| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিটিআর-৮০ হল সোভিয়েত রাশিয়ার তৈরী একটি ৮X৮ চাকার আর্মার্ড পারসোনাল ক্যারিয়ার(এপিসি)। হুইলড আর্মার্ড ক্যারিয়ারের জগতে বিটিয়ার-৮০ একটি ইভিলিউশন। বিটিআর সিরিজ প্রথম ডেভেলপড হয় ১৯৬০ সালে বিটিআর ৬০ এর মাধ্যমে। পরবর্তী আপডেটেড ভার্সন হল বিটিয়ার ৭০ এবং সর্বশেষ ১৯৮৬ সালে তৈরী হয় সর্বাধুনিক বিটিয়ার ৮০।
![]()
বিটিয়ার ৭০কে স্টার্টিং পয়েন্ট ধরে সোভিয়েত ইঞ্জিনিয়াররা পুর্বের ৬০,৭০ সিরিজের মত টুইন ইঞ্জিন ব্যবহার না করে সিঙ্গেল V-form 8-cylinder KamAZ-7403 সিরিজ ডিজেল ইঞ্জিন ব্যবহার করে যা ২৬০হর্স পাওয়ার শক্তি দেয়।
এতে স্থাপন করা হয়েছে অত্যাধুনিক নাইট ভিশন( ড্রাইভার ও কমান্ডার উভয়ের জন্য) এবং ইনফ্রারেড সার্চ লাইট।
![]()
এর আর্মামেন্ট হল একটি লো প্রোফাইল ওয়ান ম্যান টারিট যা ৩৬০ ডির্গী চতুর্দিকে ঘুরতে পারে এবং ৬০ ডির্গী ভার্টিকাল ফায়ার করতে পারে লো ফ্লাইং এয়ার ক্রাফটকে কাউন্টার করার জন্য। প্রাথমিক আর্মামেন্ট হল একটি 14.5mm KPVT হেভি এন্টি এয়ার ক্রাফট মেশিন গান এবং একটি ৭'৬২ মিমি পিকেটি মেশিন গান। ৬টি ৮১মিঃমিঃ স্মোক গ্রেনেড সামনে ও পেছনে বাইরের বডিতে বসানো থাকে যুদ্ধ ক্ষেত্রে শত্রুকে ধোকা দেয়ার জন্য।
![]()
এতে কমান্ডার ও ড্রাইভার সহ মোট ১০জন সৈন্য ধারন করতে পারে। ড্রাইভার ও কমান্ডার বসে সামনে এবং গানার বসে টারিটে। এর রয়েছে ২পাশে ২টি দরজা এবং উপরের দিকে একটি দরজা।
ইন্ডিপেন্ডেন্ট সাসপেনশন ও পাওয়ার প্রত্যেকটি হুইলে থাকে। শুধু মাত্র সামনের ৪টি চাকাতে স্টিয়ারিং থাকে। এর অপারেশনাল রেঞ্জ হল ৬০০কিঃমিঃ। বিভিন্ন ধরনের টেরাইনে চলার সময় ৮টি চাকাকে মেইন্টেইন করার জন্য ড্রাইভারের কন্ট্রলে একটি সেন্ট্রাল এয়ার কম্প্রেশন থাকে।
বিটিয়ার-৮০ এমন ভাবে তৈরী করা হয়েছে যাতে এটি নিজে থেকে সারভাইভ করতে পারে এবং ২ট চাকা খুলে যাওয়ার পরও এটি অনায়সে চলতে পারে। এর রয়েছে অ্যামফিবিয়াস ক্যাপাবিলিটি, এটি শান্ত পানিতে ৯কিঃমিঃ/ঘন্টা স্পিডে চলতে পারে।
![]()
নিউক্লিয়ার ও রাসায়নিক বোমা হামলার সময়ে যাতে ক্ররা সুরিক্ষিত থাকে তার জন্য এতে সংযোজিত হয়েছে নতুন এনবিসি সুইট এবং প্রেশারাইজড ফাইটিটং কমপার্টমেন্ট। এর আর্মারড স্মল আর্মস ও আর্টিলারী ফায়ার প্রতিহিত করতে সক্ষম কিন্তু ডিরেক্ট ফায়ার ও এন্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল প্রতিহিত করতে পারে না।
প্রোটেকশন ও ফায়ার পাওয়ারে দুর্বল হওয়া সত্ত্বেও হাই স্পিড ও মোবিলিটির জন্য এটি ব্যাপক জনপ্রিয়। রাশিয়া ছাড়াও কলাম্বিয়া, হাঙ্গেরি, রুমানিয়া, ইউক্রেন, নর্থকোরিয়া,সাউথ কোরিয়া, বাংলাদেশ, ভারত এই এপিসিটি ব্যবহার করে। এখন পর্যন্ত ৫০০০ এর উপর তৈরী এপিসিটি বিভিন্ন দেশে ব্যবহ্রত হচ্ছে।
