৯| ০৩ রা মে, ২০১৭ রাত ৩:২০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি হয়তো হাসবেন, আমি প্রায় নিষ্কাম হয়েছিলাম। এখনও সুস্থ হইনি। দোয়া করবেন আমার জন্য।

০৩ রা মে, ২০১৭ রাত ১১:৫৮

সচেতনহ্যাপী বলেছেন: নিষ্কাম এর সাধারন অর্থ বেকার এর সাথে অসুস্থতার সম্পর্ক কি??
কিছু মনে না করলে, জানাতে পারেন।।

১০০| ০৬ ই মে, ২০১৭ রাত ১২:৩২

সেলিম আনোয়ার বলেছেন: আজিব মানুষ আজিব শখ ।

০৬ ই মে, ২০১৭ রাত ১২:৪১

সচেতনহ্যাপী বলেছেন: সেলিম ভাই!! ভাল লাগছে, ঠিকানা খুজে আসার জন্য।।
মানুষ প্রজাতিটাই আজব!!

১০১| ০৬ ই মে, ২০১৭ রাত ২:২৩

ওমেরা বলেছেন: হ্যাপী ভাইয়া নতুন পোষ্ট দেন । এই পোষ্ট কমেন্ট ধারন ক্ষমতা হারিয়ে ফেলছে ।

০৬ ই মে, ২০১৭ রাত ২:৩৫

সচেতনহ্যাপী বলেছেন: বোনটি লিখতেো চাইই।। লিখিও প্রতিদিনই।। মনের খাতায়।। আবার কাটাও হয়ে যায়।। কেন যেন মনই টানে না।। বুঝতে পারছেন মনের দোটানাটা।।
ধন্যবাদ।।

১০২| ০৭ ই মে, ২০১৭ রাত ১:১৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি কেমন আছেন? আজ কাল আমি একটু ব্যস্ত। নাতনিরা এসেছে।

০৭ ই মে, ২০১৭ রাত ১:৩৯

সচেতনহ্যাপী বলেছেন: আমি নিজেকে নিয়ে ভালই।। নাতি/নাতনীদের প্রতিটা মুভই আনন্দদায়ক।।

১০৩| ০৭ ই মে, ২০১৭ ভোর ৪:০৬

ডঃ এম এ আলী বলেছেন: কেমন আছেন , নতুন কোন পোষ্ট দেখছিনা যে , ব্যস্ত সময় পার করছেন মনে হয় ।
শুভেচ্ছা রইল

০৮ ই মে, ২০১৭ রাত ১:৪২

সচেতনহ্যাপী বলেছেন: এতক্ষন কষ্ট করে যা লিখলাম, পুরোই হাওয়া B:-/ !!
তবে আপনার আন্তরিকতা স্পর্শ করেছে অনেকটাই।।
আর ব্যাস্ত বলতে, হাজিরা দেই আর শুয়ে-বসে খোদাই ষাড় হচ্ছি =p~

১০৪| ০৮ ই মে, ২০১৭ রাত ১:৫৭

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ । লেখা কেন হাওয়া হল বুঝা গেলনা ।
লেপটপের বেটারী শেষ নাকি? অামিউতো
উউনডোস -১০ ইন্সটল করে মহা ঝামেলায় ,
মাঝে মাঝে কপি কমান্ড কাজ করেনা , বন্ধ করে
আবার গোড়া হতে আসতে হয় , আরো আরো
অনেক ঝামেলা মাঝে মাঝে কান্না পায় ।।।

গতকালের আনন্দবাজারে দেখলাম
বিকালের চায়ের দখল নিয়ে কলকাতার রাস্তায়
সাদা ষাড় আর কাল ষাড়ের বেজায় যুদ্ধ , বেশ
কিছু লোক আহত ,পরে পুলিশের হস্তক্ষেপে শান্ত ।

০৮ ই মে, ২০১৭ রাত ২:০৯

সচেতনহ্যাপী বলেছেন: আমার ল্যাপীতে উইন্ডোস টেনই।। নাহ্ এটা ভালই।।
ব্যাটারীও শেষ হয় নি।। সমস্যা হেতানয়, অন্যকোথা।।
তবুও "ওরা" এমন কিছু লেখে, যা আমরা তেল দিয়ে সেষ করি।।
তবে কিন্তু আনন্দবাারকে সরকার বিরোধীই বলতে পারেন।।

১০৫| ০৮ ই মে, ২০১৭ রাত ২:৩৩

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ , আনন্দবাজারকে ঠিকই বলেছেন ।

১০৬| ১১ ই মে, ২০১৭ রাত ১:২৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: নতুন কিছু পড়তে বা দেখতে দেবেন না?

