নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একটা নির্দিষ্ট গন্ডীর মাঝেইথাকতে চাই।।

সচেতনহ্যাপী

সচেতনহ্যাপী › বিস্তারিত পোস্টঃ

মৃত্যু এবং অপমূত্যু

১৫ ই নভেম্বর, ২০১৮ ভোর ৫:৪১

মৃত্যু একটি অতি স্বাভাবিক ঘটনা।। কারো মৃত্যু হলে কয়েকদিন শোকের পরই তা কমে যায়।। কিন্তু অপমূত্যু?? আজীবন মনে থাকে।।
আমি আমার বন্ধুদের কথাও বলছি না।। যারা মৃত্যু/অপমৃত্যুর শিকার হয়েছে!! হয়তো তাদের কাতারে আজ, আমিও থাকতাম।। ভাগ্য এবং আয়ূর সহায়তায় আজও বেচে আছি।। কিন্তু আর কতদিন, শেষে বলবো।।
প্রথমে যা বলতে চাই , সেটা আগে বলে নেই।।
কয়েকটি দেশ ঘুরে, এখানে সুস্থির হওয়ার আগে, এবং বিভিন্ন দেশের ছবিতে দেখি, একটি নদী এমনকি খালও সেই দেশটাকে কত সুন্দরভাবে পরিবেশিত করে।। যেন সমস্থ সৌন্দর্য এগুলিকে ঘিরেই।। এবং সমস্ত যত্নও এগুলিকে নিয়েই।। লোকারা নৌবিহারে যায়।। দুপাশে থাকে আমাদের খালের দুপাশের মতই ঘন গাছপালা।।এঁকেবেঁকে সেপথ চলছে।। তার নির্দিষ্ট গন্তব্যের পানে।। মূল কথা, কারা এসব যাত্রী?? উত্তর পর্যটকরা।। যাদের উপস্থিতিই সে দেশের অর্থনীতির মূল।। উদাহরন হিসাবে বলা যায়, ভারত, থাইল্যান্ড,ইত্যাদির নাম।।
হয়তো "ধান ভানতে শীবের গীত গাইছি।। কিন্তু কিছু লিখতে গেলে ভূমিকা বলে একটা কথা আছে।। তাই না?? ঐযে বলেছি, sb]এবং সমস্ত যত্নও এগুলিকে নিয়েই।। সেখানে আমরা!!?? সত্যিই কি করছি?? রাজধানীর একেবারে লাগোয়া বুড়িগঙ্গা আজ মূত।। অথচ এই বুড়িগঙ্গার মত কোন নদী যদি অন্য দেশে থাকতো?? তাহলে কি তারা এভাবে মরে যেতে না দিয়ে আরো নাব্য এবং সৌন্দর্যবোধক করে পর্যটক টানার চেষ্টা করতো না?? (কোনও ভাবে ছোট না করে বলছি, আরেকটি হাতির ঝিলের কি প্রয়োজন পড়তো??)
মিরপুর থেকে তুরাগ নদী বেয়ে পুরো ঢাকা বিহারের আজ কি অবস্থা!! অনেকতো ঢালের আওয়াজ শুনেছি।। কি অবস্থা তার??
বুড়িগঙ্গায় আজ চর পরে যেতো যদি না ধলেশ্বরী সাথে থাকতো।।
আমি দেখেছি, মধুমতি, ধলেশ্বরী আর ইছামতির মোহনা।। আজ প্রথম এবং শেষটি শুধুমাত্র বেঁচে আছে, ধলেশ্বরীর করূনায়।। তাও কতদিন?? ধোলাই খাল নিঃশ্চিন্হ।। বাসাবো,মান্ডা, খিলগাও, বাড্ডার বিস্তির্ন জলাভুমিতে আজ শুধুই ইমারত!!
আমি জানি এবং মানিও কেন এটা।। কিন্তু প্রশ্ন এইসব জবরদখল।। নদীগুলিও!! বাকি রইলো কি??
কৃত জমিতে কয়জন "প্রান্তিক মানুষের বাস"?? বাস তাদেরই যাদের নূতন পয়সা হয়সা হয়ছে।। যারা শুধু শেহরী খেতে ১১জন মানুষ, ১০,০০০ হজার টাকা খরচ করে বিনা চিন্তায়।। কারন এটা পরিশ্রমের না
মৃত্যু হয়েছে আমাদের মানবিকতার।।
এগুলো কি অপমৃত্যু না?? আজ বুড়িগঙ্গা শুকিয়ে যেত বা গতিপথ বদলে যেত স্বাভাবিক বলেই মেনে নিতে পারতাম।। কিন্তু প্রকাশ্য, বুড়িগঙ্গার মৃত্যুর কারন।।
সবাই জানি।। তবে যার করার কথা, সেই যদি এগিয়ে না আসে, তাহলে!! সাধারন এগিয়ে এলেই তো....।।। প্রশ্ন আপনাদের কাছেই।।
মৃত্যুর হার কিন্তু নদীর চেয়ে বেশী নয়।। তবুও আমরা পাথর হয়ে গেছি।
আজ আমরা যেকোন অযুহাতেই মারা পড়ছি।। হোক তা নব্য জেমবি অথবা পৃথিবীর আই সিসের মতই।। অথচ এটাই রাজনীতি।। যাই বলি না কেন।।

