নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গেলামতো বছর খানেক পর।। এই একটি বছর একদিকে কেটেছে নিরূদ্বেগ, ভয়হীন (একমাত্র চিন্তা আপনজনদের অসুস্থতা ছাড়া )।। যাওয়ার পরই বদলে গেলো সব।। দূর্ঘটনা(এখানেও যে হয় না, তা না।। তবে পার্থর্ক থাকে), ছিনতাই, “অহেতুক” একটা ভয়, সাথে পুরানো শত্রুতারও।। ঘনিষ্ট বন্ধুদের সংখাতো কমেই গেছে স্বাভাবিক ভাবেই।। বিরোধীরাও অনেকে নেই।। ভয় ছিলো যে কেউ ক্ষতি করতে পারে।। আর আমার বয়স হলেও যৌবনের সেই উদ্দাম আর উত্তাল দিনগুলি এখনো পিছু টানে।। ঘনিষ্ট যাদের পেয়েছি ,তাদের তেমন সময় হয় নি স্বভাবতই।। কেউ ব্যস্ত সংসার-ব্যাবসা আর কাজ নিয়ে।। বাকীরা ব্যস্ত তাদের “নূতন সমাজ” নিয়ে।। মনে পড়ছে খোকা ,পিলটা আর টম আর গোসাই, চান্দিদের কথা।। যাদের একসময় আমি ভার্সিটির বই, বাচ্চার দুধ আর বউয়ের শাড়ি পর্যন্ত কিনে দিতাম।। দিয়েছিলাম এলাকার নির্বাচনের সব ক্যাম্পের বেড়া দিয়ে ঘর তুলতে সাহায্য করে।। আরো অনেক আছে, মিছেমিছি বললাম না লেখাটা বড় হয়ে যাবে বলে।। কাউকে মৃতুর হাত থেকে বাচিয়েছি, কেউবা আমার সাথে এগিয়ে গেছে মৃত্যুর মুখোমুখি হতে।। সেসময় শপথ না নেওয়া সত্বেও, একে অপরের বিপদে এগিয়ে যেতাম।। আজ আমরা শেষ বেলায়।। টান আছে সংসারের, সন্তানদের, মৃত্যুকেও, যেমনটা আমারও।। তাই কাউকে দোষ দেই না।। সব দায়ভাগ বয়সের।। যারা সুযোগসন্ধানী তারা উপদেশ কান পেতে শুনি।। আর ভাবি।। আজ অনেকে প্রতিষ্ঠিত।। গাড়ি-বাড়ির মালিক।। আর আমি কি না সংসারকে টিকিয়ে রাখতে (এতো কিছু করার পরও) পরিবার থেকে বিচ্ছিন্ন!! ’৭৭ থেকে!! মানুষের জীবনে আর থাকে কি??
আপনজনরা আমার স্বভাব জানে, তাই একেলা ছাড়ে নি।। ভাগনা-ভাগ্নী,ভাতিজী, স্ত্রী বা বোনদের কেউ না কেউ থাকতো আমার সাথেই।।
বাধ্য হয়েই এড়িয়ে চলতে হয়েছে অনেক কিছুই, মন টানা সত্বেও।। পুরানো ইতিহাস ঘাটতে কার না ভাল লাগে?? তবুও চলেছি সবার ইচ্ছেমতই।। বানিজ্যমেলায় তো ১০/১২জন, বই মেলায়ও গিন্নী (যে কি না একটা বইও পড়ে দেখে না।। শুধু সাথে ছিলো,পুরানো কারো সাথে মিলি কি না দেখতে।।
তবে পরিজনদের আপ্যায়ন মন ছুয়ে যাওয়ার মত।। সব মতভেদ ভুলে সবাই নিজের মতই করে নিয়েছিলো।। সুস্থতায়,অসুস্থতায়।। আমিই ছিলম সব আসরের মধ্যমনি।। ভাইটি প্রথমেই বরন করে নিলো আগমন,,নববর্ষ,কয়েকদিন পর তার মেয়ের জন্মদিন।। বোন করলো ভাগনীর বিয়ের কথা ,জ্যাঠাইসের ছেলে করলো এটাও।। সবারই ইচ্ছে আমি যেন আরো কিছুদিন থেকে যাই।। অথচ পারি নি কারন মেয়াদ শেষ হওয়ার পরও ১৫দিন এক্সটেশন করেছিলাম বলে।। দূ্র্ভাগ্য আমার।।
