![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি পড়াব বেড়ী আমার মনের পায়ে,
কেন সে বারবার হারিয়ে যায়,
মিশে যেতে চায় আমার স্বপ্নের মাঝে;
পালিয়ে বাঁচতে চায় মাঝে সাঝে।
সে কি জানে না,
ওখানে তার যেতে মানা।
খাঁচায় বন্দী করেছিলাম
খাঁচা ভেঙে পালাতে চায়,
তাই বেড়ী পড়াব পায়
কেউ কি দিতে পার এমন বেড়ী?
২| ১৮ ই মে, ২০১৩ রাত ১১:৫৬
বর্ষণ মাহি বলেছেন: vaia Thnx
৩| ১৯ শে মে, ২০১৩ রাত ১২:০৩
মাহতাব সমুদ্র বলেছেন: ভালো লাগলো। মনের ইচ্ছার বিরুদ্ধে কিছু কৈরেন না।
৪| ১৯ শে মে, ২০১৩ রাত ১:৩৫
বর্ষণ মাহি বলেছেন: moner abar essa onissa ki. moner kotha to onk shunlam. r koto!
৫| ১৯ শে মে, ২০১৩ রাত ১০:২৩
সেলিম আনোয়ার বলেছেন: ছোট কবিতা ।ভাল হয়েছে।সুন্দর ভাল লাগলো ।২য় ++++
৬| ১৯ শে মে, ২০১৩ রাত ১০:২৮
বর্ষণ মাহি বলেছেন: proshongsha er jonne dhonnobad.....
৭| ২২ শে মে, ২০১৩ বিকাল ৩:৫৭
স্বপ্নবাজ অভি বলেছেন: দেয়া যাবেনা আপু !
কবিতা ভালো লেগেছে !
৮| ২২ শে মে, ২০১৩ রাত ৮:০০
বর্ষণ মাহি বলেছেন: oshonkho dhonnobad vaia
©somewhere in net ltd.
১|
১৮ ই মে, ২০১৩ রাত ১১:৪৯
একজন আরমান বলেছেন:
স্বল্প কথায় মনের ভাব প্রকাশ ভালো লাগলো।
লিখে যাও আপু।