নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কষ্টের জীবন আমার

সোহাগ+দৃষ্টি =০

আমার জীবনে অনেক কষ্ট।

সোহাগ+দৃষ্টি =০ › বিস্তারিত পোস্টঃ

ইসলামিক পেক্ষাপটে একটি আলোচিত ঘটনা

২৬ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৩

এড়িয়ে যাবেন না একটু পড়ুন আশা করি ভাল লাগবে !! :)



আলোচিত ৩টি প্রশ্ন ও তার জবাব



জনৈক নাস্তিক একজন জ্ঞানীকে লক্ষ্য

করে বলল,

আপনি যদি আমার ৩টি প্রশ্নের উত্তর

দিতে পারেন,

তাহলে আমি সাথে সাথে মুসলিম

হয়ে যাব :-



১. সব কাজ যদি আল্লাহর মর্জি-মত হয়,

তাবে পাপ করলে মানুষের

তাতে কি দোষ ?

২. শয়তানকে আগুন

থেকে সৃষ্টি করা হয়েছে,

তাহলে জাহান্নামের আগুন

তাকে কিভাবে স্পর্শ করা হবে ?

৩.আল্লাহকে তো দেখা যায় না....

তাহলে আল্লাহকে মানেন কেন ?



নাস্তিকের প্রশ্ন শেষ হওয়ার

সাথে সাথে জ্ঞানী হাতে একটি মাটির

ঢিল নিয়ে, নাস্তিকের মাথায় মারলেন।



এতে নাস্তিক রাগান্বিত হয়ে জর্জের

কাছে বিচার দিল।

জর্জ জ্ঞানীকে ডাকলেন । বললেন,

একে ঢিল মারলে কেন ?



জ্ঞানী বলল,

১. আমি তো আল্লাহর মর্জিতে ঢিল

মেরেছি, তাতে আমার কি দোষ ?

২. এই লোক তো মাটির সৃষ্টি,

তাহলে মাটির ঢিলে এই লোক কষ্ট

পাবে কেন ?

৩. শরীরের কোন

ব্যাথা তো দৃষ্টিগোচর হয় না,

তাহলে এ লোক অনুভব করল কেন ?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.