১১ ই মে, ২০১৭ রাত ১:৩২

সচেতনহ্যাপী বলেছেন: অলসতাটুকু বিদায় হোক।।

১০৭| ১১ ই মে, ২০১৭ রাত ১:৩৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

সৌন্দর্য, শখ বা শিল্পের পিছনে অনেকেই অঢেল অর্থ ব্যয় করেন। এটা নতুন কিছু নয়।

১০৮| ১১ ই মে, ২০১৭ রাত ১:৩৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আগে ভাবতাম, দিনেদিনে সেয়ান হব, নজোয়ান হব। এখন বাস্তবিক হয়েছি। বয়স বাড়তে শুরু করেছে। লেখালেখি ছাড়তে হবে।
দিনদিন অসুস্থ হচ্ছি।

আপনাদের জন্য জানে টানে। এই টানকে কী করব?

১১ ই মে, ২০১৭ রাত ১:৫৫

সচেতনহ্যাপী বলেছেন: ভাবনা একই।। বাধা বয়সের দূর্বলতা!! পশ্চিমা বিশ্বে থাকলে না হয় একটা গতি হতো।। এখন আমরা না ঘরকা, না ঘাটকা!!

১০৯| ১১ ই মে, ২০১৭ রাত ১:৫৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কথা সত্য। আমি নাতনিদের দিকে তাকিয়ে মনে মনে বলি, আল্লাহ আমাকে সফল পুরুষ করেছেন। আমি সত্যি নানা হয়েছি।

দোয়া করেবন ভাইজান।

১১ ই মে, ২০১৭ রাত ২:০৩

সচেতনহ্যাপী বলেছেন: আমি এতক্ষন চেষ্টা করেও আপনার ব্লগে যেতে পারি নি।। নেট না সার্ভার??

১১০| ১১ ই মে, ২০১৭ ভোর ৪:১২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ব্লগে সমস্যা হচ্ছে।

১২ ই মে, ২০১৭ রাত ১২:১৪

সচেতনহ্যাপী বলেছেন: তাই হবে হয়তো।। আজ তো ভালই দেখছি।।

১১১| ১৬ ই মে, ২০১৭ সকাল ১১:৩৮

অরফিয়াস বলেছেন: বহুত দিন হইয়া গেল!!!


এইবার নতুন পুস্টটুস্ট করেন মিয়াবাই!!:)

১৬ ই মে, ২০১৭ রাত ১১:৫৬

সচেতনহ্যাপী বলেছেন: বিলিয়ার ভাই না?? বিশ্বাস করুন পুষ্টাইতে তো চাই-ই।। ইচ্ছে করে না যে।। তাছাড়া তো নিয়মিতই অনলাইনে আসছি ।।
ভাল থাকবেন।।

১১২| ২০ শে মে, ২০১৭ রাত ১:২৫

উর্বি বলেছেন: ভালো বলেছেন

২০ শে মে, ২০১৭ রাত ১:৩১

সচেতনহ্যাপী বলেছেন: আসলেও কত ছলের আকৃতিতে টাকা পাচার হচ্ছে।। আমাদের দেশও কি এর বাইরে?? অবশ্যই না।। লেখার মূলটা এখানেই।।

১১৩| ২৭ শে মে, ২০১৭ রাত ১২:১৮

পাহাড়ের কান্না বলেছেন: আমার পরিচিত একজন ৩ লাখ টাকা দিয়ে একটা কবুতর কিনেছিলেন। যেটা কেনার দ্বিতীয় দিনে তারই পোষা বিলাই মাইরা ফালাইছে =p~

২৯ শে মে, ২০১৭ রাত ১:৫৪

সচেতনহ্যাপী বলেছেন: উনার টাকাটা বিলাইর পেটে যেয়ে শান্তিতে আছে অন্ততঃ অনাহারী মানুষের পেটে যাওয়ার চাইতে!! :P

১১৪| ০৫ ই জুন, ২০১৭ দুপুর ১২:৪৯

বিজন রয় বলেছেন: নতুন পোস্ট দিন।

০৬ ই জুন, ২০১৭ রাত ২:০৫

সচেতনহ্যাপী বলেছেন: ধন্যবাদ দাদা।। বিশ্বাস করুন, লিখতে ঠিকই চাই কিন্তু কেন যেন মনই চায় না।। লিখতে গেলেই অজানা এক ক্লান্তি ভর করে।। তারচেয়ে ভাল লাগছে আপনাদের লেখা পড়েই।।
আবারো ধন্যবাদ।।

১১৫| ০৭ ই জুন, ২০১৭ ভোর ৫:২৬

ডঃ এম এ আলী বলেছেন: বছর হতে চলল , নতুন পোষ্ট কবে পাব ।
শুভেচ্ছা রইল ।

০৮ ই জুন, ২০১৭ রাত ১:৪৮

সচেতনহ্যাপী বলেছেন: আলী ভাই, বিক্ষুব্ধ মনটা যেদিন বাগে আসবে, তখনই।। আন্তরিকতাটুকু মন ছুয়েই গেল।। ভাল এবং সুস্থ থাকবেন।।

১১৬| ০৮ ই জুন, ২০১৭ রাত ১:৪৪

গেম চেঞ্জার বলেছেন: বাজেট নিয়ে কিছু বলবেন না?