মন্তব্য ৬৬ টি রেটিং +৯/-০

মন্তব্য (৬৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই নভেম্বর, ২০১৮ ভোর ৫:৫৭

জাতির বোঝা বলেছেন:
সুপ্রভাত!
আপনি কেমন আছেন, মহাশয়?
আপনার গেজেট পাঠ করিয়া আমি খুবই আমোদিত হই।
আপনি একজন উত্তম লেখক।

১৫ ই নভেম্বর, ২০১৮ ভোর ৬:০০

সচেতনহ্যাপী বলেছেন: নিজেকে ধন্য মনে করছি।। তবে এটা ঠিক যে, আমি ওতো বড় লেখক হয়ে উঠি নি।। মনের খেয়ালে লিখি।।

২| ১৫ ই নভেম্বর, ২০১৮ ভোর ৫:৫৯

চাঁদগাজী বলেছেন:


বর্তমান বিশ্বে একটি গ্রামের জীবনও পরিকল্পনা অনুসারে চলে; ঢাকা নিয়ে পরিকল্পনা করার মতো মগজধারী বাংগালী নেই; বাহির থেকে নগর পরিকল্পনাকারী লোকজন আনতে হবে; ঢাকা বুড়িগংগাকে গিল ফেলছে

১৫ ই নভেম্বর, ২০১৮ ভোর ৬:০৪

সচেতনহ্যাপী বলেছেন: ধন্যবাদ, বাস্তববাদী মন্তব্যের জন্য।।
চোখের অবস্থা কি?? একমাত্র মেয়ের বিয়ে দিয়ে আমি আসলেই নিঃসঙ্গ হয়ে গেছি।।

৩| ১৫ ই নভেম্বর, ২০১৮ ভোর ৬:১২

চাঁদগাজী বলেছেন:


লেখক বলেছেন, " ধন্যবাদ, বাস্তববাদী মন্তব্যের জন্য।।
চোখের অবস্থা কি?? একমাত্র মেয়ের বিয়ে দিয়ে আমি আসলেই নিঃসঙ্গ হয়ে গেছি।। "

-সন্তানকে নিজের পরিবার গড়তে হয়, এটাই নিয়ম; মেয়ারা মা-বাবাকে মনে রাখেন সারাক্ষণ; সাহায্য করেন, যাতে সবকিছু গড়ে তুলতে পারে ঠিক মতো।

১৫ ই নভেম্বর, ২০১৮ ভোর ৬:১৮

সচেতনহ্যাপী বলেছেন: ঠিক।। বাস্তবেও দেখছি, এটাই।। দিচ্ছিও করতে, তাই।। নো ইন্টারফেয়ার।।

৪| ১৫ ই নভেম্বর, ২০১৮ ভোর ৬:১৩

চাঁদগাজী বলেছেন:


চোখ ভালো হয়নি; মনে হয়, আরো সময় লাগবে।

১৫ ই নভেম্বর, ২০১৮ ভোর ৬:২১

সচেতনহ্যাপী বলেছেন: আমার ডানচোখে ছানি পড়েছে।। তবু বর্তমান চশমায় ভাল আছি।।
শুভকামনা রইলো।।

৫| ১৫ ই নভেম্বর, ২০১৮ ভোর ৬:৩২

সচেতনহ্যাপী বলেছেন: বলেছেন: ভাল থাকবেন, এই শুভ কানা থাকলো।।

একটু বনাবনি না হওয়াতে চাকুরী থেকে " টারমিনেট"!! আমিও লাথি মেরে পরের দিনই রিজাইন দিয়ে চলে এসেছি।।
ব্যাবস্থা হবেই, ভাবি না।।

৬| ১৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ৭:০১

চাঁদগাজী বলেছেন:


যা করতে হয়, খুবই ভেবেচিন্তে করবেন, দেশে সবকিছুই ভয়ংকর কঠিন।

১৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ৭:০৩

সচেতনহ্যাপী বলেছেন: ঠিক।। অনেক ধন্যবাদ।।

৭| ১৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ৭:৪৬

স্বপ্নীল ফিরোজ বলেছেন: Excellent writing.

