নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নো সিরিয়াস অনলি ফান

পূর্ণিমার চাঁদ যেন লুলায়িত রুটি !

সফদার ডাকটার

মজা দিতে এবং পেতে চাই

সফদার ডাকটার › বিস্তারিত পোস্টঃ

এক কথায় প্রকাশ করেন...

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৪





একজন প্রচন্ড সৃষ্টিশীল ব্লগার দিনে কতটা কবিতা লিখতে এবং ব্লগে প্রকাশ করতে পারেন বলে আপনার ধারনা ??















প্রতিদিন পাঁচ-সাতটা কবিতা প্রসব করা ব্লগারও আছে এই ব্লগে ।



তিনি নিজেই ঘোষনা দিয়েছেন,



শাফিক আফতাবই সামুতে সর্বাধিক সংখ্যক কবিতার পোস্ট দাতা



হ্যা, আপনি ঠিকই ধরেছেন । আমি কবি শাফিক আফতাবের কথাই বলছি ।



কি এক আশ্চর্য কারনে তিনি সামুতে শাফিক আফতাব নামে লিখেন না । কিন্তু কবিতার উপরে ঠিকই 'শাফিক আফতাব' নামখানি শোভা পায় ।



আজ ২১ সেপ্টেম্বার টারিখে কবি তিন খানি মাল্টি দিয়া দশ খানি কবিতা পোস্ট প্রসব করেছেন ।



গেন্দু মিয়া



১) সাঁতার

২) বেলা পড়ে যায়

৩) হেমন্তের গান

৪) নারী স্তুতী

৫) এক মুঠো স্পর্শের চাপ



অনুপম অনুষঙ্গ



১) কমলঘ্রানস্রাত

২) নিঃশ্বাসের সুভাসে ফুলে উঠে পুলকদ্বয়

৩) সাঁতার

৪) সাঁতার কবিতা থেকে কম্পোজ



আমি শফিক বলছি



১) এটা একটা শিরোনামহীন কবিটা





এক দিনে তিনটা মাল্টি দিয়া দশটা কবিতা প্রসব করা বোলগার কে আপনি কি বলতে চান, এক কথায় প্রকাশ করেন ।

মন্তব্য ২২ টি রেটিং +০/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৫

খাটাস বলেছেন: এক কথায় পারব না। দুই শব্দে বলতে পারি।
প্রতিভাবান প্রতিবন্ধী। ;) :D
গেন্দু মিয়া কে তার কবিতার চেয়ে তার কবিতা প্রসবের আধিক্কের কারনে বিরক্ত লাগে, তাকে তার ব্লগেই বলেছি। তাই ইহা পর চর্চা নহে। :D
শুভ কামনা ডাক্তার সাহেব।
বাকি গুলা মাল্টি বুঝলেন কেমনে?

০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১০:৩০

সফদার ডাকটার বলেছেন: ;) :D

২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২০

ভাল্লুক আকবর বলেছেন: কিছু দিন পর গেন্দু মিয়ার পায়ুপথের মাধ্যমে নির্গত গ্যাসও বাংলা সাহিত্যের ইতিহাসে অমর সৃষ্টি বলে গণ্য হবে। :-P :-P =p~

০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১০:৩২

সফদার ডাকটার বলেছেন: :-P :-P =p~

৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪৭

ফাল্গুনী আলম বলেছেন: ক্রিটিক্যাল ব্যাপার!
এতো কবিতা পার্চুরেশনের ধকল সামলান কিভাবে তিনি! :o

০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৩

সফদার ডাকটার বলেছেন: :-* :-*

৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:১২

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: B:-) B:-) B:-) B:-)

০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৪

সফদার ডাকটার বলেছেন: B:-) B:-)

৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:২৩

দি সুফি বলেছেন: কবিতা কি জিনিস? কবিতা কোন মেয়ের নাম হইলে তো ঝামেলা! প্রতিদিন ৫-৭টা করে প্রসব করলে তো ভাই জনসংখ্যা সমস্যা মারাত্মক অবস্থা ধারন করবে! :-& :-&
ভাই ক্ষান্ত দেন, রোজা রাখেন! :|| :||

০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৬

সফদার ডাকটার বলেছেন: জনসংখ্যা সমস্যা মারাত্মক অবস্থা ধারন করবে! :-& :-&

৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৪৬

আমিনুর রহমান বলেছেন:



হুম

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৬

সফদার ডাকটার বলেছেন: হুম

৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:২৮

স্বপ্নবাজ অভি বলেছেন: আবার আসছেন মজা দিতে !
উনি বন্ধুর চেয়ে ভালো আছে ! খারাপ লিখেনা , কিন্তু দিনে ১০ টা করে পোষ্ট দেয়াতে কেউ বিরক্ত হয়ে ওনার পোষ্টে যায়না ! এই জিনিসটা ওনাকে অনেকে বলেছেন কিন্তু এতে ওনার কিছু যায় আসে না ! প্রথম পাতায় ওনার ৩ টা কবিতা না থাকলেই নয় !

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৬

সফদার ডাকটার বলেছেন: B:-/

৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৪৯

পথহারা সৈকত বলেছেন: গেন্দু মিয়া একটা চরম জোকার.............

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৭

সফদার ডাকটার বলেছেন: জোকার কবি...

৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫০

আল ইফরান বলেছেন: আমিতো ওনার বিশাল ভক্ত :-B ;) B-)) :P

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৮

সফদার ডাকটার বলেছেন: :-* :-B

১০| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩৪

ঢাকাবাসী বলেছেন: উপরের দি সুফির সাথে যোগ করতে চাই, জনসংখ্যার ভারে দেশটা গেল আর ডুবাইয়েন না। বড্ড ক্লান্ত কবিতা পড়তে পড়তে!

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৮

সফদার ডাকটার বলেছেন: হুম

১১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৪

সুমন কর বলেছেন: উনি বলেছিলেন, দিনে একটির বেশী কবিতা দিবেন না। কথা রাখতে পারে নি।
উনাকে নিয়ে আর কথা না বলাই ভাল !!!

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৯

সফদার ডাকটার বলেছেন: হুম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.