নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সফেদ ক্যানভাস

আমরা আমাদের মধ্যকার আদর্শিক দ্বন্দ্ব গুলোকে মিটিয়ে ফেলতে পারিনা বরং একটু যুক্তিসংগত, একটু মসৃণ করতে পারি মাত্র। আর সে লক্ষেই হোক পথ চলা.....

সফেদ ক্যানভাস › বিস্তারিত পোস্টঃ

সরকারের বাজেট ঘাটতি মোকাবেলায় মাহফুজ আনামের বিরুদ্ধে চক্রবৃদ্ধি হারে মামলা

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৪৫



বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আগামী অর্থবছরে বাজেট ঘাটতি মেটাতে অর্থ জোগাড় করতেই ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে 'মান হরণে'র মামলা দায়ের করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, মান হরণের ক্ষতিপূরণ হিসেবে যে পরিমাণ অর্থ চাওয়া হয়েছে তা দিয়ে সরকারের বাজেট ঘাটতি পুরোপুরি মেটানো সম্ভব হবে।

জানা যায়, একারণেই চক্রাবৃদ্ধি হারে বাড়ছে মাহফুজ আনামের বিরুদ্ধে করা 'মান হরণের' মামলার সংখ্যা। ফলে মাত্র দু'দিনের ব্যবধানে মামলার সংখ্যা বেড়ে ৩৫টিতে ঠেকেছে। সরকার সংশ্লিষ্টরা মনে করছেন, এ অর্থ ঠিক-ঠাকভাবে আদায় করতে পারলে আগামী অর্থবছরে সরকারকে আর ঘাটতি বাজেট ঘোষণা করতে হবে না।

গণমাধ্যমে প্রকাশিত হিসাব অনুয়ায়ি গতকাল দায়ের করা ১৩টি মামলার মধ্যে ঢাকার একটিতে ১০ হাজার কোটি টাকার এবং বাকি ১২টি মামলা হয়েছে আটটি জেলায়, যার আটটিতে ৩২৬ কোটি ৫০ লাখ টাকার।
আজকের মামলার মধ্যে কুষ্টিয়ায় ৫০ হাজার কোটি, সুনামগঞ্জে ১০০ কোটি, নীলফামারীতে ২ কোটি, রংপুরে ১০০কোটি, সিলেটে ১৫০ কোটি, টাঙ্গাইলে ১০০ কোটি, লক্ষ্মীপুরে ১০০ কোটি, কক্সবাজারে ১০০ কোটি, খাগড়াছড়িতে ১০ কোটি, মৌলভীবাজারে ১০ কোটি এবং নাটোরে ৫০ কোটি টাকার মামলা হয়েছে।

সব মিলিয়ে মোট অর্থের পরিমাণ যা দাঁড়ায় তাতে সরকারের বাজেটের ঘাটতি মিটিয়ে উদ্বৃত্ত থাকবে। ফলে আগামী অর্থ বছরে সরকারকে আর ঘাটতি বাজেট ঘোষণা করতে হবে না। তবে অর্থ আদায় করে সংরক্ষণ করাই সরকারের সামনে এখন বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টারা।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৩:৫৩

চাঁদগাজী বলেছেন:



তা'হলে প্রায় ১০ বিলিয়ন ডলার আসবে মানহানী মামলা থেকে?

একটু সংখ্যা ইত্যাদি বুঝার চেস্টা করেন; না হয় দেশ এত বেকুব কি করে পালন করবে?

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২৮

সফেদ ক্যানভাস বলেছেন: টাকার পরিমাণ এত বেশি যে হিসাব করে মেলাতে পারছিলাম না। যাহোক চলতি ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে ঘাটতির পরিমাণ ৮৬ হাজার ৬৫৭ কোটি টাকা।

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:০৪

গোধুলী রঙ বলেছেন: বাহ চমৎকার আইডিয়া, এইরকম, আকবর সোবহান, মতিউর রহমান, এদের এইভাবে ফাসিয়ে তো পয়সা কামাই করতে পারে!!

যত্ত বেকুব সব এই দেশে পয়দা হইলো ক্যামনে আল্লাহ মালুম।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২৯

সফেদ ক্যানভাস বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য.....।

৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৩৮

বিজন রয় বলেছেন: হতে পারে।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২৯

সফেদ ক্যানভাস বলেছেন: হতেই হবে......।

৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:১৫

আবুলের বাপ রিটার্নস বলেছেন: আরো ২/৩ টি পদ্মা সেতুর টাকা হয়ে যাবে।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩০

সফেদ ক্যানভাস বলেছেন: এটিও একটি ভালো আইডিয়া...........

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.