নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন পথে চলার এক অচেনা পথিক আমি। হাটি হাটি পা পা করে অনেক দূর পৌছে গেছি। মাঝে মাঝে পিছনে ফিরে তাকাই কিছু সুখ কিছু দু:খ আর স্মরনীয় কিছু ছোট ছোট মুহুর্ত মনের জানালায় উকি দেয়। আমরা বেচেথাকি শুধুমাত্র বিভিন্ন লক্ষ পুরোণের জন্য।

সোহানখুলনা

জোনাকির আলো

সোহানখুলনা › বিস্তারিত পোস্টঃ

ভালো লাগে না কেন.....???

৩০ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩০

এই পৃথিবীতে সবচাইতে বেশি সংখ্যক মানুষ মনে হয় "ভালো লাগে না" রোগে আক্রান্ত। জীবন প্যাড়াময়, বাঁচতে ইচ্ছা করে না, কি হবে আর বেঁচে থেকে এমন কথা প্রায়ই শুনি। আসলে আমি নিজেও একজন এমন রোগী। আজ আমি যে ব্যাপারে লিখতে বসছি আসলে সেই জিনিসটার ব্যাপারে আমার নিজেরই ঠিক নেই। তবুও লিখছি, যদি কেউ বুঝতে পারে!!! বুঝতে পারে বললে ভুল হবে, আসলে বুঝে সবাই। কিন্তু বুঝার পরে সেই অনুসারে আর কাজ হয় না। আসলে মোটিভেশন চাইলেই যে কেউ অন্যজনকে দিতে পারে। কিন্তু আফসোস সেই মোটিভেশন আমরা নিজেকেই দিতে পারি না।
ভালো লাগেনা রোগীদের সমস্যা হলো এরা প্রায় সময়ই বিষণ্ণ থাকে। চুপচাপ সারাক্ষণ । জানি হয়তো এর পিছনে কারণও আছে । তাই বলে কি সেটা জড়িয়ে বসে থাকতে হবে!!!! হয়তো কেউ তাকে ছেড়ে চলে গেছে। হ্যাঁ গেছে যখন যাক, যে যাওয়ার সে এমনিতেই যাবে। তাকে আর আঁটকানো যাবে না। আমরা খুব সহজে এই কথাটা বলতে পারি, কিন্তু মানতে আর পারি না। এই মানতে না পারাটাই আমাদের জীবনের সবচাইতে বড় পরাজয়।
কেউ হয়তো কোন কাজে আশানুরূপ ফল পায়নি। তাতে সে সব হাল ছেড়ে দিয়ে পৃথিবী থেকে কেটে পড়ার সিদ্ধান্ত নিয়ে নেয় মুহূর্তেই। তারা তখন ভাগ্যকে, বিধাতাকে দোষারোপ করে। কিন্তু তারা একবারো ভাবে না, তারা যা চেয়েছিল তার জন্যে তারা কি করেছে!!!! তারা কি তার জন্যে যথেষ্ট চেষ্টা করেছিলো কিনা!!! আসলে চাইলাম আর ফ্রি ফ্রি পাইলাম এমন কখনো হবে না। একটা প্রবাদ আছে না যে, বাচ্চা না কাঁদলে মাও দুধ দেয় না। তেমনি চেষ্টা ছাড়া কিছুই পাওয়া যায় না।
আসলে প্রথমেই আমাদের ঠিক করতে হবে আমাদের স্বপ্নের কেন্দ্রবিন্দু কোনটা। তারপর সেই কেন্দ্রকে ঘিরে বৃত্ত আঁকানোর চেষ্টা করতে হবে। তবেই না সেই স্বপ্নের পূর্ণতা পাওয়ার সম্ভাবনা থাকলো। নইলে শুধু শুধু স্বপ্ন দেখলে সবই বৃথা।
তোমাকে মানুষ অনেক সফল মানুষের গল্প শোনাবে । আসলে তারা সফল বলেই তাদের কথা মানুষের মুখে। কিন্তু সফলদের কাহিনী থেকেই আর কিইবা হয়। হয়তো অনুপ্রেরণাটুকু জোগার হয়। আর কিছু??? না আর কিছুই হয় না। কিন্তু যদি তুমি তোমার লক্ষ্য ঠিক রেখে সঠিক পথে আগাও জয় তোমার আসবেই। তুমি হয়তো মুচি হয়ে আর আব্রাহাম লিংকন না হতে পারো, অন্তত চেষ্টা করলে একজন আদর্শ রাজনীতিবিদ হতে