নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একটা নির্দিষ্ট গন্ডীর মাঝেইথাকতে চাই।।

সচেতনহ্যাপী

সচেতনহ্যাপী › বিস্তারিত পোস্টঃ

আমরা>>>>>>>>>>

০৯ ই জুন, ২০১৭ রাত ৩:১২

হঠাৎ করেই বধ্নুদের মাঝে কেমন একটা আলোড়ন দেখা দিল।। যার ঢেউ আমাকেও ছুয়ে ছুয়ে যাচ্ছিলো।। বয়স হয়েছে, জাবরটা বড়ই মধুর।। তাই কেটে যাওয়া।। সেই এককাপ চা দুজনে ভাগ করে খাওয়, এক সিগারেট ৩/চার জনে টান দেয়া, বন্ধুরাই আজ কাটুন নিয়ে বসতে পারি!! না আসলে অবাক হবার কিছুই নেই।। এটাই এগিয়ে চলা।। কিন্তু আন্তরিকতা নেই সেই আগের মত।। আজ ১০ কার্টুন ১০ জনেই নিয়েই বসতে পারি।। কারন কেউ আমেরিকা, কেউ কানাডা, কেউ অষ্টেলিয়া কেউ সুইডেেন বা মধ্যপ্রাচ্যেও।। অর্থের অভাব নে আজ!! ক্কিন্তু এটা কি ফিরিয়ে আনতে পারবে, সেই বছর ৩৫/৪০য়ের সেই আনন্দ কে??
পারবে না।। প্রমান কথোপকেথন।। সবার কন্ঠেই এক অনাস্বাদিত সুখের আবেশ।। ভুলে গেছি জীবনের প্রাথমিক দিকগুলি।। অবাক হতে যেয়েও হই না।। নিজ পরিবার থেকে বৃহত্তর পরিস্থিতিতে এটাই দেখছি।। সময়ের সাথে বদলে যায় সবার মানসিকতাও!! কিন্তূ আমারটা কেন নয়!! আমি কি আসলেই এলিয়েন!!
বদলে যাচ্ছে পৃথিবী, তার নিজের মত করেই।। সাথে বাধ্য করছে, আমাদেরও।। আমরা তাই পৃথিবীর নিয়মেই নূতন রূপ, নূতন ধারনা নিয়েই এগিয়ে চলছি।। হোক ভুল, ক্ষতি নেই।।
ঐ যে, ভুপেন হাজারিকার "বিস্তির্ন দুপারের" মতই।। আসলেও আমরা কিন্তু এই বৃত্ত থেকে বের হতে পারছি কি??
বাহুল্যে বলছি, ব্লগের চেহারা বদলে, মাল্টির রূপ অনেক বেড়েছে।। বেড়েছে সিন্ডিকেটের রূপও!! পড়ি, মন্তব্য করি, আবার ভাবিও।। এই জোয়ারে গা না ভাসালে, পরিনতি কি হতে পারে?? আসলে হবে না কিছুই।। কারন জোয়ারের পানিতে মন্দর সাথে ভেসে যায়, অনেক ভালও।।

মন্তব্য ৩৭ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুন, ২০১৭ রাত ৩:৫৬

লাল মাহমুদ বলেছেন: "বদলে যাচ্ছে পৃথিবী, তার নিজের মত করেই।। সাথে বাধ্য করছে, আমাদেরও।। আমরা তাই পৃথিবীর নিয়মেই নূতন রূপ, নূতন ধারনা নিয়েই এগিয়ে চলছি।। হোক ভুল, ক্ষতি নেই।।"

এটাই যেন কঠিন এক বাস্তবতা।যাকে আমাদের মেনে নিতেই হবে।

১০ ই জুন, ২০১৭ রাত ১:০৬

সচেতনহ্যাপী বলেছেন: প্রাকৃতিক নিয়ম মানতে না পারলে যে, নিঃশ্চিন্হ হতে হবে।। ধন্যবাদ।।

২| ০৯ ই জুন, ২০১৭ ভোর ৪:৩৪

চাঁদগাজী বলেছেন:


ব্লগে আজ কয়দিন সবাই "মাল্টি মাল্টি" করছে; ব্যাপার কি? মাল্টি দিয়ে কে কি করছে? মানবী না কি এক নিক বড় বড় ফতোয়া দিচ্ছিল সেদিন; আরো কয়েজন ম্যাঁও প্যাঁও করছিলো মাল্টি নিয়ে; কেহ যদি মাল্টি ব্যবহার করে, সে ৫/৬ মাসের ভেতর ক্লান্ত ও বিরক্ত হয়ে ব্লগ ছেড়ে পালাবে; মাল্টি কি আমরা বন্দ্ধ করতে পারবো?