০৮ ই জুন, ২০১৭ রাত ১:৫৬

সচেতনহ্যাপী বলেছেন: কয়েকজন ঘনিষ্ট বন্ধুর সুবাদে, আমি আর সচেতনহ্যাপী নই।।
অনেক ইচ্ছে ছিল "ইতিহাসের শ্রেষ্ঠতম" বাজেট নিয়ে লেখার।। কিন্তু অপারগ!! বয়স হয়েছে, কথা শুনতে রাজি না।।
সুষ্ঠ সমালোচনা করলেও কথা ছিল, কিন্তু মল্টির ভীড় লক্ষ্য করেছেন কি?? শ্রেফ মজা নেওয়ার জন্যই মাঝে মাঝে তাদের লেখায় মন্তব্য করি!!
ভাল এবং সুস্থ থাকবেন অহরহ, এই কামনায়।।

১১৭| ০৮ ই জুন, ২০১৭ রাত ২:০১

গেম চেঞ্জার বলেছেন: "শ্রেষ্টতম বাজেট" কিন্তু বাস্তবে জঘন্যতম বাজেট। যেখানে নির্লজ্জভাবে লাঠিয়াল পোষার মত করে আমলা/কর্মর্কতা/নির্বাহীদের পেট পুরবার সাথে সাথে দুর্নিতি করে সিংহভাগ টাকা খেয়া ফেলার জন্য সুন্দর রোডম্যাপ করা হয়েছে!!! X((

--- অফটপিকঃ আমিও মজা পাই, এদের হাস্যকর কর্মকান্ড দেখে!! B-))

এইসব মাল্টি সংগ্রাম-আন্দোলন নিয়ে কনসার্নড না। কারণ পথে হাঁটতে গেলে বস্তির মানুষের হানাহানি গালাগালি এইসব পড়ে গেলে তাতে জড়িয়ে না পড়াই ভদ্রলোকের কাজ!

(মন্তব্য করা মানেই জড়িয়ে পড়া না। আশা করি আমি কি বোঝাতে চেয়েছি বুঝতে পেরেছেন।)

০৮ ই জুন, ২০১৭ রাত ২:২০

সচেতনহ্যাপী বলেছেন: তাই তথাকথিত বাজেট বাদ।।
আমিও তাই একটু দুরত্ব রেখেই চলছি।। (জীবনের শেষ প্রান্তে বলে।। আমি মিথ্যে বলি না)`।। অনেক করেছি এবং দেখেছিও।। সত্যি বলছি ভাই, আর ভাল লাগছে না।। এবার চাই একটু নিঃশ্চিন্তে ঘুমাতে।।
কিন্তু ওটা আর সবাই বুঝলে তো!!
ভাল থাকুন, সর্বদা।।

১১৮| ১৬ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৫০

খায়রুল আহসান বলেছেন: সবগুলো মন্তব্য পড়লাম।
আপনার এ পোস্ট অনেকেরই দৃষ্টি আকর্ষণ করেছে। খুশী হ'লাম।

১৭ ই জুলাই, ২০১৭ রাত ১২:৪১

সচেতনহ্যাপী বলেছেন: কারন, প্রথমতঃ আমি একটি ম্যাসেজ দিতে চেয়েছি, এই পোষ্টের মাধ্যমে।। দ্বিতীয়তঃঃ এবং প্রধান, এটাই ছিল আমার যোগাাযোগের সুত্র। তৃতীয়তঃ প্রিয় কারো সাাথে কথোপকথন!!!! অবাক লাাগছে!!
কিন্তু আপনার প্রতিক্রিয়া অজানাতেই!!

১১৯| ১৭ ই জুলাই, ২০১৭ সকাল ১১:০৭

খায়রুল আহসান বলেছেন: কিন্তু আপনার প্রতিক্রিয়া অজানাতেই!! -- আমার প্রতিক্রিয়া তো অনেক আগেই জানিয়েছিলাম, ১৬ নং মন্তব্যে। হয়তো ভুলে গেছেন! :)

১৭ ই জুলাই, ২০১৭ রাত ১১:৫২

সচেতনহ্যাপী বলেছেন: আমি সত্যিই দুঃখিত, আসলেও ভুলে গেছিলাম।। প্রায় ৭মাস আগের লেখা।। ভুল বুঝবেন না, প্লিজ।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.