নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানি না।

চেষ্টা করছি কিছু করার।

বর্ষণ মাহি

বর্ষণ মাহি › বিস্তারিত পোস্টঃ

এবারের ঈদ আমাদের সবার ( সুবিধাবঞ্চিত শিশুদের জন্য নতুন জামা উৎসব)

৩০ শে জুন, ২০১৪ বিকাল ৪:১৩

এবারের ঈদ-এ কে কি কিনবেন ?

নতুন পাঞ্জাবী?

নতুন শাড়ি ?

কিংবা আনারকলি , ক্যাটরিনা , দীপিকা ... ...?



এই ঈদ নিয়ে আমাদের কত রকমই না চিন্তা ভাবনা ! কেউ বাবা মায়ের জন্য , কেউ সন্তানের জন্য, কেউ ভালবাসার মানুষের জন্য সাধ্য অনুযায়ী নতুন নতুন জামা কিনে উপহার দেবেন । হয়ত আপনার বাবা মা চেষ্টা করবেন আপনার ঈদটাকে আনন্দে ভরিয়ে দিতে ।

কিন্তু একবারও কি ভেবে দেখেছেন, যার বাবা মা নেই কিংবা বাবা মা থাকা সত্ত্বেও ঈদ-এ একটি নতুন জামা পরতে পারছে না অর্থের অভাবে তার ঈদটি কেমন যাবে?

ঈদ মানে "খুশি" । "বড়লোকের খুশি" নয় । আমরা কি পারি না , সুবিধাবঞ্চিত এসব শিশুদের পাশে দাঁড়িয়ে তাদের এবারের অনিশ্চিত ঈদটাকে খুশি আর আনন্দে ভরিয়ে দিতে?

এর জন্য কি দরকার?

দরকার কেবল ইচ্ছার । এবারের ঈদ এ হয়ত আপনার বাজেট ১০০০ টাকা । ১০০০ টাকার পাঞ্জাবীটা না কিনে নাহয় ৯০০ টাকারটা কিনলেন । ঐ ১০০ টাকাটা নাহয় ঐ অবুঝ সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বরাদ্দ করলেন । ওদের মুখে হাসি ফোটাতে খুব বেশি কিছুর প্রয়োজন হয় না । আপনার একটু চেষ্টা ওদের ঈদটাকে আনন্দে পরিপূর্ণ করে তুলবে।



আমরা কোন সংস্থা কিংবা কোন অর্গানাইজেশনের হয়ে নয় , মানবতা থেকে ঐ সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কিছু করার উদ্যোগ নিয়েছি ।

আপনাদের অংশগ্রহন কামনা করছি ।

বিকাশ নং - ০১৯৫০২৪১৭০৮

এই বিকাশ নম্বরে আপনি টাকা পাঠাতে পারবেন । আমরা কথা দিচ্ছি , ঐ বাচ্ছাগুলর মুখে হাসি ফোটালে আপনিও এক স্বর্গীয় আত্মতৃপ্তি পাবেন ।



আপনার আমার ঈদ টাকে সুন্দর করার জন্য অনেকেই আছে । কিন্তু ওদের তো আমরা ছাড়া কেউ নেই । একবের ওদের পাশে দাঁড়িয়েই দেখুন কত ভাল লাগে!

ব্লগার ভাইয়া আপুদের অনুরোধ করব ফেসবুকে ইভেন্ট জয়েন করার জন্য ।

View this link

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুন, ২০১৪ বিকাল ৪:৩২

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: একটা ভালো উদ্যোগ ...
অবশ্যই অবশ্যই অনেক গুলো কচি মুখে হাসি ফোটাবে হয়তো সফল হলে ...
সেই কামনাই করছি, আর অনুরোধ থাকলো সব সহব্লগার দের প্রতিও ...
আপনাকেও ধন্যবাদ মাহি, জানানোর জন্য ...
ইভেন্টে যোগ দিলাম, কিন্তু আমার কথা হচ্ছে, এইসব ইভেন্ট ছাড়াও যখন যতটুকু আমরা নিজে থেকে পারি; যেন করি তাঁদের জন্য ...

তাহলেই আর ওই "বড়লোকের ঈদ" বলে কিছু থাকবেনা ...!

০১ লা জুলাই, ২০১৪ দুপুর ১২:০২

বর্ষণ মাহি বলেছেন: অবশ্যই । ইভেন্টে যোগ দেয়াটা বড় কথা নয় । সব থেকে বড় ব্যাপার আপনি সাহায্য করছেন কিনা!
আপনি দয়া করে আপনার ফেবু বন্ধুদেরকে ইনভাইট করে দিন । তাহলে আমরা আর বেশি মানুষের কাছে পৌছাতে পারব ।

২| ৩০ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:১৪

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ভালো উদ্যোগ , সফলতা কামনা করছি।

০১ লা জুলাই, ২০১৪ দুপুর ১২:০৪

বর্ষণ মাহি বলেছেন: আপনাদের দোয়ায় আমরা নিশ্ছিত সফল হব ।

৩| ৩০ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:২৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: ছোট্ট ছোট্ট উদ্যোগই সমাজকে বদলে দিতে মহিরুহের কাজ করে।

অভিনন্দন উদ্যোগের জন্য।

০১ লা জুলাই, ২০১৪ দুপুর ১২:০৫

বর্ষণ মাহি বলেছেন: উদ্যোগ আপনাদের সাহায্য ছাড়া সফল করা অসম্ভব।

৪| ০১ লা জুলাই, ২০১৪ বিকাল ৫:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন: সিয়াম ব্যাংক! আমার রমজানের উদ্যোগ-তাদের জন্য যারা অসহায়, প্রার্থী, কারো কাছে চাইতে পারেনা!

গতবার নিজে নিজে করেছি.. তাই এবার সবাইকে শেয়ার করছি.. যদি কারো মনোপুত: হয়...

৫| ০২ রা জুলাই, ২০১৪ দুপুর ১:৫৮

কান্ডারি অথর্ব বলেছেন:

সাথে আছি।

০৩ রা জুলাই, ২০১৪ বিকাল ৫:১৭

বর্ষণ মাহি বলেছেন: ধন্যবাদ । সবসময় যেন পাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.