১০ ই জুন, ২০১৭ রাত ১:১২

সচেতনহ্যাপী বলেছেন: না, মাল্টি বন্ধ করা সম্ভবও হবে না।। থাকুক না হাজারো মাল্টি, এবং প্রতিটাতে বিভিন্ন লেখা।। তাহলে আমরাও তো পড়তে পারি।।
ক্লান্তি কি আর আমাদের আছে!!!!

৩| ০৯ ই জুন, ২০১৭ ভোর ৬:২২

ওমেরা বলেছেন: লিখা পড়ে মনে হল মনের কষ্ট থেকে লিখেছেন তবে পৃথীবি পরিবর্তনশীল সাথে আমাদের ও পরিবরেতন হতে হয় না হলে আমরা টিকে থাকতে পারব না ।

ব্লগে নিন্তান্তই নতুন সিন্ডিকেন, মাল্টি অনেক কিছু শুনতেছি কিন্ত বুঝি না তেমন , বুঝতে চেষ্টা ও করি না কারন এগুলো বুঝা আমার জন্য দরকারী মনে করি না ।

ধন্যবাদ ভাইয়া ।


১০ ই জুন, ২০১৭ রাত ১:১৭

সচেতনহ্যাপী বলেছেন: আসলেও পরিবর্তনের সাথে খাপ না খেতে পারলে, টিকে থাকাই মুশকিল।। বাকীসব আমিই বুঝি না।। কিন্তু ঐসব দিয়ে যখন সাধারন পরিবেশটাকে অযথাই উত্তপ্ত করা হয়, তখন আর ভাল লাগে না।।
ভাল থাকবেন।।

৪| ০৯ ই জুন, ২০১৭ সকাল ৯:২৬

শায়মা বলেছেন: বাহুল্যে বলছি, ব্লগের চেহারা বদলে, মাল্টির রূপ অনেক বেড়েছে।। বেড়েছে সিন্ডিকেটের রূপও!! পড়ি, মন্তব্য করি, আবার ভাবিও।। এই জোয়ারে গা না ভাসালে, পরিনতি কি হতে পারে?? আসলে হবে না কিছুই।। কারন জোয়ারের পানিতে মন্দর সাথে ভেসে যায়, অনেক ভালও।।


ঠিক তাই।
মাল্টির বিরুদ্ধে মালটি দিয়ে পল্টিবাজি, সিন্ডিকেটের নামে নিজেদের সিন্ডিকেটের ব্যাবহার।

সোজা কথা নিজেদের কৃত কর্মের বালাই নেই, যোগ্যতা নেই অথচ কেচালবাজী উস্কানীতে গলা বাড়িয়ে দেওয়া। হা হা হা

১০ ই জুন, ২০১৭ রাত ১:২৪

সচেতনহ্যাপী বলেছেন: যদি আমাকে বলে থাকেন, তাহলে দেখবেন আমি খুব সযত্নেই এড়িয়ে চলি, এই ক্যাচালবাজীটা।। পাড়লে এড়িয়েই যাই।। ধন্যবাদ।।


৫| ০৯ ই জুন, ২০১৭ সকাল ৯:২৯

শায়মা বলেছেন: এই জোয়ারে গা না ভাসালে, পরিনতি কি হতে পারে?? আসলে হবে না কিছুই।। কারন জোয়ারের পানিতে মন্দর সাথে ভেসে যায়, অনেক ভালও।।


জোয়ারে ভাসলেও কিছু না বা ভাসলেও কিছুই না সোজা কথা নিজের সময়ের অপব্যাবহার সম্পর্কে সচেতনতা ! :)

কথার পিঠে অনেক কথাই বলা যায়, একজনের ভালো দেখে আরেকজনের গা নিশপিসও করানো যায় বা নিজের চরকার তেল বাদ দিয়ে অন্যের চরকাতে দিয়ে এসে উস্কানোও যায় । এই সবই মানব ধর্ম, মানব জীবন শুধু হাস্যকর যে যা করে ভাবে সেই রাইট। অন্যেই ভুল !!!!!!