আর খাবার-দাবার?? শীতকাল বলে পিঠা আর খাবারের বাহুল্যে গ্লকজের পরিমান ১৫ থেকে ১০য়ের নীচে নামেই নি (এর দায় আহমেদ জী এস)।। দুঃখিত জী এস আপনাকে দায়ী করছি বলে।। একেও ফান বলে ভাবুন।।
এবার কিন্তু পরিবার থেকে ভাল রেন্সপন্স পেয়েছি।। হয়তো সবারই বয়স হয়েছে।। এখন শুধু হারানোর ভয়।। এই ঝুকি কেউ নিতে চায় নি।। আসলে সব পেয়েছি কিন্তু সময়কালে না।। আরো আগে পেলে এখন আর কাউকে নিঃসঙ্গ হতে হতো না।। গিন্নীটা আসার পর থেকেই অসুস্থ।। অথচ আমি ১০ থেকে ১২টেষ্ট করিয়েও করিয়েও কিছু পাই নি।। ডাক্তার অল ক্লিয়ারেন্স দিয়েছে।। তারপরও??
বোন/ জ্যাঠাইস দুঃখ করছে।। কিন্তু আমার কিছু কি করার আছে??
দেশটাতে ঘুরে এলাম।। যানযট এখানেও থাকে।। কারন সেই নূতন রাস্তা আর পুরো কুয়েতব্যাপি নূতন ফ্লাওভার।। সুতরাং নিজ দেশের যানযটের কথা বলা বৃথা।। তবে ভাবছি দেশেই কি এটা প্রকট, ভুল নীতির কারনে!! আজ পত্রিকায় দেখি হলমার্ক,বেসিক ব্যাংক,শেয়ারবাজার,সোনালীও সর্বশেষ বাংলাদেশ ব্যাংকের হাজার হাজার কোটি টাকা লোপাট হয়ে যাওয়ার কথা।। সমাধান হয়েছে কি একটিরও?? সাথে আরো অনেক !! আসলেই দূর্ভাগা আমাদের দেশ।। অনেককেই দেখেছি আজ ক্ষমতাসীনদের হাতের পুতুল হতে।।কত নাম বলবো?? নামগুলিতেই শুধু পাতা ভরে যাবে।। অথচ যারা সত্যিকার দেশপ্রেমিক, তারা আজ নির্বাক।।
এতো ইস্যু থাকা সত্বেও আজ বিরোধীদল নির্বাক।। কারন লুলা মানুষের হাটতে পারে না,তার কাজই ভিক্ষা।।
দেশের “বাহ্যিক” উন্নতি যে হচ্ছে না, তা আমি অস্বীকার করতে পারছি না।। কিন্তু তেমনই পারছি ন দূর্নীতির কথা।। ওয়ার্ড কমিশনার থেকে কোথায় নেই?? এরশাদ এটাকে সার্বজনীন করেছে, আর বর্তমান সরকার করছে তৃনমূল পর্যায়ে।। আজ একজন নেতার ছেলেও ওসিকে ধমকাতে শাহস পায়।। তাও স্থানীয় পর্যায়ের!!
দেশটা কেমন যেন থমকে আছে।। সব আছে, তবু কিছই নেইর মত।। আসলে আমরা বোধহয় আগে চলার চেয়ে পিছনে হাটতেই পছন্দ করি বেশী?? ভুতের মত!!
আরো অনেক কিছূই বলার ছিলো, বয়স বাধা দিলো।। তাই এখানেই আজকের মত কথা শেষ।।
বোকা মানুষের মন্তব্যে এটা লেখা।। উত্সগ তাকেই।।
২| ২১ শে জুন, ২০১৭ ভোর ৪:১৩
চাঁদগাজী বলেছেন:
কথায় বার বার বয়সের কথা আসছে কেন? বয়স বাড়ছে, চিন্তাশক্তি বিশুদ্ধ হচ্ছে!
