![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পোস্ট অব দ্যা উইকঃ
একটি 'ডক্টর সফদার এন্ড মিস্টার হাইড' যৌথ প্রযোজনা..
সপ্তাহের বেস্ট কিছু পোস্ট বাছবেন মিস্টার হাইড । আর সেই পোস্টগুলি যাচাই বাছাই করে পোস্ট দিবেন ডক্টর সফদার ।
কি থাকবে সেই পোস্টে ???
পোস্ট বাছাই হবে ক্যাটাগরি ভিত্তিক । চারটি ক্যাটাগরি থাকবে..
ক. বেস্ট হীট পোস্টঃ সপ্তাহের বেস্ট হীট পাওয়া পোস্ট (লাইক + কমেন্ট + প্রিয় + পঠিত ) এর লিংক দেয়া হবে এখানে ।
খ. বেস্ট ক্ল্যাসিক পোস্টঃ সপ্তাহের বেস্ট মৌলিক-ব্যতিক্রমি-সৃজনশীল-উদ্ভাবনীমূলক পোস্টের লিংক দেয়া হবে ।
গ. বেস্ট ক্যাচাল পোস্টঃ সপ্তাহের মৃদো-মাঝারি-ভয়াবহ ক্যাচাল পোস্টগুলির লিংক দেয়া হবে ।
ঘ. বেস্ট মদনা পোস্টঃ "ইহারাও ব্লগিং করেন" জাতীয় সেরা আবুল পোস্টের লিংক দেয়া হবে ।
সপ্তাহের বেস্ট বিনুদুন মিস করতে না চাইলে আজই 'ডক্টর সফদার' কে অনুসরণ করুন ।
অনুসারিত করার নিয়মঃ 'ডক্টর সফদার' এর ব্লগে এসে ডান দিকে উপরে 'অনুসরণ করুন' বাটনে একটা মাত্র ক্লিক করবেন । সাবধান, ভুলেও ডাবল ক্লিক করবেন না । ডাবল ক্লিক করলে আপনার ফাইন হয়ে যাবে
পোস্টের উদ্দেশ্যঃ শুধুই নির্মল বিনুদুন দেয়া এই পোস্টের গূঢ় উদ্দেশ্য নয় । বরং কিছু পোস্ট প্রমোট করে সামু মামুর 'সাউট বক্স' হীটে হীটায়িত করে ফেলা । এতে টিআরপি বেড়ে গিয়ে সামুর মামুর পকেটও গরম করে দিবে । মামুর পকেট গরম থাকলে 'ডক্টর সফদার' এর ফীস দিতে কার্পন্য করবেনা ।
নিয়মাবলীঃ প্রতি সপ্তাহের শনিবার ভোর ১২.০০ থেকে শুক্রবার রাত ১২.০০ পর্যন্ত আসা পোস্ট কাউন্ট করা হবে । প্রতি শনিবার দুপুর ১২.০০ ঘটিকায় আগের সপ্তাহের পোস্ট ছাড়া হবে । সামুর মামুরা ফীস ঠিক মত না দিলে মাঝে মাঝে পোস্ট না দিয়ে ইস্ট্রাইক করা হবে ।
ইস্টিকি হওয়া পোস্ট এখানে কাউন্ট করা হবে না । তবে এই পোস্টে হীট খেয়ে কোন পোস্ট ইস্টিকি খেয়ে গেলে ডাক্তার সাহেব কে দায়ি করা যাবে না
পোস্ট অব দ্যা দিস উইকঃ আপনারা যে পোস্ট টি এই মাত্র পড়ছেন ।
(মিস্টার হাইড গত সপ্তাহে কোন পোস্ট বাছাই করেন নি )
ইহা একটি প্রমোশনাল পোস্ট মাত্র !!
০৫ ই জুলাই, ২০১৩ রাত ৯:২৭
সফদার ডাকটার বলেছেন:
২| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ৮:৪৪
খেয়া ঘাট বলেছেন: নিয়মাবলী ভালো লেগেছে।
০৫ ই জুলাই, ২০১৩ রাত ৯:৩৬
সফদার ডাকটার বলেছেন: থাংকু
৩| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ৮:৪৫
স্নিগ্ধ শোভন বলেছেন:
ইহাই কমেন্ট অব দ্যা দিস উইক !!
কারণ এর আগে আর কেউ এই পোষ্টে কমেন্ট করে নাই।।
০৫ ই জুলাই, ২০১৩ রাত ৯:৪৪
সফদার ডাকটার বলেছেন: কালোপরী হাসতেইয়াছে
৪| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ১০:০০
আমিনুর রহমান বলেছেন:
আমার তো ডান পাশে 'অনুসরণ করুন' লিখা নাই আছে অনুসারিত !!!
এখন কি করি বলেন তো !?!?!
০৭ ই জুলাই, ২০১৩ রাত ১২:০০
সফদার ডাকটার বলেছেন: আপনি ডাবল ক্লিক দিতে পারেন
৫| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ১:১০
আরজু পনি বলেছেন:
বুঝতে পাচ্ছি না অন টপিকে বলবো নাকি অফ টপিকে বলবো !
আপনার ভবিষ্যত ফকফকা...মাথার চুল কমতে কমতে এই প্রোপিকের মতো হয়ে যাবে...তা যতো ভালো ডাক্তারই হোন না কেন
তখন আপনার টা্কই হবে টাক অব দ্য কান্ট্রি
০৭ ই জুলাই, ২০১৩ রাত ১২:০৯
সফদার ডাকটার বলেছেন: একটা হাছা কথা কই আফা,
আমি বুঝতে পারছি, আফনে 'টাক মাথা' খুউব পছন্দ করেন ।
হে হে হে হে
©somewhere in net ltd.
১|
০৫ ই জুলাই, ২০১৩ রাত ৮:৪২
কালোপরী বলেছেন: পোস্ট অব দ্যা দিস উইকঃ আপনারা যে পোস্ট টি এই মাত্র পড়ছেন ।