জোয়ারে ভাসারাও , না ভেসে পাড়ে বসে থাকারাও আবার মাঝের জনেরাও ভাবেন তাহারাই রাইট!!!!!!

হা হা হা সবই মানবীয় ধরমের খেলা !

১০ ই জুন, ২০১৭ রাত ১:২৮

সচেতনহ্যাপী বলেছেন: জোয়ারের পানিতে মন্দর সাথে ভেসে যায়, অনেক ভালও।।
ঠিকই বলেছেন, আমরা সবাইই প্রকারান্তরে রাইট।।
ভাল থাকবেন।।

৬| ০৯ ই জুন, ২০১৭ সকাল ৯:৩৪

মানবী বলেছেন: দীর্ঘ দীর্ঘ সময় পর পোস্টে দিয়েছেন দেখে ভালো লাগলো তবে পোস্টের হতাশ সুরটি নিঃসন্দেহে সুখকর নয়।

" ব্লগের চেহারা বদলে, মাল্টির রূপ অনেক বেড়েছে।। বেড়েছে সিন্ডিকেটের রূপও!!"

- খুব খুব দুঃখজনক! জানিনা সব সময় এমন ছিলো কিনা। আমি দু একজন এড়িয়ে খুব র‍্যান্ডমলি মন্তব্য করি, এখন কনফিউজড, যেকোন পোস্টে মন্তব্য করতেগিয়ে মনে হয় এটিও কারো মাল্টি নিক কিনা!!

অনলাইনে কেউ যদি এক এক কথা বলতে এক এক রকমের মুখোশের আড়ালে লুকিয়ে কথা বলে তাহলে বাস্তব জীবনে তার পুরো অস্তিত্বহীণ হবার কথা। জানতে ইচ্ছে করে এই ব্লগের এ্যাক্টিভ ব্লগারদের মাঝে কতোজনের আত্মার জোড় আছে শুধুমাত্র একটি নিকেই সব কথা বলার। মাল্টি নিক ব্যবহার শুধু মেরুদন্ডহীণ প্রমান করেনা সেই সাথে ভন্ডামী এবং পাঠকদের সাথে প্রতারণাও। শুধুমাত্র ব্যান হবার পরে ভিন্ন একটি নিকে শুদ্ধভাবে ফিরে আসাটা ছাড়া।

মাল্টি নিক, মাল্টি নিকে নিজ দলের পিঠ চাপড়ানো, অপরকে আক্রমণ এবং গ্রুপিং- এসবের পক্ষে কোন যৌক্তিকতা থাকতে পারেনা।
কেউ কেউ সিলেক্টিভ নৈতিকতা নিয়ে চলে, অন্য কেউ করলে অন্যায় তবে সে নিজে বা তার পছন্দের কেউ করলে তা খুব যৌক্তিক- এধরনের ছেলেমানুষী ভাবনাও হাস্যকর। অসততা সব সময়ই অসততা এবং বর্জনীয়, সেই অসৎ ব্যক্তি নিজের ঘরের হোক অথবা অন্য কারও।

আমার বরাবর যেমন এই একটিই নিক তেমনি আজ অবধি কোন গ্রুপের অংশ নই। আমার অবস্থান সব সময় কোন একটি ইস্যুর পক্ষে বা বিপক্ষে, কোন ব্যক্তি বা গ্রুপের পক্ষে বিপক্ষে নয়। আর তাই, আমার এই অবস্থান নিয়ে কারও কোন প্রশ্ন থাকলে ভদ্রভাবে আমার ব্লগে জিজ্ঞেস করলে(আসল নিকে) জবাব পাবে, এখানে ওখানে নোংরামীর প্রয়োজন নেই।


