নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নো সিরিয়াস অনলি ফান

পূর্ণিমার চাঁদ যেন লুলায়িত রুটি !

সফদার ডাকটার

মজা দিতে এবং পেতে চাই

সফদার ডাকটার › বিস্তারিত পোস্টঃ

সুখানুভুতির গল্পঃ গেশটীক!

০৩ রা নভেম্বর, ২০১৩ দুপুর ১:৩০

বড় স্যার, মেজো স্যার আর ছোট স্যারের কড়া চোখরাঙানীর সামনে মুখ কাচুমাচু করে বসে আছে মজিদ । মাথা নিচু করে চুপচাপ রামঝাড়ি খেয়ে যাবে, তারও কোন উপায় নাই । জরুরী তলবের পর স্যারেদের সামনে বসে কেবল উসখুস ছটফট করতে থাকে ।



ছোট স্যারঃ আপনি নিজের ডেস্কে দশ মিনিটও কাজ করেন না । সারাদিন অফিসে শুধু উঠবস উঠবস করেন!



মেজো স্যারঃ আপনি স্বাধীনতা ঘোষণা করে ফেলেছেন নাকি? অফিস টাইম আপনি কখনোই মেন্টেন করেন না!



বড় স্যারঃ আপনাকে দিয়ে কোম্পানীর কোন পারপাস সার্ভ হচ্ছে না । এ ব্যাপারে আপনার বক্তব্য কি?



মজিদ কিছু একটা বলতে যেয়ে হঠাৎ থেমে যায় । চোখ বন্ধ করে মুখে ভেংচি কেটে ডানে বায়ে মোচড় দিয়ে শরীরটা ঘুরায় । তারপর চোখে মুখে একটা অপর্থিব মধুর আনন্দময় হাসি ফুটিয়ে বলে,

আহ........!!



ফাট করে প্যান্ট ফেটে যাওয়ার মত একটা শব্দ হয় ।



বড় স্যার কোটের বুক পকেট থেকে ভাজ করা রেশমি রুমাল বের করে নাক ঢাকেন । মেজো স্যার উঠে গিয়ে বক্স থেকে টিস্যু বের করেন । আর ছোট স্যার কিছুই না পেয়ে খালি হাত দিয়ে কুচকানো নাক মুখ চেপে ধরেন ।



মজিদ চোখ মুখ খুলে বিব্রত বোধ করে । মুখে একটা বিগলিত হাসি ফুটিয়ে আমতা আমতা করে বলে,



স্যার, গেশটীক.......!!

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা নভেম্বর, ২০১৩ দুপুর ১:৫২

বোকামন বলেছেন:
স্যার, গেশটীক

হাহ হা হা :-)

গল্প ভালো লাগলো +

০৪ ঠা নভেম্বর, ২০১৩ বিকাল ৪:১২

সফদার ডাকটার বলেছেন: থেন্কু থেন্কু :-)

২| ০৩ রা নভেম্বর, ২০১৩ বিকাল ৪:০৫

মামুন রশিদ বলেছেন: চ্রম... এই গল্পে পাঠক এত কম কেন!!

০৪ ঠা নভেম্বর, ২০১৩ বিকাল ৪:২১

সফদার ডাকটার বলেছেন: ক্যাম্নে কমু B:-/ B:-/

৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৩

সমুদ্র কন্যা বলেছেন: খিকজ =p~ =p~ =p~

০৪ ঠা নভেম্বর, ২০১৩ বিকাল ৫:১৭

সফদার ডাকটার বলেছেন: এটা গল্প হয়নি? =p~

৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ দুপুর ১:০৭

শুঁটকি মাছ বলেছেন: কি লিখছেন এইটা ভাই????? =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

০৪ ঠা নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৬

সফদার ডাকটার বলেছেন: সুখানুভুতির গল্পঃ গেশটীক! =p~ =p~

৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ দুপুর ২:৫৭

মুহাম্মদ রাফিউজ্জামান সিফাত বলেছেন: হাহাহাহ , মজা পাইছি

০৪ ঠা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০১

সফদার ডাকটার বলেছেন: এইবার নগদে ফি টা দিয়ে যান :P

৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৪

ভবঘুরের ঠিকানা বলেছেন: =p~ =p~ =p~ =p~

০৪ ঠা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৫

সফদার ডাকটার বলেছেন: =p~ =p~

৭| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ৮:৫২

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: হুম, গেশটীকই বটে!

০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪১

সফদার ডাকটার বলেছেন: আমিও সিউর, গেশটীকই!

৮| ১২ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:১৯

গৃহ বন্দিনী বলেছেন: দুই আঙ্গুল দিয়ে নাক চেপে ধরার ইমো টা কই গেল !!!!!!!!!!

ডাকটার সাহেব মজিদ রে তাড়াটাড়ি গেশটিকের ঔষুধ দেন তো

০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪১

সফদার ডাকটার বলেছেন: হ দিছি ।

৯| ১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:২৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: :D :D :D :D

০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪২

সফদার ডাকটার বলেছেন: :-B :-B :-B :-B

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.