১৬ ই নভেম্বর, ২০১৮ ভোর ৪:০৫

সচেতনহ্যাপী বলেছেন: ধন্যবাদ।।

৮| ১৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:০৭

হাবিব বলেছেন: ভালো লিখেছেন.........

১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৩:৫৮

সচেতনহ্যাপী বলেছেন: অনেক ধন্যবাদ।।
প্রথম ভ্রমনে স্বাগতম।।

৯| ১৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:১১

রাজীব নুর বলেছেন: ক্ষমতাবানরা সব কিছু শেষ করে দিচ্ছে।

১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৩:৫৯

সচেতনহ্যাপী বলেছেন: ঠিক।। লংকায় যে যায়, সেই রাবন হয়।।

১০| ১৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:১৯

মোঃ মঈনুদ্দিন বলেছেন: ক্ষমতাসীনদের পোয়া বারো; আমরা অপয়া সাধারণদের ধরে ধরে শুধু মারো; আমরা মরি। মরেওতো শান্তি পাবো না; আমার বুকের ওপর উঠবে ১১০ তলা ভ্যাম্পায়ার স্ট্যাট বিল্ডিং!!

১৬ ই নভেম্বর, ২০১৮ ভোর ৪:০২

সচেতনহ্যাপী বলেছেন: আমি মানি।। কারন এমন অনেক লাশ আমরা হয়েছি@@

১১| ১৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৩২

Sujon Mahmud বলেছেন: :(

১৬ ই নভেম্বর, ২০১৮ ভোর ৪:১৬

সচেতনহ্যাপী বলেছেন: =p~

১২| ১৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:০২

নীলপরি বলেছেন: উপস্থাপণা ভালো লাগলো । দুএকটা টাইপো আছে । সময় পেলে দেখে নেবেন ।

১৬ ই নভেম্বর, ২০১৮ ভোর ৪:১৮

সচেতনহ্যাপী বলেছেন: করে নেবো।।
পথম ভ্রভনে ফুলেল শুভেচ্ছ।।

১৩| ১৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:২০

জুন বলেছেন: সচেতনহ্যাপী অনেকদিন পর এক সচেতন করা লেখা নিয়ে আপনার আগমনে অনেক ভালো লাগলো ।
আপনি যা নিয়ে দুঃখ করেছেন সেই একই দুঃখ আমারো । মানুষ না থাকলে আফসোস করে , গড়ে তোলে নতুন করে আর আমরা প্রকৃতির দেয়া দানকে অবহেলায় নিঃশেষ করি । সুন্দরবনের কথাই ধরুন । আমার মত আপনিও নিশ্চয় দেখেছেন অনেক দেশে সামান্য একটি জিনিসই কি অসামান্য ভাবে উপ্সথাপন করছে । আর আমরা !!
+

১৬ ই নভেম্বর, ২০১৮ ভোর ৪:১৪

সচেতনহ্যাপী বলেছেন: আপনি এসেছেন, লেখার সাথে সাথে!! অনেক ধন্যবাদ।। হ্যাঁ সুন্দরবন আর রয়েল বেঙ্গল টাইগার আজ ভারতের একক সম্পত্তি!! প্রবাসীরা বুঝি।।
হ্যাঁ অনেক দিন পর এলাম।। আসলে ব্লগ টানে, একটু বেশীই।।

১৪| ১৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:১৪

কাওসার চৌধুরী বলেছেন:



