নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কষ্টের জীবন আমার

সোহাগ+দৃষ্টি =০

আমার জীবনে অনেক কষ্ট।

সোহাগ+দৃষ্টি =০ › বিস্তারিত পোস্টঃ

সাধারণত ৭ টাইপের মেয়ে পাওয়া যায় পৃথীবিতে।

০২ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১০

১। হার্ডডিক্স মেয়ে: সেই মেয়ে, যে কোন ঘটনা জীবনেও ভুলবে না।

২। র্রাম মেয়েরা: একটু বেহায়া টাইপের কিছু মনে করনো। যা খুশি তাই করতে পারে।

৩। স্কিন সেভার মেয়ে: শুধু দেখতেই সুন্দর আর কোন কোয়ালিটি নেই।

৪। ইন্টারনেট মেয়ে: এরা কখন কী করবে বা এদের মন কি চাই ওরা নিজেরাও জানে না।

৫। সার্ভার মেয়ে: সব সময় বিজি পাবেন বিশেষ করে যখুন প্রয়োজন পরবে।

৬। মাল্টিমিডিয়া মেয়ে: সব কাজে পারদর্শী ১০-১২ জন বয়ফেন্ড কোন ম্যাটার না।

৭। ভাইরাস মেয়ে: এই টাইাপের মেয়েদের আরেক নাম হল বউ। একবার তোমার জীবনে ঢুকবে তো লাইফ দিলেও যাবে না।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০২ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২৩

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:


বুঝতে পারছি না কোন ক্যাটাগরিতে যে পড়লাম!!! :| :|| :||

২| ০২ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২৭

নীল-দর্পণ বলেছেন: খুব গবেষণা করেন দেখাযায় !

৩| ০২ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:০৭

রোহান খান বলেছেন: "তোমার গল্পের মৃত রাজকন্যা " কে বলছি - আর কোনটা হন কিনবা না হন ততে কিছু আসা যাবে না তবে - ৭ নাম্বার ক্যাটাগরিতে নামটা একদিন হলেও পাওয়া যাবে - ১০০% কনফার্ম /-

৪| ০২ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:১০

আহলান বলেছেন: আরো কিছু আছে, কিন্তু কওন যাইব না!

৫| ০২ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩২

মামুinসামু বলেছেন: নীল-দর্পণ বলেছেন: খুব গবেষণা করেন দেখাযায় !
ভাই গবেষণার কিছু নাই, নেটে সার্চ দেন আর অনুবাদ করেন . . . :P

There are basically 7 TYPES OF GIRLS...

1. HARD DISK Girls:
Remember everything forever.

2. RAM Girls:
Forgets about you the moment you turn her off.

3. SCREEN SAVER Girls:
Just for looking.

4. INTERNET Girls:
Difficult to access.

5. SERVER Girls:
Always busy when needed.

6. MULTIMEDIA Girls:
Makes horrible things looks beautiful.

7. VIRUS Girls :
These type of girls are normally called 'WIFE'
once enters in your system don't leave even after format.

৬| ০২ রা জুলাই, ২০১৩ রাত ১০:২০

স্বপ্নসমুদ্র বলেছেন: হুমমম বুঝলাম.......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.