নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক ধরনের আলস্য, অনীহা আমাকে নূতন লেখা লিখতে অনাগ্রহী করছে।। প্রতিদিনই আসি এখানে।। ঘুরে ফিরে বেড়াই।। মন চাইলে অন্যের লেখায় মুখ খুলি।। না হলে নিজেতেই ডুব মারি।। সেই ডুবে মিশে যাই পুরানো আমিতে।। আসলে সেই আমিই ছিল, আমার প্রিয়।। কারন আজকের আমিতে সেই আমি নেই।। এখনকার আমিতে আছি, ভন্ডামীর আমি।। যার মনে এক, আর মুখে পুরাোই ভিন্ন আরেকজন!!আর কিই বা লিখবো!!
যদিও অনেক কিছুই প্রতিদিন লিখি আবার মুছেও ফেলি।। কারন আমি জানি সেসব লেখা শুধু আমারই লেখা হয়ে থাকবে।। মাঝখান থেকে কেন শত্রুর সংখ্যা বাড়ানো!!
তারচেয়ে এই অনেক ভাল, কোন দায়-দায়িত্ব না নিয়ে শুধু "বোদ্ধাদের" মত অন্যদের লেখা পড়ে, সমালোচনা আর মন্ত্ব্বব্য করে যাও।। কত ভাল আর নিরাপদই না এটা!! কেউ বুঝতেও পরবে না আমার আমিকে।। মন্তব্যে কতটুকুই বা বোঝা যায়।। যযিও যায়, সামন্যই।।ক্ষতির সম্ভাবনা খুবই কম।।
তবু ভাবি।। একসময় কন্ঠ ছিল উচ্চ, হাত ছিল মুষ্ঠিবদ্ধ।। শরীর ছিল ঋজ্বু।। আজ সেই কন্ঠে আওয়াজ বের হয় না।। যাও য় সেটা গোঙ্গাানীর পর্যায়ে, অনেকের বোধগম্য না!! সেই হাত নেমে এসছে হাটুর নিচে, বাজারের থলে বইতে।। আর শরীর?? সামন্য কাশিতেও নুইয়ে নুইয়ে পড়ে।
অনেক দুর থেকে যখন জানতে পারি, অনেক আলোচিত প্রকল্পের দূর্ঘটনার দায়িত্ব থাকে হবে আমাদের!! তখন ভাবতে বাধ্য হই, জমি,পরিবেশ যখন আমাদের তখন উক্তরাধীকার সু্ত্রেও এটাও যে আমাদেরই থাকবে, স্বাভাবিকই না!!
দেখি কোথাকার কোন সোফিয়ার সাথে আমাদের আত্মিক সম্পর্ক!! পুরো দেশ, মিডিয়া সুফিয়াদের ভুলে কেমন আত্মহারা!!
এতসবের মাঝে আমি কেন যোগ দিতে পারি না?? তাহলে বোধহয় এত সব আনন্দের মাজেজা বুঝতে আমি অক্ষম।।
সেই আমিতো তাহলে ভালই আছি আজকের আমিকে নিয়ে।।
কেনই বা থকবো না?? যেখনে দেশের তাবৎ জনগন, বুদ্ধিবৃত্তির নক্ষত্ররা থাকতে পারে, বুঝতে পারে দেশের শনৈ শনৈ অগ্রগতি, সেখানে আমি না বুঝলেই বা কি আসে/যায়।।
১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:৩৫
সচেতনহ্যাপী বলেছেন: অনেক ধন্যবাদ।।
তেমন কোন অভিজ্ঞতা আমার নেই যে।। যাও লিখতে চাই, তাও জট পাকিয়ে যায়।।
ভাল থাকবেন।।
২| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৩৫
অলিউর রহমান খান বলেছেন: লিখা দিন, সুন্দর সুন্দর পোষ্ট করুন কারণ আমরা নতুনরা আপনাদের কাছ থেকে শিখার জন্যই এসেছি।
আপনাদের একটি সুন্দর পোষ্ট একজন মানুষের চিন্তাধারাকে পরিবর্তন করতে পারে।
চিন্তার প্রসার ঘটাতে সহায়তা করতে পারে।
আমরা সেই অপেক্ষায় রইলাম।
শুভেচ্ছা নিবেন।
১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫৬
সচেতনহ্যাপী বলেছেন: প্রেরনার জন্য ধন্যবাদ।। আসলে আমি লেখক, বোদ্ধা কিছুই নই।। শুধুমাত্র মনের খোরাকে এখানে আসি।। মাঝে মাঝে লিখিও খেয়ালের বশেই।।
তবে এখানে কিন্তু সত্যই অনেক কিছুই আছে।। আমিও কিন্তু সেই খোজেই আসি।। পাইও তাই।।
অনেক শুভেচ্ছা ভাই।। ভল থাকবেন।।
৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:৫৫
কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: কিছুতেই হয়তো কিছু যায় আসেনা তবুও নিজের মাঝেই এই যায় আসাটা সচেতনহ্যাপীভাই। ভালো থাকুন সর্বদা।
১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ২:০২
সচেতনহ্যাপী বলেছেন: নিজের মাঝে এই "আসা-যাওয়া" কিন্তু তেমন গুরুত্ব বহন করে না।। করে কি??