কেমন আছেন, আপনি? ইদানিং ব্লগে তেমন একটা দেখি না আপনাকে। খুব বিজি থাকেন মনে হয়। আর আপনার পোস্ট পেয়ে খুব ভাল লাগলো, বেশ কয়েক মাস পর লিখলেন। এজন্য অভিনন্দন আপনাকে। আপনার লেখা পড়ে লন্ডনের টেমস নদীর কথা মনে পড়লো। এই টেমস নদীটি হলো লন্ডনের সৌন্দর্য্য আর আভিজাত্যের প্রতীক। টেমস নদী লন্ডনের মাঝ বরাবর না গেলে শহরটি এতো আকর্ষণীয় হত না। লন্ডন ব্রিজ, টাওয়ার ব্রিজ, ব্লাকওয়েল টানেল, রথারাই টানেল, টেমস ব্যারেজ, মিলেনিয়াল ডোম, ওয়াকওয়ে, মিলেনিয়াম ব্রিজ, ঝুলন্ত সেতু, লন্ডন আই, টাওয়ার অফ লন্ডন ইত্যাদিও সৃষ্টি হতো না।

টেমসের পানিতে কোন ময়লা-আবর্জনা পাওয়ার সুযোগ নেই, পাবলিক কখনো নদীতে কিছু ফেলে দেয় না। তারা জানে কিভাবে নদীকে বাঁচিয়ে রাখা যায়। লন্ডনে এত পর্যটক আসার পেছনে টেমস নদীর অবদাব সীমাহীন। আর আমাদের বুড়িগঙ্গা? কবেই বুড়ি হয়ে মরে, পচে দুর্গন্ধ ছড়িয়ে পুরো ঢাকাবসীকে অসুস্থ করছে।

১৬ ই নভেম্বর, ২০১৮ ভোর ৪:৩৩

সচেতনহ্যাপী বলেছেন: আমি টেমস সহ বিশ্বের আরো কয়েকটি দেশের খাল/নদীর কথা ভেবেই এটা লিখেছি।।
আপনার দৃষ্টির প্রশংসা করতেই হয়।। অনেকদিন পরই আসা।।
কথায় আছে না, আগরতলা আর চৌকির তলার মাঝে অনেক পার্থক্য।।
আমরা নিজেরাই আমাদের পর্যটন শিল্পকে ধ্বংশ করে যাচ্ছি।। শুধু ভাবতে বলবো পৃথিবীর অন্য কোন দেশে যদি লংগেষ্ট বিচ থাকতো!!
ব্যাংককের পাতাইয়া বিচের কথা ভেবে দেখুন@@




































''

১৫| ১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৫৮

সুমন কর বলেছেন: অনেক দিন পর, কেমন আছেন? গতকালই তুরাগ নদীর পাশে দিয়ে এলাম। ১০/১২ বছর আগেও যা ছিল, এখন কিছুই নেই। বালি দিয়ে ভরাট করে সব শেষ করে ফেলেছে। বড় বড় বিল্ডিং হচ্ছে.........সব শেষ। সব মরে যাবে, শেষ হয়ে যাবে......তবুও আমরা ওদের রক্ষা করতে পারব না !!

লেখার বিষয়বস্তুর সাথে সহমত।

১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ২:১৫

সচেতনহ্যাপী বলেছেন: সুমন দা, আপনি!! আমার এই ফালতু লেখাও আপনার নজরে এসেছে!!
না, আমাদের শুধু চেয়ে দেখা ছাড়া।। হ্যাকিং, জালিয়াতি সব কিছুতেই আমরা অন্ধ!!

১৬| ১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:০২

রূপক বিধৌত সাধু বলেছেন: সাতশো থেকে সাড়ে সাতশো নদী ছিল বলে কথিত আছে; এখন তা কমে তিনশোতে ঠেকেছে। আমার ধারণা আরও কমেছে। এসব নদী মরে যাওয়ায় পরিবেশের ওপর চরম প্রভাব পড়বে অথচ সেদিকে কারও ভ্রুক্ষেপ নেই।

১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ২:১৮

সচেতনহ্যাপী বলেছেন: কে ভাবে দেশ নিয়ে?? অর্থই বড়।। নমিনেশনে দেখবেন, কাদের গরীমা!!