সকলের অনুরোধ রক্ষা করে পোস্টটি দেবার জন্য অনেক অনেক ধন্যবাদ সচেতনহ্যাপী।

১০ ই জুন, ২০১৭ রাত ১:৩৮

সচেতনহ্যাপী বলেছেন: ব্যাক্তি ব্লগারকে ভাল লাগা আর মাল্টিতে ভাল লাগার মাঝে অনেক দুরত্ব।।
মাল্টি নিক, মাল্টি নিকে নিজ দলের পিঠ চাপড়ানো, অপরকে আক্রমণ এবং গ্রুপিং- এসবের পক্ষে কোন যৌক্তিকতা থাকতে পারেনা। মনের কথাটিই বলেছেন।।
এটা একটা এমন প্লাটফর্ম যেখানে, বিভিন্ন ভাবনার,মতাদর্শের সবাই একত্র হয়েছি।। লেখা নিয়ে তাই আলোচনা/সমালোচনা হতেই পারে।। কিন্তু সেখানেই দেখি গালাগালির ঝড়।। এটাই পিড়া দেয়।।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।।

৭| ০৯ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯

সুমন কর বলেছেন: অনেক দিন পর, পোস্ট দিলেন। সময়ের স্রোতে অনেক কিছু হারিয়ে যায়....বদলে যায় !! আপনি আপনার মতোই থাকুন, আমাদের সাথে।

১০ ই জুন, ২০১৭ রাত ১:৪৩

সচেতনহ্যাপী বলেছেন: সুমনদা, কেমন আছেন।।
আসলে এখন যদি বলি যে, এই লেখাটাও পুরোই নিজের অজান্তে, বিশ্বাস করবেন কি?? না করারই কথা।। কিন্তু হয়ে গেছে যখন, তখন জবাবতো দিতেই হবে।।
অনেক কু হারিয়ে, অনেক বদল দেখে এখানে এসেছি।। পেয়েছি পরিচয়ের বাহিরে কিছু শুভ্যানুধায়ী, এটা আমার জন্য অনেক।। তাই থাকবোও আপনাদের সাথেই।।

৮| ১০ ই জুন, ২০১৭ রাত ১:৪৬

গেম চেঞ্জার বলেছেন: মাল্টি নিক নিয়ে যারা মাল্টিবাজি করে তাদের নিয়ে আমি মুলত তেমন চিন্তাই করি না। তবে কেউ যদি মাল্টি নিক ব্যবহার করে কাউকে গালি/খোঁচা/অসদাচরণ না করে, তাহলে সেটা কোনভাবেই সমস্যার কিছু মনে করি না ভাই!

আপনার মনটা মনে হয় বিক্ষিপ্ত অল্প-স্বল্প! স্যরি, যদি আমার পোস্টের কারণে হয়ে থাকেন!

১০ ই জুন, ২০১৭ রাত ১:৫৮

সচেতনহ্যাপী বলেছেন: আশ্চর্য তা কেন হতে যাবে!! এমনটা ভাবলেনই বা কি করে??!! ( মানে আমাকে কি, কোনদলে ফেলে দিলেন কি??) ।
ভিন্ন ভিন্ন নিকে যদি কেউ ভিন্নতর লেখা দিতে পারে, তাহলে তো ভালই হয়।। এমন দু/চারজনের লেখা আমারও প্রিয়।। মন্তব্যও তো করি।। কিন্তু যখন কেউ, মাল্টি নিক ব্যবহার করে কাউকে গালি/খোঁচা/অসদাচরণ চুড়ান্ত করে।। তখন ?? সমালোচনার অনেক পথ আছে।। তাই না?? আমার লেখা ভাল না লাগলে, যে কারোরই অধিকার আছে প্রতিবাদ/সমালোচনা করার।। সেখনে মাল্টি নিয়ে কেন অযথাই..।

৯| ১০ ই জুন, ২০১৭ রাত ২:১৯

গেম চেঞ্জার বলেছেন: লেখক বলেছেন: আশ্চর্য তা কেন হতে যাবে!! এমনটা ভাবলেনই বা কি করে??!! ( মানে আমাকে কি, কোনদলে ফেলে দিলেন কি??) ।