পারো। তার জন্যে আর সম্ভ্রান্ত পরিবারে জন্মাতে হবে না। পরীক্ষায় ফেল করে হয়ত বিল গেটস হওয়া যায় না, কিন্তু চেষ্টা করলে তো একজন ভালো ব্যবসায়ী অবশ্যই হওয়া যায়। তার জন্যে নিজেকে প্রস্তুত করতে হবে সেইভাবেই, যাতে ইতিহাসে তাদের মতো তোমার নামও লিখা থাকে। আসলে কেউ জন্ম নিয়েই ইতিহাসে ডুকে যায় না আর ইতিহাস আগে থেকেই ঠিকও করে রাখেনি কার কথা লিখবে। তারা তাদের কর্মের মাধ্যমে ইতিহাসকে বাধ্য করেন। তোমাকেও সেই চেষ্টাটাই করতে হবে। ইতিহাসকে বাধ্য না করাতে পারো অন্তত তার গায়ে আঁচর কাঁটার চেষ্টা করে দেখতে তো ক্ষতি নেই.......smile emoticon
আর মানসিকভাবে যারা কষ্টে আছে তাদের আরেক সমস্যা। আমার মনে হয় মানসিক কষ্টে নেই এমন লোক খুব কমই আছে দুনিয়াতে। আসলে নেই বললেই চলে। আমরা আসলে নিজেদের কষ্টটাই সবচাইতে বড় করে দেখি। কাউকে খুব সহজেই বলে দেই, "আমি এই পৃথিবীর সবচাইতে অসুখী মানুষ"। কিন্তু কখনোই আর বুঝতে চাই না আমার চাইতেই অনেক অনেক বেশি কষ্ট কারো থাকতে পারে। যা সে চাপা দিয়ে দিব্যি ভালো থাকার অভিনয় করছে। আমি এমন একজনকে চিনি যে জীবনে খুব বেশিই কষ্ট পেয়েছে, খুব কান্না করেছে লুকিয়ে। কিন্তু সবার সাথে সেই সবচাইতে বেশি হাসিখুশি। সারাক্ষণ মুখে তার হাসি লেগেই আছে। এমনকি বন্ধুরাও তাকে এতো হাসতে মানা করে। আসলে এই সকল হাসি হচ্ছে কষ্ট লুকানোর বৃথা চেষ্টা। আমরা আপাতদৃষ্ঠিতে যাকে দেখে যা ভাবি আসলে সে তা নাও হতে পারে। হতেই পারে তার জীবনটা অন্যরকম। আমরা খুব সহজেই পারি অন্যের জীবনটা নিজের করে চাইতে। খুব আফসোস করে বলি যে, "ইশ ওর জায়গায় কেন আমি থাকলাম না!!!" আসলে এটা কখনো নিজেকে প্রশ্ন করি না যে সে নিজে আসলে তার অবস্থানে সুখী কিনা!!!? প্রতিটি মানুষেরই কোন না কোন লুকানো কষ্ট থাকেই। আমাদের এই বিষয়গুলো ভেবে দেখা উচিৎ নিজেকে পৃথিবীর সবচাইতে অসুখী ঘোষণা করার আগে। সেটা করতে পারলে দেখা যাবে আমরা নিজেকেই পৃথিবীর মাঝে একমাত্র সুখী মানুষ ভাবতে শিখে যাবো ।
আমাদের সমস্যা হচ্ছে আমরা চেষ্টা করি না। কোন কিছু হারিয়ে ভাবি জীবন শেষ!!!! এটাই যত সমস্যা। আসলে সমস্যাকে জয় করা শিখতে হবে। মানসিক কষ্টগুলোকে সুখে রূপান্তরিত করতে হবে। তবেই না জীবনের সার্থকতা। আসলে দুঃখ কষ্ট বলতে কিছু নেই। এটা ভাবতে শিখো, দেখো জীবন কত সুন্দর।
আসলেই জীবন সুন্দর, Life Is Beautiful..
লিখা -সোহান খুলনা ।1459344577-d246ae7_xlarge.jpg] [img|http://s3.amazonaws.com/somewherein/pictures/sohankhulna/sohankhulna-

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০১৬ রাত ৯:৫২

বিজন রয় বলেছেন: ভাল লাগে না।

২| ৩০ শে মার্চ, ২০১৬ রাত ১০:০৯

সোহানখুলনা বলেছেন: এটাই তো, ভালোলাগাতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.