১৭| ১৭ ই নভেম্বর, ২০১৮ ভোর ৫:২৪

মলাসইলমুইনা বলেছেন: হ্যা, ঢাকার আসে পাশেই এতো নদী ছিল যে এটাকে ভেনিসের মতো করেই সাজানো যেত যদি আমাদের কর্তারা ব্যাপারটা নিয়ে আগেই ভাবতেন । এফআর খান মনে হয় স্বাধীনতার পরেই এরকম একটা আইডিয়া দিয়েছিলেন । কিন্তু যা হয় । আমাদের কর্তারা উনার পরিকল্পনা পাত্তা না দেয়ায় উনি সব বাদ দিয়ে আমেরিকায় চলে গেলেন।সেখানেই তার অক্ষয় কীর্তিগুলো হলো আর আমরা যেই তিমিরে ছিলাম তার থেকেও বেশি তিমিরে ঢুকে গেলাম । ঢাকার ধীরে ধীরে বস্তি হয়ে যাওয়াটা আমাদের নেতৃত্বের সবচেয়ে বড় ব্যর্থতা। আপনার লেখাটা ভালো লেগেছে । খুব বাস্তব একটা সমস্যার কথাই সুন্দর করে লিখেছেন ।

১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৩:৪১

সচেতনহ্যাপী বলেছেন: অনেক ধন্যবাদ।। টাকে ভেনিসের মতো করেই সাজানো যেত যদি আমাদের কর্তারা ব্যাপারটা নিয়ে আগেই ভাবতেন কেন হয় নি বা বলা যায় করা হয় নি, তাহলে এভাবে দখলদারী হতো না।। ধনীদের বর্জ অর্থাৎ রাসায়নিক ও নদীর পরিবেশ নষট করতে পারতো না।।
আর কয়েকটি বছর পরেই হয়তো আমাদের লষ্ণে বা ষ্টিমারে চড়তে হবে সেই নারায়নগঞ্জে যেয়ে।।

১৮| ২১ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৭

প্রামানিক বলেছেন: কত নদী যে মরে গেল এবং যাবে সেদিকে তাকালে দুশ্চিন্তাই হয়। ধন্যবাদ সুন্দর লেখনির জন্য।

২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১:২৩

সচেতনহ্যাপী বলেছেন: আপনার ছড়ার বাইরে, এমন অরসিক লেখার প্রশংসার জন্য, আমি সত্যিই খুশী।। আরো কিছু তথ্য দিয়ে এটাকে সমৃদ্ধ করা যেত, কিন্তু ধৈর্য্যটা বরাবর আমার কম।।
ভাল থাকবেন সততঃ।।

১৯| ২৪ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৫৯

আখেনাটেন বলেছেন: চমৎকার একটি বিষয় নিয়ে লিখেছেন।

আমি মাঝে মাঝেই গুগল ম্যাপে ঢাকার চিত্রটা দেখি। আর ভাবি, ঢাকার মতো এত চমৎকার জায়গায় শহর বিশ্বের খুব কম জায়গাতেই গড়ে উঠেছে। চারিদিকে নদী, জলাশয়। শুধু সুশৃঙ্খল ব্যবস্থাপনায় পারত শহরটাকে অন্যতম অাকর্ষনীয় করে তুলতে।

কিন্তু দুর্ভাগ্য আমাদের। আমাদের কোনো ভিশনারী নেতা নেই। যারা নিজের আগে দেশ ও জাতির কথা ভাববে। তাই এই হা-হুতাশ করা ছাড়া আর কোনো উপায়ও নেই।

২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ২:৩২

সচেতনহ্যাপী বলেছেন: অভ্যাসবসতঃ সংক্ষেপেই লিখেছি, এটাও আপনার মন স্পর্শ করেছে জেনে ।।
শেষ কথাগুলি আমারও।। কিন্তু আমরা সবাই, নেতা থেকে কর্মী, সবাই আছি ব্যাক্তিলাভে মগ্ন!! সেখানে.. তেমন আশা করা কি বৃথা না?? অনেকেই ভাবেন আমি , নৈরাশ্যবাদী বা হতাশ!! আসলেও কি তাই, নিজেকে প্রশ্ন করি??
শুভেচ্ছা রইলো।। একটু সমস্যায় আছি বলে, নিয়মিত আসা হয় না।। আসি এই কারনে যে, ( যা আমারও অভিযোগ, লেখা দিয়েই গায়েব!!)।।

২০| ২৭ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৭

খায়রুল আহসান বলেছেন: খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে লিখেছেন। নদীর মৃত্যুকে যথার্থেই আমাদের নিজেদের অপমৃত্যু বলেছেন। আমরা ইতোমধ্যে এর কুফল অনুভব করতে শুরু করেছি।
প্রকৃতির অনেক উদার দানকে আমরা হেলায় পদদলিত করে চলেছি। একসময় ঢাকার কমলাপুর স্টেশনের অদূরে নৌকা ভিড়তো। ঠিক মত পরিকল্পনা করলে ঢাকার চারপাশে নৌপথ সচল রাখা যেত। এতে পর্যটকদের সংখ্যাও বৃ্দ্ধি পেত, ঢাকাবাসীর চলাচলের পথও সুগম হতো।

