![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখেছেনঃসোহান
কিছু লিখতে গেলেই প্রেম হয়ে যায়
স্লোগানের বদলে, রক্তের বদলে
একে একে মুক্তি পায়
কারাবন্দী ভালোবাসার উপমা;
রূপকথার চিরকুটে কতবার
পাঠিয়েছি দুঃখের গান, মৃত্যু বেদনা !
সব ফিরে এসেছে ভালোবাসার পঙক্তি হয়ে,
রক্তের বদলে এসেছে ফুটফুটে গন্ধরাজ
©somewhere in net ltd.