আবারও ভুল বুঝলেন হ্যাপি ভাই। আপনার পোস্টের প্রথম অংশের কারণে বুঝেছি বিক্ষিপ্ত হতে পারে!!! আর আপনাকে কোন দলে ফেলার মতো নির্বোধ অন্তত নই! আরেকটা বড় কারণ আমার পোস্টে মাল্টি প্রসংগ টেনে আনা। এটা অনেকের চোখেই অসুন্দর দেখাচ্ছে জানি। তবে সেটা না আনলে অনেকেই ভুল বুঝতে পারত। কারণ সুশীল বেশ ধারী কেউ কেউ মৃদুলা নুপুর আবার কেউ জেন রসির/আমার মত মন্তব্য করার চেষ্টা করে মাল্টি হবার (ফ্লপ) নাটক মঞ্চস্থ করেছিলেন। সেটাকে নিয়ে ফেসবুকে দেখেছি কথাবার্তা। এরপর পোস্টটায় সংযুক্ত করতে বাধ্য হলাম। :(

১০ ই জুন, ২০১৭ রাত ২:৩১

সচেতনহ্যাপী বলেছেন: যারা এসেছিলো, কিভাবে হেনস্তা হয়েছে দেখেছি।।
একটা কথা মনে রাখবেন আপনারা কয়েকজন আমার খুব প্রিয়দের মাঝে।। লেখার কারনেই।। এখানে কোন ভনিতা করি না।। ভাল লাগলে, মন্তব্য করি, না লাগলে চুপ করে চলে আসি।। ধন্যবাদ।।
আর ফেবুর কথা আমার অজানা।।

১০| ১০ ই জুন, ২০১৭ রাত ২:৩৮

গেম চেঞ্জার বলেছেন: তাহলে আর কোন কথাই থাকলো না!! এই জিনিসটা বারবার দেখতে ভাল লাগছে! :) বাংলাদেশের নাম অস্ট্রেলিয়া/নিউজিল্যান্ডেরও আগে!! কি সুন্দর!!!
আর আমি খুব আশা করছি অস্ট্রেলিয়া ইংল্যান্ডের সাথেও হারবে!!!!!!!!!!!!!!

১০ ই জুন, ২০১৭ রাত ২:৪৬

সচেতনহ্যাপী বলেছেন: আশাতো আমারও।। কিন্নু বিধি সুদৃষ্টি দেবেন কি??
তবে আজকের জয়ে অনেক দাত চেপে শেষ পর্যন্ত লড়ে যওয়ার অদমনীয় মনোভাবটাই মুগ্ধ করেছে।। আসলে আমরা এমনই এক জাতি, দেয়ালে পিঠ না ঠেকা পর্যন্ত অথর্ব।।!!

১১| ১১ ই জুন, ২০১৭ রাত ২:৫৯

মুশি-১৯৯৪ বলেছেন:

ভাল যে আছেন তা নতুন পোষ্ট দেখে বুঝতে পারছি বড়ভাই।

মাল্টি নিক ব্যবহার করে কাউকে গালি/খোঁচা/অসদাচরণ আর সিন্ডিকেটবাজী আমার মত নতুন ব্লগারদের জন্য বিভ্রান্তিকর।
আমার কাছে এসব কোনো-একটি অজ্ঞানকৃত অপরাধের দণ্ডবিধান মনে হয়।

১১ ই জুন, ২০১৭ রাত ৩:০৬

সচেতনহ্যাপী বলেছেন: হ্যাঁ ভাই, বরাবরের মতই ভাল।।
আমি মাল্টির বিরুদ্ধে না, যি তারা নিজেদের প্রতিভাকে বিভিন্ন নামে প্রস্ফুটিত করেন।। এমন বেশ কয়েকটি পোষ্টে আমি প্রাায় নিয়মিতই মন্তব্য করি।। কিন্তু কিছুদিন আগে ককছু মাল্টি যে ভাষায় গালি/খোঁচা দিয়েছেন তা আর ভাল লাগে নি।। ব্লগের ভষা তেমনটা হতেই পারে না।।

