নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কষ্টের জীবন আমার

সোহাগ+দৃষ্টি =০

আমার জীবনে অনেক কষ্ট।

সোহাগ+দৃষ্টি =০ › বিস্তারিত পোস্টঃ

নারীর ভালোবাসার জীবন

২০ শে জুন, ২০১৩ বিকাল ৩:২৮

ভালবাসার যতটুকু স্বীকৃতি আছে সবটুকুই দিয়েছি তোমায়ে , মিথ্যে বুলি, নাটক , অভিনয় অথবা কারও নিকটস্থ হওয়া, অথবা বন্ধুত্বের আলাপন, সব কিছুই দিয়েছি বিসর্জন, শুধুই তোমারি জন্যে । নিজেকে করেছি গঠন তোমারি করে , যতটুকু চাওয়ার ছিল বা যতটুকু পাওয়ার সব করে নিয়েছি পরিপূর্ণ তোমাকে আপন করে, নিজের যত স্বপ্ন ছিল সব তোমারি মাঝে করেছি আবদ্ধ, নিজের জীবনকে চালিত করেছি তোমারি মনের মতন করে, স্বপ্নগুলো গেঁথেছি তোমারি আপন চারিধারে নতুন করে, জীবনের প্রতিটি পদধ্বনি করেছি আবদ্ধ তোমার ইচ্ছার মাঝে। হাসি , কান্না , ঠাট্টা , মান অভিমান, সকল কিছুকে সাজিয়েছি তোমারি চারিধারে, নিজের আপনকে দূরে রেখে তোমার আপনকে করেছি আপন, তোমার পরকে পর। জীবনের প্রতিটি অনুভুতিকে তোমার করে জীবনকে গুছিয়েছি নতুন করে, উচ্ছল্লতাকে করেছি বদ্ধ । মনের গুন গুন সুর গুলোকে চালিত করেছি তোমার ইচ্ছার ডালে ডালে, আমার সুখগুলোকে করতে চেয়েছি তোমার , তোমার দুঃখে হয়েছি বিমর্ষ । তোমার সফলতায়ে করেছি আনন্দ, তোমার পরাজয়ে দিয়েছি শান্তনা । নিজের আপনজনের চাওয়া গুলোকে করেছি অবহেলা, তোমার একটু ভালোলাগার কারনে । সারা জীবন থেকেছি আবদ্ধ তোমার শান্তির জন্যে । সারা মন প্রান দিয়ে করেছি সেবা সারা জীবন দিয়ে, নিজের ইচ্ছে গুলোকে করেছি মাটি, তোমার ইচ্ছের ছলে......... সারাটি জীবন শুধু তোমারি হতে চেয়েছি, তোমার মনেরমতন করে। এর পরেও যদি বলো কিছুই করিনি... আমি তবে বাঁচবো কেমন করে?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.