![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের সম্পর্কে লিখার মতো এখন কিছু নেই। যখন কিছু থাকবে তখন অবশ্যই লিখবো।
মেয়েটি অনেক কথা বলার জন্য ছেলেটিকে ফোন করে। কিন্তু কোন এক আজানা কারনে কথা খুজে পায়না।সব কথা যেন নিমেষেই হারিয়ে যায়। মেয়েটি এক দৃষ্টিতে ছেলেটির দিকে তাকিয়ে থাকবে বলে দেখা করে। কিন্তু কোন এক আজানা কারনে ছেলেটির চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারেনা।মেয়েটি চায় ছেলেটির পাশে হাঁটতে, ছেলেটির পাশে বসতে। কিন্তু কোন এক আজানা কারনে দূরত্ব বজায় থাকে। মেয়েটি যা বলতে চায়, যা করতে চায়... কিছুই পারেনা। মেয়দের ভালোবাসা মনে হয় এইরকমই। মনের সব কথা মনেই থাকে, মুখ ফুটে আর আসেনা।
©somewhere in net ltd.