![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপনার রসবোধ যথেষ্ট তীক্ষ্ণ না হলে পোস্টে ঢুকার দরকার নাই ।
.
.
.
.
.
শুনেছি, চৈনিক মেয়েরা বণিক পুরুষদের শরীর খেতে দেয়
পাটিসাপ্টা পিঠাপুলির মতোন। ঘাপ্টি মেরে বন্ধুদের কাছ থেকে এইসব মজাদার গল্প শুনে দৈনিকি চৈনিক মেয়ের পাটিসাপ্টা পিঠা, রিঠা মতস্য সহযোগে খাই।
স্বাদ কেমুন জানতে চাইলে রিঠা মৎস্যই প্রকৃষ্ট উদাহরণ তাহার। কিন্তু তাহারপরো উচুঁ চুঁচি অার ছোট পুশির গপ্প অাজীবনই গপাগপ গিলেছি। পিলেচমকানো ধড়াশ ধড়াশ বুকে প্রচুর কাফাকাফিসহযোগে শুনেছি, শুধু ইংরেজি জানা থাকলেই কেল্লাফতে। অরা মারতে দেয় প্রচুর মার। মারকাটারি করতে দেয় উলুবনজুড়ে ঘুলুঘুলু।
ছোট্ট পায়ে নাথি কষায় নিঙ্গে। ভেঙ্গে ফেলে শইলের সমস্ত অাইঢাই। ঘাইঘাই না করে বরং সঙ্গীতের সুমিষ্ট পান করায় ফুং ফাং ফু ফাং কথা কয়ে।
সরেস মন্তব্যগুলো আপনার মনোযোগ দাবী করে..
চৈনিক মেয়েরা : আবু মুস্তাফিজ
১১ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৪৭
সফদার ডাকটার বলেছেন: কি হবে আর আপসুস করে !! কবিতা লেখা ছেড়ে দিয়ে বণিক হয়ে যান :#>
২| ১০ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৪৯
েবনিটগ বলেছেন:
১১ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৪৬
সফদার ডাকটার বলেছেন: :#>
৩| ১০ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৩২
কান্ডারি অথর্ব বলেছেন:
ব্যাপক বিনোদিত হইলাম
১১ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৪৫
সফদার ডাকটার বলেছেন: ক্ল্যাসিক বিনোদন :#>
৪| ১১ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৫৭
আরজু পনি বলেছেন:
আপনি নিজে আবার বণিক না তো ?!
ওহ, স্যরি আপনিতো টাকমাথা ডাক্তার
১১ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৩৮
সফদার ডাকটার বলেছেন: বণিক হইতে মুঞ্চায় :!> :#>
৫| ১১ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:১৬
আরজু পনি বলেছেন:
ফান করে মন্তব্য করলে অনেকেই বিব্রত হয় ।
সম্ভব হলে আমার উপরের মন্তব্যটি মুছে দিবেন ।
ভালো থাকুন ।।
১১ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৩১
সফদার ডাকটার বলেছেন: পোস্টের প্রথমেই ডিসক্রিমিনেশন দেয়া আছে,
আপনার রসবোধ যথেষ্ট তীক্ষ্ণ না হলে পোস্টে ঢুকার দরকার নাই ।
সো পোস্টদাতার রসবোধ নিয়ে শন্কিত হওয়ার দরকার নেই!
অন্য কেউ কিছু বললেও সামলে নিতে পারব (রেজা ঘটকের চৌর্যবৃত্তির বিরুদ্ধে একা একা ফাইট করাটা নিশ্চয়ই খেয়াল করেছেন )
চমৎকার মন্তব্যটা থাক, হীটখোর মাল্টির কাছে একটা হীটও কম নয়
©somewhere in net ltd.
১|
১০ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১২
পরিবেশ বন্ধু বলেছেন: সত্য কথা কখনও তিতে হয়না
ব্রং তেঁতুলের মত, রসমালাই এর মত , নাতুরের কাচা গোল্লার মত
এদের মনেহয় , আর কথার ব্যঞ্জনার সাথে সাথে বন্ধুরা গিলে খায় ,
যখন চৈনিক মেয়েদের গল্প শেষ হয়ে আসে তখন আকাশের ডুব ডুব
সূর্য মিশে যায় আধারে , আর আপছুছ বাড়ে কত আহারে