নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নো সিরিয়াস অনলি ফান

পূর্ণিমার চাঁদ যেন লুলায়িত রুটি !

সফদার ডাকটার

মজা দিতে এবং পেতে চাই

সফদার ডাকটার › বিস্তারিত পোস্টঃ

হায় ফ্রাবী, হায় ফ্রাবী... :P :P :P :P :P

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৫

একটি থ্রী-মসকিউটোস পরিবেশনা..



কাশিমপুর কেন্দ্রীয় কারাগার আর বিএসএমএমইউ'র প্রিজন সেলে আজ ব্যাপক উত্তেজনাকর পরিবেশ বিদ্যমান । উত্তেজনার উপলক্ষ এক কচি গেলমান, ফ্রাবী । প্রিজন সেলের নির্জন ঘরে গেলমানদের সুখস্মৃতি কল্পনায় রোমন্থন করেই দিন কাটছিলো তাদের । ফাঁসির ক্ষন ক্রমেই ঘনিয়ে আসছে, হায় হায় এই জীবনে আর বুঝি কচি গেলমানদের সান্নিধ্য পাওয়া হলোনা । এইরকম এক হতাশ সময়ে আশার আলো হয়ে ধরা দিলো ফ্রাবী, তাকে আটক করার খবর বাতাসের বেগে ছড়িয়ে পড়লো জেলখানার সেই সেল গুলোতে ।



শুরু হয়ে গেলো ফ্রাবী'কে কাছে পাওয়ার জন্য এক তুমুল প্রতিযোগীতা । বড় তিন প্রতিদ্বন্ধি, গুআযম-কাদের-চায়দীর দাপটে মাঝারি প্রতিযোগীরা হারায়ে গেলো । কাদেররের এক দফা এক দাবী, ৭১ এ সেই বেশি ভূমিকা রেখেছে ধর্ষন-খুন-নির্যাতনের । তাই ফ্রাবী কাদেরেরই প্রাপ্য । এই কথা শুনে গুআযম বেজায় নাখোশ, জেন. ইয়াহিয়ার প্রতি রাতের খোরাক যোগার করে দিয়েছে সে । আর তাছাড়া সে হলো বস, তাই অন্তত প্রথম রাতটা ফ্রাবী তার প্রাপ্য । বসের কথা হেসেই উড়িয়ে দিলো মেশিনম্যান খ্যাত চায়দী । সে রোমান্টিক মুডে গান ধরলো, উড়ে আয় সোনা পাখি উড়ে আয় সোনা ফ্রাবী..



হায় ফ্রাবী, হায় ফ্রাবী.. :P :P :P :P :P



ফ্রাবী'রা তিন ইয়ার দোস্ত, যাকে বলে গলায়-গলায় ভাব । তিনজনেরই স্টাইল আলাদা, কিন্তু লক্ষ্য এক- কে বেশি বলদ, কে বেশি আহাম্মক আর কে বেশি চুলকানি দিতে পারে তা প্রমান দেয়া । তারা হলো ফ্রাবী-ভাঁড়আইজু-মঘাচীপ । তো ফ্রাবী জ্বীন জাতির খামারে কাজ করতে করতে একদিন হাঁক দিলো এক শহীদের জানাজায় ইমামতি করা ইমাম সাহেবকে । এবং যথারীতি পুলিশের হাতে ধরা পড়ে প্রমান করে দিলো সেই সবচেয়ে বড় বলদা । কিন্তু ভাঁড়আইজু আর মঘাচীপ এটা কিছুতেই মানতে পারছেনা । ফ্রাবী বলদামী করে একাই হিরো হয়ে যাবে এটা হতে পারেনা । মঘাচীপ দাবী করলো সে সারাটা বছর ধরে মানুষের ধর্মানুভূতিতে চুলিবুলি কাটলো আর কপি-পেস্টের বন্যা বইয়ে দিলো, অথচ পুলিশ তাকে ধরলোনা ?? মঘাচীপের এই দাবী শুনে ল্যান্জা তুলে নাচতে লাগলো ভাঁড়আইজু । সে দাবী করলো, শুরু থেকে আজ অবধি শাহবাগবাসীদের সে খাশি উপমায় ভূষিত করে মাঠা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে । আর নতুন নতুন গালিভান্ডার দিয়ে বাংলা ভাষাকে ক্রমাগত সমৃদ্ধ করে চলছে । অথচ পুলিশ তাকে ধরে হিরো হবার সুযোগ দিলোনা ??



ফ্রাবী'র এই সুখ কি করে সহ্য করে তারই ইয়ার দোস্ত বলদ-আহাম্মক-চুলকানিযুক্ত ভাঁড়আইজু- মঘাচীপ ??



হায় ফ্রাবী, হায় ফ্রাবী.. :P :P :P :P :P



একটি থ্রী-মসকিউটোস পরিবেশনা...

(ফ্রাবী-ভাঁড়আইজু-মঘাচীপ)

মন্তব্য ১৫ টি রেটিং +১/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:২০

বাক স্বাধীনতা বলেছেন: গেলমান কি?

২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০০

হাঁড় = ঘাঁড় বলেছেন: ফ্রাবী হইল সামুতে এক জামাতি নিক। ফারাবির নামে চালাইসে।
ফারাবী তো ছাগলের তিন নাম্বুরি বাচ্চা, হিজু

৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫২

সফদার ডাকটার বলেছেন: থ্রী-মসকিউটোস (ফারাবী-ভাঁড় আইজু-মঘা চীপ)

৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১২

স্পাইসিস্পাই001 বলেছেন: হা হা হা

৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৬

দিশার বলেছেন: ফ্রাব্বির জন্য কিছু ডিম পাঠিয়ে দিতে মন চায় ...সিদ্ধ ডিম

৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৯

ফাহীম দেওয়ান বলেছেন: বেচারা, কচি গেলমান,
মুরগির ডিম যাবেনা
কোয়েলের ডিম লাগবে :-* :-* :-*

৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৩

চিমা মস্তকে হুল হুল বলেছেন: এই ধরা পড়া ফারাবী আর জ্বীনের চাষ করা ফারাবী একই নাকি??

৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৯

সফদার ডাকটার বলেছেন: চিমা মস্তকে হুল হুল@


হে হে, আবার জিগায় :P

৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৫

সফদার ডাকটার বলেছেন: ফাহীম দেওয়ান@,



হুজুরদের লগে কয়েকরাত থাকুক, দেখবেন উটপাখির ডিমও ঢুকে যাবে :P

১০| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৭

চিমা মস্তকে হুল হুল বলেছেন: এই লোক কি পাগল নাকি??
মানুষ কিভাবে জ্বীন কিনবে তার ধারনা!!!!

ছাগল!!

১১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৪

মাহির কাবির বলেছেন: farabi tmi kar ??

galam r nijamir ?

১২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৫

ইখতামিন বলেছেন:
হাহাহা
++++
দারুণ লিখেছেন.

১৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৮

আমি শুধুই পাঠক বলেছেন: :-B :-B :-B =p~ =p~ =p~
ভালা হইছে। +++++

১৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫

কান্ডারি অথর্ব বলেছেন:

=p~ =p~ =p~

১৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৬

পেন্সিল চোর বলেছেন: :) :) :D :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.