২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৩:৪৩

সচেতনহ্যাপী বলেছেন: অনেকদিন পর লিখেছি বলে, পেলামও দেরীতে।।
পুরো বাসাবো আমি নৌকায় ঘুড়েছি!!
সেখানে বুড়িগঙ্গা!! তাও রাজধানীর লাগোয়া!! তুরাগ!! ধোলাই খাল..... আমি দেখেছি বুড়িগঙ্গার সাথে, কমলাপুর, খিলগাও ঝিল মরে যেতে।।

হয়তো এসব না থাকাই শ্রেয়।। তাই হসপিটাল, ইমারত আর দখল হচ্ছে।।
অনেক শুভেচ্ছা রইলো, খায়রুল ভাই।।

২১| ১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৩

আহমেদ জী এস বলেছেন: সচেতনহ্যাপী,




অনেকদিন পরে আপনার সাথে দেখা হচ্ছে এখানে!
গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে লিখেছেন, চমৎকার। হ্যাঁ.... এগুলো সব অপমৃত্যই। আমরা নিজেরাই গলা টিপে মেরে ফেলেছি।

আমরা নিজেরাই আমাদের পর্যটন শিল্পকে ধ্বংশ করে যাচ্ছি। আপনার একথার সাথে দ্বিমত নেই।

আখেনাটেন ঠিকই বলেছেন --- দুর্ভাগ্য আমাদের। আমাদের কোনো ভিশনারী নেতা নেই। যারা নিজের আগে দেশ ও জাতির কথা ভাববে।

ভালো থাকুন । শুভেচ্ছা নিরন্তর।

১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৩:০৩

সচেতনহ্যাপী বলেছেন: আসলেও অনেকদিন পর আপনার সাথে কথা হচ্ছে বলে, আমিও আনন্দিত।।
এমন অনেক মৃত্যুই আমি কিন্তু অহরহ দেখে আসছি।। যেখানে একটু ক্ষমা আর সুন্দরে দৃষ্টিতেই দেখলেই, তা মনোহর রূপে দেখলেই আজ দেশটা অন্যরূপে দেখা যেত।।
ও আপনার অবগতির জন্য জানাচ্ছি, আমার সেই "পুতুল পুতুল মেয়েটা" আরেকজনের ঘরে শোভা পাচ্ছে, আমার ঘর শুন্য করে।। দোয়া করবেন তার জন্য।।

২২| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৪:৪০

ঠাকুরমাহমুদ বলেছেন:
শুধু বুড়িগংগা নয় ঢাকা গ্রাস করবে শিতলক্ষাও এবং বিষাক্ত করবে আকাশ বাতাস পানি।

১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৩:৫২

সচেতনহ্যাপী বলেছেন: আমরা না দেখলেও পরবর্তি জেনারেশন সেটা দেখবে।। কিন্তু কবে, তা জানি না।। শুরুটার লক্ষন দেখছি।।
অনেক শুভেচ্ছা রইলো।।

২৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:১১

সৈয়দ ইসলাম বলেছেন:
ডিজিটালাইজেশন আমাদেরকে এ থেকে উত্তরণের পথ শিখায় না, আমাদেরকে শুধু শিখায় নিজেদের ব্যক্তি সমস্যা সমাধানে জনগনের সর্বাস্ব লুটে নেয়া।

১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৩:৫৬

সচেতনহ্যাপী বলেছেন: এটার মূল কিন্তু আমরা যাদের নির্বাচিত করি।।
ধন্যবাদ।।

২৪| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:০৮

আর্কিওপটেরিক্স বলেছেন: নতুন পোস্ট দিন

১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৩:৫৮

সচেতনহ্যাপী বলেছেন: ধন্যবাদ।। আমার আজে-বাজে লেখার মাঝেও কিছু পান বলে, আমি খুশী।।
ভাল থকুন সর্বদা।।

