নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন পথে চলার এক অচেনা পথিক আমি। হাটি হাটি পা পা করে অনেক দূর পৌছে গেছি। মাঝে মাঝে পিছনে ফিরে তাকাই কিছু সুখ কিছু দু:খ আর স্মরনীয় কিছু ছোট ছোট মুহুর্ত মনের জানালায় উকি দেয়। আমরা বেচেথাকি শুধুমাত্র বিভিন্ন লক্ষ পুরোণের জন্য।

সোহানখুলনা

জোনাকির আলো

সোহানখুলনা › বিস্তারিত পোস্টঃ

মুখোশ

০২ রা এপ্রিল, ২০১৬ রাত ৯:১৮

সব কিছু থাকা সত্ত্বেও একাকীত্ব অনুভব করা একটি ভয়ঙ্কর অভিজ্ঞতা।
যখন আমি নিজের ভিতর গুমরে গুমরে কাদঁছি, মৃত্য যন্ত্রণা আমাকে কুরে কুরে খাচ্ছে,
তখনও আমাকে হাসিমুখে থাকতে হচ্ছে। বলার অপেক্ষা থাকে না যে এটি একটি মিথ্যা ছাড়া কিছুই না।
প্রতিনিয়ত নিজের সাথে ছলনা করার জন্য আমার জরিমানা হওয়া উচিত।
একটি সুখের মুখোশ পরে সুখী মানুষের মত অভিনয় করতে করতে আজ আমি ক্লান্ত। আমি জানি,
যে দিন আমি আমার সত্যিকার অনুভূতি প্রকাশ করব, সে দিন আমি সবার কাছে প্রত্যাখিত হব।
কেউ আমার পাশে থাকবে না আমার কষ্টের অংশ নিতে। আমাকে বলা হবে,
তোমারতো কষ্ট পাওয়ার কোন কারণ নেই!!!! আমার কাছের মানুষ বুঝতে ব্যার্থ যে,
আমাকে হাসিখুশী থাকার অভিনয় করার জন্য কত কঠোর পরিশ্রম করতে হয়।
তারা কখনওই উপলব্ধি করতে পারবে না, আমি প্রতিনিয়ত নিজের ক্ষতি করেই চলেছি, এই মুখোশের জন্য।
আমার সত্যিকারের সব আবেগ চাপা পড়ে যাচ্ছে এই মিথ্যা আবেগ রাখতে গিয়ে।
এখন আমি আবেগহীন এক ছেলে, যার কাজ আশেপাশের মানুষের প্রত্যাশা পূরণ করা,
তাদের ইচ্ছাকে পূর্ণতা দেওয়া। আমার সব কিছু নির্ধারণ করেন তারা, আমাকে শুধু সেই পথ ধরে এগুতে হয়।
যে মুখোশটি আমি প্রতিদিন পড়ি, 'সুখের মুখোশ' সেটি ক্রমশ কঠিন থেকে কঠিনতর হচ্ছে।
এখন আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয়। প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার জন্য ছটফট করি।
মুখোশটি যেন আমাকে ধীরে ধীরে শ্বাসরোধ করে ফেলছে। আমি আর কোন মতেই এটি বহন করতে পারছি না।
আমি আমার মিথ্যার মুখোশটি খুলে ফেলতে চাই। আমি আমার সত্যিকারের অনুভূতি প্রকাশ করতে চাই।
জানি, তখন সবাই আমাকে ভিতু, কাপুরুষ হাজারও নামে ডাকা হবে, আমার সত্যিকার আবেগের জন্য।
আমি বুক ভরে শ্বাস নিতে চাই।তোমরা কি সত্যিই আমাকে খারাপ ভাবে মরতে দিতে চাও?
আমাকে বাতাসে অভাব থেকে শ্বাসরোধ করতে চাও? আমার চোখের জল শুকিয়ে গেছে,
তোমারা কি সত্যিই আমাকে খুন করতে চাও? নাকি তোমারাই সঠিক, বেচেঁ থাকার কোন অধিকার আমার নেই!
নাকি তোমারাই তা ঠিক করে দিবে? চিন্তা করছি, আমার বিধাতার কথা,
আমার বিষয়ে সে সবচেয়ে ভাল জানে,কিন্তু সে কি বুঝে না?? আমি ইতিমধ্যে মরে গেছি।
আমি চিৎকার করে কেঁদেছি, ভিক্ষা চেয়েছি, প্রার্থনা করেছি কিন্তু সে কিছুই শোনেনি।কখনওই শোনেনি।
ঘৃণায় শিউরে উঠেছি, বুক ফেটে কেঁদেছি, কিন্তু বাইরে বহন করেছি সেই সুখী মুখোশ।

মন্তব্য ৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ৯:২৪

অন্তহীন আকাশ বলেছেন: :(

২| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৩

রেইড ইন স্কাই বলেছেন: জীবন হোক আনন্দের ।

৩| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১০:১৬

সোহানখুলনা বলেছেন: ;)

৪| ১৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪১

কালনী নদী বলেছেন: মুখোশকে প্রিয়তে নিলাম। ভাই!

৫| ১৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪৫

সোহানখুলনা বলেছেন: ধন্যবাদ#কালনী নদী

৬| ০৫ ই আগস্ট, ২০১৭ রাত ১১:২৭

মৌমুমু বলেছেন: লিখাগুলো সুন্দর লিখেছেন।
ভালো লাগলো।
ভালো থাকবেন।

২২ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩০

সোহানখুলনা বলেছেন: সুন্দর মনের মানুষরা সব সময় ভালো থাকে ,আশা করি আপনি ও ভালো আছেন !!

৭| ২২ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৮

নূর-ই-হাফসা বলেছেন: কথা গুলো দারুন সত্যি । খারাপ সময় টাকে ভুলে থেকে হাসিই ভালো । হাসির চেয়ে ভালো ঔষধ কিছু হতে পারে না ।
খুব হাসি খুশি মানুষ দেখলে আমার খুব ভয় লাগে । কি জানি হয়তো কোন ভয়ানক কষ্ট লুকিয়ে আছে ।

২২ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫

সোহানখুলনা বলেছেন: ধন্যবাদ মন্তব্য করার জন্য। কিছু আকাঙ্খা আছে যা সে প্রকাশ করতে পারে না ,এই জন্য কষ্ট থেকে যায় কষ্টের যায়গায় , আর অভিনয় করে যায় ভালো থাকার.......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.