২১ শে জুন, ২০১৭ ভোর ৪:১৭
সচেতনহ্যাপী বলেছেন: না ভাই, কেন যেন মনে হচ্ছে যৌবনের তাড়নয় সবচেয়ে বড় ভুলটটাই করে ফেলেছিলাম।। যার মাশুল আজো দিচচ্ছি।।
৩| ২১ শে জুন, ২০১৭ ভোর ৫:০২
ফেরদৌসা রুহী বলেছেন: দেশের “বাহ্যিক” উন্নতি যে হচ্ছে না, তা আমি অস্বীকার করতে পারছি না।। কিন্তু তেমনই পারছি ন দূর্নীতির কথা।। ওয়ার্ড কমিশনার থেকে কোথায় নেই?? এরশাদ এটাকে সার্বজনীন করেছে, আর বর্তমান সরকার করছে তৃনমূল পর্যায়ে।। আজ একজন নেতার ছেলেও ওসিকে ধমকাতে শাহস পায়।। তাও স্থানীয় পর্যায়ের!!
দেশটা কেমন যেন থমকে আছে।। সব আছে, তবু কিছই নেইর মত।। আসলে আমরা বোধহয় আগে চলার চেয়ে পিছনে হাটতেই পছন্দ করি বেশী?? ভুতের মত!!
আপনার এইসব কথার সাথে একমত।
সবাই নিজের স্বার্থ নিয়েই ব্যস্ত। দেশের কথা, সাধারণ মানুষের কথা কেউ ভাবেনা।
২২ শে জুন, ২০১৭ রাত ১:৪১
সচেতনহ্যাপী বলেছেন: বেশী দরকার না, শুধু সামান্য একটু করে যদি সবাই ভাবি, সচেতন হই, তাহলেই এর প্রতিবাদে কমে যেত অনেক দূর্নীতি।।
ধন্যবাদ বোনটি, কষ্ট করে আমার পাগলামী দেখার জন্য।।
৪| ২১ শে জুন, ২০১৭ সকাল ৮:২৯
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আপনার ভাবনা সম-সাময়িক সমস্যা চিহ্নিত করেছে। এই ভাবনা রাষ্ট্রের টাকায় যাদের পড়নের কাপড় জোটে তাদের ভাবা উচিৎ। আপনাকে ধন্যবাদ আপনি আপনার ভাবনা/ মনের কথা আমাদের সাথে শেয়ার করেছেন।
২২ শে জুন, ২০১৭ রাত ২:০৩
সচেতনহ্যাপী বলেছেন: শুধু আমারই না, এমনতর সমস্যা নিয়ে লেখা হচ্ছে প্রতিদিনই।। কিন্তু যাদের ভাবার কথা, তাদের কানে তুলা।।
ধন্যবাদ আপনাকেও, কষ্ট করে এসেছেন বলে।।
৫| ২১ শে জুন, ২০১৭ সকাল ৮:৫৩
স্বপ্ন সতীর্থ বলেছেন: শুরুটা ভাললাগেনি। বাকী সব ভাল লেগেছে। বাহ
২২ শে জুন, ২০১৭ রাত ২:০৬
সচেতনহ্যাপী বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।। আমি লিখতে পারি না।। যাই লখি মনের খেয়ালে, তাৎক্ষনিক ভাবে।। এলোমেলো হওয়াটা স্বাভাবিকই।। ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখেছেন বলে, আনন্দিত।।
স্বাগতম আমার বাড়িতে।।
৬| ২১ শে জুন, ২০১৭ দুপুর ২:৫২
সুমন কর বলেছেন: মনের গভীরে লুকিয়ে থাকা কষ্টের কথাগুলো বলে ফেললেন। চরম এবং নির্মম বাস্তবতা। শুধু হারানোর ভয়।। এই ঝুকি কেউ নিতে চায় নি।। আসলে সব পেয়েছি কিন্তু সময়কালে না।
এ দেশ থেকে দূর্নীতি, আর কোন দিন যাবে না !! সবাই আছে পকেট ভরায় ব্যস্ত। ক্ষমতার অপপ্রয়োগে ব্যস্ত।। কি আর বলবেন !!