১২| ১১ ই জুন, ২০১৭ রাত ৩:৫৮

মানবী বলেছেন: লেখক বলেছেন: "কিন্তু কিছুদিন আগে ককছু মাল্টি যে ভাষায় গালি/খোঁচা দিয়েছেন তা আর ভাল লাগে নি।। ব্লগের ভষা তেমনটা হতেই পারে না।। "

- খুব সত্যকথা। ব্লগ কর্তৃপক্ষের উচিৎ সাম্প্রতিক সময়ের গালি দেয়া সবগুলো মাল্টিনিকের ব্লগীয় পরিচয় ফাঁস করে দেয়া। তখন মিথ্যাচার, মিথ্যা অপবাদ আর নোংরা নাটক করে সকলকে বিভ্রান্ত করা নষ্টদের ভিতরের কুৎসিৎ চেহারাগুলো সামনে চলে আসবে।


"আমি মাল্টির বিরুদ্ধে না, যি তারা নিজেদের প্রতিভাকে বিভিন্ন নামে প্রস্ফুটিত করেন।"
সহমত নই। কারণ তথাকথিত প্রতিভা প্রস্ফুটনের নামে খোলা নিকগুলো দিয়েই নিজের নোংরা কাজগুলোর সমর্থন করার নোংরামীটাও সম্প্রতি ঘটেছে।
আশা করছি খুব শিঘ্রী আমরা সকলেই সত্যটা জানতে পারবো ইনশাহআ্ল্লাহ্।

ভালো থাকুন ভাইয়া।


মুশি-১৯৯৪ , গুড টু সি ইউ ব্যাক। টেক কেয়ার।

১২ ই জুন, ২০১৭ রাত ৩:৪৪

সচেতনহ্যাপী বলেছেন: ব্লগ কর্তৃপক্ষের উচিৎ সাম্প্রতিক সময়ের গালি দেয়া সবগুলো মাল্টিনিকের ব্লগীয় পরিচয় ফাঁস করে দেয়া। তখন মিথ্যাচার, মিথ্যা অপবাদ আর নোংরা নাটক করে সকলকে বিভ্রান্ত করা নষ্টদের ভিতরের কুৎসিৎ চেহারাগুলো সামনে চলে আসবে।
সহমত।। কর্তৃপক্ষ পারেন অবশ্যই।। হয়ো কোন বাধকতা আছে!!
তবে বিভিন্ন নামে বিভিন্ন বিষয় নিয়ে লেখা আমি োষের মনে করি না।। বরং এটা ব্লগের কলেবর বৃদ্ধি এবং পাঠক আকর্ষনে সক্ষম।। তবে তা যদি নিজের সমর্থন এবং পিঠ চাপরানোর সাথে বিরুদ্ধদের গালি দিে ব্যাবহার না করা হয়।।।
মুশিকে স্বাগতম জানানোর মাঝে, নিজের সুন্দরতাকেই প্রাশ করলেন।।
বোনটি ভাল থাকুক সর্বদা, এই কামনায়।।

১৩| ১৭ ই জুন, ২০১৭ বিকাল ৪:৫৪

মুশি-১৯৯৪ বলেছেন:

কিছুদিন ব্লগে আসিনি, মানবী আপু এবং আপনি আমাকে এভাবে মনে রেখেছেন দেখে খুব ভাল লাগছে।
আজ সারাদিন বাতাসের সাথে বৃষ্টি । অন্যসময় গাছের পাতার ধ্বনিকে মনে হতো অর্থহীন মর্মরধ্বনি । কিন্তু আজ তা মনে হচ্ছে না।
সত্যিই মানুষের মন একটা জটিল ভ্রমের জাল।

১৮ ই জুন, ২০১৭ রাত ১:৫৩

সচেতনহ্যাপী বলেছেন: কৃতিত্ব মানবীরই বেশী।।
ভাল আছেন যেনে খুশী।।

১৪| ২১ শে জুন, ২০১৭ রাত ৮:১৬

আহমেদ জী এস বলেছেন: সচেতনহ্যাপী ,




সেই এককাপ চা দুজনে ভাগ করে খাওয়া, এক সিগারেট ৩/৪ জনে টান দেয়া.................... নষ্টালজিক ।

আপনার মধ্যে যে একজনা বসত করে, সে খুব ভালো একজন মরমী মানুষ, পিছনের সোনারঙা দিনগুলি বারেবারে তারে কাহিল করে, নিজের মনে সে নিজে জাবর কাটে : আর সেই দিনগুলিকে ফিরে পাবার দুঃখে সে কাতরও হয় !

