![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটি কৌতুক:
কবি নজরুল ইসলামের সবে একটু নাম-ডাক হয়েছে, তখন বাংলায় মাঘ মাস চলছে । তো একদিন কবি রবীন্দ্রনাথ লোক মারফৎ তাঁকে ডেকে বললেন,-
''শুনলুম কবিতা লিখে তোমার খুব নাম-ডাক হয়েছে! তো তুমি কেমন জাতের কবি হয়েছো তার একটা পরীক্ষা হয়ে যাক? কি বল?''
নজরুল বললেন,--জি আজ্ঞে?
রবীন্দ্রনাথ বললেন,--আগামী সাতদিনের মধ্যে এমন একটি কবিতা লিখতে হবে, যার প্রতি লাইনের শেষে 'ঘ' অক্ষর থাকবে। নজরুল বললেন,--সাতদিন কেন আমি এখনি শুনিয়ে দিচ্ছি।
( রবীন্দ্রনাথ একটু আশ্চর্য হয়ে বললেন)
--বেশ শোনাও তাহলে!
নজরুল বললেন,-
''আমি কবিতা লিখিতে বসিয়াছি হাড় কাঁপানো শীতের মাঘে/
তাই বলে শিয়ালের দাড়ি দেখিয়া কভু ভয় কি পায় বাঘে?"
(মাত্র দুই লাইন বলার পরেই রবীন্দ্রনাথ কবি নজরুলকে থামিয়ে দিয়ে বললেন)
--আমাকে ক্ষ্যামা দেও নজরুল, আমি তোমার জাত চিনে গেছি।
২| ১৫ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:০৬
কাবিল বলেছেন:
+++++
৩| ১৫ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:১১
বিডি আমিনুর বলেছেন:
৪| ১৫ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:২১
শায়মা বলেছেন: হা হা
৫| ১৫ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৩১
সুমন কর বলেছেন:
৬| ১৫ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৩৭
মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: দারুন লাগলো ।
৭| ১৫ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৫৫
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কতো পঙ্ক্তির কবিতা লিখতে চান?
৮| ১৬ ই মার্চ, ২০১৫ রাত ১২:০৯
নবাব চৌধুরী বলেছেন: আজ্ঞে হেহ।
৯| ১৬ ই মার্চ, ২০১৫ রাত ১২:১৯
দিশেহারা রাজপুত্র বলেছেন:
১০| ১৬ ই মার্চ, ২০১৫ রাত ১২:২১
মনিরা সুলতানা বলেছেন: দ্যা বস....
১১| ১০ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:১১
আল্লহর সৈনিক বলেছেন: বৃক্ষূ
১২| ১০ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:১৩
আল্লহর সৈনিক বলেছেন: কবির ভাই:- মানে কি
১৩| ১০ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:১৫
আল্লহর সৈনিক বলেছেন: বৃগু:- ধন্যবাদ
১৪| ১০ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:১৮
আল্লহর সৈনিক বলেছেন: বিডি আমিনুর:- p মানে কি বুঝলাম না?
১৫| ১০ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:১৯
আল্লহর সৈনিক বলেছেন: শায়মা:- *^_^*
১৬| ১০ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:২০
আল্লহর সৈনিক বলেছেন: সুমন:~ -_-#
১৭| ১০ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:২১
আল্লহর সৈনিক বলেছেন: মোজিবুর রহমান:- ধন্যবাদ!
©somewhere in net ltd.
১|
১৫ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:৫২
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা..........
......
জাত বাঘ নজরুল!!! কেমন নগদায় দাড়িওয়ালা শেয়াল বানিয়ে দিয়েছিল.. তাতেই ক্ষ্যামা চােয়ে বাঁচা