ভালো থাকুন। সুস্থ থাকুন।
+।
২২ শে জুন, ২০১৭ রাত ২:১১
সচেতনহ্যাপী বলেছেন: সুমনদা, আপনার সুন্দর মন্তব্যে আমিও ++দিলাম।।
আসলে কিছুই তো করতে পারবো না, শুধু মাঝেমধ্যে "ক্ষেপে" যাওয়া ছাড়া।।
ভাল থাকবেন, সর্বদা।।
৭| ২১ শে জুন, ২০১৭ বিকাল ৪:২২
মুশি-১৯৯৪ বলেছেন:
অসাধারন শব্দ চয়ন। এ জন্যই আপনাকে এত ভালো লাগে বড়ভাই। যা বলার সরাসরি বলে ফেলেন ।
আমাদের কাঁধের দুই ফেরেস্তা পাপের হিসাব বড়ো অক্ষরে তাঁদের খাতায় জমা করেন যা থাকে পাপীর নিজের অগোচরে।
তেমনি এমন পাপও ঘটে যাকে আমিই চিনি পাপ বলে, আর কেউ না। তাই আল্লাহর কাছে জবাবদিহি করবার পূর্বে আগে-ভাগে কবুল করলে অপরাধের মাত্রাটা হাল্কা হবে।
২২ শে জুন, ২০১৭ রাত ২:১৫
সচেতনহ্যাপী বলেছেন: ধন্যবাদ মুশি।। আসলে মাঝেমধ্যে "ক্ষেপে" যাই।।
যে পাপ আমি ছাড়া কেউ বুঝে না, জানে না পাপ বলে, তার কথা নিয়ে আবার ভাবনা থাকবে কেন?? যা করেছি জেনে শুনেই তো করেছি। তাই না??
৮| ২১ শে জুন, ২০১৭ রাত ৮:০৫
আহমেদ জী এস বলেছেন: সচেতনহ্যাপী ,
হা...হা...হা... স্বভাব যায় না ম'লে ! ভালোই বলেচেন - আপনজনরা আমার স্বভাব জানে, তাই একেলা ছাড়ে নি।।
আমাকে দায়ী করলেও ক্ষতি নেই । শীতে দেশী পিঠেপুলি খেয়ে যদি বহুমূত্র রোগে ভুগে মরতেও হয় ( বালাই ষাট.....) তবে তাও সই ! কি বলেন ???????? জন্মভূমি স্বর্গাদপী গরিয়সী ।
এমনতর কথা কোনওদিন কোথাও দেখেছিলেন কিনা মনে করে দেখুন তো ....!!!!!
কিন্তু কথা হলো , আপনার অনেকগুলো পোস্ট আমার নজরে আসেনি । চোখে কি তবে ছানি পড়েছে আমার ?
সাথে সাথে আপনারও কি মেমোরীর ঘাটতি হলো ?
২২ শে জুন, ২০১৭ রাত ২:৩০
সচেতনহ্যাপী বলেছেন: দায়ী করবো নাই বা কেন?? ভুলে যাওয়া পিঠে-পুলির লোভতো আপননিই চাাগিয়ে দিয়েছিলেন।। তাই সেই মুহুর্তে গ্লুকোজ মেপেছি, আপনার কথা স্মরন করে আবার খেয়েছি।। সাথে ঐষধওও দ্বিগুন মাত্রায়
এই দুঃখ আর গেল না ভাই।। দারোয়য়ান বলে ওদেরর ছোট করতে চাই না।। তাহলে কি বলা যায়?? নৈতিকগাার্ড?? বরাবরই ছিল ঝুলে।। বিরক্তির মাঝেও অন্যধরনের সুখের স্বাদ পেয়েছি।।
আপনি ঠিকই আছেন আমিই প্রায় বছর খখানেক পর লিখছি।।
অনেক আগছা জমে আছে সেখানে।। ডিলিটের প্রয়োজন।। খুজে খুজে ডিলিট সম্ভব না বলে, ফরম্যাট করতে হবে আমর মেমোরীই ।।
মনটা একটু হালকা হলো।। অনেক ধন্যবাদ।।
৯| ২১ শে জুন, ২০১৭ রাত ১১:৪৪
ধ্রুবক আলো বলেছেন: এতো ইস্যু থাকা সত্বেও আজ বিরোধীদল নির্বাক।। কারন লুলা মানুষের হাটতে পারে না,তার কাজই ভিক্ষা।।
জটিল একখানা কথা বলেছেন +
২২ শে জুন, ২০১৭ রাত ২:৩৩
সচেতনহ্যাপী বলেছেন: যেখানে দুই/একটা ইস্যুও বিরোধীদল পায় না ( অন্যদেশে) সেখানে আমাদের সরকার ইস্যু তৈরী করে দিলেও আমাদের বিরোধীরা তা সদ্ব্যবহার করতে পারে না।। নমূনা তো অহরহ দেখছেনই।।
ধন্যবাদ।।
১০| ২২ শে জুন, ২০১৭ সকাল ১১:৪৭
বিজন রয় বলেছেন: এত ক্ষেপে গেলে চলবে কেন?
