নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একটা নির্দিষ্ট গন্ডীর মাঝেইথাকতে চাই।।

সচেতনহ্যাপী

সচেতনহ্যাপী › বিস্তারিত পোস্টঃ

অদৃশ্য ব্লগার!!

১৪ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:৪৯

ব্লগার তহুগ এই মুহুর্তে আছেন ব্লগার জেকলেট এবং টোকন ঠাকুরের মাঝখানে!!


পোস্ট করেছি: ০টি
মন্তব্য করেছি: ০টি
মন্তব্য পেয়েছি: ০টি
ব্লগ লিখেছি: ৮ বছর ১১ মাস
অনুসরণ করছি: ০ জন
অনুসরণ করছে: ৩ জন
ভালই মজা এই অদৃশ্য থাকায়।। কেউ দেখছে না অথচ সেই ব্লগার মহোদয় অনায়াসে ব্লগময় ঘুরে বেড়াচ্ছেন!!
এরআগে অন্য এক সহব্লগারের লেখায় এমন অদৃশ্যমানবদের কথা পড়েছিলাম।। আজ দেখলাম এবং বুঝলাম।।
স্যরি। ফেবুকীয় লেখা বলে।
ছবিসুত্রঃ বিখ্যাত সুকুমার রায়।।

মন্তব্য ২৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই জানুয়ারি, ২০১৮ রাত ১:০৭

চাঁদগাজী বলেছেন:


ইন্টারেষ্টিং, ব্লগের সফটওয়ারে কোথায় একটা ডিফেক্ট আছে; আপনি কি করে জানলেন?

১৪ ই জানুয়ারি, ২০১৮ রাত ১:১৫

সচেতনহ্যাপী বলেছেন: নিজের মত করেই ঘুরছিলাম ব্লগে।। হঠাৎ উল্লেখিত ব্লগারদের মাঝখানে মাউস যেতে সন্দেহ হয়।।
মাত্রই আপনর লেখায় মন্তব্য করে এলাম।।

২| ১৪ ই জানুয়ারি, ২০১৮ রাত ২:৩৩

ঠ্যঠা মফিজ বলেছেন: ভালো মজার ব্যাপারতো।

১৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:৩০

সচেতনহ্যাপী বলেছেন: আমার কাছেও মজাই লেগেছে।। উনি সবাইকে দেখতে পাচ্ছেন, শুধু আমরাই...।।। ভিন্ন এক রোমাঞ্চ!!

৩| ১৪ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৭:১১

সৈয়দ ইসলাম বলেছেন: বিরাট চমকপ্রদ তথ্য!
খোঁজ নিয়ে দেখেন, তথ্যা ফাঁসে উনি বিশাল গর্বে গর্ভিত।

১৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:৩৩

সচেতনহ্যাপী বলেছেন: আসলেও তাই নয় কি??
তথ্যটি আপনারও কি জানা ছিল?? এরকম অদৃশ্য থাকার মজাই আলাদা।।
আর শুভেচ্ছা প্রথম আগমনে।।

৪| ১৪ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৩০

সোহানী বলেছেন: তাই নাকি B:-)

১৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:৩৪

সচেতনহ্যাপী বলেছেন: হ্যাঁ।। এই মুহুর্তেও আছেন।।

৫| ১৪ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৪৭

আটলান্টিক বলেছেন: অয়ন ভাইয়ের পোষ্টে এমন কিছু পড়ছিলাম

১৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:৩৫

সচেতনহ্যাপী বলেছেন: ঠিক।। দুঃখিত ব্লগারের নাম ভুলে গেছিলাম।।

৬| ১৪ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৫০

রাজীব নুর বলেছেন: এরকম ব্লগারের সংখ্যা খুব কম নয়। তাদের কর্মকান্ড বিশেষ সুবিধার নয়।

১৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:৪০

সচেতনহ্যাপী বলেছেন: প্রথম মন্তব্যে অনেক ভাল লাগলো।।
আমি প্রথমই দেখলাম!!
তাদের কর্মকান্ড বিশেষ সুবিধার নয়। এখানেই আমার আপত্তি।। এখানে ব্লগার (?) তহুগের পরিসংখ্যান কিন্তু ক্যাচালের দৃষ্টিতে নেই।। তবে অন্যকিছু মীন করে থাকলে হবেও বা।।
ধন্যবাদ।।

৭| ১৪ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:০৫

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ধরা ছোঁয়ার বাহিরে থাকতে চান।

১৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:৪৩

সচেতনহ্যাপী বলেছেন: আসলেও তাই ভাই।। কারো ধরা-ছোয়ার বাইরে থাকার কিন্তু মজাই আলাদা।। এটাতো অস্বীকার করতে পারবো না।।

৮| ১৪ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৩

ধ্রুবক আলো বলেছেন: ভাই, অদৃশ্য ব্লগার থাকলেও তো ব্লগার আছে। আজকাল তো ব্লগে ভিড় কম।

১৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:৪৫

সচেতনহ্যাপী বলেছেন: একেবারে একমত।। তাছাড়া উনি তো কোন ক্যাচাল করছেন না।। ভিন্ন ধরনের রোমাঞ্চ

৯| ১৪ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:১৬

শাহরিয়ার কবীর বলেছেন: ওনি সম্ভবত ব্লগের ভুত । :)

১৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:৪৬

সচেতনহ্যাপী বলেছেন: হ্যাঁ ভাই এমনটাই।। চুপি চুপি বলি, আমারও এমনই সখ!!

১০| ১৪ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০২

সুমন কর বলেছেন: :(

১৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:৫১

সচেতনহ্যাপী বলেছেন: সুমনদা!! আমি ভাবিও নি যে আপনি আসবেন।।
আসলে আমিও অবাক।। এই অদৃশ্য থাকার মজাই কিন্তু আলাদা।। তাই না??
কেমন আছেন। চোরের ভয়ে কি মাটিতে ভাত খাচ্ছেন =p~ ।।
নূতন বছরের শুভেচ্ছা নেবেন।।

১১| ১৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:০০

প্রামানিক বলেছেন: মজার ব্যাপার, এরা এলিয়েন না তো?

১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:১০

সচেতনহ্যাপী বলেছেন: হা হা হা, না ভাই আপনার/আমার মতই ব্লগার।। কারো ক্ষতি না করেই ঘুরে বেড়াচ্ছেন।।

১২| ১৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩১

পার্থ তালুকদার বলেছেন: দারুণ ব্যাপার তো !! উনি তো মোস্ট সিনিয়র ব্লগার ।

১৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ১:০২

সচেতনহ্যাপী বলেছেন: অবশ্যই।। এবং এক বিশেষ পদ্ধতির মাধ্যমে নিজেকে অদৃশ্য করে সকাল/রাতে অহরহ ঘুরে বেড়াচ্ছেন এখানে।।
আসলেই মজার।।

১৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:২৮

খায়রুল আহসান বলেছেন: উনি যেহেতু কোন ক্যাঁচাল করছেন না, থাকতে দিন ওনাকে, ওভাবেই! একদিন হয়তো রহস্যটি উন্মোচিত হবে!

১৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৩

নতুন নকিব বলেছেন:



অদৃশ্য একজনের সাথে আমারও দেখা হয়েছিল। তার সাথে কথাও হয়েছে সামান্য। তাকে নিতান্ত ভদ্রলোক মনে হয়েছে। নিচের লিঙ্কে গিয়ে তার সাথে হওয়া কথোপকথন দেখে আসতে পারেন-

পলক ফেলার কোন ফাঁকে যে, এর ২২ এবং ২৪ নং কমেন্ট।

তার ব্লগ বাড়ি-

http://www.somewhereinblog.net/blog/um

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.