১০ ই ডিসেম্বর, ২০১০ সকাল ১১:২৯
বিদ্রোহী কান্ডারী বলেছেন: ধন্যবাদ আপনাকে।
২|
১০ ই ডিসেম্বর, ২০১০ সকাল ৭:০১
দ্যা ডক্টর বলেছেন: বাহনের তুলনায় ইন্জিন দুর্বল মনে হল। এটির পাওয়ার মিডিয়াম একটা ডজ চ্যালেঞ্জার এর চেয়েও কম। আর একটা ডজ চ্যালেঞ্জার ভি-৮ ৬.১ এসআরটি'র ইন্জিন ৪২৫ হর্স পাওয়ারের
+
১০ ই ডিসেম্বর, ২০১০ সকাল ১১:৩৯
বিদ্রোহী কান্ডারী বলেছেন: ইঞ্জিনের ব্যাপারটা কিছুটা আলাদা। রেসিং কারের ইঞ্জিন গাড়িতে যোগায় স্পিড কিন্তু আর্মার্ড কারের ইঞ্জিন যোগায় শক্তি যাতে সবধরনের পথে চলতে পারে। দুটো সম্পুর্ন ভিন্ন।
৩|
১০ ই ডিসেম্বর, ২০১০ সকাল ৮:৩২
কাকপাখি ২ বলেছেন: ++
৪|
১০ ই ডিসেম্বর, ২০১০ সকাল ৯:০৬
সজল শর্মা বলেছেন: +++++++++
৫|
১০ ই ডিসেম্বর, ২০১০ সকাল ১০:১৩
অরক্ষিত মাহফুজ বলেছেন: +++++++++++++++++++++++
৬|
১০ ই ডিসেম্বর, ২০১০ সকাল ১১:২০
স্বপ্নাদিষ্ট বলেছেন: ++ ভাল লাগল।
১০ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ১২:১০
বিদ্রোহী কান্ডারী বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৭|
১০ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ১২:৫৪
অ্যাডলফ বলেছেন: +++++ খুব ভাল লাগল।
১১ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:২৩
বিদ্রোহী কান্ডারী বলেছেন: অ্যাডলফ হিটলার যে স্টিলথ ফাইটার বানাতে সক্ষম হয়েছিলো তা জানেন কি? আমি ছবিটা যত দ্রুত পারি দেয়ার চেষ্টা করবো।
৮|
১১ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:৪১
অ্যাডলফ বলেছেন: অপেক্ষায় রইলাম।
৯|
১১ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:৫২
নিশাচর নাইম বলেছেন: ++++
১০|
১১ ই ডিসেম্বর, ২০১০ রাত ১:০৮
অস্থির পোলাপাইন বলেছেন: ++++++++
বিডি-০৮ রাইফেল নিয়া কিছু লিখেন । দেশের জিনিস
।
১১|
১৫ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:৪২
সাধারণমানুষ বলেছেন: রাইফেল সিরিজ - বিডি ০৮ সাবমেশিন/ মেশিনগান গান
আমার একটা দুর্বল পোষ্ট আছে বিডি ০৮ নিয়া পইড়া দেখতে পারেন @ অস্থির পোলাপাইন
১৫ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৩:১৮
বিদ্রোহী কান্ডারী বলেছেন: আপনার আর অ্যাডলফের সবকটি লেখাই পড়ছি। খুবই ভালো লাগছে। আপনাদের লেখাগুলোই আমাকে অনুপ্রানিত করছে এই বিষয় গুলো নিয়ে লেখার। মিলিটারী অস্ত্রপাতি আমার খুব পছন্দের বিষয়। দুর্ভাগ্য আমাদের দেশে এসব নিয়ে পড়ার বা রিসার্চ করার মত কোন সুযোগ নাই। ছোট বেলায় কার্ড বোর্ড দিয়ে কত যে ফাইটার প্লেন আর ট্যাংক বানাইছিলাম।
©somewhere in net ltd.
১|
১০ ই ডিসেম্বর, ২০১০ ভোর ৫:৫২
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: +। ভাল লাগল।