নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কষ্টের জীবন আমার

সোহাগ+দৃষ্টি =০

আমার জীবনে অনেক কষ্ট।

সোহাগ+দৃষ্টি =০ › বিস্তারিত পোস্টঃ

একটি ঈগল ও বনমুরগীর গল্প

০৪ ঠা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৫

এক ঈগল বনমুরগীর বাসায় ডিম পেরে গেল।

বনমুরগী ডিমে তা দিল।বাচ্চা হল।ঈগলের

বাচ্চাটি বনমুরগীর বাচ্চা হিশেবে পালিত হতে লাগল।

স্বভাব ও তার হয়ে উঠল মুরগীর মত।বনমুরগীর মত ডাকে।

উড়তেও পারে না।



একদিন সে দেখল আকাশে ডানা মেলে উড়ে যাচ্ছে ঈগল।

সে বিস্ময়ে প্রশ্ন করল, এটা কি?



বনমুরগীরা উত্তর দিল, ওটা ঈগল।অসাধারন পাখি।তুমি ওর মত

দেখতে হলেও তুমি বনমুরগী হয়ে গেছ।ওর মত

কখনো হতে পারবে না।



ঈগলের বাচ্চা এই কথা বিশ্বাস করে কোনদিন উড়ার চেষ্টা ও

করল না।এভাবেই সে কাটিয়ে দিল তার পুরোটা জীবন।একসময়

তার মৃত্যু হল।



তার জন্ম অয়েছিল আকাশের উঁচুতে উড়ার জন্য, কিন্তু

তা সে জানতেও পারল না!



নীতিশিক্ষাঃ অধিকাংশ মানুষ ও এরকম।অসীম

ক্ষমতা নিয়ে জন্মায়।বেশীরভাগই

তা কাজে লাগাতে পারে না। আসুন আমরা অধিকাংশ

না হয়ে অন্যতম হতে চেষ্টা করি!!



গল্পটির মূল বিষয়বস্তু ভালো লাগলে আপনার বন্ধুদের সাথেও

শেয়ার করুন।।



মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.