![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্ষুধার জ্বালা।
-মুহাঃমফিজুর রহমান সোহান
পথের ধারে তাকিয়ে দেখি
ছোট্ট একটি ছেলে,
ক্ষুধার জ্বালায় কাঁধছে সে
রয়েছে অনাহারে।
এক মুঠো ভাত দিচ্ছে না কেঁউ
হৃদয় মমতা ভরে,
গরীব বলে তাকাচ্ছে সবাই
ঘৃণ্য নয়ন ভরে।
পরনে তার ছিন্ন বস্ত্র
মলিন চেহারা খানি,
পিপাসার জ্বালায় কাতর সে
কেঁউ দিচ্ছে না পানি।
অব শেষে সে যাবে মারা
দেখবে না কেঁউ তাকে,
সবাই তখন ব্যস্ত থাকবে
নিজ নিজ কাজে।
এমনি করে ঝরে যাচ্ছে
কত নয়নের মনি,
হায়রে ক্ষুধা ! কেঁড়ে নিলি তুই
মানুষের প্রাণখানি!।
২| ২৩ শে জানুয়ারি, ২০১৮ ভোর ৬:৩৪
চাঁদগাজী বলেছেন:
এরা বাংলার নাগরিক; এদের ভাগ আছে ৩৩ বিলিয়ন ডলারে।
৩| ২৩ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৭:৫৫
আটলান্টিক বলেছেন:
৪| ২৫ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৪৩
মোস্তফা সোহেল বলেছেন: গরীবের কষ্ট কেউ বোঝে না।
৫| ১১ ই মে, ২০১৮ দুপুর ১:০৬
আবু আফিয়া বলেছেন: সুন্দরভাবে বিষয়টি ফুটিয়ে তুলেছেন, ধন্যবাদ আপনাকে
©somewhere in net ltd.
১|
১৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:১২
রাজীব নুর বলেছেন: ক্ষুধার কষ্ট সবচেয়ে বড় কষ্ট।