ভালো লাগলো আপনার মনের কথাগুলো ।
শুভেচ্ছান্তে ।

২২ শে জুন, ২০১৭ রাত ১:৩৭

সচেতনহ্যাপী বলেছেন: ভাল কিংবা মরমী, বলতে পারবো না।। আমি ভুলে যেতে পারি যেমন, তেমনি না ভুলে যাওয়াও।। তবে পিছনের দিনগুলি খুব টানে, এটা ঠিক।।
অনেকদিন পর কথা বলে ভাল লাগলো।।
শুভকামনা রইলো।।

১৫| ২৭ শে জুন, ২০১৭ রাত ৯:৫৪

খায়রুল আহসান বলেছেন: জোয়ারের পানিতে মন্দর সাথে ভেসে যায়, অনেক ভালও।। -- শেষের কথাটা বেশ চমৎকার বলেছেন। ভাল লেগেছে।
আসলে আমরা এমনই এক জাতি, দেয়ালে পিঠ না ঠেকা পর্যন্ত অথর্ব।।!! - ১০ নং প্রতিমন্তব্যে এ কথাটাও ভাল বলেছেন। একমত।

২৮ শে জুন, ২০১৭ রাত ১২:৪৯

সচেতনহ্যাপী বলেছেন: মনের খেয়ালে উত্তর দেয়া।। এলোমেলো আমার মত লেখা/মন্তব্য/উত্তর!! তাও ভাল লেগেছে!!
আপনি আসলেই খুব ভাল।।
ঈদ মুববারক।।

১৬| ১৬ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৫২

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ।

১৭| ১৬ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: হায় হায় ঠিক এমনি ধাচের একটা লিখা লিখলাম সকালে

ধন্যবাদ

১৭ ই জুলাই, ২০১৭ রাত ১২:২২

সচেতনহ্যাপী বলেছেন: মনু, এই কামডা ভাল করি নাই :-P কন তো, এখনই সপ্ত আসমাানে তুইলাা ফেলি।।
স্বাগতম।।

১৮| ২২ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৫২

খায়রুল আহসান বলেছেন: মুশি-১৯৯৪ এর ১৩ নং মন্তব্যটা ভাল লেগেছে।

২৩ শে নভেম্বর, ২০১৭ রাত ২:১৪

সচেতনহ্যাপী বলেছেন: মুশী আসলেই খুব ভাল এবং প্রতিভাধর (ব্যাক্তিগত( ।। জুন থেকেই নিখোজ।। অভিমান না অন্যকিছু জানি না??
আপনার নাতনীটা কেমন আছে।।

১৯| ২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:২৯

খায়রুল আহসান বলেছেন: আপনার নাতনীটা কেমন আছে - আমার নাতনিটা ভালই আছে। সারা বাড়ী আঁকাআঁকি করে বেড়ায়। দেয়াল, বিছানার চাদর, টেবিল, মেঝে- কোন কিছুই ওর আঁকার হাত থেকে রেহাই পায়না। বাইরে বরফ পরা শুরু হয়েছে বলে ঘরের বাইরেও বেশী বের হতে পারছেনা।

২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ১:৪৩

সচেতনহ্যাপী বলেছেন: এই আঁকাআঁকিগুলি র শ্লেটের, মনের।। ছবি বা ভিডিও করে রেখে দেবেন।। ও বড় হয়ে ওর শিল্পীসত্বার রিচয় পাবে।। বুঝেনই তো এর মূল্য কত!!
ভাল থাকুক আপনার উত্তরসুরী।। সেও রেখে যাক এমনই, এই কামনায়।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.