আপনার গল্পটি কিন্তু ভাল লাগার।। শুধু মাঝেমধ্যে বলার কিছু থাকে না বলেই, মন্তব্য করা হয় না।।
আর প্রথম ভ্রমনে অ-নে-ক স্বাগতম।।
ভাল থেকে আমাদের সব গল্প উপহার দিয়ে যাবেন, এই কামনায়।।
৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৩:৫৫
প্রামানিক বলেছেন: অলসতা জীবনকে অনেক পিছনে নিয়ে যায়। আলস্য দূর করে লেখা শুরু করুন।
১৬ ই ডিসেম্বর, ২০১৭ ভোর ৪:০০
সচেতনহ্যাপী বলেছেন: অলসতা!! প্রতিদিনের উপস্থিতি কি তাই প্রমান করে??!!
আসলে ভাই সময় আর যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারছি না।।
৫| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: যা মনে আসে তা লিখুন,ব্লগকে সমৃদ্ধ করুন।
শুভ কামনা জানিয়ে গেলাম।
১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:২১
সচেতনহ্যাপী বলেছেন: অনেক ভাল লাগলো।।
আছি তো, আপনাদের সাথেই।। মন্তব্যওতো একধরনের লেখার মতই।। তাই না।।
ভাল থাকবেন।।
৬| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২৪
খায়রুল আহসান বলেছেন: শেষ কথাটা দারুণ বলেছেন।
অল্প কথায় 'আপনার আমি'কে স্বচ্ছভাবে তুলে ধরেছেন।
পোস্টে ভাল লাগা + +
১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:৩৩
সচেতনহ্যাপী বলেছেন: সব সময় পাশে এসে, এমন সব আবোল-তাবোল লেখায়ও উৎসাহ দিচ্ছেন।। আমি কৃতজ্ঞ।।
৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:১০
শামচুল হক বলেছেন: আপনি লিখতে থাকেন পাঠক হিসাবে সাথে আছি।
১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:৩৫
সচেতনহ্যাপী বলেছেন: আরে ভাই আমার আবার লেখা ।। মনটা বিক্ষিপ্ত থাকলেই কিছু "বকি"
তারপরও সাথে থাকবেন জেনে খুশি।।
৮| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০৮
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: আমি একটুসখানি আপত্তি জানাই।
একটা বনে শিয়াল, কুকুর, চামচিকা, ভেড়া, ছাগল, হরিণ আরো অনেক প্রাণী থাক, থাকে কয়েক শ বা হাজার, সেই তুলনায় বাঘ বা সিংহ থাকে মাত্র কয়েকটি। এ কথা আপনিও জানেন।
কাজেই, আপনার ধারণা ঠিক না। আপনার কাজটা আপনাকে করতে হবে। সব শিয়াল নয়তো সবই বাঘ কিংবা সিংহ হয়ে গেলে বনের পরিবেশ ঠিক থাকে না।
সময় না পেলে বা ব্যস্ততা থাকলে ভিন্ন কথা।
২৮ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:২৭
সচেতনহ্যাপী বলেছেন: বলেছেন ঠিকই।। সবাই এক হতে পারে না বা সবার দায়িত্বও এক হয় না।।
আর এটাও ঠিক যে, শরীর, মনও আর বাগে থাকে না।।
অনেকদিন পরে পেয়ে সত্যিই ভাল লাগলো।। ভাল থাকুন সর্বদা।।
৯| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ২:১৩
মাইনুল ইসলাম আলিফ বলেছেন: হতাশা ঝেড়ে ফেলি ভাই। সময় সময় হয়তো হারিয়ে যাব,হারিয়ে গিয়ে আবার যেন ফিরে আসি,তাহলেই পুরোনো আমিকে আবার ফিরে পাবো।
শুভ কামনা।
শেষ মূহুর্তের বিজয়ের শুভেচ্ছা আর নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা রইল।
৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ২:২৩
সচেতনহ্যাপী বলেছেন: সুন্দর বলেছেন।। হতাশা ঝেড়ে ফেলে নূতন আশায় বাসা বাধার নামই জীবন।।
আপনাকেও নূতন বছরের শুভেচ্ছা রইলো।।
১০| ০১ লা জানুয়ারি, ২০১৮ সকাল ৮:২৫
কথাকথিকেথিকথন বলেছেন:
শুভ ভোর ২০১৮ !
জীবন হোক সুখের আলোয় আলোকিত....