সমাধান একটার পর একটা আসে, যেমন আসে সমস্যা।
২৩ শে জুন, ২০১৭ রাত ১:২৫
সচেতনহ্যাপী বলেছেন: ক্ষেপা কোথায়!! হঠাৎ করেই না পাগল ক্ষেপে।। আর যা লিখেছি তা দেখতে দেখতে তো আমাদের সয়েই গেছে।।
খুশী হলাম আপনাকে দেখে, ধন্যবাদ।।
১১| ২২ শে জুন, ২০১৭ দুপুর ১২:৩৬
ওমেরা বলেছেন: ভাইয়া আপনি এত বছর দেশের বাহিরে !, দেশ নিয়ে খুব ভাবি না তবে মাঝে মাঝে বুকের ভিতরে খুব মায়া অনুভব করি দেশের জন্য ।
ধন্যবাদ ভাইয়া ।
২৩ শে জুন, ২০১৭ রাত ১:২৭
সচেতনহ্যাপী বলেছেন: ভবিতব্য।। সেই মায়াটাই দেশের প্রতি ভালবাসা।।
ভাল থাকবেন।।
১২| ২৪ শে জুন, ২০১৭ রাত ১২:১৫
চানাচুর বলেছেন: ব্যাফার না আপু
২৪ শে জুন, ২০১৭ রাত ৩:৩২
সচেতনহ্যাপী বলেছেন: আসলেও।। কারন আমি বাস্তবিকই হ্যাপীী এবং সচেতনও হতে পারি নি!! ঠিক না!!
অঃফঃ লেখাটা না পড়েই মন্তব্য!!
১৩| ২৪ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:১৪
রূপক বিধৌত সাধু বলেছেন: ব্যক্তিগত বিষয়-আশয় নিয়ে লিখবেন বেশি বেশি; নিজেরও হালকা লাগবে, আমাদেরও ভালো লাগবে ।
২৫ শে জুন, ২০১৭ রাত ২:০৫
সচেতনহ্যাপী বলেছেন: কেমন আছেন।। আমি বরাবরের মতই।।
অনেকদিন পর দেখে ভাল লাগছে।। ফিরে আসুন।।
আমি কিন্তু ব্যাক্তিগত মনোভাব নিয়েই বেশী লিখি।।
ধন্যবাদ।।
১৪| ২৫ শে জুন, ২০১৭ সকাল ৯:৩১
আহমেদ জী এস বলেছেন: সচেতনহ্যাপী ,
মনে করিয়ে দিয়ে যাই, আজকে আপনার ওখানে ঈদ........
২৫ শে জুন, ২০১৭ রাত ১০:০৪
সচেতনহ্যাপী বলেছেন: তা অবশ্যই।। এটাই প্রাকৃতিক নিয়ম।। না চাইলেও আসে।। এবং না চাইলেও "আয়োজন"ও করতে হয়।।
শুধু শুভেচ্ছা জানাতে আবার ফিরে এসেছেন দেখে প্রবাসীর মনটা একটু হলেও আনমনা।। সাথে ভাল লাগাও।। জানেনই তো, অপ্রত্যাশিত পাওয়াতে আনন্দটা অন্যরকম।।
আপনাকেও ঈদের শুভেচ্ছা।।
১৫| ২৫ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:২১
ডঃ এম এ আলী বলেছেন: আশাকরি ঈদ ভাল কাঠছে
জীবন হোক আনন্দময়
২৫ শে জুন, ২০১৭ রাত ১০:০৬
সচেতনহ্যাপী বলেছেন: ভালই কেটেছে।। এই দিনটিতে মনে রেখেছেন দেখে খুশী।।
আপনার জন্যও ঈদ বয়ে আনুক, হাসি-আনন্দ আর সুখ।।
ভাল থাকবেন।।
১৬| ২৬ শে জুন, ২০১৭ রাত ১২:০০
জোকস বলেছেন: "ঈদ মোবারক"
২৬ শে জুন, ২০১৭ রাত ১২:২১
সচেতনহ্যাপী বলেছেন: ঈদ মোবারক।। অনেক, অনেক শুভেচ্ছা রইলো।।
১৭| ২৮ শে জুন, ২০১৭ বিকাল ৩:৪৩
মক্ষীরাজা বলেছেন: ভাইয়ুমণিতা!!!!!!!!!