২৫| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০০

আহমেদ জী এস বলেছেন: সচেতনহ্যাপী,



প্রতি মন্তব্যের জন্যে ধন্যবাদ।
বোঝা গেলো ঘরের মানুষ ঘরে ফিরে এসেছেন।
মেয়ে পরের ঘরের শোভা বাড়াক, এমনটাই তো একজন পিতার কাম্য! সুখে আর পুতুলের মতোই যত্নে থাকুক আপনার মেয়ে।
আশির্বাদ রইলো আপনার পুতুলটির জন্যে ।

১৪ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৪:৩৯

সচেতনহ্যাপী বলেছেন: একমাত্র আপনি, চাঁদগাজী আর মানবীই শুধু এটা অনুভবে রেখেছে।।
শুভ কামনা তার পাথেয় হয়ে থাকুক, এটাই আমার কামনা।।
আপনিও আপনজনদের নিয়ে ভাল এবং আনন্দে থাকুন, এটাই আমার কামনা।।

২৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০০

ইসিয়াক বলেছেন: ভালো লেখা।ভালো লাগলো

২৫ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৪:৩৬

সচেতনহ্যাপী বলেছেন: আমার লেখাও ভাল লাগাতে, আমি খুশি!!
ধন্যবাদ প্রথম ভ্রমনে, স্বাগতমও।।

২৭| ২৮ শে জুন, ২০১৯ রাত ১:৩৫

আর্কিওপটেরিক্স বলেছেন: নতুন পোস্ট দিন

২৮ শে জুন, ২০১৯ রাত ১:৪৬

সচেতনহ্যাপী বলেছেন: ধন্যবাদ ভাই।। সময় নিয়ে লিখবো।

২৮| ১৭ ই আগস্ট, ২০১৯ রাত ২:১২

সোহানী বলেছেন: বহুদিন ধরেতো দেখি কোন লিখা নেই??????????

২৯ শে আগস্ট, ২০১৯ রাত ১:৩২

সচেতনহ্যাপী বলেছেন: ধন্যবাদ মনে রাখার জন্য ।।
মন ভাল হলে লিখবো।।

২৯| ১৯ শে আগস্ট, ২০১৯ বিকাল ৫:৪৯

চাঁদগাজী বলেছেন:


আপনি কি প্রবাসে, নাকি দেশে চলে গেছেন?

২৯ শে আগস্ট, ২০১৯ রাত ১:৩৫

সচেতনহ্যাপী বলেছেন: না ভাই, চরিত্রের দোষে
বিদেশেই আছি

৩০| ২৯ শে আগস্ট, ২০১৯ রাত ১:৩৬

সচেতনহ্যাপী বলেছেন: ধন্যবাদ মনে রাখার জন্য ।।
মন ভাল হলে লিখবো।।

৩১| ০১ লা নভেম্বর, ২০১৯ সকাল ৯:৫৫

খায়রুল আহসান বলেছেন: এখন তো ব্লগ ব্লকমুক্ত। ফিরে আসুন এবং আরো লিখুন।

০২ রা ডিসেম্বর, ২০১৯ রাত ১১:১৭

সচেতনহ্যাপী বলেছেন: ধন্যবাদ ভাই। ব্লকের কারনে নয়, বর্তমানে ভাল নেই।। শারীরিক,মানসিক এবং আর্থিক কারনে।।তাই আসা হয় না।
ভাল থাকবেন।।

৩২| ৩১ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:০০

রূপক বিধৌত সাধু বলেছেন: আপনার খোঁজখবর নিতে এসেছিলাম।

২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১:৫৫

সচেতনহ্যাপী বলেছেন: অনেক ধন্যবাদ।।
বেচে আছি ভাই।।
আপনি কেমন আছেন।।

৩৩| ০১ লা মার্চ, ২০২০ বিকাল ৩:৫৩

রূপক বিধৌত সাধু বলেছেন: ভালোই আছি।

৩৪| ০২ রা মার্চ, ২০২০ রাত ১১:৩৩

আমি তুমি আমরা বলেছেন: আমরাতো তবুও বুড়িগঙ্গার অস্তিত্ব দেখেছি। আগামী প্রজন্ম বুড়িগঙ্গার অস্তিত্ব দেখবে কিনা, কে জানে।

০৪ ঠা মার্চ, ২০২০ রাত ১:১১

সচেতনহ্যাপী বলেছেন: ভাবছি, নুতন এক শহর দেখবে জি না

৩৫| ০৭ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:০২

বিজন রয় বলেছেন: আপনি কেমন আছেন?

নতুন পোস্ট নিয়ে চলে আসুন ব্লগে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.