![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চুলে জেল লাগিয়ে এক মনে অনেকক্ষণ ধরে আঁচড়ানোর চেষ্টা করে যাচ্ছে মাসুদ । কিন্তু মাথার চুল কিছুতেই স্পাইকি হচ্ছে না । একটা রোমান্টিক গানের দুই লাইন গুন গুন করে গাইতে গাইতে প্রাণান্ত চেষ্টা করে যাচ্ছে সঠিক স্টাইলটা আনার জন্য ।
মাসুদের রুপবতী বউ টুম্পা হঠাৎ করে ভিতরে আসে ।
-কি ব্যাপার! আজ যে বড় ফিটিং হচ্ছে! ডেটিং ফেটিং আছে নাকি?
মাসুদ সেদিকে ভ্রুক্ষেপ না করে জবাব দেয়, 'থাকতেই পারে..'
টুম্পা ঠোঁট বাঁকিয়ে বলে, 'তা কে সেই উর্বশী...?
-'কেন, আজকের পত্রিকা পড়নি' ? মাসুদ শার্টের বোতাম খোলে সুগন্ধী স্প্রে দিতে দিতে জবাব দেয় ।
-"আচ্ছা! আজকাল ডাল্লিংরা তাহলে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে আহবান করে!!" ক্রুর হেসে টুম্পা টিপ্পনি কাটে ।
মাসুদ শার্টের বোতাম লাগাতে লাগাতে বলে, 'পত্রিকায় আমার রাশিফলে লিখেছে, আজ কারো প্রেমের আহবানে সাড়া দিতে হতে পারে'!! তাই আগাম প্রস্তুতি..
কথা বলা শেষ করতে পারেনা মাসুদ ।
-তবে রে, সাড়া দেয়াচ্ছি" বলেই টুম্পা মাসুদকে পেছন থেকে জড়িয়ে ধরে । এক হ্যাচকায় শার্টের বোতাম টাস করে ছিড়ে যায়, তীব্র ধারালো নখ মাসুদের বুকের রোমকুপ ছিদ্র করে চামড়ায় বসে যায় । ঘাড়ে তীব্র একটা কামড় অনুভব করে মাসুদ ।
দাঁত নখের সশস্ত্র আক্রমনে টুম্পাসমেত বিছানায় ভূপতিত হয় মাসুদ ।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩০
সফদার ডাকটার বলেছেন:
২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:২৯
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: @ মহিদুল কইছে দারুন!
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৬
সফদার ডাকটার বলেছেন:
৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৯
রাইসুল নয়ন বলেছেন:
নিরস্র ব্যাচেলর যুবকদের চোখে এমন সশস্ত্র ভালোবাসার ইতিহাস যন্ত্রণা ,
হা হা হা.।.।.।.।
ভাল্লাগছে ছোট গল্প ।।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪০
সফদার ডাকটার বলেছেন:
৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৮
নীল ভোমরা বলেছেন: ভাল!
১৫ ই জুন, ২০১৪ সকাল ১০:৩৩
সফদার ডাকটার বলেছেন:
©somewhere in net ltd.
১|
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:১৮
মহিদুল বেস্ট বলেছেন: দারুন দারুন! ছোঁয়া লেগে গেলো