বাহ!!!!!!!!
মুগ্ধ মুগ্ধ মুগ্ধ!!!!!!!!
ঠিক পরীর দেশের রাজণ্যদের লেখা !!!!!!!!
উলে জাদুরে। উম্মা
২৯ শে জুন, ২০১৭ রাত ১২:২৪
সচেতনহ্যাপী বলেছেন: আপনি!! আমার ব্লগ জীবন ধন্য।।
আপনার আগমনে এবং প্রশংসায় " গলে গলে" পড়ছি যে!! একটু থামুন এবং দম নিয়ে আমাকেও ম ছাড়ার সুযোগ দিন :-
ফিরে ফিরে আসুন
১৮| ২৯ শে জুন, ২০১৭ বিকাল ৫:২৬
রূপক বিধৌত সাধু বলেছেন: কাজকর্ম নিয়ে ঝামেলা! আছি একরকম!
৩০ শে জুন, ২০১৭ রাত ১:০১
সচেতনহ্যাপী বলেছেন: স্বাগতম।। অনেকদিন পর।। ভাল থাকুন সর্বদা এই কামনা। ঝামেলা কমলে আশা করি ফিরে পাবো।।
ঈদ মুবারক।।
১৯| ২৯ শে জুন, ২০১৭ বিকাল ৫:৫৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: যারা সত্যিকার দেশপ্রেমিক, তারা আজ নির্বাক।---
আসলেই দূর্ভাগা আমাদের দেশ।। অনেককেই দেখেছি আজ ক্ষমতাসীনদের হাতের পুতুল হতে।।কত নাম বলবো?? নামগুলিতেই শুধু পাতা ভরে যাবে।। অথচ যারা সত্যিকার দেশপ্রেমিক, তারা আজ নির্বাক।।
এতো ইস্যু থাকা সত্বেও আজ বিরোধীদল নির্বাক।। কারন লুলা মানুষের হাটতে পারে না,তার কাজই ভিক্ষা।।
দেশের “বাহ্যিক” উন্নতি যে হচ্ছে না, তা আমি অস্বীকার করতে পারছি না।। কিন্তু তেমনই পারছি ন দূর্নীতির কথা।। ওয়ার্ড কমিশনার থেকে কোথায় নেই??
এরশাদ এটাকে সার্বজনীন করেছে, আর বর্তমান সরকার করছে তৃনমূল পর্যায়ে।।
আজ একজন নেতার ছেলেও ওসিকে ধমকাতে শাহস পায়।। তাও স্থানীয় পর্যায়ের!!
দেশটা কেমন যেন থমকে আছে।। সব আছে, তবু কিছই নেইর মত।। আসলে আমরা বোধহয় আগে চলার চেয়ে পিছনে হাটতেই পছন্দ করি বেশী?? ভুতের মত!!
সকল সত্যের ভেতরেই এক অসীম ক্লিবতায় আমজনতার বাস!
নেতৃত্বের ঝূঁকি কেবলই ব্যক্তিক। সামষ্টিকতার বালাই ষাট!
শেষ কোথায়?????
