![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছেলেঃ জ্বর কমছে তোমার?
মেয়েঃ হ্যাঁ, কমে তো গেছিলো।
কালকে রাত্রে আবার আইস ক্রিম
খাইছিলাম। তারপরে আবার বেড়ে যায়।
ছেলেঃ কি? তুমি পাগল নাকি স্টুপিড?
আচ্ছা তুমি এমন কেন করলা? এত
বেখিয়ালি? এখন মন
চাচ্ছে তোমাকে ১টা চড় মারি গালে।
তুমি না লেখা পড়া করো? তারপরে ও
কেন অশিক্ষিত এর মত কাজ করো?
ধং করো? আমার অবাক লাগছে তোমার
মত একটা স্টুপিড এর সাথে আমি প্রেম
করি। এই মেয়ে নিজেকে কি মনে করো?
তোমার ইচ্ছামত সব হবে? তোমার
লাইফ তোমার একার না? তাহলে আমার
সাথে কেন প্রেম করো? কেন আইস
ক্রিম খাইসিলা তুমি? আমাকে উত্তর
দাও?
মেয়েঃ হাহাহাহাহা তুমি না।
সত্যি বলছি আমি আইস ক্রিম খাইনি।
তোমার কাছ থেকে বকা খাওয়ার জন্য
মিথ্যা বলেছি. সরি জান। তুমি যখন
আমাকে এভাবে বকা দাও তখন তোমার
চোখে এই রাগ এর
মাঝে ভালবাসা দেখতে পারি। তখন
নিজেকে এই পৃথিবীর
সবচেয়ে সুখি মেয়ে মনে হয়।
ছেলেঃ তুমি কি জানো? একটা ইডিয়ট
একটা স্টুপিড একটা পাগল । আর
কি জানো তুমি আমার লক্ষী জান।
মেয়েঃ তাহলে চল আইস ক্রিম খাই।
ছেলেঃ কি বললে? এই জ্বর এর মাঝে?
তুমি তো আসলেই পাগল। তুমি কি ভাবছ
তুমি আদর করে বললেই আমি তোমার
কথা শুনবো?
মিষ্টি একটা হাসি দিয়ে বলল..আই লাভ
ইউ...!!♥♥
©somewhere in net ltd.