![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের সম্পর্কে লিখার মতো এখন কিছু নেই। যখন কিছু থাকবে তখন অবশ্যই লিখবো।
তোমার নামের পাশে যখন সবুজ বাতিটা জ্বল জ্বল করে, তখন বালকের মনের অনুভূতিটা তুমি কখনো বুঝতে পারবেনা... জানতেও পারবেনা কতো সময় ধরে বালকটি তোমার নামের পাশে সবুজ বাতি জ্বলবে বলে অপেক্ষায় ছিল। দীর্ঘ অপেক্ষার পরে বালক তোমাকে অনলাইনে পাবার পরেও কেন নক দিলোনা... সেই অনুভূতিটি বুঝার ক্ষমতা তোমার হয়নি, হবেও না।
যে বালকটি কখনো পাঠ্য বইয়ের ২টা লাইন মুখস্ত করতে পারেনি, কবিতার লাইনগুলো যার কাছে বড্ড কঠিন লাগে... সেই বালকটি যখন তোমার প্রতিটা ফটো মুখস্ত করে, লাইক দেওয়া ফটোটাকে আনলাইক করে নতুন করে লাইক দেয় কারন একবারের বেশি লাইক দেওয়া যায়না বলে... আর তোমাকে নিয়ে কবিতা লিখে,... তা কখনো তোমার দৃষ্টি কারতে পারেনি... হয়তো পারবেও না।
মাঝে মাঝে কিছু অনুভূতির পিছনে কারণ থাকেনা। কিছু ভালো লাগার ব্যাখ্যা থাকে না। কিছু মানুষের ভালোবাসা না পেলেও খারাপ লাগেনা। তবুও একপক্ষ থেকে ভালোবেসে যেতে ভালোই লাগে।
২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৪৮
রাজীব নুর বলেছেন: আহা মানূষের অনুভূতি।
©somewhere in net ltd.
১|
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৫:২১
চাঁদগাজী বলেছেন:
কম্প্যুটারের হার্ডড্রাইভ কান্নায় ভেংগে পড়তে পারে