৩০ শে জুন, ২০১৭ রাত ১:০৯
সচেতনহ্যাপী বলেছেন: সামষ্টিকতার বালাই ষাট! এটা যতদিন পর্যন্ত না হবে, ততদিন পর্যন্ত দেখতে আর ভুগতে হবে।।
শেষ আর সবার মমতই আমারও অজানা।।
ধন্যবাদ ভাই। আপনার আগমনে।।
২০| ০৭ ই জুলাই, ২০১৭ রাত ৯:১৬
জুন বলেছেন: +
০৮ ই জুলাই, ২০১৭ রাত ১২:০৯
সচেতনহ্যাপী বলেছেন: আমি খুশি।।
২১| ০৮ ই জুলাই, ২০১৭ সকাল ১১:০২
জুন বলেছেন: কাল রাত হয়ে গিয়েছিল তাই প্লাস দিয়ে বুকমার্ক করে গিয়েছিলাম সচেতনহ্যাপী। আপনার উপলদ্ধি যথার্থ ।
যারা সুযোগসন্ধানী তারা উপদেশ কান পেতে শুনি।। আর ভাবি।। আজ অনেকে প্রতিষ্ঠিত।। গাড়ি-বাড়ির মালিক।। আর আমি কি না সংসারকে টিকিয়ে রাখতে (এতো কিছু করার পরও) পরিবার থেকে বিচ্ছিন্ন!! ’৭৭ থেকে!! তবে কথা হলো সবাই সুযোগ সন্ধানী হতে পারে না । যেমন পারেনি আমার নীতিবান পুলিশ অফিসার বাবা।
আজ পত্রিকায় দেখি হলমার্ক,বেসিক ব্যাংক,শেয়ারবাজার,সোনালীও সর্বশেষ বাংলাদেশ ব্যাংকের হাজার হাজার কোটি টাকা লোপাট হয়ে যাওয়ার কথা।। সমাধান হয়েছে কি একটিরও?? সাথে আরো অনেক !! আসলেই দূর্ভাগা আমাদের দেশ। আমরা শুধু লোপাটের নির্যাতন আর কষ্ট ভোগ করার জন্য টিকে আছি ধুকে ধুকে ।
এসব কথা বলতেও কষ্ট হয় ।
মনের কথাগুলো তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ ।
শুভেচ্ছান্তে ----
০৯ ই জুলাই, ২০১৭ রাত ১২:০৯
সচেতনহ্যাপী বলেছেন: আপনাকেও ধন্যবাদ, আবার ফিরে আসায়।।
দিনটা তো ভালই কাটে।। রাতের সাথে সাথেই শুরু হয় নিজের পোষ্টমর্টেম!!
আসলেও কষ্ট হয়।। বলি নি, অভিযোগও ছিল না।। কিন্ত যখন পশ্চিমা বিশ্ব থেকে, বন্ধুরা আদর্শ নিয়ে কথা বলে, তখনই মাথাটা "আউলা" হয়ে যায়!!
ভাল থাকবেন অহরহ।।
২২| ১৯ শে জুলাই, ২০১৭ সকাল ১১:৫৫
খায়রুল আহসান বলেছেন: সেসময় শপথ না নেওয়া সত্বেও, একে অপরের বিপদে এগিয়ে যেতাম - যৌবনকাল জীবনের শুদ্ধতম সময়। তবে আমরা অনেকেই একে অবহেলা এবং এর অপব্যবহার কিংবা অপপ্রয়োগ করে থাকি।
অথচ যারা সত্যিকার দেশপ্রেমিক, তারা আজ নির্বাক।। - হয়তো বোধগম্য কারণেই...
কেন জানি মনে হচ্ছে, আপনার এই লেখাটা কিংবা এরকম একটা লেখা আগেও পড়েছিলাম।
২০ শে জুলাই, ২০১৭ রাত ১:০১
সচেতনহ্যাপী বলেছেন: হতে পারে।। কারন মনের ভাবের উপর নির্ভর করেছি।। ড্রাফটেরটা সোজা পোষ্ট করেছি, ফিরে দেখি নি!! সন্দেহ থাকাতেই.....।
ভাল থাকবেন সর্বদা( এটা কিন্তু বর্তমানেরই কামনা) ।। এবং ধন্যবাদও।।
©somewhere in net ltd.
১| ২১ শে জুন, ২০১৭ ভোর ৪:০১
সচেতনহ্যাপী বলেছেন: ড়্রাফটে ছিল, তাই আজ যদি জী এস বা বোাকা মানুষ ধরে বসেন তখন বলতেই পারবো না, কি ভেবে লিখেছিলাম!!