![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পথে, ঘাটে, আকাশে, বাতাসে
দিলাম ছাড়িয়া রে
দিলাম ছাড়িয়া
দুণীতি করিয়া
বড় হতে পারিশ, যদি যা ৷
তবে এমন মানুষ চাই
যে হবে নিলভ নেতা
তার হাতের ছোয়াঁয়
দেশে আসবে সোনালী দিন
এমন মানুষ চাই রে
এমন নেতা চাই ৷
খুন, রাহাজানি হবে না
হবে না রে দখলবাজি, টেন্ডার বাজি
এমন মানুষ চাই রে
সেই দিন আসবে কবে
দেখব কবে
এই দিনের অপেক্ষায় দিন গুনছি
সোনার বাংলা চাই রে
এমন নেতা চাই ৷
প্রশ্ন: বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে কবিতাটি যুক্তিযুক্ত কি ?
লেখকঃ গালিব লস্কর
01716-268329
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২২
সোহাগ+দৃষ্টি =০ বলেছেন: দোয়া করি সেই নেতা যেন খুব অল্প দিনে পাওয়া যায়