০২ রা জানুয়ারি, ২০১৮ রাত ১:১১
সচেতনহ্যাপী বলেছেন: নূতন বছরের শুভকামনা, আপনাকেও।।
ভাল লাগলো আপনার উপস্থিতি।।
১১| ০২ রা জানুয়ারি, ২০১৮ রাত ১১:২৩
মলাসইলমুইনা বলেছেন: চুপ থাকলেও মানুষ বলতে পারে বোবা | সেটাওতো নেগেটিভ অর্থেই বলবে | তাই লিখুন প্রাক্তন আইডিয়ালিস্ট (আমিও)| নববর্ষের শুভেচ্ছা রইলো |
০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ১:১১
সচেতনহ্যাপী বলেছেন: আবার বোবার/কম কথা বলা লোকের শত্রুও কম ।।
আপনি কোন সময়ে ??
নূতন বছরের শুভেচ্ছা।।
১২| ০৩ রা জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৩০
আটলান্টিক বলেছেন: কিছু একটাতে আসক্ত হয়ে যান হতে পারে সেটা গেমিং, মুভি দেখা আরো অনেক কিছু।তাহলে দেখবেন ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে।
০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ১২:৫০
সচেতনহ্যাপী বলেছেন: আসক্তি আছে শুধু এখানে দুই/তিন ঘন্টার জন্য আসা।।
ঘুরে-ফিরে আপনাদের লেখাগুলি পড়ি।। ভাল লাগলে মন্তব্য করি।। না হলে চুপচাপ চলে আসি।। মাঝে মাঝে অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য একটু/আধটু লিখিও বটে (মান নিয়ে তেমন ভাবি না। তাৎক্ষনিক ভাবনাটাকেই ফুটিয়ে তুলতে চেষ্টা করি)।।
প্রথম ভ্রমনে স্বাগতম এবং নববর্ষের শুভেচ্ছা।।
১৩| ০৫ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪২
ধ্রুবক আলো বলেছেন: নিজেকে বুঝা অনেক কঠিন একটা বিষয়। আপনি একদিন নিশ্চিত নিজেকে ঠিক বুঝতে পারবেন।
জড়তা রাখবেন না মনে।
শুভ কামনা রইলো.....
০৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:১২
সচেতনহ্যাপী বলেছেন: তারপরও প্রতিনিয়তই ভুল বুঝে যাচ্ছি।।মাঝে মাঝে অবশ্য চাহিদা/লক্ষ্যও পরিবর্তিত হচ্ছে, সময়ের সাথে তাল মিলিয়ে।।
নববর্ষ কেমন কাটালেন।। শুভকামনা রইলো।।
১৪| ০৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:০৪
রূপক বিধৌত সাধু বলেছেন: কী বলবো বুঝতে পারছি না! পোস্ট এবং মন্তব্যের মাধ্যমে নিজস্ব ধ্যান-ধারণার বহিঃপ্রকাশ ঘটাতে পারেন। তরুণ প্রজন্ম আলোকিত হতে পারে।
০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:১৬
সচেতনহ্যাপী বলেছেন: মন্তব্যে একটু উৎসাহ পেলাম।।
আসলে আমার ভাবনাগুলি ঠিক এই লাইনে চলে না।। কিছুটা বিক্ষিপ্ত।।
নূতন বছরের শুভেচ্ছা রইলো।।
১৫| ০৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:৫৪
চাঁদগাজী বলেছেন:
আপনার কথাগুলো দুর্বোধ্য হয়ে গেছে মোটামুটি, তেমন কিছু বুঝ যাচ্ছে না; কোন বিষয়ে লিখতে হলে, বিষয়টাকে পরিস্কার করা দরকার, আন্দাজে পাঠক কতটুকু বুঝবে আপনাকে?
০৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ১:০৫
সচেতনহ্যাপী বলেছেন: ধন্যবাদ।।
সবার ভাল আর প্রিয় হতে যেয়ে, অনেক কিছুই খুইয়েছি।। তাই আজ আর কে কি ভাবলো সেটা আমার কাছে বড় নয়।।
এখানে শুধু আমার আমি।। নিজেকেই পোষ্টমর্টেম করতে চেয়েছি।। আর সেটা করতে যেয়ে একটু "আশ্রয়" নিতে হয়েছে, অস্বীকার করবো না।। তবে হিন্ট্সও আছে প্রচুর।।
নূতন বছরের শুভেচ্ছা রইলো।।
১৬| ১১ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:০০
পার্থ তালুকদার বলেছেন: কেন এমন হয়- তার কোনো উত্তর পাওয়া যায় না।
একদিন দেখবেন সব ঠিকটাক। ভাল থাকুন।
১২ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:৫১
সচেতনহ্যাপী বলেছেন: হয়তো আছে, হয়তো নেই।। আর সেই ভালই তো আছি।। আপনিও থাকবেন।।
©somewhere in net ltd.
১| ১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:০০
আখেনাটেন বলেছেন: ভাবনাগুলোকে প্রকাশ করুন। আমরাও জানি। আপনাদের জেনারেশনের নিরপেক্ষ চিন্তাগুলো অবশ্যই নতুন কিছুর আশার যোগান দিবে।